Tag: ASIA Cup 2022

ASIA Cup 2022

  • Hindus Attacked in UK: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা

    Hindus Attacked in UK: মন্দিরে ভাঙচুর, শিশুদের বন্দি! ইংল্যান্ডের লেস্টারে জেহাদি হামলার শিকার হিন্দুরা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশের (Bangladesh) পর এবার লক্ষ্য ব্রিটেন (UK)। আগেরবার দুর্গাপুজোর সময় গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয়েছিল হিন্দু মন্দির ভাঙচুর ও হিন্দু ধর্মের অবমাননা। এবারে এরকমই ঘটনা দেখা গেল ব্রিটেনেও। কিন্তু এবারে এশিয়া কাপে (Asia Cup 2022) ভারতপাকিস্তানের খেলা ঘিরেই এই সাম্প্রদায়িক হিংসার সৃষ্টি হয়েছে বলে জানা যায়। আর এই খেলাকে ঘিরেই শনিবার ইংল্যান্ডের লেস্টারে এক হিন্দু মন্দিরে ভাঙচুর চালাল ইসলাম ধর্মবালম্বী কয়েকজন দুষ্কৃতী। শুধু তাই নয়, হিন্দুদের বাড়িতেও আক্রমণ করে দুষ্কৃতিরা। সূত্রের খবর, শিশু সহ হিন্দুদের বন্দিও করা হয়। এছাড়াও একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, হিন্দু ধর্মের গেরুয়া পতাকাকে কিছু দুষ্কৃতীরা আগুনে পুড়িয়ে দিচ্ছে। শনিবারের এই ঘটনায় এলাকায় সংখ্যালঘু হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

    পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অগাস্ট এশিয়া কাপ (Asia Cup 2022) ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচের পর থেকেই হিন্দুদের উপর হামলার ঘটনা প্রত্যক্ষ করা গিয়েছে। ফলে শনিবার থেকে সশস্ত্র ইসলামপন্থীরা হিন্দুদের এবং তাঁদের বাসস্থানগুলিতে হামলা চালায়। সূত্রের খবর অনুযায়ী, শিশু-সহ হিন্দুদের উপর আক্রমণ করার পাশাপাশি হিন্দুদের বাড়ি, গাড়ি এবং হিন্দুদের মালিকানাধীন সম্পত্তিও ভাঙচুর  করা হয়।

    আরও পড়ুন: পাকিস্তানে ত্রাণ সামগ্রী দেওয়ার নামে হিন্দু মেয়েকে ধর্ষণ, অভিযুক্ত দুই মুসলিম যুবক

    এই হামলার প্রতিবাদে হিন্দু সম্প্রদায়ের মানুষজন একত্রিত হয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরেই ব্রিটেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার ব্রিটেন পুলিশের সর্বশেষ আপডেট অনুযায়ী, পুলিশ এই ঘটনার এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে।

    পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। রাস্তায় মানুষকে দাঁড় করিয়েও চলছে তল্লাশি। এই ঘটনার পর থেকেই হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে। লেস্টার পুলিশ এক বিবৃতিতে বলেছে, “হিংসা ও ক্ষয়ক্ষতির বেশ কিছু ঘটনা পুলিশকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনার আরও তদন্ত করা হবে।“

    গত ২৮ অগাস্ট দুবাইতে ভারত ও পাকিস্তানের ম্যাচের (IND vs PAK) পরিপ্রেক্ষিতে স্থানীয় হিন্দু ও মুসলিম গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সেই তখন থেকেই দুই গোষ্ঠীর মধ্যে সংঘাতের আগুন লেগেই ছিল।  শনিবার ও রবিবার এই সংঘর্ষ বিশাল আকার ধারণ করে। পুলিশ সূত্রে জানা যায়, হিন্দু ও তাঁদের বাড়িতে হামলা চালিয়েছে বিশেষত পাকিস্তানি মুসলিমরাই। হামলার বেশ কিছু ভিডিও ভাইরাল হতে শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনা সামনে আসতেই নেটিজেনরা এর তীব্র নিন্দা করেছেন।

  • Sunil Gavaskar: “শ্রীলঙ্কা যোগ্য জবাব দিয়েছে…” বললেন সুনীল গাভাসকার, সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট টিম

    Sunil Gavaskar: “শ্রীলঙ্কা যোগ্য জবাব দিয়েছে…” বললেন সুনীল গাভাসকার, সমালোচনার মুখে ভারতীয় ক্রিকেট টিম

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটপ্রেমী এবং অভিজ্ঞ ক্রিকেটাররা এশিয়া কাপ ২০২২-এ (Asia Cup 2022) শ্রীলঙ্কার ক্রিকেট টিমকে একেবারে উপেক্ষা করে গিয়েছেন। শ্রীলঙ্কাকে তেমন কোনও গুরুত্ব দেওয়া হয়নি। ফলে এরই কড়া জবাব দিয়েছে শ্রীলঙ্কা। এমনটাই বলতে শোনা গেল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাসকারকে। তিনি বলেন, যারা ভেবেছিলেন এশিয়া কাপে ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে, কিন্তু এশিয়া কাপ জিতে তাদের যোগ্য জবাব দিয়েছে শ্রীলঙ্কা।

    এশিয়া কাপ ফাইনালে ভারত-পাকিস্তান খেলবে, এই ভাবনা নিয়ে যে পুরো দেশ জুড়ে উন্মাদনার সৃষ্টি হয়েছিল এবং যারা এই শুধুমাত্র ভারত-পাকিস্তানের খেলা নিয়ে এক হাইপ তৈরি করেছিল তাদের কটাক্ষ করেছেন। তিনি শ্রীলঙ্কা ক্রিকেট টিম নিয়ে বলতে গেলে আরও জানান, এশিয়া কাপে মানুষ শুধু ভারত-পাকিস্তান দল নিয়েই কথা বলছিল। মনে হচ্ছিল এই দুই দলই শুধুমাত্র খেলছে। কিন্তু শ্রীলঙ্কার খেলোয়াড়রাও এশিয়া কাপে জয়লাভ করেছে ও সেই লোকদের উপযুক্ত জবাব দিয়েছে। কিন্তু প্রায় অনেকেরই অজানা যে, শ্রীলঙ্কা ষষ্ঠবারের জন্য এশিয়া কাপ ফাইনালের শিরোপা জিতেছে।

    আরও পড়ুন: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    এশিয়া কাপে শ্রীলঙ্কার শুরুর যাত্রা একেবারেই ভালো ছিল না। এমনকি টুর্নামেন্টের শুরুতে ভারত-পাকিস্তান ফাইনালের জন্যই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এশিয়া কাপ শুরুর আগে শ্রীলঙ্কাকে কেউই গুরুত্ব দেয়নি। শুরুতেই হারতে হয়েছিল আফগানিস্তানের কাছে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা একেবারে এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। সুপার ফোরেও তারা হারায় আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে। তার আগে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেন। তবে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা সকলকে চমকে দিয়েছে।

    সুনীল গাভাসকার এখানেই থেমে থাকেননি, তিনি আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এনে, ভারতীয় ক্রিকেট টিমের সমালোচনা করে বলেছেন, ‘দলের লক্ষ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতা নয়, শিরোপা জেতা হওয়া উচিত। এটাও সত্য যে পাকিস্তানকে হারানো ভালো, কারণ এটা আপনাকে আত্মবিশ্বাস দেবে, যা অন্য দলের বিপক্ষে কাজে আসবে। তবে আমি বিশ্বাস করি যে আপনাকে ৫টি ম্যাচের মধ্যে কমপক্ষে ৪টি জিততে হবে, কারণ তবেই আপনি নকআউটের জন্য যোগ্যতা অর্জন করতে সক্ষম হবেন।‘

    প্রসঙ্গত উল্লেখ্য, আগামী মাসে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এটি ১৬ অক্টোবর শুরু হবে এবং ১৩ নভেম্বর ফাইনাল খেলা হবে।

  • Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    Asia Cup 2022: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের সুপার ফোর-এ ভারতকে হারিয়ে মধুর বদলা নিল পাকিস্তান। পাঁচ উইকেটে রোহিতদের হারায় বাবর আজমের দল। ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টিতে এটিই পাকিস্তানের সর্বাধিক রান তাড়া করে জয়। গত রবিবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ উইকেটে একই মাঠে একই ভাবে ম্যাচ জিতেছিল টিম ইন্ডিয়া। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারলেও এশিয়া কাপের ফাইনালে ওঠার পথ এখনও বন্ধ হয়নি রোহিতদের কাছে। কাল, মঙ্গলবার শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালের দিকে এগিয়ে যাবে ভারত। হারাতে হবে আফগানিস্তানকেও। 

    রবিবার, দুবাইয়ের মাঠে প্রথমে ব্যাট করে ১৮১ রান করেছিল ভারত। জবাবে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে সেই রান তুলে নেয় পাকিস্তান। পাঁচ উইকেটে ম্যাচ জেতে বাবররা। প্রথমে ব্যাট করে কোহলির অর্ধশতরানের দৌলতে ১৮১ রানের ভাল টার্গেট খাড়া করে ভারত। রোহিত শর্মা ও লোকেশ রাহুল শুরুটা ভাল করেছিল। প্রথম ১০ ওভারে ভারতের ভাল রান ওঠে। কিন্তু মাঝের ওভারে পর পর উইকেট পড়ায় রানের গতি বেশ খানিকটা কমে যায়। নতুবা ভারতের রান ২০০-এর কাছে পৌঁছে যেত। জবাবে ব্যাট করতে নেমে বাবর আজম আউট হয়ে গেলেও পাকিস্তানের রানকে এগিয়ে নিয়ে যান মহম্মদ রিজওয়ান।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    পাক তারকা মহম্মদ রিজওয়ানের দাবি, হার্দিক পান্ডিয়ার মন্ত্র কাজে লাগিয়েই ভারতের বিরুদ্ধে ব্যাট করেছেন তিনি।  ৫১ বলে ৭১ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। হার্দিক যেভাবে আগের ম্যাচে চাপের মধ্যে শান্তভাবে ব্যাট করে গিয়েছিল তা-ই রপ্ত করার চেষ্টা করেছেন রিজ, এমনটাই অভিমত পাক উইকেট কিপারের। এদিন কিপিংয়ের সময় পিঠে চোটও পান রিজওয়ান। তবে পাকিস্তানের জয় সহজ ছিল না। ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন আর্শদীপ। ম্যাচটাও ফস্কে যায় ভারতের হাত থেকে। 

    এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হারায় আফগানিস্তানকে।  রবিবার ভারত ৫ উইকেটে হারে পাকিস্তানের বিরুদ্ধে। এখন যদি ভারত পরপর দুটো ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এবং বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে জয় পায় আর পাকিস্তান যদি শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে হারায় তাহলেই আবার আগামী রবিবার বাইশ গজে ভারত-পাকিস্তান মহারণ দেখবে ক্রিকেট বিশ্ব। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    Asia Cup 2022: এশিয়া কাপ ফাইনালে পাকিস্তানের পরাজয়ে উল্লাস আফগানদের! রইল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (ASia Cup 2022) শ্রীলঙ্কার কাছে পাকিস্তানের পরাজয়ে উল্লাস করতে দেখা গেল আফগানদের। পাকিস্তানের পরাজয়কে উদযাপন করতে রাস্তায় বেরিয়ে পড়লেন বহু মানুষ। যেখানে ২০২২ এশিয়া কাপে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছিল পাকিস্তান তথা ভারতকে, সেখানে দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বীকে খুব সহজে পরাজিত করে ষষ্ঠবারের জন্য জয়ী হল শ্রীলঙ্কা (Srilanka)। খেলা শেষ হতেই আফগান ক্রিকেটপ্রেমীরা রাস্তায় নেমে শ্রীলঙ্কার উদ্দেশ্যে জয়ের ধ্বনী দিতে থাকেন। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

    আফগানদের উল্লাসের ভিডিও ট্যুইট করেন শ্রীলঙ্কায় নিযুক্ত আফগান রাষ্ট্রদূত এম আশরাফ হায়দরি। তিনি ট্যুইট করে লেখেন, ‘বিশ্বজুড়ে আফগানরা শ্রীলঙ্কার দুর্দান্ত জয় উদযাপন করছে। এটি শুধুমাত্র খোস্তের একটি দৃশ্য। শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক।’ এই ভিডিওতে দেখা গিয়েছে রাস্তার মধ্যে এক জায়গায় একসঙ্গে একত্রিত হয়ে নাচছেন আফগান ক্রিকেটপ্রেমীরা। ছোট থেকে বড়, সব বয়সের মানুষই যোগ দিয়েছেন এই উৎসবে।

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    শুধু তাই নয়, আফগানরা সোশ্যাল মিডিয়াতেও পাকিস্তান ক্রিকেটারদের নিয়ে ঠাট্ট-মশকরা শুরু করেছে। তাঁদের খোঁচা মেরে শ্রীলঙ্কাকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে। এক আফগান ট্যুইটে বলেছেন, ‘আমাদের খুশি করার জন্য শ্রীলঙ্কাকে অভিনন্দন। আফগানিস্তান উল্লাস করছে ও শ্রীলঙ্কার জয় উদযাপন করছে।‘

    অপর এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, ‘এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে আমরা একবার হারিয়েছি, কিন্তু তোমরা (পাকিস্তান) দু’বার হেরেছ।’

    অন্য একজন লেখেন, ‘পাকিস্তানের পতনই আমার আনন্দের কারণ।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Arshdeep Singh: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    Arshdeep Singh: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটার অর্শদীপ সিংয়ের উইকিপিডিয়া পেজের নিরাপত্তা বাড়াল সংস্থা। উইকিপিডিয়ার তরফে অর্শদীপের পেজ সেমি প্রোটেকটেড করে দেওয়া হল। এর ফলে বিশ্বস্ত এবং নির্ভর যোগ্য লোকেরা ছাড়া আর কেউ অর্শদীপের উইকিপিডিয়া পেজে এডিট করতে পারবে না। রবিবার চলছিল ভারত-পাকিস্তান ম্যাচ। ১৮ ওভারে আসিফ আলির সহজ ক্যাচ মিস করে খলনায়ক অর্শদীপ সিং। উইকিপিডিয়ায় তাঁর প্রোফাইল এডিট করে দেওয়া হয় ‘খালিস্তানি’ তকমা। ভারত সরকার এই বিষয়ে সক্রিয় হয়। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে উইকিপিডিয়াকে এই নিয়ে নোটিশ পাঠানো হয়েছিল। আইটি মন্ত্রক সূত্রে খবর, অর্শদীপ সিং-এর উইকিপিডিয়া পেজে খালিস্তান সমর্থক বলে দাবি করা হলে ভারতের পরিবেশ যেমন নষ্ট হতে পারে, তেমনি অর্শদীপের পরিবারের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে পারে। মনে করা হয়েছিল, এর পিছনে পাকিস্তানের যোগ থাকতে পারে। কেন্দ্রের চিঠি পাওয়ার পরই তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় উইকিপিডিয়া।

    উইকিপিডিয়ার তরফে বলা হয়েছে, তারা এ বিষয়ে সতর্ক থাকবে। পরবর্তী সময়ে যাতে কেউ এই পেজ ব্যবহার করে প্ররোচনামূলক কিছু ছড়াতে না পারে তাই জন্যই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়িয়ে পেজটিকে সেমি প্রোটেকটেড করে দেওয়া হয়েছে। রবিবার ভারত-পাক ম্যাচের ১৭.৩ ওভারে ফুল আউটসাইড অফ ডেলিভারি করেছিলেন রবি বিষ্ণোই। সেই বল স্লগ সুইপ করতে গিয়েছিলেন আসিফ। কিন্তু বলটা তাঁর ব্যাটের উপরের দিকের কানা লেগে সোজা শর্ট থার্ডের উপরে উঠে যায়। কিন্তু, ভারত বনাম পাকিস্তান ম্যাচের স্নায়ুর লড়াইয়ে হেরে গিয়ে ক্যাচটি মিস করেন অর্শদীপ। যদিও শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৭ রান। ম্যাচে উত্তেজনার রসদ আমদানি করে আসিফ আলিকেই লেগ বিফোর করে ফেরত পাঠান অর্শদীপ। শেষ দু-বলে জয়ের সমীকরণ নেমে আসে ২ রানে। এক বল বাকি থাকতে জয় সম্পন্ন করেন পাক ব্যাটাররা। তারপরই হঠাতই নেট দুনিয়ায় অর্শদীপকে ভিলেন বানিয়ে দেওয়া হয়। এ প্রসঙ্গে অর্শদীপের বাবা দর্শন সিং ছেলের পাশে দাঁড়িয়ে বলেন,”ক্যাচ মিস খেলার অঙ্গ। এ নিয়ে ভাবার কিছু নেই। আর সমালোচনা। সবাইকেই সমালোচিত হতে হয়। এটাকেও স্বাভাবিক ভাবেই নিতে হবে। একটা সাফল্য পেলে সমর্থকরা আবার প্রশংসায় ভরিয়ে দেবে।”

    আরও পড়ুন: সুপার ফোরে পাকিস্তানের কাছে হার! জানেন কীভাবে এশিয়া কাপের ফাইনালে যেতে পারে টিম ইন্ডিয়া?

    ঘরের ছেলের পাশে দাঁড়ান পঞ্জাবের ক্রীড়ামন্ত্রী গুরমীত সিং মীত হেয়ার। অর্শদীপের মা বলজিৎ কৌরের সঙ্গে ফোনে কথা বলেন তিনি। জানান, পাঞ্জাব এবং গোটা দেশ অর্শদীপকে নিয়ে গর্ব করে। বলজিৎ বলেন,”সমর্থকরা সবসময় দেশকে জিততে দেখতে চায়। তাঁরা ভালবাসেন। তাই হতাশা থেকে এমন বলেছেন। অর্শদীপ বা আমরা এসব নিয়ে চিন্তিত নই। নিজের পারফরম্যান্স দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করতে চান অর্শদীপ।”

    ভারত-বিরোধী শিখ জঙ্গি সংগঠনের সঙ্গে অর্শদীপকে জড়িয়ে দেওয়ায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররাও। হরভজন সিং ট্রোলারদের একহাত নিয়ে বলেন, “তরুণ অর্শদীপ সিংয়ের সমালোচনা বন্ধ হোক। কেউই ইচ্ছা করে ক্যাচ মিস করে না। ছেলেদের জন্য আমরা গর্বিত। পাকিস্তান এদিন অনেক ভালো খেলেছে। যাঁরা এভাবে আমাদের ছেলেদের এরকম সস্তা কমেন্ট করে দলকে নামিয়ে দিচ্ছেন তাদের জন্য লজ্জা হচ্ছে। অর্শ সোনার ছেলে।”

    সতীর্থের সমর্থনে মুখ খুলেছেন বিরাট কোহলিও। তিনি সরাসরি জানিয়েছেন, “চাপের মুখে যে কেউ ভুল করতে পারে। এরকম বড় ম্যাচে পরিস্থিতি বেশ শক্ত ছিল। মনে আছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্ৰথমবার পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নেমে শাহিদ আফ্রিদির বলে বাজে এক শটে আউট হয়ে যাই। সেই রাতে ঘুমোতে পারিনি। ভোর পাঁচটা পর্যন্ত সিলিংয়ের দিকে চেয়ে বসেছিলাম।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli:  এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    Virat Kohli: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: একেবারে রাজার মত ফিরলেন বিরাট (Virat Kohli)। অবশেষে বহু প্রতীক্ষিত সেঞ্চুরি এল বিরাটের ব্যাটে। সমালোচকদের মুখ বন্ধ করে নিজের ছন্দে ফিরে এলেন প্রাক্তন অধিনায়ক। কিন্তু এই সেঞ্চুরি আনতে বিরাট কোহলির সময় লেগে গেল ১০১৯ দিন! শেষ শতরান করেছিলেন ২০২০ সালের ২৩ নভেম্বর। বাংলাদেশের বিরুদ্ধে কলকাতার ইডেন গার্ডেন্সে শেষবার শতরান করেছিলেন তিনি। তারপর থেকেই বিরাট অনুরাগীরা তাঁর ব্যাটে শতরান দেখার জন্য অপেক্ষায় বসেছিলেন।

    অবশেষে বিরাট অনুরাগীদের অপেক্ষার অবসান হল। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২২তে (Asia Cup 2022) আফগানিস্তানের বিরুদ্ধে ৫৩ বলে ১০০ রান করলেন বিরাট কোহলি। ফলে তাঁকে নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। বিরাট অনুরাগীদের মুখে এখন একটাই কথা, এবার হয়তো বিরাট সমালোচকরা তাদের যোগ্য জবাব পেয়ে গেছে। চলতি এশিয়া কাপে বিরাট কোহলি একমাত্র শ্রীলঙ্কার বিরুদ্ধেই রান পাননি। এছাড়া সব ম্যাচেই রান পেয়েছেন।

    তবে এদিন শুধু তিনি শতরানই করেননি, কেরিয়ারের ৭১ তম সেঞ্চুরি পেলেন কোহলি। এর পাশাপাশি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে এই প্রথম শতরান করলেন বিরাট কোহলি। টি-২০ ক্রিকেটে বিরাট কোহলির ব্যক্তিগত সর্বোচ্চ রান ছিল ৯৪। সেই রেকর্ড নিজেই ভেঙে চুরমার করে দিলেন তিনি। এছাড়াও এদিন এক সেঞ্চুরিতে তিনি কী কী রেকর্ড গড়লেন, জেনে নিন।

    আরও পড়ুন: নম্বর তো অনেকেই জানে! অধিনায়কত্ব ছাড়ার সময়ে ফোন করেছিল শুধুই ধোনি, অকপট কোহলি

    আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় দ্বিতীয় তম স্থানে ছিল অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং। তবে গতকালের বিরাটের এই সেঞ্চুরি করায়, বর্তমানে দুজনেই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। এখন শুধু প্রথম স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর।

    সবচেয়ে কম ইনিংসে ৭১টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন কোহলি। তিনি ৫২২টি ইনিংসে এমন কৃতিত্ব অর্জন করেন। আগে এই রেকর্ড ছিল সচিন তেন্ডুলকরের। তিনি ৫২৩টি ইনিংসে ৭১টি সেঞ্চুরি করেন। ফলে এই ক্ষেত্রে বিরাট সচিনকেও ছাপিয়ে গিয়েছেন।

    আন্তর্জাতিক ক্রিকেটে ২৪ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট। তারকা ব্যাটার তাঁর ৫২২তম ইনিংসে এটি অর্জন করেছেন। তিনি সচিনের ৫৪৩ ইনিংসের রেকর্ড ছাড়িয়ে গেছেন।

    সুরেশ রায়না, রোহিত এবং রাহুলের পর কোহলি এখন চতুর্থ ভারতীয় ব্যাটার যিনি প্রতিটি ফরম্যাটে সেঞ্চুরি করেছেন। আবার রোহিত, রাহুল, রায়না, সূর্যকুমার যাদব এবং দীপক হুডার পরে তিনি ষষ্ঠ ভারতীয় ব্যাটার, যিনি টি-২০ ক্রিকেটে তিন অঙ্কের রানে পৌঁছেছেন।

    আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রান হল ১২২। এই রেকর্ড আগে ছিল রোহিত শর্মার। তিনি ২০১৭ সালে ইন্দোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১১৮ রান করেছিলেন।

    আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করার ফলে চলতি এশিয়া কাপে সব থেকে বেশি রান করার কৃতিত্ব অর্জন করেন কোহলি। এছাড়াও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১০০টি ছক্কার মাইলস্টোন ছাপিয়ে যান বিরাট।

  • Asia Cup 2022:  ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    Asia Cup 2022: ‘এই ঘটনা আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে তুলবে’, শ্রীলঙ্কা ম্যাচের আগে অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে ক্যাচ ফস্কানোয় ট্রোলিংয়ের শিকার হয়েছেন অর্শদীপ সিং (Arshdeep Singh)। পেয়েছেন ‘খলিস্তানি’ তকমাও। তবে এসব নিয়ে এখন ভাবতে রাজি নন ভারতের তরুণ বোলার অর্শদীপ সিং। ভারতীয় বোলারের মা-বাবা দুবাই থেকে চণ্ডীগড়ে ফিরেছেন। রবিবারের ভারত-পাক ম্যাচ তাঁরা দেখেন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে। দেশে ফেরার পরে অর্শদীপের বাবা দর্শন সিং জানান, ”দুবাই থেকে বিমান ধরার আগে অর্শদীপের সঙ্গে কথা হয়েছে। ট্যুইট, মেসেজে ট্রোলিং দেখে শুনে অর্শদীপ কেবল হেসেছে। ও বলেছে, এর থেকে আমি কেবল ইতিবাচক দিকটাই নিতে চাই। গোটা ঘটনা আমাকে আরও আত্মবিশ্বাস জোগাচ্ছে।” অর্শদীপের মা বলজিৎ কৌর বলেছেন, ”ও আমাদের বলেছে গোটা দল ওর পাশে রয়েছে।” অতএব ভারত-পাকিস্তান ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে এখন অতীত। মঙ্গলবার ফোকাস শুধুই শ্রীলঙ্কা (Sri Lanka)।

    আরও পড়ুন: ‘খলিস্তানি’ তকমা! কেন্দ্রের হস্তক্ষেপের পরই অর্শদীপের পেজের নিরাপত্তা বাড়াল উইকিপিডিয়া

    সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও শ্রীলঙ্কা (India Vs Sri Lanka)। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর (India Vs Pakistan) লড়াইয়ে টিকে থাকতে গেলে ভারতকে এই ম্যাচে জিততেই হবে। নয়ত বিমানের টিকিট নিশ্চিত। অন্যদিকে প্রথম ম্যাচে আফগানিস্তানকে (Afghanistan) হারিয়ে এই ম্যাচে ভালো জায়গায় থেকে শুরু করবে শ্রীলঙ্কা। আজকের ম্যাচ জিতলেই শ্রীলঙ্কার ফাইনাল খেলা কার্যত নিশ্চিত হয়ে যাবে। সেই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবেন না দাসুন শানাকারা। এখনও পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ভারত ও শ্রীলঙ্কা মুখোমুখি হয়েছে ২৫ বার। ভারত জিতেছে ১৭ বার, শ্রীলঙ্কা ৭ বার। শেষ পাঁচটি ম্যাচে ভারত তিনবার ও শ্রীলঙ্কা দুবার জয়ের স্বাদ পেয়েছে। পরিসংখ্যান ও দক্ষতা দুদিক থেকেই এদিনের ম্যাচে এগিয়ে ভারত। কিন্তু চলতি সিরিজে এখন কিছুটা হলেও ব্যাকফুটে টিম ইন্ডিয়া।

    দুই দলের সম্ভাব্য একাদশ:

    ভারত: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, আভেশ খান, অর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহাল

    শ্রীলঙ্কা: পথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চরিথ আসালঙ্কা, দানুষ্কা গুনতুলকা, ভানুকা রাজাপক্ষে, দাসুন শানাকা, ওয়ানিনডু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ ঠিকশানা, আসিথা ফেরান্ডো, দিলশন মধুশঙ্কা

    খেলা শুরু: সন্ধ্যা সাড়ে সাতটায়, স্টার স্পোর্টসে

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Hardik Pandya: কামব্যাকটাই বড় কথা! কেরিয়ারের খারাপ সময় নিয়ে আবেগপ্রবণ হার্দিক

    Hardik Pandya: কামব্যাকটাই বড় কথা! কেরিয়ারের খারাপ সময় নিয়ে আবেগপ্রবণ হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর আগের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। এশিয়া কাপে সেবারও মুখোমুখি ভারতপাকিস্তান। তখন পাকিস্তানের ব্যাটিং চলছে। বল হাতে হার্দিক পান্ডিয়া। হঠাতই মাঠের মধ্যেই শুয়ে পড়লেন হার্দিক। প্রবল যন্ত্রণায় কাতরাচ্ছেন ভারতীয় অলরাউন্ডার। ছুটে এলেন দুই দলের খেলোয়াড়রা। হেঁটে মাঠের বাইরে পর্যন্ত যেতে পারলেন না হার্দিক। মাঠ ছাড়তে হল স্ট্রেচারে শুয়ে। 

    ২০১৮ সালে পিঠে ভয়ানক চোটের পর অস্ত্রোপচার করতে হয় তাঁকে। শেষ হয়ে যেতে পারত কেরিয়্যার। হাল ছাড়তে রাজি ছিলেন না কঠোর হার্দিক। নীরবে চলে প্রস্তুতি। ২০২২ আইপিএল মোর ঘোরায় তাঁর ক্রিকেটীয় জীবনে। গুজরাট টাইটান্সের নেতৃত্ব যখন পেয়েছিলেন অনেকেই ভ্রু কুঁচকেছিল। সব হিসেবের বাইরে গিয়ে আবির্ভাবেই গুজরাটের হাতে তুলে দেন আইপিএল ট্রফি।

     

     

    এককালে প্লে বয় ইমেজের হার্দিককে সেদিনও খুব শান্ত মনে হয়েছিল। এদিনও ছিলেন শান্ত। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠেই পাকিস্তানকে একা হাতে শুইয়ে দেন হার্দিক পান্ডিয়া। তিন উইকেট অপরাজিত ৩৩ রান পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতের জয়ের রাস্তা মসৃণ করে। জয়সূচক রানও এসেছিল তাঁর ব্যাট থেকেই। এই ম্যাচের পরই ট্যুইটে চার বছর আগের ও রবিবারের মাঠের ছবি দিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আপাত শান্ত হার্দিক। লেখেন ফিরে আসাটা সবচেয়ে বড় ছিল। 

    আরও পড়ুন: ‘তুমিই আমার তারকা…!’ হার্দিককে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন স্ত্রী নাতাশা?

    ম্যাচের পর এক সাক্ষাৎকারে হার্দিক বলেন, ‘‌শেষ ওভারে ৭ রান বাকি থাকা অবস্থায় রবীন্দ্র জাদেজা প্রথম বলেই আউট হয়ে গেলেও আমি চাপ অনুভব করিনি। শেষ ওভারে ওদের বাঁহাতি স্পিনার বল করছিল। আর বৃত্তের মধ্যে ৫ জন ফিল্ডার ছিল। এটা আমার লক্ষ্যচূত করতে পারেনি। ১০ জন থাকলেও আমি ভাবতাম না। আমি শুধু চেয়েছিলাম ফিল্ডারদের মাথার ওপর দিয়ে শট খেলতে।’ দলকে জেতানোর পর আবেগ দেখাননি হার্দিক। মাত্র একবারই আবেগ দেখিয়েছিলেন, যখন ২০তম ওভারের প্রথম বলেই জাদেজা আউট হয়েছিলেন। হার্দিক বলেন, ‘‌জাদেজা আউট হতে খারাপ লাগল। আমি ওকে বলি, আমি চাপে নেই। বোলারই বেশি চাপে।’ লক্ষ্যে স্থির হার্দিক বলেন,’আমি শুধু বোলারের ভুল করার জন্য অপেক্ষায় ছিলাম। সে যেভাবে ফিল্ড প্লেসিং করেছিল, জানতাম বোলার ব্যাক লেংথে বল করবে। তার জন্য আমি তৈরি ছিলাম।’‌

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    NIT Srinagar: ভারত-পাক ম্যাচ দেখলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা! কারা দিল এমন নির্দেশিকা?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যেকের নজর এখন এশিয়া কাপ ২০২২ টুর্নামেন্টের (Asia Cup 2022) ভারত বনাম পাকিস্তান (INDvsPAK) ম্যাচের উপরেই। ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর সেই ম্যাচ দেখতেই অপেক্ষায় বসে থাকে পুরো ভারতবাসী। তবে এবারে এই খেলা দেখা নিয়েই অদ্ভূত নির্দেশিকা জারি করল শ্রীনগরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি কলেজ (NIT Srinagar)।

    এই নির্দেশিকায় বলা হয়েছে, এক ঘরে অনেকজন মিলে এশিয়া কাপ ভারত-পাকিস্তানের খেলা দেখা যাবে না। সোশ্যাল মিডিয়ায় খেলা সংক্রান্ত কোনও পোস্ট করা যাবে না। যদি কারও ঘরে অন্য পড়ুয়াদের পাওয়া যায় তবে তাকে হোস্টেল থেকেও বের করে দেওয়া হবে। শুধু তাই নয়, এই নিয়ম গুলো অমান্য করলেই দিতে হবে পাঁচ হাজার টাকা জরিমানা। আর এই নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক৷ পড়ুয়াদের মধ্যেও এ নিয়ে ক্ষোভ বাড়ছে৷

    আরও পড়ুন: বিশ্বকাপের জবাব দিতেই আজ এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি ভারত! জেনে নিন কখন, কোথায় দেখবেন ম্যাচ

    কলেজ কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “পড়ুয়ারা জানেন যে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্রিকেট টুর্নামেন্ট চলছে। পড়ুয়াদের এটিকে সাধারণ খেলা হিসেবেই গ্রহণ করা উচিত ও ইনস্টিটিউট বা হোস্টেলে কোনও ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।“ এর জন্য নির্দেশ দেওয়া হয়েছে যে পড়ুয়ারা ম্যাচ চলাকালীন নিজেদের ঘরেই থাকবেন এবং একসঙ্গে অনেকজন মিলে এই ম্যাচ দেখবেন না। নির্দেশিকায় আরও বলা হয়েছে, “যদি একটি নির্দিষ্ট ঘরে অনেক পড়ুয়া একসঙ্গে ম্যাচ দেখতে যান  তবে সেই নির্দিষ্ট ঘরে থাকা পড়ুয়াদের হস্টেলের ঘর থেকে বের করে দেওয়া হবে এবং এর সঙ্গে জড়িত সমস্ত ছাত্রদের উপর কমপক্ষে পাঁচ হাচার টাকা জরিমানা দিতে হবে।“ এছাড়া নির্দেশিকায় আরও বলা হয়েছে, ম্যাচ চলাকালীন বা ম্যাচের পরে কেউ যেন হোস্টেলের ঘর থেকে বের না হন।

    তবে জানা গিয়েছে, ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপের সেমি-ফাইনালে ভারত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ হারার পর ব্যাপক মারামারি হয়েছিল হস্টেলে৷ সংঘর্ষে জড়িয়ে পড়ে এই কলেজের পড়ুয়ারা। বেশ কিছুদিন বন্ধ রাখতে হয়েছিল কলেজ। তাছাড়াও ভারত-পাক ম্যাচ ঘিরে কাশ্মীরের নানা জায়গায় বিশৃঙ্খলা ছড়ায়। সব মিলিয়ে সতর্ক থাকতে চাইছে কলেজ কর্তৃপক্ষ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    Asia Cup 2022: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম ম্যাচে পাকিস্তানকে (Pakistan) ৫ উইকেটে হারিয়েছিল ভারত (India)। এবার দুর্বল হংকংকে ৪০ রানে উড়িয়ে ‘বি’ গ্রুপ থেকে এশিয়া কাপের (Asia Cup) সুপার ফোরে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। অনেকদিন পর বড় রান পেলেন বিরাট কোহলি (Virat Kohli)। ৪৪ বলে ৫৯ রানে অপরাজিত থাকেন তিনি। কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ৩১তম অর্ধশতরান করলেন। এর আগে রোহিত শর্মার ৩১টি হাফসেঞ্চুরি ছিল। তবে এদিন সবাইকে ছাপিয়ে গেলেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। ২৬ বলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৮ রান। মেরেছেন ছ’টি করে চার ও ছক্কা। মূলত এই জুটির সৌজন্যে প্রথমে ব্যাট করে ভারত ২ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে।

    ভারতের রানটা আরও বেশি হতে পারত। কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা ও লোকেশ রাহুলের ওপেনিং জুটি সেভাবে জমাট বাঁধেনি। বহুদিন ধরেই বড় রান পাচ্ছন না রোহিত। তাই হংকংয়ের মতো দুর্বল দলের বিরুদ্ধ তাঁকে পুরানো মেজাজে দেখতে চেয়েছিলেন সমর্থকরা। কিন্তু হতাশ করেন রোহিত। ২১ রানে আউট হয়ে মাঠ ছাড়েন তিনি। তবে এদিনই আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সাড়ে তিন হাজার রান পূরণ করেন ভারত অধিনায়ক। একই অবস্থা লোকেশ রাহুলেরও। শুরুটা ভালো করেও ৩৬ রানেই তাঁকে থামতে হয়। তবে বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে ভারতকে শক্ত ভিতে দাঁড় করান সূর্যকুমার যাদব। তাঁদের পার্টনারশিপ ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়।

    আরও পড়ুন: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    হংকং যে ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ম্যাচ জিততে পারবে না সেটা প্রত্যাশিতই ছিল। তবে বাবর হায়াত, কিঞ্চিৎ শাহদের লড়াই মন জিতে নিয়েছে ক্রিকেটপ্রমীদের। হংকং ৫ উইকেট হারিয়ে ১৫২ রান তোলে। এখন প্রশ্ন হচেছ, এশিয়া কাপ জয়ের প্রবল দাবিদার ভারতীয় বোলিংকে নিয়ে তারা যেভাবে ছেলেখেলা করল, তা মোটেও শুভ ইঙ্গিত নয় রোহিতের দলের কাছে। দুই স্পিনার রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহারের সঙ্গে বেশ ভালোই বল করেন পেসার ভুবনেশ্বর কুমার। কিন্তু অর্শদীপ সিং ও আভেশ খান যেভাবে রান বিলিয়েছেন, তা ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালে চিন্তার ভাঁজ চওড়া করবে। অভেশ খান ৪ ওভার হাত ঘুরিয়ে দেন ৫৩ রান। একটি উইকেট পেলেও প্রবল সমালোচনার মুখে পড়তে হচেছ তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share