Tag: Asia Cup 2023

Asia Cup 2023

  • Asia Cup 2023: আজ মহারণে ভারত-পাকিস্তান, দুই দলের শক্তি ও দুর্বলতার দিক কোনগুলি?

    Asia Cup 2023: আজ মহারণে ভারত-পাকিস্তান, দুই দলের শক্তি ও দুর্বলতার দিক কোনগুলি?

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান (Asia Cup 2023)। ইতিমধ্যে এশিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন জানিয়েছে যে কোনও কারণে বৃষ্টির জেরে যদি ম্যাচ ভেস্তে যায়, তাহলে রিজার্ভ ডে’তে ফের খেলা হবে। এমন অবস্থায় দুই দেশের সমর্থকরা মুখিয়ে রয়েছেন এই ম্যাচকে উপভোগ করতে। আজকের ম্যাচে ভারতকে (Asia Cup 2023) হারাতে পারলে পাকিস্তানের ফাইনালে যাওয়ার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। অন্যদিকে, চির প্রতিদ্বন্দ্বী (Asia Cup 2023) পাকিস্তানের বিরুদ্ধে জয় পেতে মুখিয়ে রয়েছে ভারত।

    দুই দলের শক্তি এবং দুর্বলতার কোন কোন দিক রয়েছে? 

    ভারতের শক্তিশালী দিক হল টপ অর্ডার (Asia Cup 2023) ব্যাটিং লাইন আপ। রোহিত, শুভমান শ্রেয়াস, বিরাট কোহলির মত বিশ্ব বিখ্যাত ব্যাটসম্যানরা রয়েছেন ভারতীয় দলে, এঁরাই যে কোনও ম্যাচকে ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অন্যদিকে পান্ডিয়া, জাদেজা, শার্দুল ঠাকুরের মতো অলরাউন্ডাররাও রয়েছেন। ভারতীয় দলে আবার বুমরাহ, সিরাজ, শার্দুল, কুলদীপের মত বোলাররা রয়েছেন ভারতীয় দলে(Asia Cup 2023)। 

    ভারতীয় দলের অন্যতম দুর্বলতা হল টপ অর্ডারের ব্যর্থতা। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ভারতের টপ অর্ডারকে সেভাবে ফর্মে পাওয়া যায়নি। অন্যদিকে ভারতীয় দলে দীর্ঘদিন ধরেই রান পাচ্ছেন না বিরাট কোহলি বিগত পাকিস্তানের ম্যাচে মাত্র চার রানি আউট তিনি(Asia Cup 2023)।

    অন্যদিকে পাকিস্তান দলের অন্যতম শক্তি হল তাদের বোলাররা। আবার পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানও বটেন। বর্তমানে তিনি পুরো ফর্মে (Asia Cup 2023) রয়েছেন। পাকিস্তানের এই বাবর নির্ভরতা তাদের অন্যতম দুর্বলতার কারণও বটে। এছাড়াও দলে সেভাবে কোনও স্পিনার নেই। শুরুতেই যদি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান দল তাহলে তা সমস্যার কারণ হতে পারে।

    ভারতের সম্ভাব্য একাদশ (Asia Cup 2023)

    ভারত পাকিস্তানের মেগা ম্যাচে চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল। দেশে ফিরতে হয়েছে সঞ্জু স্যামসনকে। দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা গিয়েছে এই কিপার ব্যাটসম্যানকে। রবিবারের মেগা মাঝে ভারতের সম্ভাব্য একাদশ হল, রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

    পাকিস্তানি একাদশ (Asia Cup 2023)

    পাকিস্তান অবশ্যই আগেই তাদের প্রথম একাদশের নাম ঘোষণা করে দিয়েছে (Asia Cup 2023)। সেই মতো সমাজ মাধ্যমেও দেখা যায় ভারতের বিরুদ্ধে খেলতে চলা পাকিস্তানের ১১ জন খেলোয়াড়ের নাম। বাংলাদেশ ম্যাচের বিরুদ্ধে যে দলকে মাঠে দেখা গিয়েছিল সেই দলই অপরিবর্তিত রেখেছেন বাবর আজমরা। পাকিস্তানের একাদশ হল, বাবর আজম , ফখর জামান, ইমাম উল হক, মহম্মদ রিজওয়ান, আঘা সলমন, ইফতিকার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরফ, নাসিম শাহ, শাহিন আফ্রিদি এবং হ্যারিস রউফ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে’তে খেলা

    Asia Cup 2023: রবিবার ফের মুখোমুখি ভারত-পাকিস্তান, ম্যাচ ভেস্তে গেলে রিজার্ভ ডে’তে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান আগের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। যার জেরে হতাশ হয়েছিলেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। এরপরে রবিবার ১০ সেপ্টেম্বর রয়েছে  ফের ভারত পাকিস্তানের ম্যাচ (Asia Cup 2023)। এই অবশ্য সমর্থকদের আশার কথাই শুনিয়েছে এশিয়ার ক্রিকেট কাউন্সিল। তারা জানিয়েছে যে বৃষ্টির কারণে যদি ম্যাচ বন্ধ হয়ে যায়, তাহলে যেখান থেকে ম্যাচ বন্ধ হয়ে যাবে, সেখান থেকে আবার সোমবার নতুন করে শুরু হবে ম্যাচ। কিন্তু এটা শুধুমাত্র ভারত পাকিস্তান ম্যাচের (Asia Cup 2023) ক্ষেত্রে প্রযোজ্য। সুপার ফোরের অন্য ম্যাচগুলির জন্য এই ব্যবস্থা রাখা হয়নি। অন্যান্য কোনও ম্যাচেরই (Asia Cup 2023) এখনও রিজার্ভ ডে ঘোষণা করা হয়নি। আবার ২০২৩ সালের এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনাল রয়েছে ১৭ সেপ্টেম্বর কলম্বোর প্রেমাদাশা স্টেডিয়ামে। এই দিন অবশ্য বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। আর যদিও বা বৃষ্টি হয় তবে যুগ্ম ভাবে টুর্নামেন্টে বিজয়ী ঘোষণা করা হবে বলে জানিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    দলে ফিরলেন লোকেশ রাহুল (Asia Cup 2023)

    লোকেশ রাহুলের চোট থাকায়  তিনি শ্রীলঙ্কায় যেতে পারেননি কিন্তু বর্তমানে ফিট হয়ে যাওয়ায় সঞ্জু স্যামসনকে দেশে ফিরতে হল। সঞ্জু স্যামসনকে কিপার ব্যাটার হিসেবে এশিয়া কাপে (Asia Cup 2023) ভারতীয় দলে রাখা হয়েছিল। তবে মূল ১৭ জনের স্কোয়াডে তিনি স্থান পাননি। স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে ছিলেন। এদিন ভারতীয় দলের সঙ্গে অনুশীলন করতেও দেখা যায় লোকেশ রাহুলকে (Asia Cup 2023)। টানা ৪৫ মিনিট তিনি কিপিং প্র্যাকটিস করেন। 

    সুপার ফোরে কোন কোন দিন খেলা রয়েছে

    সুপার ফোরে ২০২৩ এশিয়া কাপে (Asia Cup 2023) খেলছে চারটি দেশ- ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সুপার ফোরের ক্রীড়াসূচি ঠিক এরকম-

    ৬ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম বাংলাদেশ (Asia Cup 2023), শারজাহ, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে 

    ৯ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১০ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১২ সেপ্টেম্বর, ভারত বনাম শ্রীলঙ্কা, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১৪ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম শ্রীলঙ্কা (Asia Cup 2023), কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১৫ সেপ্টেম্বর, ভারত বনাম বাংলাদেশ, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

    ১৭ সেপ্টেম্বর, এশিয়া কাপের ফাইনাল, কলম্বো, খেলা শুরু: ভারতীয় সময় বিকেল ৩ থেকে

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এনামুল

    Asia Cup 2023: এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন লিটন, বাংলাদেশের হয়ে মাঠে নামবেন এনামুল

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে (Asia Cup 2023) খেলতে দেখা যাবেনা বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসকে। জানা গিয়েছে, ভাইরাল জ্বরের কারণে শ্রীলঙ্কা সফর তিনি বাতিল করেছেন। প্রথমে বাংলাদেশের সংবাদমাধ্যমে তরফ থেকে জানা গিয়েছিল যে প্রথম ম্যাচে খেলতে পারবেন না লিটন দাস। পরে জানা যাচ্ছে পুরো এশিয়া কাপ থেকেই ছিটকে গিয়েছেন তিনি। লিটন দাসের সরে যাওয়াতে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (Asia Cup 2023) ইতি মধ্যে তার বিকল্প নামও ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

    লিটন দাসে পরিবর্তে খেলবেন এনামুল 

    জানা গিয়েছে, লিটনা দাসের পরিবর্তে এশিয়া কাপ (Asia Cup 2023) খেলবেন এবার এনামুল হক। বুধবার বাংলাদেশের ক্রিকেট দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে এনামুলের। এখনও পর্যন্ত ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এনামুল। তাঁর ঝুলিতে রয়েছে ১,২৫৪ রান। অর্থাৎ ম্যাচ পিছু গড় ৩০.৫৮, ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি এবং  পাঁচটি অর্ধশত রানও করেছেন এনামুল। লিটন দাস এশিয়া কাপ (Asia Cup 2023) থেকে ছিটকে যাওয়ায় সুযোগ পেলেন এনামুল। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর মাসে ভারতের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলেছিলেন তিনি। তিনটি ম্যাচে মোট ৩৩ রান ছিল তাঁর সংগ্রহে। অর্থাৎ একেবারেই খারাপ পারফরম্যান্স। এরপরেই দল থেকে বাদ পড়েন এনামুল।

    ঢাকা প্রিমিয়ার লিগের খেলায় পুরনো ছন্দে দেখা যায় এনামুলকে

    ঢাকা প্রিমিয়ার লীগের খেলা তাকে আবার পুরনো ছন্দে ফিরতে দেখা যায় এনামুলকে। আবাহনীর হয়ে ব্যাট হাতে নামতে দেখা যায় এনামুলকে। ১৬টি ম্যাচে ৮৩৪ রান করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৫৯.৫৭ গড় ও ৯৭.৩১ স্ট্রাইক রেট নিয়ে নজর কাড়েন নির্বাচকদের। লিটন দাসের ছিটকে যাওয়া এবং এনামুলের দলে আসা (Asia Cup 2023), এই দুটোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশের জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, “ও ঘরোয়া ক্রিকেটে রান করার পাশাপাশি বাংলাদেশ টাইগার্স প্রোগ্রামে ভাল ফর্মে ছিল। লিটন দলে না থাকায় টপ অর্ডারে একজন ভাল ব্যাটার দরকার ছিল যে কিপিংও করতে পারে (Asia Cup 2023)। তাই এনামুলকে সুযোগ দেওয়া হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন বোর্ড সভাপতি রজার বিন্নি

    Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন বোর্ড সভাপতি রজার বিন্নি

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) উদ্বোধনী ম্যাচ হচ্ছে পাকিস্তানের মুলতানে আগামী ৩০ অগাস্ট। প্রসঙ্গত, সে দেশে খেলতে যেতে রাজি হয়নি ভারতীয় দল। বিসিসিআই -এর আপত্তির কারণেই শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2023) অনেকগুলি ম্যাচ। কিন্তু এবার আয়োজক পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে লাহোরে হাজির থাকবেন বোর্ড সভাপতি রজার বিন্নি এবং সহ-সভাপতি রাজীব শুক্ল। অন্যদিকে এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হওয়ার ঠিক আগেই ক্রিকেটে ছড়িয়েছে করোনা আতঙ্ক। জানা গিয়েছে, শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের শরীরে মিলেছে ভাইরাস। তাঁদের বাকি ক্রিকেটারদের থেকে আলাদা করে রাখা হয়েছে। এমন অবস্থায় ফের উদ্বেগ ছড়িয়েছে করোনা ভাইরাসকে নিয়ে।

    পাকিস্তানে খেলা দেখতে যাবেন বোর্ড সভাপতি রজার বিন্নি

    জানা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচে (Asia Cup 2023) ভারতের কোনও প্রতিনিধি অবশ্য মুলতানে হাজির থাকছেন না। বোর্ডের সূত্রে জানা গিয়েছে, রজার বিন্নি, রাজীব শুক্ল এবং বোর্ডের সচিব জয় শাহ ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হাজির থাকবেন। তার পরের দিন তাঁদের ভারতে ফেরার সম্ভাবনা রয়েছে। এরপরেই লাহোরে উড়ে যাবেন রজার বিন্নি এবং রাজীব শুক্ল। জয় শাহের অবশ্য যাওয়ার সম্ভাবনা নেই। ৪ সেপ্টেম্বর লাহোর যাবেন বিসিসিআইয়ের দুই কর্তা এবং ফিরবেন ৭ সেপ্টেম্বর। এর মধ্যে দুটি ম্যাচ (Asia Cup 2023) দেখবেন তাঁরা। প্রসঙ্গত, ২০০৮ সালের ভয়ঙ্কর মুম্বাই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে ক্রিকেটের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেভাবে কোনও সিরিজ খেলা হয়নি তারপর থেকেই।

    করোনা আতঙ্ক এশিয়াকাপে (Asia Cup 2023)

    জানা যাচ্ছে, আক্রান্ত দুই ক্রিকেটার হলেন ব্যাটার আবিষ্কা ফার্নান্ডো এবং উইকেটরক্ষক কুশল পেরেরা। দুজনেই শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। এর আগে করোনা লক্ষণ মিলে যাওয়ায় তাঁদের পরীক্ষা করানো হয়। সেখানেই ধরা পড়ে ভাইরাস। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, করোনার বিধি নিষেধ একপ্রকার উঠে গেছে বললেই চলে। এমতো অবস্থায় শ্রীলঙ্কায় ক্রিকেটাররা (Asia Cup 2023) খেলতে যেতে ভয় পাচ্ছেন, তার কারণ সেখানে যে তারা আক্রান্ত হবেন না এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian games 2023: হেলায় বাংলাদেশ জয় মহিলা ক্রিকেটারদের, সোমে কী লঙ্কা বধে ঝলসে উঠবে ভারত?

    Asian games 2023: হেলায় বাংলাদেশ জয় মহিলা ক্রিকেটারদের, সোমে কী লঙ্কা বধে ঝলসে উঠবে ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন কয়েক আগেই এশিয়া কাপ জিতেছে ভারত। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। রাত পোহালেই এশিয়ান গেমসে (Asian games 2023) মেয়েদের ক্রিকেটের ফাইনাল। ঘটনাচক্রে এই টিমকেও খেলতে হবে দ্বীপরাষ্ট্রের ক্রিকেট টিমের সঙ্গে। অথচ খেলার কথা ছিল পাকিস্তানের সঙ্গে। তবে রবিবার শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হেরে যাওয়ায় খেলা হবে ভারত বনাম শ্রীলঙ্কা। এই একই ঘটনা ঘটেছিল এশিয়া কাপের ক্ষেত্রেও।

    পাকিস্তানকে ধরাশায়ী শ্রীলঙ্কার 

    এশিয়ান গেমসে এদিন দু’টো খেলা হয়। সকালে হয় ভারত-বাংলাদেশ ম্যাচ। দ্বিতীয় দফায় লড়াইয়ের ময়দানে ছিল পাকিস্তান-শ্রীলঙ্কা। টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কা। বীর বিক্রমে খেলতে থাকেন লঙ্কা-সেনানীরা। শ্রীলঙ্কার বোলারদের সামনে কার্যত অসহায় দেখাচ্ছিল পাকিস্তানকে। ২০ ওভার খেলে ৭৫ রান তোলে পাকিস্তান। হারাতে হয় ৯টি উইকেট। এর (Asian games 2023) মধ্যে ৩টি উইকেট নিয়ে নেন শ্রীলঙ্কার উদেশিকা প্রবোধানি। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন ওপেনার শাওয়াল জুলফিকার। তিনি করেছেন ১৬ রান। শ্রীলঙ্কার হয়ে ব্যাট করতে নেমে ২৩ রান করেন হর্ষিতা সমরবিক্রম। নীলাক্ষি দা সিলভা করেন ১৮ রান। নীলাক্ষি অপরাজিতই ছিলেন। এই দু’জনেই জিতিয়ে দেন দলকে।

    ভারতের ঝোড়ো বোলিংয়ে উড়ে গেল বাংলাদেশ 

    শ্রীলঙ্কার কাছে যেভাবে পর্যুদস্ত হয়েছে পাকিস্তান, ঠিক সেভাবেই ভারতের বোলিংয়ের সামনে বাংলাদেশ উড়ে গিয়েছে স্রেফ খড়কুটোর মতো। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৫১ রানেই ইনিংস শেষ হয়ে যায় বাংলাদেশের। সর্বোচ্চ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। তিনি করেছেন ১২ রান। দুই ওপেনার সাথী রানি ও শামিমা সুলতানা কোনও রানই করতে পারেননি। ১৭.৫ ওভারেই সাজঘরে ফিরে যেতে হয় বাংলাদেশকে (Asian games 2023)। এদিন ১৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন ভারতের বোলার পূজা বস্ত্রকর।

    আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে

    বাংলাদেশ যেখানে ১৭.৫ ওভার খেলে ৫১ রান করে, সেখানে মাত্র ৮.২ ওভারেই ৫২ রান তুলে জিতে যায় ভারত। এদিনের অধিনায়ক স্মৃতি মন্ধানা মাত্র ৭ রান করেছেন। অপরাজিত ছিলেন জেমাইয়া রডরিগেজ। তাঁর সংগ্রহে ছিল ২০ রান। এদিনের জয়ে রুপো জয় নিশ্চত হল ভারতের মহিলা ক্রিকেট টিমের। সোমবার ফাইনালে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ভারত জিতবে সোনা। রচিত হবে আরও একটি ইতিহাস। সেটি হল, ক্রিকেটে এশিয়া সেরা ভারতই – সে মহিলা টিমই হোক কিংবা পুরুষ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    Asia Cup 2023: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

    মাধ্যম নিউজ ডেস্ক: স্বপ্নের স্পেল সিরাজের! এশিয়া কাপের ফাইনালে ইতিহাস লিখেছে ভারত। কলম্বোয় সেই ইতিহাসের নায়ক মহম্মদ সিরাজ। এদিনটাই ছিল সিরাজের। খেলার শুরুতেই এদিন ম্যাচের ইতি টেনে দিয়েছিলেন তিনি। দিনের চতুর্থ ওভারে চার রান দিয়ে ৪ উইকেট নিয়ে ভারতের জয় প্রায় নিশ্চিত করে দেন সিরাজ। এরপর কাপ জয়টা ছিল সময়ের অপেক্ষা। এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল সাইটে ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    মাঠকর্মীদের সম্মান সিরাজের

    শ্রীলঙ্কার বিরুদ্ধে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন মহম্মদ সিরাজ। ম্যাচের সেরা হয়ে ৪ লক্ষ ১৫ হাজার টাকা পেয়েছেন তিনি। সেই টাকার পুরোটাই কলম্বোর মাঠকর্মীদের দিয়ে দিয়েছেন তিনি। তাঁর মতে, মাঠকর্মীদের জন্যই বৃষ্টির মধ্যেই খেলা সম্ভব হয়েছে। তাই নিজের পুরস্কার মূল্য তাঁদের হাতে তুলে দিয়েছেন সিরাজ। ম্যাচ শেষে সেরার পুরস্কার নিতে গিয়ে শেষে সিরাজ বলেন, ‘‘এই পুরস্কার কলম্বোর মাঠকর্মীদের প্রাপ্য। ওঁরা না থাকলে এই প্রতিযোগিতা আয়োজন করাই যেত না। তাই এই টাকা ওঁদের হাতে তুলে দিতে চাই।’’ শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের সিম বদলে ফেলেছিলেন সিরাজ। ভারতীয় পেসার বলেন, ‘‘আমি সাধারণত ক্রস সিমে বল করি। কিন্তু এই ম্যাচে সিম ধরে বল করছিলাম। তাই ইনসুইংয়ের থেকে আউটসুইং বেশি হচ্ছিল। সেটাই কাজে লাগিয়েছে। বেশির ভাগ ব্যাটার আউটসুইংয়ে আউট হয়েছে। আমার স্বপ্ন সত্যি হয়েছে।’’

    উইকেট থেকে সাহায্য

    লেংথে সিরাজ বলে করেছেন সেই লেংথ থেকে ব্যাটারদের শট খেলতে সুবিধা হয়। কিন্তু সেই লেংথে বল করেই সাফল্য পেয়েছেন ভারতীয় পেসার। এই প্রসঙ্গে সিরাজ বলেন, ‘‘উইকেট থেকেই সব হচ্ছিল। বল সুইং করছিল। তাই আমি বেশি কিছু করার চেষ্টা করিনি। শুধু ব্যাটারের ব্যাটের কাছে বল করার চেষ্টা করেছি। তার পরে বাকি কাজ পিচ করেছে। ব্যাটারদের খেলানোর চেষ্টা করেছি। তাতেই সফল হয়েছি।’’

    আরও পড়ুন: সিরাজের অগ্নিবর্ষী বলে ছত্রখান শ্রীলঙ্কা, এশিয়া কাপে দ্বীপরাষ্ট্রে নয়া ইতিহাস ভারতের

    সিরাজের গতিতে জরিমানা নেই

    এশিয়া কাপের ফাইনালে সিরাজের গতি দেখে খুশি দিল্লি পুলিশ। তাই গতির জন্য সিরাজকে তারা জরিমানা করবে না বলে জানিয়েছে। আগামী দিনেও এ ভাবেই সিরাজ আগুনে বোলিং করুক, সেটাই চায় তারা।শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের বোলিংয়ের পরে এক্স (সাবেক টুইটার)-এ দিল্লি পুলিশ লিখেছে, ‘‘গতির জন্য সিরাজের চালান কাটা (জরিমানা) হবে না।’’

    কলকাতা পুলিশকেও আগে এই রকম মজার পোস্ট সমাজমাধ্যমে করতে দেখা গিয়েছে। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নো বল থেকে শুরু করে গত আইপিএলে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে কেকেআরের রিঙ্কু সিংহের পাঁচ ছক্কা, সবই জায়গা পেয়েছে সেই তালিকায়। এ বার সিরাজকে নিয়ে মজার পোস্ট করল দিল্লি পুলিশ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • Asia Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগেই ধাক্কা ভারতের অক্ষরের চোট! শেষ ম্যাচে জিতল বাংলাদেশ

    Asia Cup 2023: শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনালের আগেই ধাক্কা ভারতের অক্ষরের চোট! শেষ ম্যাচে জিতল বাংলাদেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনালের আগে বড় ধাক্কা খেল ভারত। অলরাউন্ডার অক্ষর প্যাটেল চোট পেলেন। রবিবার কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলতে নামবে রোহিতরা। আইসিসি ট্রফির খরা কাটাতে মরিয়া ভারত। গত বছরের এশিয়া কাপ চ্যাম্পিয়‌ন শ্রীলঙ্কা এইবারেও ঘরের মাঠে ট্রফি ধরে রাখতে মরিয়া। অন্যদিকে বিশ্বকাপের আগে এই ট্রফি জিততে পারলে বাড়তি আত্মবিশ্বাস পাবে‌ টিম ইন্ডিয়া। এদিন বাংলাদেশের কাছে সুপার ফোরের শেষ ম্যাচে ৬ রানে হারে ভারত। ব্যাটে-বলে টানটান লড়াইয়ের পর শেষ রক্ষা করতে পারেননি রেহিতরা। বিফলে গেছে শুভমান গিলের অনবদ্য শতরান।

    অক্ষরের বদলে ওয়াশিংটন

    শুক্রবার সুপার ফোর পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেই চোট পান অক্ষর। এই ম্যাচে অক্ষর ৪২ রান করেছিলেন এবং ১ উইকেট নিয়েছিলেন। ভারতের বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার অক্ষর। যে কারণে টিম ম্যানেজমেন্ট তাঁর চোট নিয়ে কোনও রকম ঝুঁকি নিতে চাইবে না। চোট পাওয়ার কারণে ফাইনালে অক্ষরের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায়, ওয়াশিংটন সুন্দরকে উড়িয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ওয়াশিংটনের অন্তর্ভুক্তি আশ্চর্যজনক নয়। কারণ শ্রীলঙ্কার ব্যাটিং ইউনিটের টপ অর্ডারের শীর্ষে কয়েকজন বাঁ-হাতি রয়েছে, সে ক্ষেত্রে সুন্দরের অফ-ব্রেকগুলি কাজে আসবে এবং তাঁকে প্রথম পাওয়ারপ্লে ওভারগুলিতেও ব্যবহার করা যেতে পারে।  

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    চোটের কবলে থিকশানা

    অন্যদিকে ফাইনালের আগে স্বস্তিতে নেই শ্রীলঙ্কাও। সুপার ফোরের ম্যাচে দাসুন শনাকার দলের স্পিনারদের ঘূর্ণিতে কাবু হয়েছিলেন ভারতীয় ব্যাটারেরা। উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন মাহিশ থিকশানা। চেন্নাই সুপার কিংসের অফ স্পিনারকে ফাইনালে পাবে না শ্রীলঙ্কা। তাঁর ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। শনিবার ক্রিকেট শ্রীলঙ্কা এই খবর জানিয়েছে।

    পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন থিকশানা। এশিয়া কাপে পাঁচটি ম্যাচ খেলে ১০টি উইকেট পেয়েছেন থিকশানা। তিনিই এখন সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার প্রধান স্পিনার। স্বাভাবিক ভাবেই ফাইনালে তাঁকে না পাওয়া গত বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য বড় ক্ষতি।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, আজ খেলা হবে?

    Asia Cup 2023: এশিয়া কাপে ভারত-বাংলাদেশ ম্যাচেও বৃষ্টির ভ্রুকুটি, আজ খেলা হবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত পাকিস্তান তো বটেই  বৃহস্পতিবার পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচেও বৃষ্টির কারণে ওভার কমেছিল। শুক্রবার সেই মাঠেই মুখোমুখি ভারত এবং বাংলাদেশ। গুরুত্বহীন এই ম্যাচেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। সুপার ফোরে পাকিস্তান এবং শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের (Asia Cup 2023) ফাইনালে জায়গা পাকা করে ফেলেছে ভারত। বৃহস্পতিবার পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কাও। রবিবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা। সেই ম্যাচের আগে একবার নিজেদের ঝালিয়ে নিতে চাইবে রোহিত বাহিনী।

    বৃষ্টির সম্ভাবনা

    আবহাওয়া দফতর বলছে শুক্রবার বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। সকাল এবং দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘে ঢাকা থাকবে আকাশ। ফলে সকাল থেকেই পিচ ঢেকে রাখতে হতে পারে। বাংলাদেশ ম্যাচের ওপর কোনও কিছুই নির্ভর করছে না। তবে ভারতীয় শিবিরে কয়েকটি বিষয় ঘোরাফেরা করছে। এক, ফাইনালের প্রস্তুতি। তার জন্য উইনিং কম্বিনেশন ধরে রাখার সম্ভাবনাই বেশি। তেমনই ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য বেশ কয়েকজনকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চকে দেখে নেওয়ার লোভ সামলানো কঠিন।

    আরও পড়ুন: ব্যর্থ দুনিথের দুরন্ত পারফরম্যান্স! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

    রিজার্ভ বেঞ্চ দেখবে ভারত

    এশিয়া কাপের (Asia Cup 2023) স্কোয়াডের পাশাপাশি বিশ্বকাপেও রয়েছেন সূর্যকুমার যাদব। এখনও অবধি একাদশে সুযোগ পাননি। পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমে শ্রীলঙ্কার বিরুদ্ধে দলের জয়ে অবদান রেখেছেন। এই ম্যাচে সুযোগ পেতে পারেন স্কাই। স্কোয়াডে প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সামি, তিলক ভার্মাও রয়েছেন। বিশ্বকাপের জন্য সামিকেও একবার সুযোগ দেওয়া উচিত। বাংলাদেশ শিবিরে এমন কোনও ভাবনার বিষয় নয়। প্রথম দু-ম্যাচ হারের পর ভারতের বিরুদ্ধে ভালো পারফর্ম করতে পারলে, দেশের ক্রিকেট সমর্থকদের একটা উপহার দেওয়া যাবে। সেই লক্ষ্যেই যেন নামবেন সাকিব আল হাসানরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: ব্যর্থ দুনিথের দুরন্ত পারফরম্যান্স! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

    Asia Cup 2023: ব্যর্থ দুনিথের দুরন্ত পারফরম্যান্স! শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

    মাধ্যম বাংলা নিউজ: এশিয়া কাপের ফাইনালে টিম ইন্ডিয়া। পাকিস্তানের পর শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ে সরাসরি ফাইনালের ছাড়পত্র পেল রোহিতরা। মঙ্গলবার শ্রীলঙ্কাকে ৪১ রানে হারায় ভারত। প্রথমে ৪৯.১ ওভারে ২১৩ রানে অলআউট হয়ে যায় রোহিতরা। জবাবে ৪১.৩ ওভারে ১৭২ রানে শেষ শ্রীলঙ্কার ইনিংস। ৪ উইকেট নেন কুলদীপ যাদব। ব্যর্থ হয় দুনিথ ওয়েল্লালাগের বলে এবং ব্যাটে দুর্দান্ত পারফরম্যান্স। ৫ উইকেট নেওয়ার পর ৪২ রানে অপরাজিত থাকেন লঙ্কার তরুণ অলরাউন্ডার। আপ্রাণ চেষ্টা সত্ত্বেও উল্টোদিকে সঙ্গীর অভাবে দলকে জেতাতে পারেননি ২০ বছরের ক্রিকেটার।

    এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত (Asia Cup 2023)। পাকিস্তান ম্যাচের পুনরাবৃত্তি চেয়েছিলেন রোহিত শর্মা। শুরুটা পাকিস্তান ম্য়াচের মত ভালো হয়েছিল। রোহিত শর্মা হাফসেঞ্চুরি করেন। কিন্তু তাল কাটে বিপক্ষের ঘূর্ণির সামনে।

    ভারতের ইনিংস

    পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধেও হাফসেঞ্চুরি এল রোহিতের ব্যাটে। ৫১তম ওডিআই হাফসেঞ্চুরি করলেন রোহিত শর্মা।। শ্রীলঙ্কার বিরুদ্ধে এই ম্যাচে নামার আগে ওডিআইতে ১০ হাজার রান পূর্ণ করার জন্য রোহিতের প্রয়োজন ছিল ২২ রান। সপ্তম ওভারের পঞ্চম বলে কাসুন রজিথাকে ছয় মেরে ওডিআইতে ১০ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করেন ভারত অধিনায়ক। এশিয়া কাপে বর্তমানে সর্বাধিক রান করা ক্রিকেটার রোহিত। রোহিত শর্মা ও শুভমান গিলের জুটি ৮০ রান করে। রোহিত করেন ৫৩ রান। শুভমান গিল ১৯ রান করে আউট হন। দুনিথ ক্লিন বোল্ড করেন শুভমান গিলকে। এটা ছিল এই ইনিংসে দুনিথের প্রথম শিকার। এরপর এই শ্রীলঙ্কান স্পিনারকে আর আটকানো যায়নি। তাঁর শিকার হতে থাকেন একেরপর এক ভারতীয় ব্যাটার। শুভমানের পর ফেরেন বিরাট। তারপর রোহিত। দুনিথ এদিন পাঁচ উইকেট নেন। 

    কোহলির উইকেটই সেরা

    রোহিত, বিরাট ও গিল… এই তিন উইকেটের মধ্যে কোনটি সেরা এই নিয়ে দুনিথকে জিজ্ঞাসা করা হলে তিনি বিরাটের ক্ষেত্রে বলেন, ‘সেটা ছিল স্বপ্নের উইকেট।’ দুনিথ বাদে চারটে উইকেট নেন চরিথ আশালঙ্কা। শেষে একটি উইকেট নেন মহেশ ঠিকশানা। পুরো ৫০ ওভার খেলতে পারেনি ভারত। ৪ বল বাকি থাকতেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ২১৩ রানে অল আউট ভারত। শ্রীলঙ্কার সামনে এ বার টার্গেট ২১৪। ভারতের ১০টি উইকেটই যায় লঙ্কান স্পিনারদের ঝুলিতে।

    শ্রীলঙ্কার ইনিংস

    শ্রীলঙ্কা হেরে গেলেও, ধনঞ্জয় ডি সিলভা, ওয়েল্লালাগের লড়াই প্রশংসনীয়। ৪১ রান করেন ধনঞ্জয়। ৪২ রান করে অপরাজিত থাকেন ওয়েল্লালাগে। ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্স দেখালেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। ওয়েল্লালাগের সঙ্গে ধনঞ্জয়ের জুটি ম্যাচ জমিয়ে দিয়েছিল। ধনঞ্জয়কে আউট করে ভারতকে ম্যাচে ফেরান জাদেজা। এরপর বাকি কাজটা করে দেন হার্দিক ও কুলদীপ। ৪৩ রান দিয়ে ৪ উইকেট নিলেন কুলদীপ। ৩৩ রান দিয়ে ২ উইকেট নেন জাদেজা। ৩০ রান দিয়ে ২ উইকেট নেন বুমরা। ১৪ রান দিয়ে ১ উইকেট নেন হার্দিক। ১৭ রান দিয়ে ১ উইকেট নেন সিরাজ। ভারতীয় বোলারদের দুরন্ত পারফরম্যান্সে টানা ১৩ ম্যাচে জয়ের পর বিজয়রথ থামে লঙ্কার। শ্রীলঙ্কা বনাম পাকিস্তান ম্যাচটি এখন ভার্চুয়াল সেমিফাইনালে পরিণত হল। সেই ম্যাচে যে দল জিতবে তারা ভারতের সঙ্গে দ্বিতীয় দল হিসেবে ফাইনালের টিকিট হাতে পাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: আজ ফের ম্যাচ, ক্লান্ত কোহলি! পাকিস্তান-বধে পাঁচ উইকেটের রহস্য জানালেন কুলদীপ

    Asia Cup 2023: আজ ফের ম্যাচ, ক্লান্ত কোহলি! পাকিস্তান-বধে পাঁচ উইকেটের রহস্য জানালেন কুলদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার এই গরমে টানা তিন দিন খেলা বেশ ক্লান্তির, জানালেন কিং কোহলি। রবিবার ২৪ ওভার, সোমবার খেলতে হল ৫৭ ওভার, মঙ্গলবার আবার মাঠে নেমে ১০০ ওভার খেলতে হতে পারে। এশিয়া কাপে ভারতের কঠিন সূচির কথা মেনে নিলেন বিরাট। পাকিস্তানকে হারিয়ে ম্যাচের সেরার পুরস্কার নিতে এসে সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকরকে আগে ভাগেই কোহলি বলে দিলেন, “আমি অনুরোধ করব আপনি যাতে সাক্ষাৎকারটা খুব ছোট নেন। আমি প্রচণ্ড ক্লান্ত।”

    টানা ক্রিকেটের ধকল বিরাটের মুখে

    সোমবার বৃষ্টির কারণে স্বাভাবিক সময়ে খেলা শুরু হয়নি। প্রায় দেড় ঘণ্টার বেশি দেরি হয়েছে শুরু হতে। মাঝেও বৃষ্টিতে অনেক ক্ষণ খেলা বন্ধ থেকেছে। পাকিস্তান পুরো ৫০ ওভার খেললে রাত প্রায় ১টা বেজে যেত ম্যাচ শেষ হতে। মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি ভারত। ক্লান্তি প্রসঙ্গে কোহলি বললেন, “মাঠে প্রচুর দৌড়ে রান নিয়েছি। প্রত্যেক সময়েই মনে হচ্ছিল, কাল আবার দুপুর ৩টের সময় আমাদের মাঠে নামতে হবে। ভাগ্য ভাল যে আমরা নিয়মিত টেস্ট খেলি। আমি ১০০টার উপর টেস্ট খেলেছি। তাই কী ভাবে পর দিন মাঠে নামতে হয় সেটা আমার জানা। তবে এটাও ঠিক, এই মাঠে প্রচণ্ড গরম। নভেম্বরে আমার ৩৫ বছর বয়স হবে। তাই শরীরের দিকে বাড়তি খেয়াল তো রাখতেই হবে। চাইব যত দ্রুত সম্ভব নিজেকে তৈরি করতে।”

    কোহলির রেকর্ড

    এদিন এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। সোমবার রিজার্ভ ডে-র দিনে শুরু থেকেই চালিয়ে খেলতে শুরু করেন তিনি। কোহলির আগ্রাসী ব্যাটিংয়ের সামনে পাকিস্তানের ক্রিকেটারেরা দাঁড়াতেই পারেননি। হ্যারিস রউফকে হারিয়ে এমনিতেই একটু চাপে ছিল পাকিস্তান। শাহিন আফ্রিদি, নাসিম শাহেরা কোহলির আগ্রাসনের সামনে দাঁড়াতে পারেননি। এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। শাহিনের বলে দু’রান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান হল কোহলির। শীর্ষে থাকা সচিনের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।

    আরও পড়ুন: কুলদীপের কেরামতি! কোহলি-রাহুলের শতরান, পাকিস্তানের বিরুদ্ধে সহজ জয় ভারতের

    কুলদীপের কেরামতি

    কিছু দিন পরে ভারতের মাটিতে শুরু হচ্ছে এক দিনের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ভারতের অন্যতম অস্ত্র কুলদীপ যাদব। পাঁচ উইকেট নিয়ে একার হাতে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে এদিন কুলদীপ বলেন, “চার বছর আগে ২০১৯-এর বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলেছিলাম। ওদের দলের বেশির ভাগ ক্রিকেটারকেই চিনি। তাই স্পিন ওরা কী ভাবে খেলে সেটাও জানি। চেষ্টা করেছিলাম বলের মধ্যে বৈচিত্র আনতে। উইকেট লক্ষ্য করে বল করতে চেয়েছিলাম। স্পিন ভাল খেলে এমন দলের বিরুদ্ধে খেলার সুবাদে দেখেছি, ওরা শুধু সুইপ এবং রিভার্স সুইপ মারার চেষ্টা করে। ওখানেই উইকেট নেওয়ার সুযোগ চলে আসে।”

    কুলদীপ জানিয়েছেন, পাঁচ উইকেট নেওয়া কখনওই তাঁর লক্ষ্য ছিল না। তিনি চেয়েছিলেন ভাল বল করতে। কুলদীপের কথায়, “প্রথম ওভার থেকেই ভাল ছন্দ পেয়ে গিয়েছিলাম। ধারাবাহিক ভাবে ভাল বল করে গিয়েছি। পাঁচ উইকেট পেলে ভাল লাগে ঠিকই। কিন্তু চারটে উইকেট পেয়ে যাওয়ার পরে কখনও ভাবি না যে আর একটা উইকেট আমাকে পেতেই হবে। সেই মুহূর্তে ভাল লেংথে বল করাই আমার লক্ষ্য থাকে। কিন্তু পাঁচ উইকেট পাওয়ার অনুভূতি যে আলাদা সেটা স্বীকার করতে বাধা নেই।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share