Tag: Asia Cup

Asia Cup

  • Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি প্রকাশ

    Asia Cup: ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর, এশিয়া কাপের সূচি প্রকাশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ২ সেপ্টেম্বর। ম্যাচ হবে শ্রীলঙ্কায়। বুধবার ট্যুইট করে একথা ঘোষণা করলেন জয় শাহ। এশিয়া কাপের প্রথম ম্যাচে মূলতানে নেপালের বিরুদ্ধে খেলবে পাকিস্তান। অন্যদিকে, যুব এশিয়া কাপ (Emerging Asia Cup 2023)-এ গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছল ভারত। ইমার্জিং এশিয়া কাপ ২০২৩ (Emerging Asia Cup 2023)-এর গ্রুপ বি ম্যাচে পাকিস্তানকে আট উইকেটে হারাল ভারত এ। ভারত এ-র হয়ে সাই সুদর্শন ১০৪ (অপরাজিত) রান করেন এবং নিকিন জোস ৫৩ রান করেন।

    এশিয়া কাপের সূচি

    এশিয়া কাপে খেলবে ছ’টি দল। ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারতের দু’টি ম্যাচই শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত, নেপালের বিরুদ্ধে খেলবে ৪ সেপ্টেম্বর। পাকিস্তানের প্রথম ম্যাচ মুলতানে। সেই ম্যাচ খেলে শ্রীলঙ্কায় চলে যাবেন বাবরেরা। সেখানে খেলবেন ভারতের বিরুদ্ধে। অন্য গ্রুপে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। ৩১ অগস্ট বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে। সেটাই এ বারের এশিয়া কাপে শ্রীলঙ্কার মাটিতে প্রথম ম্যাচ। বাংলাদেশের পরের ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে। লাহোরে ৩ সেপ্টেম্বর হবে সেই ম্যাচ। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ৫ সেপ্টেম্বর। শ্রীলঙ্কা বনাম আফগানিস্তানের সেই ম্যাচ হবে লাহোরে।

    ইমার্জিং এশিয়া কাপে ভারতের জয়

    কলম্বোতে অনুষ্ঠিত ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে বুধবার শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে আধিপত্য বজায় রাখে ভারত। রাজবর্ধন হাঙ্গারগেকারের পাঁচটি উইকেট নেন। মানব সুথার তুলে নেন ৩ উইকেট। ২০৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। সাই সুদর্শন টিম ইন্ডিয়ার হয়ে বিস্ফোরক ব্যাটিং করেন এবং নিজের সেঞ্চুরি পূর্ণ করে একটি ছক্কায় ম্যাচ শেষ করেন। এই ম্যাচে সাই সুদর্শন ১১০ বলে ১০৪ রান করে অপরাজিত থাকেন। সুদর্শন নিজে ইনিংসে মোট ১০টি বাউন্ডারি ও ৩টি ছক্কা হাঁকিয়েছেন। পাশাপাশি, নিকিন জোস ৬৪ বলে ৫৩ রানের একটি ঝকঝকে ইনিংস খেলেন। পাকিস্তানের হয়ে মুবাসির খান, মেহরান মুমতাজ একটি করে উইকেট নেন। ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুলাই একটি সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ এবং অন্যটিতে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনাল ২৩ জুলাই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    IND vs PAK: এমার্জিং এশিয়া কাপে আজ ভারত-পাকিস্তান! কোন চ্যানেলে, কখন দেখবেন খেলা?

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন আগেই সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবলে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। অধিনায়ক সুনীল ছেত্রীর হ্যাটট্রিকে পাকিস্তানকে ৪-০ ব্যবধানে হারিয়েছিল ভারত। বেঙ্গালুরুতে ভারত-পাক ম্যাচ ঘিরে গ্যালারি হাউসফুল ছিল। দা ফুটবল থেকে এ বার ক্রিকেট। এমার্জিং এশিয়া কাপে আজ ভারত বনাম পাকিস্তান। আমিরশাহি ও নেপালকে হারিয়ে ইতিমধ্যেই এমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে ওঠা নিশ্চিত করেছে ভারত ও পাকিস্তান। তবে খেলাটা নিয়মরক্ষার হলেও প্রতিপক্ষ ভারত-পাকিস্তান। বাইশ গজে যখন যেখানে ভারত-পাক লড়াই হয় তা নিয়ে উত্তেজনার পারদ চড়তেই থাকে।

    নজরে কারা

    ছেলেদের ক্রিকেটে এটিই বছরের প্রথম ভারত-পাকিস্তান ম্যাচ হতে চলেছে। এর পরে সিনিয়র দলের এশিয়া কাপ ও ওয়ান ডে বিশ্বকাপে দু’দল একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামবে। ভারত-পাকিস্তান, যে দল আজ জিতবে, গ্রুপ সেরা হয়েই সেমিফাইনালে যাবে তারা। ভারত প্রথম ম্যাচে আরব আমির শাহিকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল। সেই ম্যাচে শতরান করেছিলেন অধিনায়ক যশ ধূল। দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে ৯ উইকেটে জয় পেয়েছে ভারত। পেস বোলিং অলরাউন্ডার রাজবর্ধন হাঙ্গারকেকর, স্পিন বোলিং অলরাউন্ডার নিশান্ত সিন্ধু অনবদ্য পারফর্ম করেন। তেমনই ব্যাটিংয়ে নজর কাড়েন আইপিএলের ১৬তম সংস্করণে সাড়া ফেলে দেওয়া সাই সুদর্শন। অনবদ্য ইনিংস খেলেন আর এক উঠতি প্রতিভা অভিষেক শর্মা। ভারত-পাকিস্তানে ম্যাচের চাপ সামলে কে বা কারা নিজেদের সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারেন তারই অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

    আরও পড়ুন: ইন্টার মায়ামির হয়ে জনসমক্ষে এলেন মেসি! বার্ষিক বেতন কত জানেন?

    কবে, কখন, কোথায় হবে ভারত-পাকিস্তান ম্যাচ

    ১৯ জুলাই, বুধবার অনুষ্ঠিত হবে এমার্জিং এশিয়া কাপে ভারত-পাকিস্তান হাই-ভোল্টেজ ম্যাচটি। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টোর সময় শুরু হবে ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ১টা ৩০ মিনিটে। স্টার স্পোর্টস, ফ্যান কোডে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Bangladesh: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

    India vs Bangladesh: বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারতের মেয়েরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে (ACC Women’s T20 Emerging Asia Cup 2023) চ্যাম্পিয়ন হল ভারতীয় মহিলা ‘এ’ দল। ফাইনালে বাংলাদেশকে (India vs Bangladesh) ৩১ রানে হারাল তারা। হংকংয়ে ভারত এ দল প্রথমে ব্যাট করে ১২৭ রান করে। বাংলাদেশ এ শেষ হয়ে যায় ৯৬ রানে। ভারতীয় দলের হয়ে চার উইকেট নেন শ্রেয়ঙ্কা পাটিল। একটি উইকেট নেন বাংলার তিতাস সাধু।

    দুরন্ত ভারতের মেয়েরা

    আট দলকে নিয়ে হংকংয়ে হল এ বারের ইমার্জিং এশিয়া কাপ। প্রতিটি দেশের ‘এ’ দলকে নিয়ে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়। গ্রুপ এ-তে ছিল ভারত, পাকিস্তান, নেপাল এবং হংকং। গ্রুপ বি-তে ছিল বাংলাদেশ, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরশাহি এবং মালয়েশিয়া। বৃষ্টির কারণে গ্রুপ পর্বের বেশির ভাগ ম্যাচই বাতিল হয়ে যায়। একটি করে ম্যাচ খেলে জিতেছিল ভারত এবং পাকিস্তান। গ্রুপ এ থেকে তারা সেমিফাইনালে ওঠে। অন্য গ্রুপ থেকে উঠেছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। সেমিফাইনালে ভারত বনাম শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। গ্রুপ পর্বে ভারত এগিয়ে থাকায় তারা ফাইনালে ওঠে। অন্য সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে দেয় বাংলাদেশ।

    ফাইনালে বোলারদের দাপট

    বুধবার ভারত বাংলাদেশ (India vs Bangladesh) ফাইনাল ম্যাচে বৃষ্টি আর বাধা হয়নি। সুষ্ঠুভাবেই পড়শি দেশের টাইগ্রেসদের হারিয়ে চ্যাম্পিয়ন ভারতের এ (India A) দল। ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে সিদ্ধান্ত নেন ইন্ডিয়া এ ক্যাপ্টেন শ্বেতা শেরাওয়াত। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ভারতের স্কোরবোর্ডে ওঠে ১২৭ রান। সর্বাধিক ২৯ বলে ৩৬ রান দীনেশ বৃন্দার। পাঁচটি চার ও একটি ছয় রয়েছে তাঁর ইনিংসে। ভারতের হয়ে দ্বিতীয় সর্বাধিক রান কনিকা আহুজার ২৩ বলে অপরাজিত ৩০ রান। ক্যাপ্টেন শ্বেতার অবদান ২০ বলে ১৩ রান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাহিদা আখতার ও সুলতানা খাতুন।

    অল্প রানের পুঁজি নিয়েও ভারতীয় বোলাররা দুরন্ত লড়াই করেন। তাঁদের দাপটেই ৯৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শুরু থেকেই নড়বড় করছিল বাংলাদেশ। তাদের দলের কোনও ব্যাটারই ২০ রানের গণ্ডি টপকাননি। ওপেন করতে নেমে স্বাথী রানির ১১ বলে ১৩, শোভনা মোস্তারির ২২ বলে ১৬, নাহিদা আক্তারের ২২ বলে ১৭ রান বাদ দিলে বাকিরা কেউ দুই অঙ্কের ঘরেই পৌঁছাননি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন করছে পাকিস্তানই। কিন্তু ভারত খেলবে অন্য দেশে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল পড়শি দেশে খেলতে যেতে একেবারেই রাজি নয়। সমাধানস্বরূপ ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ সম্ভবত পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে। ভারত নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহি, ওমান বা শ্রীলঙ্কায় খেলতে পারে বলেই শোনা যাচ্ছে। 

    দুই দিক বজায় রেখে সিদ্ধান্ত

    গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ (Asia Cup 2023) নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ সেই নিয়ে তীব্র আপত্তি জানায় পিসিবি। পাকিস্তান ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ হারাতে রাজি ছিল না। তাই দুই দিক বজায় রেখে এই সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    আরও পড়ুন: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    কোথায় খেলবেন রোহিতরা?

    রোহিতরা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা যে কোনও জায়গায় হতে পারে ভারতের ম্যাচ। ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি তো নিরপেক্ষ মাঠে খেলবেই, পাশাপাশি টিম ইন্ডিয়া যদি এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়, তাহলে টুর্নামেন্টের ফাইনালও নিরপেক্ষ মাঠেই আয়োজিত হবে। মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে (Asia Cup 2023)। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এ বারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    Asia Cup: পাকিস্তানে হচ্ছে না এশিয়া কাপ, কোথায় হবে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে (Pakistan) অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়া কাপ (Asia Cup)। তবে এশীয় ক্রিকেট কাউন্সিলের (ACC) চেয়ারম্যান জয় শাহ সাফ জানিয়ে দেন, পাকিস্তানে যাবে না ভারত। জানা গিয়েছে, পাকিস্তানে এবার হচ্ছে না এশিয়া কাপ। এশিয়া কাপ আয়োজনের দৌড়ে এগিয়ে রয়েছে সংযুক্ত আরব আমিরশারি। যদিও সূত্রের খবর, আয়োজক দেশের নাম চূড়ান্ত হবে মার্চে। শনিবার বাহরিনে জয় শাহ এবং পাক বোর্ডের চেয়ারম্যান নাজাম শেঠি দেখা করেন। তার পরেই জানা যায়, এবারের এশিয়া কাপ হচ্ছে না পাকিস্তানে।

    জয় শাহ…

    গত অক্টোবরেই জয় শাহ জানিয়ে দিয়েছিলেন এশিয়া কাপ (Asia Cup) খেলতে ভারত পাকিস্তানে যাবে না। নিরপেক্ষ কেন্দ্রে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তার পরেও এশিয়া কাপ আয়োজনের জেদ ধরে বসে থাকেন পার বোর্ডের চেয়ারম্যান। জয়ের সেই মন্তব্যের প্রেক্ষিতে শনিবার জরুরি বৈঠকে ডাকেন তিনি। এশীয় ক্রিকেট কাউন্সিলের সব দেশই উপস্থিত ছিল সেখানে। তখনই সিদ্ধান্ত হয়, এশিয়া কাপ এবার হচ্ছে না পাকিস্তানে।

    বোর্ডের এক কর্তা বলেন, সব দেশের উপস্থিতিতে গঠনমূলক আলোচনা হয়েছে। আয়োজকদের নাম ঘোষণা মার্চ মাস পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। তবে এটা নিশ্চিতভাবেই বলা যায়, ভারত কোনওভাবেই পাকিস্তানে যাবে না। তাই প্রতিযোগিতাকেই স্থানান্তরিত করা হবে। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিলরা এ ধরনের প্রতিযোগিতায় না খেললে স্পনসররা কেউ এগিয়ে আসবে না।

    আরও পড়ুুন: বাজেটে রেকর্ড বরাদ্দ, অথচ জমি জটে আটকে রেল প্রকল্প, খরচ কীভাবে?

    বৈঠকের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে বলেছে, এসিসি আসন্ন এশিয়া কাপ (Asia Cup) ২০২৩ নিয়ে একটি গঠনমূলক আলোচনা করেছে। বোর্ড টুর্নামেন্টের সাফল্য নিশ্চিত করার লক্ষ্যে অপারেশন, টাইমলাইন এবং অন্য যে কোনও সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। পরবর্তীতে এই বিষয়ে একটি আপডেট নেওয়া হবে। কাউন্সিলের সভা মার্চ মাসে অনুষ্ঠিত হবে।

    প্রসঙ্গত, ২০২৪ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেটের জন্য ফিক্সচার নিশ্চিত করেছিল এসিসি এবং তারা বলেছিল যে এশিয়া কাপ ২০২৩ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। ৫০ ওভারের টুর্নামেন্টের হোস্টিং রাইটস রয়েছে পাকিস্তানের কাছে। বিসিসিআইয়ের এক আধিকারিক বলেন, ভারতীয় দল কোনওভাবেই পাকিস্তানে যাবে না। তাই এশিয়া কাপই সরাতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।  

    আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মুলত পিঠের চোটের কারণেই দল থেকে সরে দাঁড়াতে হল বুমরাহকে। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোটে ভুগেছেন এই খেলোয়াড়। আবারও পিঠের চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর আগে এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ফেরেন বুমরাহ। তবে সেই কামব্যাক বেশিদিন স্থায়ী হল না। ফের ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরাহর চোটের জেরে বিপদে টিম ইন্ডিয়া (Team India)।   

     

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি তিনি।

    চোট সারিয়ে ফেরার পরেও বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেটমহল। সত্যি হল সেই আশঙ্কাই। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়। তাঁর কথায়, “এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।” 

    দলের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর চোটের জন্যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    Virat Kohli to Suryakumar Yadav: সূর্যের তেজকে কুর্নিশ কোহলির! দুবাইয়ের বাইশগজে ছক্কার বন্যা

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুটাই করেছিলেন ঝড়ের গতিতে। আর শেষটাও একই ভঙ্গিতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) ব্যাটিং তাণ্ডবে হংকংয়ের (Hong Kong) বোলাররা রীতিমতো হতোদ্যম হয়ে পড়েন। বুঝেই উঠতে পারছিলেন না, কীভাবে সূর্যর এই প্রখর তেজ থেকে তাঁরা রক্ষা পাবেন। তাঁরা রেহাই পাননি। বরং ক্রমশ ঝাঁঝ বেড়েছে ভারতীয় ব্যাটসম্যানটির। ইনিংসের অন্তিম ওভারে সূর্যকুমার চারটি বিশাল ছক্কা হাঁকান। ভারতীয় ইনিংসে যোগ হয় মূল্যবান ২৬ রান। সূর্যর ঝোড়ো ব্যাটিং দেখে দুবাইয়ের (Dubai) গ্যালারি উদ্বেলিত হয়ে ওঠে বার বার। তাঁরা তো এরকম বাটিং দেখার টানেই মাঠে ছুটে এসেছেন।

    সূর্যর মারমুখী ইনিংস মন ছুঁয়ে গিয়েছে বিরাট কোহলির। উইকেটের অন্য প্রান্তে দাঁড়িয়ে চাক্ষুস করেছেন এক অনবদ্য ২৬ বলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। শেষ ওভারে হংকংয়ের বোলার হারুন অফ স্টাম্পের বাইরে বল করেন, কিন্তু সেই ডেলিভারি সজোরে সীমানার বাইরে পাঠিয়ে দেন সূর্য অনায়াসে। তারপর অভিনব ভঙ্গিতে সূর্যকে কুর্নিশ জানাতে ভোলেননি বিরাট। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় উল্কার গতিতে ভাইরাল হয়েছে।

    বিশ্ব ক্রিকেটে সূর্যকুমারকে বলা হয় মিঃ ৩৬০ ডিগ্রি। উইকেটের সব প্রান্তে তিনি শট খেলার ক্ষমতা রাখেন। বল যতই ভালো হোক, সহজেই তিনি তা বাউন্ডারির বাইরে পাঠিয়ে দিতে সক্ষম। এই কারণেই টি-২০ ফরম্যাটে সূর্য এখন ভারতীয় দলের অন্যতম সেরা সম্পদ।

    আরও পড়ুন: বিরাট-ব্যাটে রান এল! এশিয়া কাপের সুপার ফোরে টিম ইন্ডিয়া

    সূর্যকুমার যখন ব্যাট করতে নামেন তখন ভারতীয় দলের স্কোর ছিল ২ উইকেটে ৯৪। তৃতীয় উইকেটে বিরাটের সঙ্গে জুটি বেঁধে মাত্র ৪২ বলে অপরাজিত ৯৮ রান যোগ করেন তিনি। সেটাই মূলত ভারতীয় ইনিংসকে দু’শোর দোরাগোড়ায় পৌঁছে দেয়। তারকাদের ছাপিয়ে ম্যাচের সেরা হয়েছেন সূর্যই। তাঁর পারফরম্যান্স দেখার পর ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, ‘আগামী দিনে ওপেনার হিসেবেই কাজে লাগানো উচিত সূর্যকে।’ পর পর দু’টি ম্যাচ জিতে ভারত সুপার ফোরে পৌঁছে গিয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী রবিবার মরুশহর দুবাইয়ে ফের ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণের সম্ভাবনা প্রবল। সেক্ষেত্র হংকংকে হারাতেই হবে বাবরদের। আর সেটা কোনও বিরাট ব্যাপার নয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Kapil on Kohli: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    Kapil on Kohli: রান নয় দেশের হয়ে প্রতিনিধিত্ব করাটাই বড়! কোহলিকে কী বললেন কপিল?

    মাধ্যম নিউজ ডেস্ক: দশ বছরের ক্রিকেট জীবনে প্রথমবার। এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি বিরাট কোহলি (Virat Kohli)। খারাপ ফর্ম, কড়া সমালোচনার কারণে ক্রিকেট থেকে বেশ কিছুদিন নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিশ্বের সেরা ব্যাটসম্যান। এশিয়া কাপের (Asia Cup 2022) মঞ্চে নতুন করে শুরু করেছেন বিরাট। তাঁকে ঘিরে বরাবরের মতোই বিপুল প্রত্যাশা সমর্থকদের। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ৫ উইকেটে দুর্দান্ত জয়ে তাঁর ভূমিকা ছিল নগণ্যই। তবে টি-২০ ফরম্যাটে ৩৪ বলে ৩৫ রানের ইনিংস তাঁর ফর্মে ফেরার ইঙ্গিত বলেই মনে করছে ক্রিকেট মহল। সেই তালিকায় রয়েছেন ৮৩’র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক কপিল দেব (Kapil DeV)।

    কয়েকদিন আগেও তিনি কোহলির মতো তারকা ক্রিকেটারের বিশ্রাম নিয়ে কটাক্ষ করেছিলেন। তবে পাকিস্তান ম্যাচে কোহলির বেশ কিছু শট কপিলের মন ছুঁয়ে গিয়েছে। এক সক্ষাৎকারে কপিল বলেছেন, ‘কোহলির ফর্ম নিয়ে কখনওই বিচলিত ছিলাম না। ওকে জাতীয় দলে ফিরতে দেখে ভালো লাগছে। একজন ক্রিকেটারের আত্মবিশ্বাস যে ফিরছে, তা তাঁর শট চয়নের মধ্যেই ফুটে ওঠে। তবে ওর মতো ব্যাটসম্যানের থেকে আরও নিখুঁত শট প্রত্যাশা করা অমূলক নয়। পাকিস্তানের বিরুদ্ধ ভাগ্য ওর সঙ্গে ছিল। না হলে প্রথম ওভারেই কোহলি আউট হতে পারত। যাই হোক, এটা খেলারই অঙ্গ। বাকি সময় ও খুব ভালো ব্যাট করেছে। বরাবরই ওর শরীরী ভাষা আমাকে আকর্ষণ করে, সেটা শুধু আজ নয়, গত দশ বছর ধরে ঘটছে। এই কারণেই তো ও এত বড় মাপের ক্রিকেটার হতে পেরেছে।’

    আরও পড়ুন: হার্দিকের ব্যাট-বল হৃদয়-হরণ করল মোদি থেকে শাহের! এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু ভারতের

    কপিল আরও বলেছেন, ‘রানের পিছনে দৌড়ে লাভ নেই। কোহলির মাথায় রাখা উচিত, ও দেশের হয়ে প্রতিনিধিত্ব করছে। এটা অনেক বড় ব্যাপার। একজন ব্যাটসম্যান প্রত্যেক ম্যাচে শূন্য করতে পারে না। একদিন না একদিন বড় রান আসবেই। আর আমার বিশ্বাস, কোহলির যা প্রতিভা তাতে খারাপ সময় কাটিয়ে উঠতে আর বেশি সময় লাগবে না। দরকার শুধু একটা বড় ইনিংস। আমার মনে হয় না সেই সময় খুব দূরে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা বলুক বিরাট-ব্যাট। আশা কোটি কোটি কোহলি ভক্তের। ভারতের বহু ক্রিকেট সমর্থক,কর্মকর্তা এমনকি অনেক বিপক্ষ দেশের ক্রিকেটপ্রেমীরাও চাইছেন তিনি ছন্দে ফিরুন। দীর্ঘ বিরতির পরেই এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরতে মরিয়া তিনি। একটা অলিখিত চাপ রয়েছে তাঁর ওপরেও।

    ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনি। কোটি কোটি ক্রিকেট অনুরাগীর হার্ট থ্রব। সেই কোহলি এক মাস ব্যাট স্পর্শই করেননি। রান না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একটানা ক্রিকেটের ধকল ক্লান্ত করেছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে নিজেই সে কথা জানালেন কোহলি। 

    আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    মাঠে অবিশ্বাস্য গতি এবং আগ্রাসনের জন্য পরিচিত  কোহলি ২০১৯ সালের পর থেকে একটিও সেঞ্চুরি করেননি। চলতি বছর জাতীয় দলের জার্সিতে তিনি শুধুমাত্র একবার ৫০ রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। ২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই খেলেছেন বিরাট।  বিসিসিআই শনিবার বিরাট কোহলির সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ৩৩ বছরের তারকাকে তাঁর খারাপ ফর্ম নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। 

    বিরাট বলেন, “১০ বছরে প্রথমবার টানা একমাস আমি ব্যাট ছুঁয়ে দেখিনি ৷ আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম যে মানসিকভাবে আমি কঠোর রয়েছি, কিন্তু শরীর বলছিল থামতে৷ শেষে মনও বিরতি নেওয়ার ব্যাপারে এবং কিছুটা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে সায় দিল ৷” কোহলির কথায়, “আমায় দেখে মানসিকভাবে ভীষণ শক্তিশালী মনে হয় এবং আমি আদতে তাই ৷ তবে সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে ৷ নইলে তা অস্বাস্থ্যকর মনে হয় ৷ এই অধ্যায়টা আমায় অনেক কিছু শিখিয়েছে ৷ যা কখনও আমি আমার পরিমণ্ডলে আসতে দিইনি সেই বিষয়গুলিকে আলিঙ্গন করতে শিখিয়েছে ৷”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Pakistan: টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা! ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তপ্ত মরু শহর

    India vs Pakistan: টিকিট শেষ, দাঁড়িয়ে দেখতে হবে খেলা! ভারত-পাকিস্তান ম্যাচের আগে উত্তপ্ত মরু শহর

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে  ভারত-পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বি দুই দলের ম্যাচ ঘিরে উত্তপ্ত মরু শহর। সেই উত্তাপের আঁচ পড়েছে মোলবোর্নেও। অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ হয়ে গিয়েছিল ফেব্রুয়ারি মাসেই। কিন্তু আরও মানুষকে খেলা দেখার সুযোগ করে দিতে চায় আইসিসি (ICC)। সেই কারণে মেলবোর্নের মাঠে দাঁড়িয়ে খেলা দেখার ব্যবস্থা করছে তারা। মোট চার হাজার টিকিট ছাড়া হবে। সেই টিকিট কাটলে রোহিত শর্মা, বাবর আজমদের লড়াই দেখতে হবে দাঁড়িয়ে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের স্যাটন্ডিং রুমের এই টিকিটের দাম ১৭০০ টাকা।

    মেলবোর্নে ৯০ হাজার মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। এবার অতিরিক্ত চার হাজার মানুষ দাঁড়িয়ে খেলা দেখার সুযোগ পাবেন। ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি ভারতপাকিস্তান। ফেব্রুয়ারি মাসে মাত্র পাঁচ মিনিটের মাথায় সেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যায়। তার পরেই এই দাঁড়িয়ে খেলা দেখার সিদ্ধান্ত নেওয়া হয়। আইসিসির এক কর্তা বলেন, “আমরা চেষ্টা করছি যত বেশি সম্ভব লোককে ২৩ অক্টোবর ম্যাচ দেখার সুযোগ করে দিতে। আইসিসির প্যাকেজে থাকা কিছু টিকিটও বাকি রয়েছে। যে সমর্থকরা আগে টিকিট কাটতে পারেননি, তাঁদের কাছে এ বার খেলা দেখার সুযোগ রয়েছে।”

    আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    বিশ্বকাপের আগে অবশ্য এশিয়া কাপে রবিবাসরীয় বিকেলে দুবাইয়ে মুখোমুখি হচ্ছে রোহিত শর্মা ও বাবর আজমের ব্রিগেড। বরাবরের মতো এ বারও ভারতের ব্যাটিং বনাম পাকিস্তানের বোলিংয়ের লড়াই বলে মনে করছে ক্রিকেট দুনিয়া। টিমের সেরা পেসার শাহিন শাহ আফ্রিদি না থাকায় পাক পেস ব্যাটারির তেজ কিছুটা হলেও কম। এ কথা মেনে নিয়েছেন টিমের কোচ সাকলিন মুস্তাক। তিনি বলেন, ”শাহিন না থাকাটা দুর্ভাগ্যজনক। তবে বাকি যারা আছে, তাদেরও ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে।”

    তবে উত্তেজনা থাকলেও শান্ত রয়েছেন ভারত অধিনায়ক। গুরুত্বপূর্ণ এই ম্যাচ নিয়েও ভাবলেশহীন রোহিত শর্মা। পাকিস্তান ম্যাচ তাঁর কাছে বাকি যে কোনও ম্যাচের মতোই।রোহিত বলেছেন, “প্রত্যেকে এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। খুব চাপের ম্যাচ তা নিয়ে সন্দেহ নেই। তবে দলের মধ্যে হালকা পরিবেশ রাখতে চাই। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে মাঠে নেমে সেরাটা দেওয়াই আমার উদ্দেশ্য।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share