Tag: Asian Games 2022

Asian Games 2022

  • Asian Games 2023: শেষদিনে এল ৬টি সোনা! রেকর্ড ১০৭টি পদক নিয়ে এশিয়ান গেমস থেকে ফিরছে ভারত

    Asian Games 2023: শেষদিনে এল ৬টি সোনা! রেকর্ড ১০৭টি পদক নিয়ে এশিয়ান গেমস থেকে ফিরছে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ ভালো যার, সব ভালো তার! হাংঝৌ এশিয়ান গেমসের শেষ দিনে বাজিমাত ভারতের। শনিবার ছিল প্রতিযোগিতার ১৪তম দিন। এদিন ভারতীয় ক্রীড়াবিদরা ৬টি সোনার পদক-সহ মোট ১২টি পদক জিতেছেন। মোট ১০৭টি পদক নিয়ে গেমস শেষ করল ভারত, যা সর্বকালীন রেকর্ড। ২৮টি সোনা, ৩৮টি রুপো এবং ৪১টি ব্রোঞ্জ নিয়ে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে অভিযান শেষ করেছে।

    সকাল থেকেই পর পর সোনা…

    শনিবার সকাল থেকে একের পর এক পদক এসেছে ভারতে। দেশবাসীর ঘুম ভাঙার আগেই সকাল সকাল ১০০পদক ঝুলিতে ভরে ফেলেন ভারতীয় অ্যাথলিটরা। এদিন ভারতের পুরুষ ক্রিকেট দল সোনার পদক জিতেছে। অন্যদিকে কাবাডিতে ভারতীয় পুরুষ ও মহিলা দল চ্যাম্পিয়ন হয়েছে। ব্যাডমিন্টনের পুরুষদের ইভেন্টে ভারত সোনা পেয়েছে, আর ভারতীয় তিরন্দাজরা পুরুষ ও মহিলাদের ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছে। শেষবেলায় দাবায় এল জোড়া পদক। দাবাতে রুপো পেল ভারতের পুরুষ ও মহিলা দল।

    অ্যাথলেটিক্স থেকে ২৯, শ্যুটিং থেকে ২২ 

    তিরন্দাজি, শুটিংয়ের মতো ইভেন্টে শুরু থেকে শুরু করে মোট ২২টি ইভেন্ট থেকে পদক জিতেছে ভারতীয় অ্যাথলিটরা। সবথেকে বেশি পদক এসেছে অ্যাথলেটিক্সে। এই ইভেন্ট থেকে ৬টি সোনা সহ মোট ২৯টি পদক এসেছে। পুরুষদের রিলে রেস, মহিলা স্টিপলচেজের মতো ইভেন্টে ঐতিহাসিক সোনা জিতেছে ভারত। এছাড়া, শ্যুটিং থেকে এসেছে ৭টি সোনা সহ ২২টি পদক। তিরন্দাজিতে সোনা এসেছে ৬টি। 

    দীর্ঘ খরা পর হকিতে সোনা

    স্কোয়াশ ২টো সোনা, ১টা রুপো, ২টো ব্রোঞ্জসহ ৫টা পদক এসেছে। রোয়িংয়ে ভারতীয়রা পেয়েছে পাঁচটি পদক। এরমধ্যে ২টো রুপো, ৩টে ব্রোঞ্জ। ব্যাডমিন্টন ডাবলসে চিরাগ-সাত্ত্বিক জুটির ঐহিহাসিক সোনার সঙ্গেই দলগত বিভাগে রুপো, প্রণয় ব্যক্তিগতভাবে ব্রোঞ্জ জিতেছেন। মোট পদকের সংখ্যা ৩। হকিতে পুরুষ দল সোনা ও মহিলা দল ব্রোঞ্জ জিতেছে। কুস্তিতে টি রুপো, ৫টা ব্রোঞ্জ পেয়েছে ভারত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের! স্পিড স্কেটিংয়ে জোড়া পদক পুরুষ ও মহিলা দলের

    Asian Games: এশিয়ান গেমসে ইতিহাস ভারতের! স্পিড স্কেটিংয়ে জোড়া পদক পুরুষ ও মহিলা দলের

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ভারত কি পারবে রবিবারের পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে? সেটা জানতে হলে, কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। তবে, এদিন সকালে জোড়া পদক জয় দিয়ে এশিয়ান গেমসে (Asian Games) নবম দিনের অভিযান শুরু করল ভারত। একই সঙ্গে নতুন ইতিহাসও রচনা করল ভারত (India at Hangzhou Games)। 

    স্পিড স্কেটিং রিলেতে পদক জয়

    এদিন ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে পুরুষ ও মহিলাদের দল ব্রোঞ্জ পদক জিতেছে (Asian Games)। এই প্রথম এই ইভেন্টে কোনও পদক জয় করল ভারতীয় দল (Asian Games)। পুরুষদের স্পিড স্কেটিংয়ের ফাইনালে ৪ মিনিট ১০.১২৮ সেকেন্ড দৌড় শেষ করে ব্রোঞ্জ জেতে ভারতের আরিয়ানপাল সিংহ ঘুমান, আনন্দকুমার ভেলকুমার, সিদ্ধান্ত কাম্বলে ও বিক্রম ইনগালে। অন্যদিকে, মহিলাদের ৩০০০ মিটার স্পিড স্কেটিং রিলেতে ব্রোঞ্জ জিতেছেন সঞ্জনা বাথুলা, কার্থিকা জগদীশ্বরণ, হিরাল সাধু ও আরাথি কস্তুরি রাজ।

     

    পিটি ঊষার নজির স্পর্শ

    এদিকে, সোমবার নজির সৃষ্টি করেছেন ভারতের (India at Hangzhou Games) মহিলা স্প্রিন্টার বিথ্যা রামরাজ। এদিন সকালে মেয়েদের ৪০০ মিটার হার্ডলসে বিথ্যা রামরাজ শীর্ষে থেকে হিট শেষ করেছেন এবং ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। তবে, উল্লেখযোগ্য বিষয় হল, ৫৫.৪২ সেকেন্ডে চারশো মিটার দৌড় সম্পূর্ণ করেন বিথ্যা। আর তার মাধ্যমে তিনি স্পর্শ করেন ৪০ বছর আগের করা কিংবদন্তী পিটি উষার রেকর্ড। ১৯৮৪ সালের অলিম্পিকে একই সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন পিটি ঊষা।

    পারলেন না সুতীর্থা-ঐহিকা

    তবে, এদিন স্বপ্নপূরণ করতে পারলেন না দুই বঙ্গতনয়া। প্রত্যাশা থাকলেও, সোনা-রুপো হাতছাড়া করলেন সুতীর্থা মু‌খোপাধ্যায় ও ঐহিকা মুখোপাধ্যায়। টেবিল টেনিসে মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উত্তর কোরিয়ার জুটির কাছে হারলেন তাঁরা। ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁদের।

    পদক সংখ্যা ৫০ পার 

    গতকাল অর্থাৎ, রবিবার, এশিয়াডে (Asian Games) ছিল ভারতের স্মরণীয় দিন। এদিন ১৫টি পদক এসেছে ভারতের ঝুলিতে। এর মধ্যে, ৯টি পদক এসেছে শুধুমাত্র অ্যাথলেটিক্স থেকেই। ২০১০ সালের এশিয়ান গেমসে এক দিনে ১১টি পদক জিতেছিল তারা। সেই রেকর্ড ভেঙে গেল রবিবার। বর্তমানে ভারতের দখলে মোট ৫৬টি পদক রয়েছে। এর মধ্যে ১৩টি সোনা, ২১টি রুপো ও ২২টি ব্রোঞ্জ রয়েছে (India at Hangzhou Games)। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games: টেনিসে প্রথম সোনা পেল ভারত, মিক্সড ডবলসে সেরা হলেন বোপান্না-রুতুজা জুটি

    Asian Games: টেনিসে প্রথম সোনা পেল ভারত, মিক্সড ডবলসে সেরা হলেন বোপান্না-রুতুজা জুটি

    মাধ্যম নিউজ ডেস্ক: দিনের শুরুটা হয়েছিল শ্যুটারদের রুপো দিয়ে। এবার দেশকে সোনা এনে দিল টেনিস। শনিবার চলতি এশিয়ান গেমসে টেনিসের মিস্কড ডবলস চ্যাম্পিয়ন হল রোহন বিপান্না ও রুতুজা ভোসলে জুটি। ফাইনালে চাইনিজ তাইপেইয়ের জুটিকে ২-৬, ৬-৩, ১০-৪ গেমে হারিয়ে সোনা জিতলেন রোহন বোপান্না এবং রুতুজা ভোসলে। প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও দুর্দান্ত কামব্যাক ৪৩-এর বোপান্না ও ২৭-এর রুতুজার। দ্বিতীয় সেট জিতে নেন ৬-৩ ব্যবধানে। তৃতীয় সেট হয় টাইব্রেকার। সেখানে ১০-৪ ব্যবধানে জেতেন বোপান্নারা। ছেলেদের ডবলসে রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল। মিক্সড ডবলসে রোহন বোপান্না সোনা এনে দিলেন দেশকে। এই নিয়ে ৩৫টি পদক হল ভারতের। পদক তালিকায় (India at Hangzhou Games) ভারতের স্থান এখন চতুর্থ।

    এর আগে, এদিন সকালে ভারতকে দিনের প্রথম পদক এনে দিয়েছিল সরবজ্যোত-দিব্যা জুটি। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল। অলিম্পিক চ্যাম্পিয়ন ও বিশ্বকাপ জয়ীকে নিয়ে গড়া চিনা দলকে প্রবল প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেললেও, অল্পের জন্য সোনা হাতছাড়া হয় ভারতীয় জুটির। 

    আজ অ্যাকোয়াটিক্স-ডাইভিং, অ্যাথলেটিক্স, বাস্কেটবল, ব্যাডমিন্টন, বক্সিং, তাস, ক্যানোয়িং এবং কায়াকিং, দাবা, ইকুয়েস্ট্রিয়ান, গলফ, হ্যান্ডবল, হকি, কুরাশ, রোলার স্কেটিং, শুটিং, স্কোয়াশ, টেবল টেনিস, টেনিস, ভলিবল ও ভারোত্তলনে অংশ নেবেন ভারতের অ্যাথলিটরা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Games: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    Asian Games: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) রুপো জয় দিয়ে শুরু হল ভারতের সপ্তম দিনের সকাল। দেশকে ফের একটি পদক এনে দিলেন ভারতের শ্যুটাররা। ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্টে রুপো জিতলেন সরবজ্যোত সিং এবং দিব্যা থারিগল (India Shooting Medal)। এই নিয়ে এখনও পর্যন্ত ভারতের মোট সংখ্যা দাঁড়াল ৩৪। শুধুমাত্র শ্যুটিং থেকেই ১৯টি পদক এসেছে। পদক তালিকায় (India at Hangzhou Games) ভারতের স্থান এখন চতুর্থ। তবে, অল্পের জন্য সোনা হাতছাড়া হওয়ায় জন্মদিনে সামান্য আফশোস থেকে গেল সরবজ্যোতের। 

    শনিবার ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ভারত বনাম চিন ফাইনাল ছিল। প্রতিপক্ষ দলের সদস্য হলেন চিনের অলিম্পিক চ্যাম্পিয়ন শ্যুটার জিয়ান র‍্যানজিন এবং বাকু বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী শ্যুটার ঝ্যাং বাওয়েন। এমন বিশ্বজয়ী প্রতিপক্ষকেও প্রবল চাপে ফেলে দিয়েছিলেন সরবজ্যোত-দিব্যা জুটি (Asian Games 2023)। এই প্রতিযোগিতায় লক্ষ্য থাকে কোন দল আগে ১৬ পয়েন্টে পৌঁছতে পারবে। ভারত একটা সময় ৭-৩ ফলে এগিয়ে গিয়েছিল। কিন্তু সেখান থেকে চিনের ঝ্যাং বাওয়েন এবং জিয়ান র‍্যানজিন ১১-১১ করে দেয়। একটা সময় ১৩-১৩ পয়েন্ট হয় দুই দলের। পরের রাউন্ডটি ড্র হয়। তার পরের রাউন্ডে চাপের মুখে সরবজ্যোতের শট কিছুটা এলোমেলো হয়ে যায়। এর ফলে জিতে সোনার পদক নিশ্চিত করে চিন। রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শুটিংয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতীয় দলকে (India Shooting Medal)।

    ২২ বছরের সরবজ্যোৎ ইতিমধ্যেই সোনার স্বাদ পেয়ে গিয়েছেন হাংঝৌ গেমসে। ১০ মিটার এয়ার পিস্তলের টিম ইভেন্ট থেকে সোনা পেয়েছেন অর্জুন সিং চিমা, শিবা নারওয়ালের সঙ্গে। ব্যক্তিগত ইভেন্ট থেকে পদক আসেনি। সেই আক্ষেপ মিক্সড ডাবলসে মেটাতে চেয়েছিলেন পঞ্জাবের ছেলে। কিন্তু, জন্মদিনে স্বপ্নপূরণ হল না। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Asian Games 2022: চিনে ফের মাথা চাড়া দিয়েছে করোনা, স্থগিত হয়ে গেল ১৯তম এশিয়ান গেমস

    Asian Games 2022: চিনে ফের মাথা চাড়া দিয়েছে করোনা, স্থগিত হয়ে গেল ১৯তম এশিয়ান গেমস

    মাধ্যম নিউজ ডেস্ক: চিনে (China) করোনার (Covid-19) বাড়বাড়ন্তে স্থগিত হয়ে গেল এশিয়ান গেমস (2022 Asian Games)। চলতি বছরেই ১০ ​​থেকে ২৫ সেপ্টেম্বর ১৯তম এশিয়ান গেমসের আসর বসার কথা ছিল চিনের হাংজুতে (Hangzhou)। এএফপি-র রিপোর্ট অনুযায়ী, করোনার প্রকোপে সে প্রতিযোগিতায় স্থগিতাদেশ দিল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া (Olympic Council of Asia)।    
     
    [tw]


    [/tw]

    চিনের সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত । তাসখন্দে সংস্থার এক্সিকিউটিভ বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গেমসের আয়োজন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার কথা জানানো হয়েছে হাংজু প্রশাসনের তরফেও।

    [tw]


    [/tw]

    একটি আন্তর্জাতিক প্রতিবেদন অনুসারে, অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া শুক্রবার জানিয়েছে, চিনের হাংজুতে ১৯তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তা স্থগিত করা হবে। কতদিনের জন্যে স্থগিত করা হয়েছে প্রতিযোগিতাটি সে বিষয়ে কিছু জানানো হয়নি।  

    করোনার প্রকোপে এশিয়ান গেমস বাতিল হতে পারে এমন জল্পনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। চিনে করোনা সংক্রমণ ফের ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে মৃত্যুও হয়েছে বেশ কিছু মানুষের। পরিস্থিতি সামাল দিতে সে দেশের একাধিক শহরে লকডাউন করতে হয়েছে। এই পরিস্থিতিতে চিনে গিয়ে এশিয়ান গেমসে অংশগ্রহণ করা নিয়ে কিছু দেশ আপত্তি জানিয়েছিল। শেষ পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য গেমস স্থগিত হওয়ায় স্বস্তি পেলেন অনেকেই।
      

LinkedIn
Share