Tag: Asian Games

Asian Games

  • Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    Asian Games 2023: কম্পাউন্ড আর্চারিতে সোনা জিতল ছেলেরাও! দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক:  এশিয়ান গেমসে মেয়েদের পর কমপাউন্ড তিরন্দাজিতে ছেলেরাও সোনা জিতলেন। বৃহস্পতিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২৩৫-২৩০ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতীয় দলে ছিলেন অভিষেক বর্মা, ওজাস দেওটালে এবং প্রথমেশ সমাধান। চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের অ্যাথলিটরা যে ১০০র টার্গেট মাথায় নিয়ে প্রতিটা ইভেন্টে নামছেন, তাতে সন্দেহ নেই। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৮৪টি পদক জিতলেন ভারতীয় ক্রীড়াবিদেরা। 

    দক্ষিণ কোরিয়াকে সমানে টক্কর

    ওজাসেরা প্রথম সেটেই ৫৮-৫৫ পয়েন্টে এগিয়ে যান দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। দ্বিতীয় সেট অবশ্য জিতে নেয় প্রতিপক্ষ দল। ভারতের পক্ষে ফল দাঁড়ায় ৫৮-৫৯। তৃতীয় সেটে আবার অপ্রতিরোধ্য পারফরম্যান্স করেন ভারতীয় তিরন্দাজেরা। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ৫৯-৫৭ ব্যবধানে। চতুর্থ সেটে ৪ পয়েন্টের সুবিধা নিয়ে শুরু করে ভারতীয় দল। দক্ষিণ কোরিয়া ৫৯ পয়েন্ট স্কোর করেও আটকাতে পারেনি ভারতকে। ওজাসদের ছ’টি তিরই নিখুঁত নিশানায় লক্ষ্যভেদ করে। ফলে পুরো ৬০ পয়েন্ট আসে ভারতের ঝুলিতে। শেষ পর্যন্ত ২৩৫-২৩০ ব্যবধানে সোনা জিতে নেন ভারতীয়েরা।  এ বারের গেমস থেকে ২১টি সোনা-সহ মোট ৮৪টি পদক জিতল ভারত।

    মহিলাদের দলগত বিভাগেও সোনা

    কমপাউন্ড তীরন্দাজির মহিলাদের দলগত বিভাগে সোনা জিতল ভারত। ফাইনালে চাইনিজ তাইপেইকে ২৩০-২২৯ পয়েন্টের ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ভারতের হয়ে সোনা জিতলেন জ্যোতি সুরেখা, অদিতি গোপীচাঁদ এবং পরনীত কউর। এশিয়ান গেমসের দ্বিতীয় সোনা জিতলেন তীরন্দাজেরা। কম্পাউন্ড তীরন্দাজির পুরুষদের ব্যক্তিগত বিভাগেও সোনা নিশ্চিত ভারতের। কারণ ফাইনালে মুখোমুখে হবেন দুই ভারতীয় তরুণ অভিষেক বর্মা এবং প্রবীণ দেওতালে। 

    হাড্ডাহাড্ডি লড়াই

    এদিন চাইনিজ তাইপের তিন মেয়ের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয় জ্যোতিদের।  ৪ পয়েন্টে পিছিয়ে পড়েও নাটকীয় ভাবে ম্যাচে ফিরে আসেন অদিতিরা। অদিতির বয়স মাত্র ১৭। পরনীতের ১৮। টিমের অভিজ্ঞ আর্চার জ্যোতির ২৮। পরনীতের শুরুটা ভালো হয়নি। প্রথম তিনটে শটে নড়বড় করছিল তাঁর ফোকাস। ৯, ৮, ৯ মারেন। অদিতিও ফাইনাল ম্যাচে বুলস আই খুঁজে পাননি দু’বার। কিন্তু পারফেক্ট টেন থেকে নড়ানো যায়নি জ্যোতিকে। ব্যক্তিগত ইভেন্ট থেকে সোনা জিতেছেন। টিম ইভেন্ট যেন শুরু করেছিলেন সেখান থেকেই। 

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    শেষ সিরিজে দুরন্ত পারফর্ম করেন জ্যোতি, পরনীত, অদিতি। তিন মেয়েই খুঁজে নেন পারফেক্ট টেন। সেই চাপ আর নিতে পারেনি তাইপের টিম। প্রথম শটেই ৯ মারেন চেঙ্গি সুন। তাতেই খেলার ফল বদলে যায়। ২৩০-২২৯ পয়েন্টে সোনা জিতে যান জ্যোতি-অদিতি-পরনীতরা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    Asian Games 2023: বুধের সকালে নতুন ইতিহাস! এশিয়ান গেমসে ১৬তম সোনা জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) নিজেদের অর্জিত মোট মেডেল তালিকায় সব রেকর্ড ভেঙে দিল ভারত। হানঝাউ গেমস থেকে ১০০টা পদক আনার লক্ষ্য ভারতের। পাঁচ বছর আগে জাকার্তা এশিয়ান গেমসে ১৬টা সোনা সহ ৭০টা পদক এসেছিল। জ্যোতি-প্রবীণ ১৬তম সোনা এনে দিলেন। সেই সঙ্গে ৭১টা পদক। জাকার্তার সাফ্যকে পিছনে ফেলে দিলেন ভারতীয় অ্যাথলিটরা।

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা

    এদিন সকালেই তিরন্দাজিতে (Archery) সোনা জিতলেন ভারতের জ্যোতি সুরেখা এবং ওজাস প্রবীণ দেওতালে। কমপাউন্ড মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সোনা জিতলেন তাঁরা। এর ফলে এ বারের এশিয়ান গেমসে ভারতের সোনার সংখ্যা দাঁড়াল ১৬। কমপাউন্ড মিক্সড ইভেন্টে মোট ৮টি রাউন্ড হয়। প্রতি রাউন্ডে একটি করে তির ছোড়েন দুই প্রতিযোগী। ভারতের দুই প্রতিযোগী শুরুটা খুব ভাল করেন। প্রথম রাউন্ডে ২০তে ২০ স্কোর করেন তাঁরা। অন্য দিকে কোরিয়ার প্রতিযোগী প্রথম রাউন্ডেই ১ পয়েন্ট কম স্কোর করেন। ফলে শুরুতেই এগিয়ে যায় ভারত।তার পর টান টান খেলা চলছিল। দু’দলই নিজেদের তির ১০ পয়েন্টেই মারছিলেন। শেষ পর্যন্ত  ১৫৯-১৫৮ ব্যবধানে জিতে দেশের জন্য ১৬তম সোনা আনেন জ্যোতি, ওজাস।

    আরও পড়ুন: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    পদক জয়ের রেকর্ড

    এ বারের এশিয়ান গেমসে (Asian Games 2023) আর্চারির কম্পাউন্ড বিভাগে ভারতের দুরন্ত সাফল্যের পিছনে রয়েছেন সর্জিও পাগ্নি। ইতালির কোচ নিজেও ছিলেন কিংবদন্তি আর্চার। প্রচুর সাফল্য ও অভিজ্ঞতার কারণে ভারতীয় আর্চারদের মানসিকতা বদলে দিয়েছেন তিনি। পাগ্নিকে পাশে নিয়েই সোনার মঞ্চে উঠে পড়লেন প্রবীণ ও জ্যোতি। ২০১৮ তে রেকর্ড ৭০ টি পদক এশিয়ান গেমসের মঞ্চ থেকে জিতেছিল ভারত৷ ২০২৩ এ সেই সংখ্যাকে ছাড়িয়ে গেল টিম ইন্ডিয়া৷ বুধবার সকালে সেই সংখ্যা ৭১ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তৈরি হল নতুন সেরা হওয়ার ইতিহাস৷ এদিকে এদিন ব্যাডমিন্টনেও কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন পিভি সিন্ধু৷

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian games 2023: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    Asian games 2023: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের, ইতিহাস গড়লেন অন্নু রানি

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে (Asian games 2023) ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি। জ্যাভলিনে সোনা পেলেন তিনি। ৬২.৯২ মিটার ছুড়ে প্রথম হলেন তিনি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন অন্নু। এদিনও প্রথম তিনটি থ্রোয়ে তিনি যে সোনা জিততে চলেছেন, তার আভাস মেলেনি। চতুর্থ প্রচেষ্টায় উল্টে দিলেন পাশার দান। ৬২.৯২ মিটার ছুড়লেন।

    মহিলাদের ‘নীরজ চোপড়া’

    চলতি মরশুমে নিজেকেই ছাপিয়ে গেলেন অন্নু। বুধে মাঠে নামবেন নীরজ চোপড়া। তার আগেই দেশকে সোনা এনে দিলেন অন্নু। অন্নুর সোনা জয়ের সঙ্গে সঙ্গেই ক্রীড়া ইতিহাসে নাম উঠল ভারতের। কারণ (Asian games 2023) অন্নুই প্রথম মহিলা, যিনি সোনা জিতলেন জ্যাভলিনে। ইতিমধ্যেই অন্নুকে মহিলাদের ‘নীরজ চোপড়া’ বলতে শুরু করেছেন সমর্থকরা। অন্নু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিনে ৬০ মিটার দূরত্ব স্পর্শ করেছেন। তাঁর থ্রো ছিল ৬১.৮৬ মিটার। ইন্ডিয়ান ওপেনে তিনি জ্যাভলিন ছুড়েছিলেন ৬৩.৮২ মিটার।

    সোনার মেয়ে পারুলও

    অন্নুর এই সোনা জয়ের ঘণ্টাখানেক আগেই গোল্ড মেডেল জিতেছিলেন (Asian games 2023) পারুল চৌধুরী। তিনি প্রথম হয়েছেন মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। ২০১৮ সালে শেষবার দেশের হয়ে সোনা জিতেছিলেন পারুল। এদিন ৫ কিলোমিটার দৌড়ে প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ ১৫০ মিটারে স্পিন্ট নেন।

    টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। এ বছর এশিয়ান গেমসে পারুল হলেন তৃতীয় ট্র্যাক অয়ান্ড ফিল্ড অ্যাথলিট যিনি ভারত থেকে পদক জিতলেন। দ্বিতীয় হলেন জাপানের রিরিকা হিরোনাকা। সোমবারই মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৭.৬৩।

    আরও পড়ুুন: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?

    সব মিলিয়ে চলতি এশিয়ান গেমসে (Asian games 2023) মঙ্গলবার পর্যন্ত ভারতের ঝুলিতে এল ১৫টি সোনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ। পদকের সংখ্যা দাঁড়াল ৬৯টি। সব মিলিয়ে ২৯২টি পদক পেয়ে শীর্ষে রয়েছে চিন। তালিকায় চার নম্বরে জায়গা হয়েছে ভারতের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

    Asian Games 2023: শেষ ৩০ মিটার যেন ঝড়! ৫ হাজারে সোনা জিতে ইতিহাস পারুলের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে নতুন ইতিহাস লিখে ফেললেন পারুল চৌধুরী।  চতুর্থ থেকে তৃতীয়, তৃতীয় থেকে দ্বিতীয়, দ্বিতীয় থেকে একে উঠে আসা — পুরোটাই ছিল স্ট্র্যাটেজিক। এমন পরিকল্পনামাফিক দৌড় অলিম্পিক, বিশ্বমিটে দেখা যায়। সেটাই এশিয়ান গেমসে দেখালেন ভারতের মেয়ে। শেষ ৩০ মিটারে ঝড় তুলে মহিলাদের ৫০০০ মিটারে সোনা জিতলেন পারুল চৌধুরী (Parul Chaudhary)। এশিয়ান গেমসের মহিলাদের ৫,০০০ মিটার দৌড়ে এটাই ভারতের প্রথম সোনা। ১৯তম এশিয়ান গেমসের নবম দিনে ৩০০০ মিটার স্টিপলচেজে জিতেছিলেন রুপো। আজ, শুধু পারুলের পদকের রং বদলাল।

    শেষবেলায় বাজিমাত

    মঙ্গলবার, ১২ ল্যাপের দৌড়ের শুরু থেকেই জয়ের জন্য বদ্ধপরিকর ছিল পারুল। শ্যুটিংয়ের পর অ্যাথলেটিক্স থেকেই সবচেয়ে বেশি পদক আসছে ভারতের। এদিন হানঝাউ গেমসে ফের সোনা ফলালেন পারুল। এ নিয়ে চলতি এশিয়ান গেমসে ১৪তম সোনা এল ভারতের। সোমবার এশিয়ান গেমসে সাতটি পদক এলেও সোনা জিততে পারেনি ভারত। মঙ্গলবার আবার ভারতকে সোনা এনে দিলেন পারুল।

    পরিকল্পনামাফিক দৌড় পারুলের

    ৫ হাজার মিটার রেসে গতি আর ছন্দ দুইই ধরে রাখতে হয় শুরু থেকে। প্রতিপক্ষ অ্যাথলিটরা পিছিয়ে পড়তে শুরু করেন একটু পর থেকে। কিন্তু পদকের নেশায় বুঁদ থাকেন যাঁরা, তাঁরা কোনও ভাবে জায়গা ছাড়েন না। টানা ৯টা ল্যাপ মসৃণ দৌড়েছেন ভারতের মেয়ে। পিছন থেকে উঠে এসে কেউ কেউ টপকেছেন তাঁকে। কিন্তু আবার চার নম্বর জায়গাটা দখলে নিয়েছেন। ১০ম ল্যাপটার সময় হঠাৎ গতি পাল্টালেন। জাপানের ফেভারিট হিরিকা হিরোনাকাও ততক্ষণে নিজের এক নম্বর জায়গাটার দখল করে নিয়েছেন। ৩০০০ মিটার অতিক্রমের পরে প্রতিযোগীদের মধ্যে তিন জন বাকিদের থেকে অনেকটা এগিয়ে যান। সেই তালিকায় ছিলেন, পারুল।

    আরও পড়ুন: এশিয়ান গেমস আর্চারিতে সোনা-রুপো নিশ্চিত! যশস্বীর শতরানে ক্রিকেটে শেষ চারে ভারত

    শেষ ল্যাপে দেখে মনে হচ্ছিল, রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হবে পারুলকে। কিন্তু শেষ ৫০ মিটারে গতি বাড়ালেন পারুল। ৫০০ মিটার শেষ করতে তিনি সময় নিলেন ১৫ মিনিট ১৪.৭৫ সেকেন্ড। সোমবার ৩০০০ মিটার দৌড়ের ফাইনালে নেমেছিলেন পারুল। সেখানে দ্বিতীয় স্থানে শেষ করে রুপো পান তিনি। দ্বিতীয় স্থানে শেষ করে খুব একটা খুশি দেখাচ্ছিল না তাঁকে। আসলে সোনা জিততে চাইছিলেন তিনি। সোমবারের দুঃখ মঙ্গলবার ভোলালেন পারুল।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: শ্যুটিংয়ে একই বিভাগে ব্যক্তিগত সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    Asian Games 2023: শ্যুটিংয়ে একই বিভাগে ব্যক্তিগত সোনা ও রুপো ভারতের পলক ও এশার, ব্রোঞ্জ পাকিস্তানের

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্যুটিংয়ে একই ইভেন্টে সোনা এবং রুপো জিতল ভারত। ১০ মিটার এয়ার পিস্তলে দলগত ভাবে পদক জয়ের পর ব্যক্তিগত বিভাগেও সোনা জিতলেন পলক গুলিয়া। রুপো পেলেন এশা সিং। এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন পলক। তিনি সোনা জিতলেন ২৪২.১ পয়েন্ট স্কোর করে। গেমসের রেকর্ড (২৪০.৩) ভেঙে দেন তিনি। এশা পান ২৩৯.৭ পয়েন্ট। এই ইভেন্টে ব্রোঞ্জ জেতেন পাকিস্তানের কিশমালা তলত (২১৮.২)।

    প্রথম থেকেই দাপট ভারতের

    চিন, হংকংয়ের শ্যুটারেরা শুরু থেকেই পিছিয়ে পড়েন। পলক এবং এশা ফাইনালের শুরু থেকেই প্রথম তিনের মধ্যে ছিলেন। শেষ তিনের লড়াইয়ে পাকিস্তানের কিশমালা হেরে যেতেই ভারতের সোনা এবং রুপো নিশ্চিত হয়ে যায়। কিন্তু কে কোন পদক পাবেন তা তখন নিশ্চিত ছিল না। শেষ পর্যন্ত ১৭ বছরের পলকই সোনা জিতে নেন। রুপো নিয়ে সন্তুষ্ট থাকতে হয় তাঁর থেকে এক বছরের বড় এশাকে।

    টেনিসে সাফল্য

    শুক্রবার টেনিসে ছেলেদের ডবলসে রুপো পেয়েছে ভারত। ফাইনালে চিনের কাছে হেরে যান রামকুমার রমানাথন এবং সাকেথ মাইনেনি। ৪-৬, ৪-৬ গেমে হেরে যান তাঁরা। টেনিসে মিক্সড ডাবলসে রোহন বোপান্না-রুতুজা ভোসালে জুটি সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করেছেন। তাই টেনিস থেকে আরও পদক জিতবে ভারত।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

     

  • Asian Games 2023: শ্যুটিংয়ে পরপর পদক ভারতের! সোনা ঐশ্বর্য, কুশল, অখিলের, মেয়েরা জিতল রুপো

    Asian Games 2023: শ্যুটিংয়ে পরপর পদক ভারতের! সোনা ঐশ্বর্য, কুশল, অখিলের, মেয়েরা জিতল রুপো

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে শুক্রবারও দিনের শুরু হল পদক দিয়। শ্যুটিংয়ে একের পর এক পদক জিতছে ভারত। এদিন বিশ্বরেকর্ড গড়ে ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনা জিতলেন ভারতের ঐশ্বর্য প্রতাপ সিং তোমর, কুশল স্বপনীল এবং অখিল শিয়োরান। এদিন সকালে হানঝাউ শ্যুটিং রেঞ্জে রুপোর পদক এনেছেন ভারতের তিন মেয়ে। তার রেশ কাটতে না কাটতেই ভারতকে সোনা উপহার দিলেন তিন ছেলে। ১০ মিটার এয়ার পিস্তলে রুপো জিতলেন পালক গুলিয়া, এশা সিংহ এবং টিএস দিব্যা। 

    শ্যুটিংয়ে সাফল্য

    শ্যুটিং টিম ইভেন্টে এবারের এশিয়াডে ভালো পারফর্ম করছে ভারত। চলতি এশিয়ান গেমসের ষষ্ঠ দিনে সকালে প্রথম পদক এনে দেন ভারতের মেয়েরা। তার কিছু ক্ষণের মধ্যেই সোনা জেতেন ভারতের ছেলেরা। ১৫তম পদক এনে দিলেন প্রতাপ, কুশলেরা। তাঁরা তিন জনে মিলে ১৭৬৯ পয়েন্ট স্কোর করেন ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে। এর আগে ১৭৬১ পয়েন্ট ছিল বিশ্ব রেকর্ড। এশিয়ান গেমসে শ্যুটিং থেকে ভারতের সব থেকে বেশি পদক জয়ের রেকর্ডও ভেঙে দিলেন প্রতাপেরা। দোহাতে ভারতের শ্যুটারেরা ১৪টি পদক জিতেছিলেন। সেই রেকর্ড ভেঙে গেল শুক্রবার। এশিয়ান গেমসের পদক তালিকায় এখন ৫ নম্বরে ভারত। এদিন টেনিসেও রুপো জেতে ভারত।

     ফুটবলে বিদায়

    রোনাল্ডোর সতীর্থের জোড়া গোলে স্বপ্নভঙ্গ সুনীলের, সৌদির কাছে হেরে এশিয়াডে থেকে বিদায় ভারতেরপ্রথমার্ধে লড়াই করে সৌদির আরবের মত শক্তিশালী দলকে আটকে রেখেছিল ভারত। কিন্তু দ্বিতীয়ার্ধে হল না শেষ রক্ষা। ২-০ গোলে হেরে এশিয়ান গেমসের শেষ ষোলো থেকেই বিদায় নিতে হল ভারতীয় ফুটবল দলকে। ম্যাচে সৌদির হয়ে জোড়া গোল করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সতীর্থ খলিল মারান।

    আরও পড়ুুন: প্রস্তুতি ম্যাচ খেলতে গুয়াহাটিতে রোহিত-কোহলিরা! বিশ্বজয় নিয়ে কী ভাবছেন দ্রাবিড়?

    হকিতে আত্মবিশ্বাসী 

    হকিতে ভারতের পদক জয়ের সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। বৃহস্পতিবার গ্রুপে জাপানকে ৪-১ উড়িয়ে দিল ভারত। আগামী শনিবার তারা পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। তার আগে এই জয় ভারতের আত্মবিশ্বাস যে বাড়িয়ে দেবে, তা নিশ্চিত। আগের দুটি ম্যাচে ১৬ গোল করে দিয়েছিল ভারত। গত বারের বিজয়ী জাপানের বিরুদ্ধে অতটা দাপট দেখানো না গেলেও, ভারতের জয় নিয়ে কখনওই সন্দেহ ছিল না।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asian Games 2023: সোনার পর শ্যুটিংয়ে রুপো এষার! এশিয়াড হকিতে প্রথম ম্যাচে বিশাল জয় ভারতের মেয়েদের

    Asian Games 2023: সোনার পর শ্যুটিংয়ে রুপো এষার! এশিয়াড হকিতে প্রথম ম্যাচে বিশাল জয় ভারতের মেয়েদের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023), একের পর এক পদক জিতে চলেছেন ভারতীয় শ্যুটাররা। মেয়েদের ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ের  টিম ইভেন্ট থেকে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেলেন ভারতের এষা সিং (Esha Singh)। এছাড়াও এদিন হকিতে ঝড় তোলে ভারতের মেয়েরা। সিঙ্গাপুরকে তারা হারিয়ে দিয়েছে ১৩-০ গোলে। এখনও পর্যন্ত ভারত মোট ২২টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৭টি রুপো ও ১০টা ব্রোঞ্জ। এর ফলে বর্তমানে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠল ভারত।

    প্রশংসা প্রধানমন্ত্রীর 

    অষ্টাদশী এষা মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিং ফাইনালে ৩৪ পয়েন্ট নিয়ে শেষ করেন। এই ইভেন্টের ফাইনালে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতীয় অলিম্পিয়ান মানু ভাকের। কিন্তু ফাইনালে তিনি হতাশ করেছেন। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন মানু। সোনা ও রুপো জয়ের জন্য এষাকে শুভেচ্ছা জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্যুটিংয়ে এদিনআরও একটা পদক জেতে ভারত। পুরুষদের শটগান স্কিটে রুপো জিতলেন অনন্ত নাকুরা। 

    হকিতে দাপট

    ছেলেদের মতোই এদিন হকিতে দাপট দেখায় ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১৩-০ গোলে হারিয়ে দিয়েছে ভারত। সঙ্গীতা হ্যাটট্রিক করেছেন। নবনীত দুটি গোল করেছেন। ভারতীয় দলে র মোট দশ জন গোল করেছেন।ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে ভারত। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নায় পায় তারা। নেহা শট নিলেও গোল হয়নি। তবে ৬ মিনিটেই প্রথম গোল করে ভারত। পরের পর আক্রমণে দিশেহারা হয়ে যায় সিঙ্গাপুর। 

    সৌদি আরবের সামনে সুনীলরা

    এশিয়ান গেমসের শেষ ষোলয় অর্থাৎ নকআউটের প্রথম খেলায় ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ সৌদি আরব। ২৮ সেপ্টেম্বর হুয়ানলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলা হবে প্রি কোয়ার্টার ফাইনালের৷ হাংঝাউয়ে ফের একবার নিজেদের প্রমাণ করার লক্ষ্যে মাঠে নামবে ইগর স্টিম্যাচের ছেলেরা৷ 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asian Games 2023: তিতাসদের পর অনুশ! বাংলার হাত ধরেই এশিয়ান গেমসে তৃতীয় সোনা জয় ভারতের

    Asian Games 2023: তিতাসদের পর অনুশ! বাংলার হাত ধরেই এশিয়ান গেমসে তৃতীয় সোনা জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়াডের তৃতীয় দিনে ইকুয়াস্ট্রিয়ানে সোনা জিতল ভারতে। ৪১ বছরের ইতিহাসে এই প্রথম ইকুয়াস্ট্রিয়ান থেকে সোনা জয় ভারতের। এ বারের এশিয়াডে ইকুয়াস্ট্রিয়ানে ভারতের মিক্সড টিম সোনা পেল। এই দলের সদস্যরা হলেন – হৃদয় চেদা, দিব্যাকৃতি সিং, আনুশ আগরওয়াল এবং সুদীপ্তি হাজেলা। সোমবার বাংলার তিতাস সাধু, রিচা ঘোষের হাত ধরে সোনা জিতেছিল ভারত। মঙ্গলবার ভারতকে সোনা এনে দিলেন বাংলার অনুশ।

    তৃতীয় দিনে ভারতের জয়যাত্রা

    ইকুয়াস্ট্রিয়ানে ঘোড়ার পিঠে চড়ে প্রতিযোগীদের বিভিন্ন বাধা টপকাতে হয়। অনেকে এই খেলাকে ‘হর্স রাইডিং’ও বলেন। এদিন এই ইভেন্টে ভারতের পয়েন্ট ২০৯.২০৫। ২০৪.৮৮২ পয়েন্ট নিয়ে রুপো পেয়েছে চিন এবং ২০৪.৮৫২ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পেয়েছে হংকং। শ্যুটিং, ক্রিকেটের পর ১৯তম এশিয়ান গেমসে এটি ভারতের তৃতীয় সোনা। দলগত এই বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছেন সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় সেড়া এবং অনুশ আগরওয়াল। এদের মধ্যে অনুশ আবার বাংলা তথা কলকাতার ছেলে। চলতি এশিয়াডে ১০০ পদকের লক্ষ্য নিয়ে নেমেছে ভারত। পদক তালিকায় অন্তত প্রথম পাঁচে শেষ করা ভারতীয় দলের টার্গেট। অশ্বারোহণের মতো খেলা থেকে সোনা জয় সেই টার্গেট পূরণের দিকে এগিয়ে দেবে ভারতীয় দলকে।


    আরও পড়ুন: এশিয়ান গেমসে জোড়া পদকের সামনে বাংলার মেয়ে প্রণতি! হকিতে ১৬ গোল ভারতের

    মঙ্গলবার সেইলরে ভারতের নেহা ঠাকুর রুপো জিতলেন। এশিয়ান গেমসে সেইলিংয়ে পদক জিতলেন তিনি। নেহা মেয়েদের ডিঙ্গি ইভেন্টে রুপো জিতলেন। এবারের এশিয়ান গেমসে সেইলিংয়ে প্রথম পদক এনে দিয়েছেন তিনিই। পরে ইবাদ আলি ব্রোঞ্জ জেতেন।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sandesh Jhingan: শক্তি বাড়ল ব্লু টাইগার্সদের! জাতীয় দলে যোগ দিচ্ছেন সন্দেশ

    Sandesh Jhingan: শক্তি বাড়ল ব্লু টাইগার্সদের! জাতীয় দলে যোগ দিচ্ছেন সন্দেশ

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসের স্কোয়াডে এ বার সন্দেশ ঝিঙ্গান (Sandesh Jhingan)। সঙ্গে আরও দুই ফুটবলারকে যোগ করা হল। এশিয়ান গেমসের সঙ্গে চলবে ইন্ডিয়ান সুপার লিগও। প্লেয়ার ছাড়া নিয়ে ক্লাবগুলির সঙ্গে দ্বন্দ্ব চলছে ফেডারেশনের। তবে জাতীয় দলের (Indian Squad) স্বার্থে এবার ফুটবলারদের ছাড়ার কথা জানাল ইস্টবেঙ্গল (East Bengal)।

    স্কোয়াডের শক্তি বাড়ল

    বুধবার এশিয়ান গেমসের (Asian Games) জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সিনিয়র প্লেয়ারদের মধ্যে সেই স্কোয়াডে ছিলেন একমাত্র সুনীল ছেত্রী। ভারতের আক্রমণ ভাগে সুনীলের মতো অভিজ্ঞ প্লেয়ারকে পাওয়ায় স্বস্তি ছিল। কিন্তু চিন্তা ছিল রক্ষণ নিয়ে। সন্দেশ যোগ দেওয়াতে সেই চিন্তা কিছুটা হলেও মিটল। এশিয়ান গেমস মূলত অনূর্ধ্ব ২৩ টুর্নামেন্ট হলেও তিনজন সিনিয়র প্লেয়ার রাখা যায়। প্রত্যাশা ছিল সুনীল ছেত্রী, সন্দেশ (Sandesh Jhingan) ঝিঙ্গান এবং গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুকে রাখা হবে। ক্লাব ছাড়তে চাইছিল না তাঁদের। বুধবার দল ঘোষণায় দেখা যায়, স্কোয়াডে রয়েছেন সুনীল ছেত্রী। এ দিন যোগ করা হল সন্দেশ ঝিঙ্গানকে। স্কোয়াডে শক্তি বাড়ল। এশিয়ান গেমসের দলে যোগ করা হয়েছে চিংলেনসানা এবং লালচুননুঙ্গাকেও।

    আরও পড়ুন: পুরোটাই গিমিক! লা লিগার অ্যাকাডেমি করে কি আদৌ লাভ হবে বাংলার ফুটবলের?

    সাড়া দিল ইস্টবেঙ্গল

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এফএসডিএল-কে অনুরোধ করেছিল এশিয়ান গেমসের পর যাতে ইন্ডিয়ান সুপার লিগ শুরু করা যায়। সেই অনুরোধ যদিও রাখা হয়নি। এশিয়ান গেমস ফিফার নিয়মের আওতায় না থাকায় ক্লাবগুলি প্লেয়ার ছাড়তে বাধ্য নয়। সুতরাং, আলোচনা ছাড়া কোনও পথ ছিল না। একঝাঁক তরুণ ফুটবলারকে পেলেও সিনিয়রদের পাওয়া নিয়ে জটিলতা ছিল। অবশেষে সাড়া দিল ইস্টবেঙ্গল (East Bengal)। লাল-হলুদ শিবির থেকে এশিয়ান গেমসের দলে যোগ দিতে চলেছেন লালচুননুঙ্গা।  এ ছাড়া, ফেডারেশনের তরফে নাওরেম মহেশ সিংহের শারীরিক পরীক্ষা চলছে। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে। গোয়া থেকে দলে যোগ দিচ্ছেন সন্দেশ। আগেই তাঁর যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু গোয়া তাঁকে ছাড়তে রাজি হয়নি। শেষ মুহূর্তে সমস্যার সমাধান হয়েছে। একই জিনিস দেখা গিয়েছে হায়দরাবাদের চিংলেসানার ক্ষেত্রেও। আলোচনার পর সমাধানসূত্র মেলে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ

  • Asian Games 2023: মিলল কেন্দ্রের ছাড়পত্র! এশিয়ান গেমস খেলবেন সুনীলরা

    Asian Games 2023: মিলল কেন্দ্রের ছাড়পত্র! এশিয়ান গেমস খেলবেন সুনীলরা

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) ভারতের পুরুষ ও মহিলা দলের অংশগ্রহণের জন্য সবুজ সংকেত দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ট্যুইট করে এ কথা ঘোষণা করেছেন। ফলে ভারতের পুরুষ ও মহিলা দল এবার এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে। স্বাভাবিক ভাবেই খুশির হাওয়া ভারতের ফুটবল মহলে।

    অনুরাগের ট্যুইট-বার্তা

    বুধবার, অনুরাগ ঠাকুর ট্যুইটে লেখেন, ‘আমাদের ফুটবল দল, পুরুষ ও মহিলা উভয়ই এশিয়ান গেমসে অংশগ্রহণ করবে। দেশের ক্রীড়ামন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে দুই দলের এশিয়ান গেমসে অংশগ্রহণের জন্য নিয়ম শিথিল করা হবে। পুরনো নিয়ম অনুযায়ী, দুই দল এশিয়ান গেমসে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেটা শিথিল করা হচ্ছে। বর্তমান সময়ে তাদের পারফরম্যান্স দেখে মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে ছাড় দেওয়ার ব্যাপারে। আমি নিশ্চিত দল এবার নিজেদের সেরাটা দিয়ে দেশের নাম উজ্জ্বল করবে।’

    আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে স্টাম্প ভাঙার শাস্তি! দুই ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত

    বিশেষ অনুমতি

    সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পরপর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের নীতি অনুযায়ী, কোনও দলগত খেলায় এশীয় ক্রমতালিকায় প্রথম আটে থাকলে তবেই দল পাঠানো হয়। অর্থাৎ, বিবেচনা করা হয় পদক পাওয়ার সম্ভাবনা কতটা। সেই নিরিখে ফুটবল দলের এশিয়ান গেমসের ছাড়পত্র পাওয়ার কথা ছিল না। কারণ এশীয় ক্রমতালিকায় সুনীলেরা রয়েছেন ১৯ নম্বরে। এই নিয়মের অবশ্য ব্যতিক্রম রয়েছে। নির্দিষ্ট কোনও খেলার সাম্প্রতিক পারফরম্যান্স ভাল হলে সংশ্লিষ্ট খেলার বিশেষজ্ঞ এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার বিশেষজ্ঞদের পরামর্শ চায় কেন্দ্র। তার ভিত্তিতে বিশেষ অনুমতি দেওয়া হয়।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share