Tag: asian youth athletics

asian youth athletics

  • Rezoana Mallick Heena: এশীয়-মঞ্চে সোনা জয় নদিয়ার ষোড়শী রেজওয়ানা মল্লিক হিনার

    Rezoana Mallick Heena: এশীয়-মঞ্চে সোনা জয় নদিয়ার ষোড়শী রেজওয়ানা মল্লিক হিনার

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাসে নাম তুলল নদিয়ার ষোড়শী। শুক্রবার উজবেকিস্তানের তাসখন্দে এশিয়ার যুব অ্যাথলেটিক্সে ৪০০ মিটার বিভাগে সোনা জিতেছে রেজওয়ানা মল্লিক হিনা (Rezoana Mallick Heena)। ইতিহাস গড়ার পাশাপাশি বছর ষোলোর এই কন্যে ভেঙে দিয়েছে আট বছরের পুরানো মিট রেকর্ড। এই রেকর্ড গড়েছিলেন প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ান সালওয়া ইদ নাসের। ৪০০ মিটার দৌড়তে হিনা সময় নিয়েছে ৫২.৯৮ সেকেন্ড। নাসের নিয়েছিলেন ৫৩.২ সেকেন্ড। এই মুহূর্তে হিনা দ্রুততম ভারতীয়। অনূর্ধ্ব-১৮ মহিলা বিভাগে দ্রুততম দৌড়বিদও সে। নদিয়ার হিনা কোচিং নেয় বেঙ্গালুরুর অর্জুন অজয়ের কাছে। ভারতীয়দের মধ্যে এশিয়াডে প্রাক্তন রুপোজয়ী জিসনা ম্যাথুর রেকর্ডও ভেঙেছে নদিয়ার এই কিশোরী।

    সোনার মেয়ে (Rezoana Mallick Heena)… 

    ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নদিয়ার একটি ছোট্ট শহরে থাকা এই সোনার মেয়ের (Rezoana Mallick Heena) খোঁজ পান অর্জুন অজয়। তিনি বলেন, ইনস্টাগ্রামের পোস্টের মাধ্যমে ওকে আমি চিহ্নিত করি। পরে ওকে ট্রেনিং দিই। তিনি জানান, ২০২১ সাল থেকে ওকে ট্রেনিং দিচ্ছেন তিনি। বেঙ্গালুরুর টপ গান ট্র্যাক ও ফিল্ড অ্যাকাডেমিতে ট্রেনিং দেওয়া হচ্ছে তাকে। অজয় বলেন, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। ওর পরিবারকে বলতে সহজেই রাজি হয়ে যান। আমিই ওর ট্রেনিং এবং থাকার ব্যবস্থা করি। অর্জুন বলেন, আমার মনে হয় আট বছর বয়স থেকে ও ট্রেনিং নিচ্ছিল। ও বোধহয় আমাকে ইনস্টাগ্রামে ফলো করছিল। ইনস্টাগ্রামে হিনার দৌড় দেখে আমার মনে হয়েছিল ও বোধহয় নদীর কাছ থেকে ছোটাটা শিখেছে।

    আরও পড়ুুন: প্রতিবাদ পরিণত হিংসায়, মণিপুরে বন দফতরের অফিসে আগুন, নৈশ কারফিউ

    আমি মুগ্ধ হয়েছিলাম। তখনই ভেবেছিলাম, ও  (Rezoana Mallick Heena)একদিন ভাল দৌড়বিদ হবে। তিনি বলেন, হিনার স্টেপ জাম্প ও ঘাসের ওপর দিয়ে দৌড়ানোটা খুবই ভাল। আমি ভেবেছিলাম, এই মেয়েকেই তৈরি করা যাবে। তখনই আমি হিনা ও তার পরিবারকে এ ব্যাপারে রাজি করাই। হিনা জানত আমি প্রিয়ারও কোচ। তাই আমার কাছে ট্রেনিং নিতে সহজেই রাজি হয়ে যায় হিনা। বাংলার এক প্রত্যন্ত শহরের মেয়ের চোখ ধাঁধানো সাফল্যে যারপরনাই খুশি অর্জুন। তিনি বলেন, আমার মনে হচ্ছিল হিনা প্রিয়ার থেকেও ভাল। প্রিয়াকে ট্রেনিং দিতে গিয়ে আমি অনেক কিছু শিখেছি। কোচ হিসেবে সেগুলোই আমাকে ঋদ্ধ করেছে। সেগুলোই আমি হিনার ক্ষেত্রে প্রয়োগ করেছি।

    ফাইট হিনা, ফাইট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share