Tag: Athletics Federation of India

Athletics Federation of India

  • Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    Neeraj Chopra: মরুশহরে ঝড়! রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগে সোনা নীরজের

    মাধ্যম নিউজ ডেস্ক: মরুশহরে নীরজ ঝড়। শুক্রবার রেকর্ড গড়ে দোহা ডায়মন্ড লিগ খেতাব জিতলেন নীরজ চোপড়া। ৮৮.৬৭ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়লেন তিনি। এই নিয়ে তৃতীয়বার ডায়মন্ড লিগের ইভেন্টে শীর্ষস্থান দখল করলেন নীরজ। চলতি মরসুমে নীরজের প্রথম থ্রোটিই ছিল ৮৮.৬৭ মিটারের। টোকিও অলিম্পিকে রুপোজয়ী জাকুব ভালদেচ রইলেন দ্বিতীয় স্থানে। তাঁর সেরা থ্রো ছিল ৮৮.৬৩ মিটারের, যা চোপড়ার চেয়ে ৪ সেন্টিমিটার কম। অ্যান্ডারসন পিটার্স তৃতীয় স্থানে রইলেন, তাঁর সেরা থ্রো ছিল ৮৫.৮৮ মিটারের। ৯০ মিটার দূরত্ব অতিক্রম করাই নীরজের লক্ষ্য। যদিও এবারও সেই লক্ষ্যপূরণ করতে পারলেন না তিনি। 

    ক্রীড়ামন্ত্রীর অভিনন্দন

    ভারতীয় তারকাকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‘দোহা ডায়মন্ড লিগে ৮৮.৬৭ মিটার জ্যাভলিন ছুড়ে নীরজ চোপড়া আবার দেশের মুখ উজ্জ্বল করেছে। দেশকে নতুন ভাবে সম্মানিত করেছে। নীরজই হল আদর্শ চ্যাম্পিয়ন, যে সমস্ত ধরনের পরিস্থিতিতে নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশকে পদক উপহার দেয়। চ্যাম্পিয়নকে অনেক, অনেক অভিনন্দন।’’

    সাড়া জাগিয়ে সোনা

    এশিয়ান গেমসের আগে এই ডায়মন্ড লিগকেই পাখির চোখ করেছিলেন ভারতীয় তারকা। গত বছর প্রথম ভারতীয় হিসেবে এই মঞ্চে পদক জয় করা নীরজ শুক্রবার তাঁর নতুন অভিযান শুরু করেন সাড়া জাগিয়েই। সুহেম বিন হামাদ স্টেডিয়ামে প্রথম বারেই তিনি জ্যাভলিন ছোড়েন ৮৮.৬৭ মিটার। নীরজ বলেছেন, ‘‘এমন একটা সাফল্য পেয়ে আনন্দিত। তবে এখনও নিজের সেরা ফর্মে পৌঁছতে পারিনি। তবে এই সোনা আমাকে অবশ্যই লক্ষ্যপূরণের পথে এগিয়ে নিয়ে যাবে।’’ মোট ছ’বার এ দিন জ্যাভলিন ছোড়েন নীরজ। বাকি পাঁচটি ক্ষেত্রে তিনি যথাক্রমে ৮৬.০৪ মিটার, ৮৫.৪৭ মিটার, ৮৪.৩৭ মিটার এবং ৮৬.৫২ মিটার জ্যাভলিন ছোড়েন। তাঁর চার নম্বর জ্যাভলিন ফাউল হয়েছিল। 

    আরও পড়ুন: পিএসজি ছাড়ছেন! দু’সপ্তাহের জন্য নির্বাসিত মেসি কি ফের বার্সেলোনায়?

    ভারতের প্রতিনিধিত্ব করা গর্বের

    দোহা পর্বে জিতে নীরজ বলেন, ‘প্রতিটা অ্যাথলিটের জন্যই এখানকার পরিস্থিতি খুবই কঠিন ছিল। শেষ অবধি জিততে পেরে ভালো লাগছে। মরসুমের শুরুটা ভালো হল, এটুকু বলতে পারি। পরবর্তী যে টুর্নামেন্টেই নামি, লক্ষ্য থাকবে প্রথম হওয়া। পুরো মরসুমে ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরের ইভেন্টে আরও ভালো থ্রো করার জন্যই পরিশ্রম করে যাব।’ নীরজকে সমর্থন করতে এ দিন গ্যালারিতে ছিলেন অনেক ভারতীয় দর্শক। তা নিয়ে তিনি বলেছেন, ‘‘অনেক মানুষ আজ আমাকে সমর্থন করতে স্টেডিয়ামে এসেছিলেন। তাঁদের আনন্দ দিতে পেরে আমিও তৃপ্তি অনুভব করছি। বিশেষ করে, ভারতের মতো দেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নামলে প্রত্যাশার চাপ অনেকটাই বেড়ে যায়। আশা করি, ভবিষ্যতে ভারত থেকে আরও অনেক নতুন প্রতিভা ডায়মন্ড লিগে নিজেদের দক্ষতা এবং শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন।’’ 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rambai Dadi: ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন হরিয়ানার ‘রামবাই দাদি’

    Rambai Dadi: ১০৫ বছর বয়সে ১০০ মিটার দৌড়ে জাতীয় রেকর্ড ভাঙলেন হরিয়ানার ‘রামবাই দাদি’

    মাধ্যম নিউজ ডেস্ক: ৪৫.৪০ সেকেন্ডেই বাজিমাত। হয়ে গেলেন দেশের ‘সুপার গ্র্যান্ডমা’। বয়স যে শুধুই সংখ্যা বই আর কিছুই না, তা আরও একবার প্রমাণিত। এক মিনিটের কম সময়ে ১০০ মিটার দৌড়ে রেকর্ড গড়লেন হরিয়ানার ১০৫ বছরের রামবাই। সবার কাছে তিনি পরিচিত ‘রামবাই দাদি’ (Rambai Dadi) নামে।   

    যারা মনে করেন ৩০-৩৫ বছর বয়সেই শরীর দুর্বল হয়ে পড়েছে, কর্মক্ষমতা হারাচ্ছেন তাঁদের জন্যে রামবাইয়ের দৌড়ের ভিডিওটি অনুপ্রেরণা হতে পারে। মনের জোর যে প্রকৃতিকেও হার মানায়, তার প্রমাণ রামবাই। মনের  জোরে বয়সকে হার  মানিয়েছেন এই ‘সুপার গ্র্যান্ডমা’। ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন (Athletics Federation of India) আয়োজিত ন্যাশনাল ওপেন মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (National Open Masters Athletics Championships) এক অনন্য রেকর্ড গড়লেন তিনি। ৪৫.৪০ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে ভাঙলেন জাতীয় রেকর্ড।

    আরও পড়ুন: “যোগ জীবনে শান্তি আনে” আন্তর্জাতিক যোগ দিবসে অভিমত মোদির

    ১৫ জুন ভদোদরায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টের ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতায় রামাবাই একাই দৌড়েছিলেন। প্রকৃতপক্ষে ৮৫ বছরের বেশি বয়সী মাত্র একজন প্রতিযোগীই এখানে অংশ নিতে পারেন। সেই কারণে রামাবাই কোনও প্রতিযোগীকে পাশে পাননি। তিনি একা ৪৫.৪০ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেন এবং জাতীয় রেকর্ড ভেঙে দেন। প্রতিযোগিতায় ১০০ এবং ২০০ মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছেন রামবাই দাদি।

    আরও পড়ুন: করোনা আক্রান্ত অশ্বিন! সংশয়ে ইংল্যান্ড সফর

    এর আগে এই রেকর্ড ছিল মন কৌরের নামে, যিনি ৭৪ সেকেন্ডে দৌড় সম্পূর্ণ করেছিলেন। রামবাই- এর লক্ষ্য এখন আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করার পর এদিন রামবাই বলেন, “খুব ভালো একটা অনুভূতি। আমি আবার দৌড়তে চাই।” রামাবাইয়ের নাতিকে তাঁর খাবার ও জীবনযাপন সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি জানান, রামবাই একেবারে খাঁটি নিরামিষাশী। প্রতিদিন প্রায় ২৫০ গ্রাম ঘি এবং ৫০০ গ্রাম দই খান। সেই সঙ্গে দিনে দুবার ৫০০ মিলিলিটার করে বিশুদ্ধ দুধ খান।        

     

LinkedIn
Share