Tag: August

August

  • Holidays in August: ছুটির অভাবে ঘুরতে যেতে পারছেন না? অগাস্টেই আসতে পারে সেই সুযোগ!

    Holidays in August: ছুটির অভাবে ঘুরতে যেতে পারছেন না? অগাস্টেই আসতে পারে সেই সুযোগ!

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘ছুটি-ছুটি-চল নেব লুটি’! চলতি বছরের অগাস্টে (Holidays in August) সরকারি কর্মীরা দুই ধাপে প্রায় সাতদিন পরপর ছুটি পাবেন। ফলে রোজকার একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন কাছাকাছি কোথাও। মন হালকা থাকবে। কাজের বোঝা কমবে। আর ঘুরতে না গেলে বাড়িতে ওয়েব সিরিজে ডুব দিতে পারেন অথবা বন্ধুদের সঙ্গে আড্ডা। হতে পারে আসছে পুজোর কেনাকাটাও।

    পর পর ছুটি

    অগাস্টের ১৫ তারিখ (Holidays in August) স্বাধীনতা দিবস পড়েছে বৃহস্পতিবার, আবার রাখীবন্ধন ১৯ অগাস্ট সোমবার। শনি ও রবি এমনিতেই সপ্তাহের শেষ দুইদিন শুক্রবার একটা ছুটি ম্যানেজ করলেই একটানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। চট করে ঘুরে আসা যেতে পারে বর্ষার পুরুলিয়া, বাঁকুড়া। পাড়ি জমানো যেতে পারে পাহাড়েও। এরপর টানা ছুটি জন্মাষ্টমীর সময়ে। ২৬ অগাস্ট জন্মাষ্টমীর ছুটি। ২৪ ও ২৫ শনি-রবি। একেবারে তিনদিন মজা করত সাগরে পাড়ি দিন। বা সুন্দরবনে চলে যান ইলিশ উৎসবে।

    আরও পড়ুন: মোদি সরকারের ‘টপস’ এবং ‘খেলো ইন্ডিয়া’ প্রকল্পের প্রশংসা ব্রোঞ্জ জয়ী মনু ভাকেরের

    ব্যাঙ্ক বন্ধ (Bank Remain Closed)

    সারা বছরের মধ্যে কোন মাসে কবে কবে ছুটি থাকবে তা আগে থেকেই রিজার্ভ ব্যাঙ্ক তালিকায় প্রকাশ করে থাকে। সেই তালিকায় দেখা যাচ্ছে আগামী মাসে অর্থাৎ অগাস্টে (Holidays in August) মোট ১৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

    ৩ অগাস্ট- কের পুজোর জন্য আগরতলায় বন্ধ থাকবে ব্যাঙ্ক

    ৪ অগাস্ট- রবিবার পুরো দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক

    ৭ অগাস্ট- হরিয়ালি তিজ পরবের জন্য ছুটি হরিয়ানাতে

    ৮ অগাস্ট- গ্যাংটকে ছুটি থাকবে ব্যাঙ্ক তাদের ‘গ্যাংরম লো রাং ফট’ নামে উৎসবের জন্য

    ১০ অগাস্ট- দ্বিতীয় শনিবারের কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক

    ১১ অগাস্ট- রবিবার বন্ধ ব্যাঙ্ক

    ১৩ অগাস্ট- দেশপ্রেমিক দিবসের জন্য ইম্ফলে ব্যাঙ্ক ছুটি

    ১৫ অগাস্ট- স্বাধীনতা দিবস উদযাপনের জন্য সারা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক

    ১৮ অগাস্ট- রবিবারের জন্য ব্যাঙ্ক বন্ধ

    ১৯ অগাস্ট- রাখি পূর্ণিমার জন্য ব্যাঙ্কে ছুটি থাকবে

    ২০ অগাস্ট- শ্রী নারায়ণ গুরু জয়ন্তী উপলক্ষ্যে কোচি ও তিরুবনন্তপুরমে বন্ধ ব্যাঙ্ক

    ২৪ অগাস্ট- চতুর্থ শনিবারের জন্য বন্ধ ব্যাঙ্ক

    ২৫ অগাস্ট- রবিবার ছুটি ব্যাঙ্কে সারা দেশেই

    ২৬ অগাস্ট- জন্মাষ্টমীর জন্য ছুটি থাকবে ব্যাঙ্কে

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Calendar: ক্যালেন্ডারের উৎপত্তি কীভাবে? ইংরেজি বছরের মাসের নামকরণের কারণ জানেন?

    Calendar: ক্যালেন্ডারের উৎপত্তি কীভাবে? ইংরেজি বছরের মাসের নামকরণের কারণ জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: সময়ের হিসেব যেমন রাখা জরুরি, ঠিক তেমনই সারা বছরে দিন ও মাসের হিসেব রাখতে হয়। আর এই হিসেব জানতে আমাদের চোখ রাখতে হয় ক্যালেন্ডারের দিকে। সেই ক্যালেন্ডারে (Calendar) চোখ রাখলেই আমাদের নজরে আসে বারোটি মাসের নাম। কখনও কি ভেবে দেখেছেন, এই বারোটি মাসের নামের উৎপত্তি কীভাবে হয়েছে? প্রত্যেক বাড়িতে বা অফিসে যে ক্যালেন্ডার আমাদের চোখে পড়ে, তা গ্রেগরিয়ান ক্যালেন্ডার নামে পরিচিত। এখানে বছরের শুরু হয় জানুয়ারি মাস থেকে। বছরের হিসেব এই জানুয়ারির ১ তারিখ থেকেই ধরা হয়। এছাড়াও গোটা বিশ্বে আরও অনেক ধরনের ক্যালেন্ডার আছে। কিন্তু সমস্ত ক্ষেত্রে গোটা বিশ্বে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার সবথেকে বেশি ব্যবহৃত হয়।

    কী এর ইতিহাস? (Calendar)

    এই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের উৎপত্তি হয় ১৫৮২ সালে। রাশিয়ার জুলিয়ান নামক ক্যালেন্ডার (Calendar) সারা বিশ্বে প্রচলিত ছিল, যেখানে দশ মাসে এক বছর ধরা হত, যেখানে বড়দিনের জন্য নির্দিষ্ট কোনও দিন নির্ধারিত ছিল না। পরবর্তী ক্ষেত্রে আমেরিকার আলোসিয়াস লিলিয়াস ১৫৮২ সালের ১৫ অক্টোবরকে বড়দিনের জন্য বেছে নেন। এর পরে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আসার পর থেকে ডিসেম্বরের ২৫ তারিখে বড়দিন হিসেবে উদযাপিত করা শুরু হয়। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, বাকি মাসের নামগুলির উৎপত্তি কীভাবেে হল? আসুন সেগুলি দেখে নেওয়া যাক।

    কীভাবে নামকরণ হয় প্রত্যেক মাসের? (Calendar)

    বছরের প্রত্যেকটি মাসের নামকরণের পিছনে আছে আলাদা আলাদা কারণ। আসুন দেখে নিই সেই কারণগুলি।

    জানুয়ারি: এই মাসের নামকরণ করা হয়েছিল রোমান দেবতা জানুসের নাম অনুসারে। যাকে ল্যাটিন ভাষায় জেনারিস বলে সম্বোধন করা হত। আর এই জেনারিস থেকেই জানুয়ারি নামের উৎপত্তি বলে মনে করা হয়।

    ফেব্রুয়ারি: বছরের দ্বিতীয় মাস হল ফেব্রুয়ারি যা ল্যাটিন শব্দ ফ্যাবরা থেকে এসেছে। আবার অনেকের মতে, ফেব্রুয়ারি মাসের নামকরণ হয়েছে রোমান দেবী ফেব্রুয়ারিয়ার নাম অনুসারে।

    মার্চ: বছরের তৃতীয় মাস হল মার্চ। মনে করা হয়, রোমান দেবতা মাস্র-এর নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়। আর রোমানে বছরের শুরু হয় এই মার্চ মাস থেকেই। 

    এপ্রিল: বছরের চতুর্থ মাস হল এপ্রিল, ল্যাটিন শব্দ অ্যাপিরিয়ার থেকে এপ্রিল মাসের উৎপত্তি। এই অ্যাপিরিয়ার শব্দের অর্থ হল ফুলের কুঁড়ি। রোমে বসন্ত ঋতু সূচনা হয় এই মাসেই, যেখানে ফুল ও ফুলের কুঁড়ি ফুটতে দেখা যায়।

    মে: রোমান দেবতা মার্কারির নাম অনুসারে বছরের পঞ্চম মাস মে মাসের উৎপত্তি হয়েছে।

    জুন: রুমের শ্রেষ্ঠ দেবতা জিউস-এর স্ত্রীর নাম ছিল জুনো। তা এই জুন মাসের উৎপত্তি হয়েছে (Calendar)।

    জুলাই: রোমান সাম্রাজ্যের এক শ্রেষ্ঠ শাসক জনপ্রিয় জুলিয়াস সিজারের নাম থেকেই জুলাই মাসের নামকরণ করা হয়। এই মাসেই জুলিয়াস সিজারের জন্ম ও মৃত্যু হয় বলে কথিত আছে।

    অগাস্ট: সেন্ট অগাস্টাস সিজারের নাম থেকে অগাস্ট মাসের উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়।

    সেপ্টেম্বর: ল্যাটিন শব্দ সেপ্টম থেকে সেপ্টেম্বর মাসের উৎপত্তি।

    অক্টোবর: ল্যাটিন শব্দ অক্টো থেকে অক্টোবর মাসের নামকরণ করা হয়।

    নভেম্বর: ল্যাটিন শব্দ নবম থেকে নভেম্বর শব্দটি আসে। 

    ডিসেম্বর: শব্দ ডিসেম থেকে উৎপত্তি হয় ডিসেম্বর নামের (Calendar)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Bank Holidays: আগামী মাসে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

    Bank Holidays: আগামী মাসে ১৮ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! দেখে নিন ছুটির তালিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী মাসটি বেশ ভালো কাটবে ব্যাঙ্ক কর্মীদের। কারণ পুরো মাসটাই প্রায় ছুটির (Bank Holidays) মেজাজে কাটাবেন তাঁরা। অগাস্ট মাসের অর্ধেকের বেশি সময় বন্ধ থাকবে ব্যাঙ্ক। তাই বিপদে পড়তে পারেন সাধারণ মানুষ। যদিও এই ডিজিটাল যুগে বেশিরভাগ মানুষই নেট ব্যাঙ্কিং ব্যবস্থায় বিশ্বাসী। তবুও কিছু কিছু কাজ এখনও ব্যাঙ্কে গিয়েই করতে হয় আমাদের। এছাড়া অনেকেই আছেন যারা এখনও অনলাইন ব্যাঙ্কিং-এ খুব একটা সরগর নন। তাই আগামী মাসে বেশ মুশকিলে পড়তে চলেছেন তাঁরা।

    আরও পড়ুন: স্টক মার্কেটে ঠিকঠাক জায়গায় বিনিয়োগ করলে ফলবে সোনা, জানুন কীভাবে
     
    তাই ব্যাঙ্কে কোনও কাজ থাকলে, তা পারলে এখনই সেরে ফেলুন। কিংবা কবে কবে ছুটি আছে, সেই দিনগুলি এড়িয়ে ব্যাঙ্কে যান। 

    রিজার্ভ ব্যাঙ্কের (RBI) জারি করা ছুটির তালিকা অনুযায়ী, অগাস্ট মাসে ১৮ দিন ব্যাঙ্কে ছুটি থাকবে। এর মধ্যে উৎসবের ছুটি এবং সাপ্তাহিক ছুটি দুইই রয়েছে। 

    জেনে নিন অগাস্টের কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকছে: 

    অগাস্ট মাসে একাধিক উৎসব রয়েছে। এর মধ্যে রয়েছে কিছু জাতীয় ছুটি এবং কিছু রাজ্যের ছুটি। অগাস্ট মাসে শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী, মহররম, স্বাধীনতা দিবস, রাখী বন্ধন এবং গণেশ চতুর্থীর মতো উৎসব আছে। আর তাতেই সামনের মাসে এত লম্বা ছুটির তালিকা। এছাড়াও রয়েছে পারসি নববর্ষ এবং দ্বিতীয়-চতুর্থ শনিবার। তাছাড়াও চারটে রবিবারের ছুটি।

    আরও পড়ুন: হংকংয়ে ঋণখেলাপি নীরব মোদির ২৫৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

    ১ অগাস্ট, ২০২২ (সোমবার) – সিকিম এবং শ্রীনগরের দ্রুকপা সে-জি উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকছে, ৮ অগাস্ট, সোমবার, মহরম (আশুরা) উপলক্ষে জম্মু ও শ্রীনগরে ব্যাঙ্কের ছুটি থাকবে। ৯ অগাস্ট, মঙ্গলবার মহররম (আশুরা) উপলক্ষে ত্রিপুরা, গুজরাট, মিজোরাম, মহারাষ্ট্র, কর্ণাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, হায়দ্রাবাদ, রাজস্থান, উত্তর প্রদেশ, বাংলা, লখনউ, নয়াদিল্লি, বিহার, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে। 

    ১১ অগাস্ট, বৃহস্পতিবার, রাখী বন্ধন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১২ অগাস্ট, শুক্রবার রাখী বন্ধনের ছুটি থাকবে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশের ব্যাঙ্কগুলিতে। 

    ১৩ অগাস্ট, শনিবার, মণিপুরে দেশপ্রেমিক দিবসের কারণে ব্যাঙ্ক বন্ধ থাকছে। অগাস্ট ১৫, সোমবার, দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত ব্যাঙ্কই বন্ধ থাকবে। ১৬ অগাস্ট, মঙ্গলবার, পারসি নববর্ষ উপলক্ষে মহারাষ্ট্রে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

    ১৮ অগাস্ট, বৃহস্পতিবার, জন্মাষ্টমী উপলক্ষে ওড়িশা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৯ অগাস্ট, শুক্রবার জন্মাষ্টমী (শ্রাবণ ভাদ-8) / কৃষ্ণ জয়ন্তী উপলক্ষে গুজরাত, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, তামিলনাড়ু, সিকিম, রাজস্থান, জম্মু, বিহার, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড, মেঘালয়, হিমাচল প্রদেশ এবং শ্রীনগরে ব্যাঙ্ক বন্ধ থাকলে। 

    ২০ অগাস্ট, সোমবার, হায়দ্রাবাদে শ্রী কৃষ্ণ অষ্টমীর কারণে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২৯ অগাস্ট, সোমবার, শ্রীমন্ত শঙ্করদেব তিথি উপলক্ষে আসামের ব্যাঙ্কগুলিতে কোনও পরিষেবা পাওয়া যাবে না। ৩১ অগাস্ট, বুধবার, সম্বতসরি (চতুর্থী পক্ষ) / গণেশ চতুর্থী / বর্ষসিদ্ধি বিনায়ক ব্রত / বিনায়ক চতুর্থী উপলক্ষে গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, ওড়িষা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং গোয়ায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।   

LinkedIn
Share