মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছরের শুরু থেকে তিন মাসের মধ্যে দেশের মাটিতে তিনটি দলের বিরুদ্ধে সিরিজ খেলবে ভারত। প্রথম শ্রীলঙ্কা পরে নিউজিল্যান্ডের ও সব শেষে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত। তিন দলের বিরুদ্ধে সিরিজের সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আইপিএলের আগে ঠাসা ক্রীড়াসূচি প্রকাশ করা হয়েছে। জানুয়ারির প্রথম সপ্তাহে শুরু ভারত-শ্রীলঙ্কা টি ২০ ও একদিনের সিরিজ। এরপর তিনটি করে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ আন্তর্জাতিক খেলতে ভারতে আসবে নিউজিল্যান্ড। এরপর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। আইপিএলের আগে রয়েছে ওডিআই সিরিজও। খেলা হবে ইডেনেও। আগামী ১২ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটি হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
কবে কার সঙ্গে খেলা
ভারত-শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে টি ২০ আন্তর্জাতিক দিয়ে। মঙ্গলবার, ৩ জানুয়ারি ভারত-শ্রীলঙ্কা প্রথম টি ২০ হবে মুম্বইয়ে। বৃহস্পতিবার, ৫ জানুয়ারি পুণেতে দ্বিতীয় টি ২০ ম্যাচ। ৭ জানুয়ারি, শনিবার সিরিজের তৃতীয় তথা শেষ টি ম্যাচ হবে রাজকোটে। ১০ জানুয়ারি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার, ১২ জানুয়ারি প্রথম দুটি একদিনের আন্তর্জাতিক যথাক্রমে গুয়াহাটি ও কলকাতায়। তৃতীয় ওডিআই হবে রবিবার, ১৫ জানুয়ারি ত্রিবান্দ্রমে।
🚨 NEWS 🚨: BCCI announces schedule for Mastercard home series against Sri Lanka, New Zealand & Australia. #TeamIndia | #INDvSL | #INDvNZ | #INDvAUS | @mastercardindia
More Details 🔽https://t.co/gEpahJztn5
— BCCI (@BCCI) December 8, 2022
১৮ জানুয়ারি থেকে শুরু ভারত-নিউজিল্যান্ড সিরিজ। বুধবার, ১৮ জানুয়ারি ভারত-নিউজিল্যান্ড প্রথম ওডিআই হায়দ্রাবাদে। ২১ জানুয়ারি, শনিবার রায়পুরে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক। মঙ্গলবার, ২৪ জানুয়ারি ইন্দোরে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের আন্তর্জাতিক। জানুয়ারির ২৭ তারিখ, শুক্রবার রাঁচিতে ভারত-নিউজিল্যান্ড প্রথম টি ২০ আন্তর্জাতিক। রবিবার, ২৯ জানুয়ারি লখনউয়ে দ্বিতীয় টি ২০ আন্তর্জাতিক। সিরিজের শেষ টি ২০ আন্তর্জাতিকটি হবে বুধবার, ১ ফেব্রুয়ারি আমেদাবাদে।
আরও পড়ুন: বাংলাদেশের কাছে একদিনের সিরিজ হার ভারতের! কোচ-অধিনায়ককে তলব করল বিসিসিআই
ভারত-নিউজিল্যান্ড সীমিত ওভারের সিরিজের পর রয়েছে ভারত-অস্ট্রেলিয়া চার টেস্টের সিরিজ। বর্ডার-গাভাসকর ট্রফির চারটি টেস্ট হবে যথাক্রমে নাগপুর, দিল্লি, ধরমশালা ও আমেদাবাদে। ৯ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট নাগপুরে। ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লিতে দ্বিতীয় টেস্ট। মার্চের ১ তারিখ থেকে ধরমশালায় তৃতীয় টেস্ট। ৯ মার্চ থেকে আমেদাবাদে চতুর্থ টেস্ট। এই সিরিজের পর ভারতে তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ১৭ মার্চ, শুক্রবার মুম্বইয়ে হবে প্রথম ওডিআই, রবিবার, ১৯ মার্চ বিশাখাপত্তনমে দ্বিতীয় ওডিআই। সিরিজের শেষ ওডিআই ২২ মার্চ, বুধবার চেন্নাইয়ে। মার্চের শেষ দিন বা এপ্রিলের ১ তারিখ থেকে আইপিএল শুরুর কথা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।