Tag: Autism spectrum disorder

  • Autism: আক্রান্তের মতো অভিভাবকদেরও প্রয়োজন থেরাপি! অটিজম মোকাবিলায় কী পরামর্শ বিশেষজ্ঞ মহলের? 

    Autism: আক্রান্তের মতো অভিভাবকদেরও প্রয়োজন থেরাপি! অটিজম মোকাবিলায় কী পরামর্শ বিশেষজ্ঞ মহলের? 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    কেউ কথা বলতে চায় না। আবার কেউ ডাকলেও কোনও রকম সাড়া দেয় না। অনেক সময়েই শিশুর এমন আচরণ অবাক করে। অভিভাবকেরাও অনেক সময় এগুলো গুরুতর সমস্যা বলে বিবেচনা করেন না। আর তার জেরেই বাড়ছে বিপদ ! বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে একাধিক কর্মশালায় বিশেষজ্ঞদের একাংশ জানালেন, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও অটিজম (Autism) অত্যন্ত গুরুত্বপূর্ণ আচরণগত সমস্যা হয়ে উঠেছে। এ দেশের প্রায় ১৮ লাখ মানুষ অটিজমে আক্রান্ত। তবে তাঁরা উদ্বেগ প্রকাশ করে জানিয়েছেন, ঠিকমতো রোগ নির্ণয় না হলে আক্রান্তের সংখ্যা আরও বাড়বে। তাঁরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে অসচেতনতার জেরে সমস্যা নির্ণয় হয় না। এর ফলে সমস্যা আরও জটিল হয়ে ওঠে।

    আক্রান্তের মতোই কেন অভিভাবকদের থেরাপিও জরুরি? (Autism)

    বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অটিজম একটি আচরণগত সমস্যা। জিনের এক ধরনের সমস্যার জেরেই অটিজম আক্রান্ত হয়। শিশু অটিজম আক্রান্ত হলে দু’বছর বয়স থেকেই নানান উপসর্গ দেখা দেয়। তবে, বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রে সমস্যা নির্ণয় করতেই অনেক দেরি হয়ে যায়। তাঁরা জানাচ্ছেন, অটিজম নিয়ে সাধারণের মধ্যে সচেতনতা জরুরি। এই সমস্যার উপসর্গ সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকা দরকার। শিশু অটিজম আক্রান্ত হলে, শিশুর পাশপাশি তার বাবা-মায়ের প্রয়োজনীয় থেরাপি জরুরি।

    পরিবারের ওয়াকিবহাল থাকা জরুরি

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, অটিজম আক্রান্ত শিশু আর পাঁচজন সাধারণ ছেলেমেয়েদের মতো জীবন যাপন করতে পারবেন না। এই সম্পর্কে তার পরিবারের ওয়াকিবহাল থাকা জরুরি। অধিকাংশ সময়েই শিশু অটিজম (Autism) আক্রান্ত জানার পরে, বাবা-মায়ের মধ্যে মারাত্মক হতাশা গ্রাস করে। এর ফলে শিশুর বিকাশ আরও জটিল হয়ে ওঠে। তাই দরকার সার্পোট গ্রুপ। তাঁরা জানাচ্ছেন, অটিজম আক্রান্তের বিকাশের মাপকাঠি আলাদা। কীভাবে অটিজম আক্রান্তকে জীবন যাপনের কৌশল শেখানো‌ যায়, কীভাবে তাকে নানান কাজ করার নির্দেশ দেওয়া যায়, তার কৌশল রপ্ত করা জরুরি। ঠিকমতো সহযোগিতা পেলে অটিজম আক্রান্ত মানুষ ভালোভাবেই জীবন যাপন করতে পারেন। আর শিশুকে সবচেয়ে বেশি সাহায্য করতে পারে, তার বাবা-মা। অটিজম আক্রান্ত সন্তানকে কীভাবে সাহায্য করা যায়, সে সম্পর্কে প্রশিক্ষিত হতেই অভিভাবকদের থেরাপি জরুরি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল। তাঁরা জানাচ্ছেন, অনেক ক্ষেত্রে অটিজম আক্রান্ত পরিবারের থেকে ঠিকমতো সহযোগিতা না পাওয়ার জেরে, তার বিকাশ ঠিকমতো হচ্ছে না। এর ফলে তার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। তাই অটিজম সমস্যা মোকাবিলায় শিশুর থেরাপির (Therapy) পাশপাশি জরুরি অভিভাবকদের কর্মশালাও।

    সন্তানের অটিজম রয়েছে কিনা কীভাবে বুঝবেন? (Autism)

    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কয়েকটি উপসর্গ সম্পর্কে ওয়াকিবহাল থাকলেই অটিজম নিয়ে সতর্ক থাকা যাবে। তাঁরা জানাচ্ছেন, শিশু অটিজমে আক্রান্ত হলে কথা বলবে না। সাধারণত শিশুর দু’বছর বয়সের পরেই কথা বলা শুরু হয়। পরিবারের সকলকে নানান নামে ডাকে। শিশুকে তার নাম ধরে ডাকলেও সাড়া দেয়। কিন্তু যদি শিশু কখনই কোনও সাড়া না দেয়, কিংবা নিজেও কোনও কথা বলার চেষ্টা না করে, তাহলে এটা গুরুতর সমস্যা বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ। পাশপাশি অটিজমের অন্যতম লক্ষণ হল মেলামেশায় সমস্যা। তাঁরা জানাচ্ছেন, দু-তিন বছরের শিশু একে অপরের সঙ্গে মেশামেশা করতে আগ্রহী হয়। কিন্তু শিশু অটিজমে আক্রান্ত হলে সে কখনই অন্য শিশুদের সঙ্গে মেলামেশা করতে আগ্রহী হবে না।‌ সামাজিক যোগাযোগে অনীহা অটিজমের অন্যতম লক্ষণ বলেই জানাচ্ছেন চিকিৎসকদের একাংশ।
    যে কোনও একটি বিষয়ে দৃষ্টি আটকে থাকা কিংবা সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা না বলা, অটিজমের (Autism) অন্যতম লক্ষণ বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞদের একাংশ। সাধারণ দুই থেকে পাঁচ বছরের শিশুরা কোনও বিষয়েই একটানা দীর্ঘ সময় দেখে না। কিন্তু শিশু অটিজমে আক্রান্ত হলে সে ঘরের ফ্যানের দিকে বা আলোর দিকে উদ্দেশ্যহীনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আবার আক্রান্ত শিশুর সঙ্গে কথা বলার সময় কখনই সে চোখের দিকে সরাসরি তাকাবে না। এই ধরনের উপসর্গ শিশুর মধ্যে দেখা দিচ্ছে কিনা, সে বিষয়ে নজরদারি জরুরি।
    চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, দুই থেকে পাঁচ বছর বয়সের মধ্যে এই ধরনের সমস্যা দেখা দিলে অভিভাবকদের বিশেষ গুরুত্ব দেওয়া জরুরি। নির্দিষ্ট কিছু স্নায়বিক এবং আচরণগত পরীক্ষার মাধ্যমে শিশু অটিজমে আক্রান্ত কিনা তা স্পষ্ট বোঝা যায়। সমস্যা চিহ্নিত হলে তবেই মোকাবিলা সহজ হবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

     

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

LinkedIn
Share