Tag: Avatar 2

Avatar 2

  • Avatar 2: মুক্তি পেয়েছে অবতার ২, প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের

    Avatar 2: মুক্তি পেয়েছে অবতার ২, প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুক্তি পেয়েছে অবতারের দ্বিতীয় পার্ট (Avatar 2)। বহু প্রতীক্ষিত এই ছবির নাম অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার। ছবিটি পরিচালনা করেছেন কিংবদন্তী পরিচালক জেমস ক্যামেরুন। ছবিটিতে উন্নত প্রযুক্তির ব্যবহার তাক লাগিয়েছে দর্শকদের। ছবিটির দুর্দান্ত সিনেমাটোগ্রাফিও প্রশংসা কুড়িয়েছে দর্শকদের। ছবির গ্রাফিক্স ও ভিজুয়াল রিপ্রেজেন্টেশনও অসাধারণ। ৩ডি ফুটেজের সঙ্গে রয়েছে কম্পিউটার জেনারেটেড ইমেজারি গ্রাফিক্স। 

    কী কী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ছবিটিতে?

    ছবিটিতে (Avatar 2) অনেক কম্পিউটার জেনারেটেড ইমেজারি ব্যবহার করা হয়েছে। এর আগে এই প্রযুক্তি একমাত্র দেখা গিয়েছিল রবার্ট জেমেকিস পরিচালিত ছবি বেউলফ-এ। শুটিংয়ের সময় জেমস ক্যামেরুন যখনই কোনও অভিনেতার দিকে ক্যামেরা তাক করেছেন তাঁকে সেই একই সময়ে মনিটরে অবতার হিসাবেই দেখা গিয়েছে।

    অবতারদের জগতকে আরও সুন্দর দেখাতে রিয়েল টাইম মোশন ক্যাপচার ব্যবহার হয়েছে এই ছবিতে (Avatar 2)। এই প্রযুক্তি ব্যবহারের কারণে ছবির শুটিংয়ের সময় পরিচালক রিয়েল টাইমে অবতারের দুনিয়া দেখতে পেয়েছেন।

    আরও পড়ুন: ঐশর্য রাইয়ের জাল পাসপোর্ট! উত্তরপ্রদেশের গ্রেফতার তিন

    জেমস ক্যামেরুন-সহ এই ছবির (Avatar 2) অন্যান্য কলা কুশলীরা ছবিটি তৈরির জন্যে ১ বছরেরও বেশি সময় ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রতিটি শটকে নিখুঁত করতে বিশেষ নজর দেওয়া হয়েছিল। ছবিতে গ্রাফিক্সে আলো ও ছায়ার ব্যবহারও অসাধারণ। এই কাজে ব্যবহার হয়েছে ১০০০ টিবি হার্ড ড্রাইভ স্টোরেজ।

    এই ছবির শুটিং- এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই ছবিতে (Avatar 2) শুটিংয়ের সময় অভিনেতারা নিজেদের মাথায় একটি ক্যামেরা অ্যাটাচ করেছিলেন। এই জন্য ব্যবহার হয়েছে বিশেষ ক্যামেরা রিগ। মুখের ডিজিটাল শট ক্যাপচার করার জন্য এই রিগ ব্যবহার হয়েছিল। এই রিগ মুখের সূক্ষ্ম নড়াচড়াও ক্যাপচার করতে সক্ষম হয়েছে।

    এই ছবিতে (Avatar 2) কোথাও নতুন সংলাপ ঢোকানোর প্রয়োজনে অথবা সংলাপ স্বচ্ছ করার জন্য অ্যাডিশনাল ডায়ালগ রিপ্লেসমেন্ট প্রযুক্তি ব্যবহার হয়েছে। ছবিটিতে ৩ ডি ফিউশন ক্যামেরাও ব্যবহার করা হয়েছে। এই প্রযুক্তি এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Avatar 2: শীঘ্রই দেখা যাবে ফার্স্ট লুক, নাম ঘোষণা অবতার-২ এর, ডিসেম্বরেই ছবি-মুক্তি

    Avatar 2: শীঘ্রই দেখা যাবে ফার্স্ট লুক, নাম ঘোষণা অবতার-২ এর, ডিসেম্বরেই ছবি-মুক্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বের চলচ্চিত্র জগতে তোলপাড় ফেলে দিয়েছিল   ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরন পরিচালিত ছবি ‘অবতার’। দীর্ঘ ১৩ বছর পর অবশেষে মুক্তি পেতে চলেছে ছবির সিক্যুয়েল। জানা গিয়েছে, খুব শীঘ্রই লাস ভেগাসের সিনেমাকন থিয়েটারে মুক্তি পেতে চলেছে ছবির ফার্স্ট লুক। বৃহস্পতিবার লাস ভেগাসের সিনেমাকন কনভেশন হলে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম, লোগো ও মুক্তির তারিখ প্রকাশ করা হয়েছে।  কল্পবিজ্ঞানভিত্তিক এই ছবির নাম দেওয়া হয়েছে অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার। 

    কেবলমাত্র উন্নত প্রযুক্তির থিয়েটারেই মুক্তি পাবে ‘অবতার ২’ এমনটাই খবর। সিনেমা তৈরিতেও উন্নত প্রযুক্তির ব্যবহার করেছেন পরিচালক। থ্রিডি, আইম্যাক্স এবং ফোরকে প্রযুক্তিসম্পন্ন অডিটোরিয়ামেই ছবি দেখার সুযোগ পাবেন দর্শকরা। আগামী ১৬ ডিসেম্বর গোটা বিশ্ব জুড়ে ১৬০টিরও বেশি ভাষায় মুক্তি পাবে অবতার ২।

    এদিনের অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে নতুন পর্বটির কয়েকটি দৃশ্যও দেখিয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন।  সেখানে উপস্থিত ছিলেন প্রযোজক জন ল্যান্ডউ। অস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা বলেন, তিনি সিনেমাটির জন্য কঠোর পরিশ্রম করছেন। পরিচালক আরও বলেন, ‘আমি চেয়েছিলাম প্যান্ডোরাতে আমাদের প্রত্যাবর্তন সত্যিই বিশেষ কিছু হোক। প্রতিটি শট সবচেয়ে বড় স্ক্রিন, সর্বোচ্চ রেজোলিউশন এবং থ্রি-ডি উপভোগের কথা মাথায় রেখে করা হয়েছে।’

    অবতার-এর মতো এই সিনেমাতেও জ্যাক সুলি ও নাভি নেইতিরির ভূমিকায় থাকছেন স্যাম ওয়ার্থিংটন ও জো সালদানা। এদিন প্রকাশিত টিজার ও ট্রেলারের ফুটেজটিতে জ্যাক এবং নেইতিরির উপর ফোকাস করা হয়েছে। ভূ-পৃষ্ঠের উপরের এবং নিচের এলিয়েন ওয়ার্ল্ড, প্যান্ডোরার উজ্জ্বল নীল জলের চমৎকার শট তুলে ধরা হয়েছে এতে। এমনকি প্রথম ভাগের উড়ন্ত প্রাণি তোরুক-সহ নতুন তিমির মতো প্রাণিরও দেখা মিলেছে।

    ‘অবতার: দ্য ওয়ে অফ ওয়াটার’- এ সিগর্নি ওয়েভারকে দেখা যাবে ডক্টর গ্রেস অগাস্টিন চরিত্রে এবং স্টিফেন ল্যাংকে দেখা যাবে কর্নেল মাইলস কোয়ারিচের চরিত্রে। নতুন তারকার মধ্যে দেখা যাবে ভিন ডিজেল এবং কেট উইন্সলেটকে। যিনি এর আগে ক্যামেরনের বিখ্যাত ছবি টাইটানিকে নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন।

    প্রসঙ্গত, অবতার বক্স অফিস মাতিয়ে প্রায় ২.৭৮৮ বিলিয়ন ডলার আয় করেছিল। এটি তিনটি অস্কারসহ আরো অনেক পুরস্কার লাভ করেছে।  এবার ‘অবতার-দ্য ওয়ে অফ ওয়াটার’-এর জল কত দূর গড়ায় তা দেখার অপেক্ষায় সিনেপ্রেমীরা।

LinkedIn
Share