Tag: awas yojana corruption

awas yojana corruption

  • Pradhan Mantri Awas Yojana: আবাস দুর্নীতিতে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে, বললেন সুকান্ত

    Pradhan Mantri Awas Yojana: আবাস দুর্নীতিতে অভিযোগ জানানো যাবে হেল্পলাইন নম্বরে, বললেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী আবাস যোজনার (Pradhan Mantri Awas Yojana) দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক অভিযোগ উঠে এসেছে শাসক দলের বিরুদ্ধে। গেরুয়া শিবিরও এই দুর্নীতি নিয়ে সরব হয়েছে একাধিকবার। ফলে ফের একবার আবাস যোজনার দুর্নীতি নিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে বঙ্গ বিজেপি।

    আবাস নিয়ে অভিযোগ জানাতে এবার হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে বঙ্গ বিজেপি। যখন প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি, বিক্ষোভ জারি জেলায় জেলায়। তখন পঞ্চায়েত নির্বাচনে এবার মানুষের কাছে পৌঁছতে হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে গেরুয়া শিবির। আর এ ব্যাপারে ঘোষণা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

    কী বললেন সুকান্ত মজুমদার?

    গতকাল বিজেপির কোর কমিটির বৈঠক ছিল। কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “শাসকদলের দুর্নীতিগুলি তুলে ধরা হবে। আবাস যোজনার দুর্নীতি নিয়ে হেল্পলাইন নম্বর চালু হবে। হোয়াটসঅ্যাপ বা ফোনের মাধ্যমে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে আমরা উপযুক্ত জায়গায় পৌঁছানোর চেষ্টা করব। দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় লিফলেট দেওয়া হবে। আমরা পঞ্চায়েতে এলে কী করব, সেটাও ওই লিফলেটে থাকবে। আমরা কাটমানি মুক্ত পঞ্চায়েত চাই। স্বাস্থ্য নিয়ে কী সুবিধা দেওয়া হবে, তাও জানানো হবে।”

    আরও পড়ুন: পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি! প্রকাশিত রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা

    সুকান্ত মজুমদারের সুরে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার বলেন, “রাজস্বের টাকা ঘুর পথে নেতাদের পকেটে গিয়েছে তার উদাহরণ আবাস দুর্নীতি। বারবার বলেছি, রেশনের বন্টনে দুর্নীতি হচ্ছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া রেশন চুরি করে নিয়েছে এটা উদাহরণ। ডিজিটাল রেশন নিয়ে আগে তো বিরোধিতা করেছিল এখন তো চুরি ধরা পড়ছে।” 

    প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) ‘দুর্নীতি’র অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসে পৌঁছেছে কেন্দ্রীয় দল। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ছ’জনের অনুসন্ধানকারী দলের সদস্যরা ইতিমধ্যেই এসে হাজির হয়েছেন রাজ্যে। আর এর পরেই সুকান্ত মজুমদার ঘোষণা করলেন যে, হেল্পলাইন চালু করার পদক্ষেপ নিতে চলেছে বঙ্গ বিজেপি। কাটমানি ও দুর্নীতি মুক্ত পঞ্চায়েতই যে গেরুয়া শিবিরের একমাত্র লক্ষ্য তাও এদিন স্পষ্ট জানান সুকান্ত মজুমদার। সব মিলিয়ে খুব শীঘ্রই আবাস নিয়ে দুর্নীতি সহ একাধিক অভিযোগ জানাতে হেল্পলাইন নম্বর চালু করার পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগও স্থাপন করাও অন্যতম লক্ষ্য বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।      

LinkedIn
Share