Tag: Ayan Mukerji

Ayan Mukerji

  • Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    Brahmastra Box Office: আজই ২০০ কোটির গন্ডি পার ‘ব্রহ্মাস্ত্র’-এর! ভেঙে গেল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডও

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার, ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুর (Ranbir Kapoor) আর আলিয়া ভাটের (Alia Bhatt) অভিনীত এবছরের সবচেয়ে প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র‘ (Brahmastra)। প্রথম থেকেই এই ছবি নিয়ে ভীষণ উৎসাহিত ছিল ভারতীয় দর্শকরা। বিশেষ করে রণবীর ও আলিয়ার অনুরাগীরা। দীর্ঘদিন ধরে বয়কটের (Boycott)  ট্রেন্ড থাকা সত্ত্বেও বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করে চলেছে এই ছবি। একের পর এক ভেঙে চলেছে রেকর্ড। ছবি মুক্তির দ্বিতীয় সপ্তাহেই, বিশেষ করে গতকাল, শনিবার বক্স অফিস কালেকশন একলাফে ৫৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী, গতকাল এই ছবি ১৫.২৫-১৬.২৫ কোটির ব্যবসা করেছে। ফলে এর থেকে বোঝাই যাচ্ছে, আলিয়া ও রণবীরের কেমিস্ট্রির পাশাপাশি নজরকাড়া ভিএফএক্স দর্শকদের ভীষণ পছন্দ হচ্ছে।

    জানা গিয়েছে, গতকালে প্রায় ১৬ কোটির মত ব্যবসা করায় এই ছবির মোট আয় দাঁড়াল প্রায় ১৯৭.২৫ কোটি। করোনা আবহে আয় করার ক্ষেত্রে দ্বিতীয়স্থানে ছিল ছবি অক্ষয় কুমার এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘সূর্যবংশী’। আর এই ছবির রেকর্ডকেও ছাপিয়ে গিয়েছে অয়ন মুখার্জী পরিচালিত ছবি। সূর্যবংশী মোট ১৯৬ কোটির আয় করেছিল। ফলে এর থেকে বোঝা যাচ্ছে, আজ ছুটির দিন, রবিরারে অনায়াসেই আয় ২০০ কোটির গন্ডি পার করে যাবে ‘ব্রহ্মাস্ত্র’।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    সূত্র অনুযায়ী ছবি মুক্তির ১০ দিনের মাথায় এই ছবি প্রায় ২১৫ কোটির আয় করবে বলে জানা গিয়েছে। ফলে খুব শীঘ্রই ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর রেকর্ডকেও ছাপিয়ে যেতে চলেছে। করোনা আবহের মধ্যে বলিউডের ছবি দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে সর্বোচ্চ ব্যবসা করেছিল।

    মোট ৫টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি, তামিল, তেলেগু, কানাড়া ও মালয়ালাম। হিন্দি ভাষাতে ‘ব্রহ্মাস্ত্র’ প্রায় ১৭৭ কোটি টাকার ব্যবসা করেছে ও দক্ষিণ ভারতে প্রায় ২০.২৫ কোটি আয় করেছে। দ্বিতীয় সপ্তাহের বৃহস্পতিবার থেকেই হঠাৎ বক্স অফিসে এর আয় বাড়তে শুরু করেছে। দ্বিতীয় শুক্রবার ১০.৩০ কোটি, দ্বিতীয় শনিবারের আয় প্রায় ১৫.২৫ কোটি টাকা।

    ফলে এর থেকে এটাই নিশ্চিত যে, দ্বিতীয় সপ্তাহের পরেও যদি এরকমই চলতে থাকে, তবে খুব শীঘ্রই ২৫০ কোটির ক্লাবে পৌঁছে যাবে ও কাশ্মীর ফাইলসের সব রেকর্ডও ভেঙে দেবে। তবে এটাই এখন দেখার যে, ‘তানহাজি’ ছবির কতটা কাছাকাছি আসতে পারে। কারণ এই ছবি ২০২০ সালের জানুয়ারি থেকে বলিউডের সর্বোচ্চ আয় করা ছবি ছিল। বর্তমানে ‘ব্রহ্মাস্ত্র’ রণবীর কাপুরের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ছবি।

  • Brahmastra: শাহরুখের ‘বানরাস্ত্র’-এর চরিত্র নিয়ে তৈরি করা হবে আলাদা ছবি! ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক

    Brahmastra: শাহরুখের ‘বানরাস্ত্র’-এর চরিত্র নিয়ে তৈরি করা হবে আলাদা ছবি! ইঙ্গিত দিলেন ‘ব্রহ্মাস্ত্র’ পরিচালক

    মাধ্যম নিউজ ডেস্ক: বহু প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে অয়ন মুখোপাধ্যায় (Ayan Mukerji) পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। আর ছবির প্রথম পার্ট ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। তবে এই ছবির প্রধান অভিনেতা রনবীর কাপুর (Ranbir Kapoor) হলেও, মূল আকর্ষণ ছিল কিং খানের (Shah Rukh Khan) ক্যামিও। মাত্র কয়েক মিনিটের জন্য তাঁকে এই ছবিতে দেখা গেলেও শাহরুখ অনুরাগীদের মনে ঝড় তুলেছে তিনি। তাঁকে অল্প সময়ের জন্য দেখে শাহরুখ ভক্তদের মন ভরেনি। তাই এবারে বাদশাহ-র ভক্তরা এক আলাদাই দাবি করে পরিচালক অয়ন মুখার্জির কাছে।

    এই ছবিতে এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। যাঁর নাম মোহন ভার্গব, যিনি ‘বানরাস্ত্র’ (Vanarastra)-এর অধিকারী। আর এই চরিত্রে তাঁকে দর্শকরা আরও দেখতে চান। তাই শাহরুখ অনুরাগীদের দাবি, এবার ডা. মোহন ভার্গব চরিত্র নিয়েই তৈরি হোক পূর্ণদৈর্ঘের একটি সিনেমা। অনেকে আবার সোশ্যাল মিডিয়ায় বলেছেন ছবির সিক্যোয়েল নয়, প্রিক্যোয়েল তৈরি হোক। যেখানে মোহন ভার্গবের ‘বানরাস্ত্র’-এর শক্তি পাওয়ার আগের জীবনের গল্প বলা হবে। আর এই নিয়েই নতুন ট্রেন্ডে ভরেছে সোশ্যাল মিডিয়া।

    আরও পড়ুন: বক্স অফিসে ‘সুপারহিট’ ব্রহ্মাস্ত্র, প্রথম দিনের আয় ছাপিয়ে গেল সঞ্জয়ের ‘সঞ্জু’-র রেকর্ড

    আর শাহরুখ ভক্তদের এই দাবি হয়তো মেনে নিতে চলেছেন পরিচালক নিজেই। কারণ তিনি সংবাদমাধ্যমে এমনটাই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন, শাহরুখ খানের চরিত্রটি প্রথম অংশেই সীমাবদ্ধ থাকবে না এবং সুপারস্টার অবশ্যই ফিরে আসবেন। তিনি বলেছেন, “অনুরাগীরা বলার আগেই আমরা এ বিষয়ে পরিকল্পনা করছিলাম। ২০১৯-এ যখন শাহরুখের দৃশ্যটির শ্যুট হচ্ছিল, তখনই আমরা ভেবেছিলাম। আমার সহকারীরাও আমার সঙ্গে একমত। তাই আমরা স্পিন অফ নিয়ে পরিকল্পনা শুরু করেছি। ফলে আমরা পরবর্তী পদক্ষেপের জন্য পরিকল্পনা করছি।“

    প্রসঙ্গত, ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। বক্স অফিসে ব্যবসা ভালো করলেও ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শকরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। অনেকেই ছবির ভিএফএক্স নিয়ে প্রশংসা করলেও গল্পকে নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। এখনও পর্যন্ত ভারতে ছবিটি ১৫০ কোটি টাকার ব্যবসা করেছে। তবে দর্শকদের প্রতিক্রিয়া দেখে এই মনে করা হচ্ছে যে, এই ছবিতে অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা থাকলেও শাহরুখ খানের চরিত্রই দর্শকদের মনে দাগ কাটতে পেরেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
LinkedIn
Share