Tag: Azadi Ka Amrit Mahotsav

Azadi Ka Amrit Mahotsav

  • NHAI Guinness Record: ৭৫ কিমি রাস্তা তৈরি মাত্র ১০৫ ঘণ্টায়! গিনেস বুকে নাম তুলল NHAI

    NHAI Guinness Record: ৭৫ কিমি রাস্তা তৈরি মাত্র ১০৫ ঘণ্টায়! গিনেস বুকে নাম তুলল NHAI

    মাধ্যম নিউজ ডেস্ক: গিনেস বুকে (Guinness World Records) নাম উঠল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (National Highway Authority of India) বা সংক্ষেপে এনএইচএআই (NHAI)। পুরো কাজটি সম্পন্ন করতে সময় লেগেছে মাত্র ১০৫ ঘণ্টা। পাঁচ দিনেরও কম সময়ে ৭৫ কিমি রাস্তা তৈরি করে ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’— এ নাম উঠল NHAI-এর। এত কম সময়ে এই দীর্ঘ হাইওয়ে তৈরি করেছে বলেই রেকর্ড গড়েছে।

    দীর্ঘ ৭৫ কিমি হাইওয়ে তৈরির কাজ সফল হওয়ার কথা প্রথম ঘোষণা করেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি (Nitin Gadkari)। তিনি বলেন, অমরাবতী (Amaravati) থেকে আকোলা (Akola) জেলার মধ্যে ৫৩ নম্বর জাতীয় সড়কে বিটুমিনাস কংক্রিটের (Bituminous concrete) ৭৫ কিলোমিটার রাস্তা ১০৫ ঘণ্টা এবং ৩৩ মিনিটে তৈরি করে গিনেস (Guinness) বুকে নাম উঠেছে NHAI-এর।  

    আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচন ১৮ জুলাই, প্রার্থী কারা? তুমুল জল্পনা

    এখনও পর্যন্ত সবচেয়ে দ্রুত হাইওয়ে তৈরির কাজ শেষ করার ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে কাতারের (Qatar)। ১০ দিনে ২৫.২৭৫ কিলোমিটার একটি রাস্তা তৈরির রেকর্ড রয়েছে তাদের। সড়ক ও পরিবহণ মন্ত্রী নিতিন গড়কড়ি একটি ভিডিও বার্তায় বলেছেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর স্মরণে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi) কর্তৃক ঘোষিত ‘আজাদি কা অমৃত মহোৎসবের’ (Azadi ka Amrut Mahotsav) তত্ত্বাবধানে এটি তৈরি করা হয়েছে।

    রাস্তা তৈরির কাজটি ৩ জুন সকাল ৭টা ২৭ মিনিটে শুরু হয়েছিল, যা ৭ জুন বিকেল ৫টায় শেষ হয়েছে। বিটুমিনাস কংক্রিট দিয়ে নির্মিত ৭৫ কিলোমিটার দৈর্ঘ্যের এক-লেন বিশিষ্ট রাস্তাটি দুই লেন বিশিষ্ট ৩৭.৫ কিমি রাস্তার সমান। এর নির্মাণে প্রায় ১৫২০ জন কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। গড়কড়ির মতে, এই রাস্তাটি কলকাতা, রায়পুর, নাগপুর, আকোলা, ধুলে, সুরাট শহরগুলিকে একত্রিত করবে। তিনি অবশেষে NHAI-এর ইঞ্জিনিয়ার, ঠিকাদার সংস্থা ও কর্মীদের প্রশংসা করেছেন এত বড় সাফল্যের জন্য।

    আরও পড়ুন:স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে কয়েনের বিশেষ সিরিজ উদ্বোধন প্রধানমন্ত্রীর

  • ‘Har Ghar Tiranga’: ৫ কোটিরও বেশি সেলফি ‘হর ঘর তিরঙ্গা’-র ওয়েবসাইটে, দাবি কেন্দ্রের

    ‘Har Ghar Tiranga’: ৫ কোটিরও বেশি সেলফি ‘হর ঘর তিরঙ্গা’-র ওয়েবসাইটে, দাবি কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের ৭৬তম স্বাধীনতা দিবস (76th Independence Day) উপলক্ষে দেশবাসীকে ‘হর ঘর তিরাঙ্গা‘ (Har Ghar Tiranga) অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav) -এর অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার এই অভিযানটি শুরু করেছে। ফলে জাতীয় পতাকা নিয়ে সেলফি (Selfie) বা ছবি ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) ওয়েবসাইটে (website) আপলোড (Upload) করার জন্য আহ্বান করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেখা গিয়েছে, এই আহ্বানে বিপুল সাড়া পড়েছে। কেন্দ্রের হিসেব অনুযায়ী, ‘হর ঘর তিরাঙ্গা’ ওয়েবসাইটে ৫ কোটিরও বেশি সেলফি আপলোড হয়েছে। বিষয়টিকে ‘অসাধারণ সাফল্য’ বলে অভিহিত করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।

    আরও পড়ুন: ‘হর ঘর তেরঙ্গা’ অভিযানে শামিল হবেন কীভাবে? সার্টিফিকেট কী করে ডাউনলোড করবেন? জেনে নিন

    সূত্রে খবর, স্বাধীনতা দিবসের দিন বিকেল ৪টের সময় ‘হর ঘর তিরঙ্গা’-র সাইটে জাতীয় পতাকা নিয়ে ৫ কোটিরও বেশি সেলফি আপলোড হয়েছে। এই বিশেষ দিনটিকে এইভাবে উদযাপন করার জন্য দেশের সমস্ত নাগরিক ও যাঁরা দেশের বাইরে থেকেও এই দিনটিকে উদযাপন করেছে, তাঁদের কে ধন্যবাদ জানিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। প্রসঙ্গত, স্বাধীনতার ৭৫ বছর উদযাপন, ১২ মার্চ, ২০২১ এ শুরু হয়েছিল এবং ১৫ অগাস্ট, ২০২৩ সাল পর্যন্ত চলবে। ফলে দেশের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ‘আজাদি কা অমৃত মহোৎসব’- এর আয়োজন করা হয়েছে আর এর ভিত্তিতে অনেক কর্মসূচির আয়োজন করেছে কেন্দ্র সরকার। তারই একটি অংশ ছিল ‘হর ঘর তিরঙ্গা’। এদিন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেন, ‘গোটা দেশকে ধন্যবাদ! মাতৃভূমির প্রতি ভালবাসা প্রকাশের এক বিশেষ মুহূর্ত এটি। সকলকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’

    আরও পড়ুন: স্বাধীনতা দিবসে গাড়িতে পতাকা লাগানোর কথা ভাবছেন? তাহলে আগে জানুন এই নিয়ম

    এবারের স্বাধীনতা দিবস উদযাপন অন্য বছরের থেকে কিছুটা আলাদাই ছিল। এই হর ঘর তিরাঙ্গা উদ্যোগের ফলে যেমন সমস্ত ভারতবাসী তাঁদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে অনুপ্রাণিত হয়েছে, তেমনি এবারে জাতীয় পতাকার চাহিদাও ছিল তুঙ্গে। এই কর্মসূচির উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মনে দেশাত্মবোধ তৈরি করা এবং জাতীয় পতাকার প্রতি তাঁদের আরও বেশি শ্রদ্ধাশীল করে তোলা। শুধুমাত্র সাধারণ মানুষ নয়, এবারে সরকারের এই উদ্যোগে সিনেমা জগতের অনেক তারকাদেরও এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে। হাতে জাতীয় পতাকা নিয়ে বা বাড়িতে পতাকা উত্তোলন করেছেন ও ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।

LinkedIn
Share