Tag: Badrinath Temple

Badrinath Temple

  • Char Dham Yatra: রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথের দ্বার, চারধাম যাত্রায় চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

    Char Dham Yatra: রবিবার সকালে খুলে গেল বদ্রীনাথের দ্বার, চারধাম যাত্রায় চিন্তা বাড়াচ্ছে বৃষ্টি

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার সকাল ছ’টায় খুলে গেল বদ্রীনাথের দরজা। প্রসঙ্গত, গত পরশু ১০ মে খোলা হয়েছিল কেদারনাথের দরজা। এদিন সকাল ছয়টা নাগাদ বৈদিক মন্ত্রোচ্চারণ, ‘বদরি বিশাল লাল কি জয়’ ধ্বনিতে হাজারো ভক্তের উপস্থিতিতে (Char Dham Yatra) দরজা খোলা হয়। ৬ মাস পরে দরজা খুলল বদ্রীনাথের। উত্তরাখণ্ডের চামোলি জেলায় বরফে আবৃত পর্বতের ওপরে অবস্থিত বদ্রীনাথ ধাম। প্রসঙ্গত, ১০ মে থেকেই চালু হয়েছে চারধাম যাত্রা। তবে এরই মাঝে ভক্তদের চিন্তা বাড়িয়েছে উত্তরাখণ্ডের প্রবল বর্ষণ।

    বর্ষণে বিপর্যস্ত দেবভূমি 

    বর্তমানে উত্তরাখণ্ড বিপর্যস্ত হয়ে পড়েছে প্রবল বর্ষায়, চারধাম যাত্রা শুরু হওয়ার পর দিন থেকেই শুরু হয়েছে তা। এমন আবহাওয়া ধারাবাহিকভাবে চলতে থাকলে কত দিন চারধাম যাত্রা (Char Dham Yatra) নির্বিঘ্নে চালানো যাবে! সে নিয়েও প্রশ্ন জাগছে তীর্থযাত্রীদের মনে। প্রবল বর্ষণে যাত্রায় বেশ বেগও পেতে হচ্ছে পুণ্যার্থীদের। দেবভূমির গঙ্গা উপত্যকায় গঙ্গোত্রী মন্দিরেও শুরু হয়েছে প্রবল বর্ষণ। চারধাম যাত্রার অন্যতম কেন্দ্র থাকে এই গঙ্গোত্রী মন্দির। এর পাশাপাশি থাকে যমুনেত্রী, কেদারনাথ ও বদ্রীনাথ।

    প্রতিবছর লাখেরও বেশি তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশগ্রহণ করেন

    অন্যদিকে বদ্রীনাথেও শুরু হয়েছে প্রবল তুষারপাত। সেখানকার নিম্ন উপত্যকায় চলছে বৃষ্টিপাত। জানা গিয়েছে, গতকাল ব্যাপক লাইন পড়ে যায় যমুনেত্রীর মন্দির দর্শন করার জন্য। সেখানকার ব্যবস্থাতে ত্রুটি নজরে আসে। যার জন্য তীর্থযাত্রীরা (Char Dham Yatra) দোষারোপ করে প্রশাসনকেই। প্রসঙ্গত, যমুনেত্রী, কেদারনাথ, গঙ্গোত্রী মন্দির ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের জন্য। গত পরশু সকাল সাতটায় খোলা হয় যমুনেত্রীর দরজা ও কেদারনাথের মন্দিরের দরজা। অন্যদিকে গঙ্গোত্রী মন্দিরে দরজা খোলা হয় ওই দিনই দুপুর ১২টা ২৫ নাগাদ। মন্দিরের দরজা খোলার দিনে হাজারো ভক্ত হাজির ছিলেন। প্রতিবছর লাখেরও বেশি তীর্থযাত্রী চারধাম যাত্রায় অংশগ্রহণ করেন এপ্রিল-মে থেকে অক্টোবর-নভেম্বর পর্যন্ত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Kedarnath Temple: ভক্তদের জন্যে কবে থেকে খুলছে কেদারনাথের দরজা? মহাশিবরাত্রিতে বড় ঘোষণা

    Kedarnath Temple: ভক্তদের জন্যে কবে থেকে খুলছে কেদারনাথের দরজা? মহাশিবরাত্রিতে বড় ঘোষণা

    মাধ্যম নিউজ ডেস্ক: শিবরাত্রির পুণ্য তিথিতে ভক্তদের জন্যে বড় ঘোষণা করল কেদারনাথ কর্তৃপক্ষ (Kedarnath Temple)। এদিনই জানিয়ে দেওয়া হল কবে থেকে ভক্তদের জন্যে খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। আগামী ২৫ এপ্রিল থেকে সাধারণের জন্যে খুলে যাচ্ছে মন্দিরের দরজা। এদিন এমনটাই জানালেন কেদারনাথ মন্দির কমিটির চেয়ারম্যান অজেন্দ্র অজয়।

    কী জানা গিয়েছে? 

    তিনি জানিয়েছেন, চলতি বছরের ২৫ এপ্রিল সকাল সাড়ে ৬ টা থেকে পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথের (Kedarnath Temple) দরজা। সেদিন ভোর ৪টেয় ওঁঙ্কারেশ্বর মন্দিরে হবে মহাঅভিষেক পুজো। সেদিন ভোরেই সমস্ত আচার অনুষ্ঠান পালন হবে। যার পরই ভক্তদের জন্য খুলবে কেদারনাথ মন্দিরের দরজা। সকাল ৮ টায় আরতি হবে কেদারনাথ মন্দিরে। যারপর সারাদিন ধরেই চলবে পুজার্চনা।

     

    কেদারনাথের মতোই এপ্রিল মাসের শেষেই খুলে যাচ্ছে বদ্রীনাথের (Kedarnath Temple) দরজাও। আগামী ২৭ এপ্রিল সকালে ৭ টা ১০ মিনিটে পুণ্যার্থীদের জন্য দরজা খুলছে বদ্রীনাথের। গণনার পরে বসন্ত পঞ্চমীর দিনে বদ্রীনাথ ধামের দরজা খোলার কথা ছিল।

    মাঝে করোনা অতিমারীর জেরে চার ধামের দরজা ভক্তদের জন্যে বন্ধ করে দেওয়া হয়েছিল। গত বছর দরজা খোলার পর রেকর্ড সংখ্যক ভক্ত ভিড় করেছিলেন চার ধামে। প্রায় ৪৬ লক্ষ (Kedarnath Temple) ভক্ত ভিড় করেছিলেন এই চার ধামে। গত বছরের ১৯ নভেম্বর বদ্রীনাথ ধামের দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই থেমেছিল চারধাম যাত্রা। 

    প্রসঙ্গত, গত বছর এক বড় দুর্ঘটনার সাক্ষী হয়েছিল কেদারনাথ। রুদ্রপ্রয়াগে ভয়াবহ কপ্টার দুর্ঘটনা ঘটে। কেদারনাথ ধামের (Kedarnath Temple) ২ কিলোমিটার আগে ভেঙে পড়ে যাত্রী বোঝাই হেলিকপ্টারটি। মৃত্যু হয় চালক এবং ছ জন যাত্রীর। অত্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া ও দৃশ্যমানতার অভাবে ঘটে এই দুর্ঘটনা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।    

      

       

     

LinkedIn
Share