Tag: Balesar

Balesar

  • Train Accident: তৃণমূল সরকার ঘর দেয়নি, আয়ের জন্য যেতে হয়েছিল ভিনরাজ্যে, ফেরার পথেই দুর্ঘটনা

    Train Accident: তৃণমূল সরকার ঘর দেয়নি, আয়ের জন্য যেতে হয়েছিল ভিনরাজ্যে, ফেরার পথেই দুর্ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫০ বছর ধরে ভাঙ্গা ঘরে বসবাস, সামান্য হাওয়া এলেই বাড়ি ছেড়ে পালাতে হয়। একটি পাকা ঘর করার আশায় ছেলে বেঙ্গালুরুতে কাজ করতে গিয়েছিল। বাড়ি আসার পথে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায় (Train Accident) বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সুজয় সিংহ রায় নামক এক ব্যাক্তি। সরকারি ঘর পেলে আজকে এই দিনটা দেখতে হতো না, চোখে জল নিয়ে আক্ষেপ পরিবারের। তাঁদের পরিবার সম্পর্কে কিছুই জানেন না স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যা।

    নদীয়ার কে ছিলেন ট্রেন (Train Accident) দুর্ঘটনায়?

    নদীয়ার শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ঘোষপাড়া এলাকার বাসিন্দা সুজয় সিংহ রায়। দিনআনা দিনখাওয়া সংসারে একমাত্র উপার্জন করার মানুষ সুজয়ের বাবা। কোনরকম ভাবে আধপেটা খেয়ে সংসার চলে, তার উপর পড়াশুনার খরচ! চালাবেন কী করে? তাই বাধ্য হয়ে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে, কাজের পথ বেছে নিতে হয়েছে সুজয়কে। দেড় বছর ধরে বেঙ্গালুরুতে একটি হোটেলে দিনমজুরের কাজ করত সে। দিন কয়েক ধরে তাঁর শারীরিক সমস্যা হচ্ছিল, আর সেই কারণে ওখানকার একাধিক ডাক্তার সে দেখিয়েছিল। শরীর সুস্থ না হওয়ায় সে বাড়ি ফিরে আসার সিদ্ধান্ত নেয়। গতকাল বাড়ি ফেরার সময় ওড়িশার বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার (Train Accident) কবলে পড়তে হয়েছে তাঁকে। গুরুতর জখম অবস্থায় অন্য একটি মোবাইল থেকে সে বাড়িতে ফোন করে এবং নিজের পরিস্থিতির কথা জানায়।

    পরিবারের উদ্বেগ এবং বোনের বক্তব্য

    বাড়িতে খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। সুজয়ের বোন রূপসা সিংহ রায় বলে, আমি প্রাইভেট পড়তে গিয়েছিলাম হঠাৎ একটি নম্বর থেকে আমাকে ফোন করা হয়। আমি ফোনটা ধরার পর, দাদা নিজেই বলে, আমি দুর্ঘটনায় (Train Accident) পড়ে আহত হয়েছি। অল্পের জন্য প্রাণে বেঁচে আছি! শুধু এটুকুই কথা হয় দাদার সঙ্গে। রূপসা আরও বলে, প্রথমে ভেবেছিলাম আমার দাদা হয়তো মিথ্যা কথা বলছে। কিন্তু পরবর্তীকালে জানতে পারি সত্যিই ট্রেন দুর্ঘটনা ঘটেছে।

    মায়ের প্রতিক্রিয়া

    সুজয়ের মা সুজাতা সিংহ রায় বলেন, আমার মেয়ে পড়তে গিয়েছিল, প্রথমে মেয়ে পড়া থেকে এসে আমাকে বলে দাদার দুর্ঘটনা (Train Accident) হয়েছে। মা আরো বলেন, সংসারের অর্থনৈতিক হাল ফেরাতে এবং ঘরকে পাকাপোক্ত করতেই ছেলে একবছর ধরে বেঙ্গালুরুতে একটি হোটেলে কাজ করছিল। বেশ কয়েকদিন ধরে পেট ব্যথার কারণে ছেলে বাড়িতে আসতে চাইছিল। আমরা চাই, প্রশাসন যত দ্রুত সম্ভব আমার ছেলেকে সুস্থ ভাবে ফিরিয়ে আনুক।

    বাবার বক্তব্য

    সুজয়ের বাবা সারদা সিংহ রায় বলেন, কোনরকম ভাবে আমার একার উপার্জনেই এই সংসার চলত। তার উপর ছোট ছেলেমেয়েদের নিয়ে ৫০ বছর ধরে এই ভাঙ্গা ঘরে বসবাস করছি। একাধিক বার পঞ্চায়েত মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত অফিসে কাগজপত্র জমা দিয়েছি। কিন্তু কোনরকম সরকারি পরিষেবা পাইনি। ঝড় বৃষ্টির মধ্যে চরম আতঙ্কে থাকি আমরা। একটু জোরে হাওয়া দিলেই নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হয়। শুধুমাত্র একটি ঘর তৈরির জন্য আমার ছেলেকে ভিন রাজ্যে (Train Accident) যেতে হয়েছে। আজ যদি পঞ্চায়েতের মাধ্যমে সরকারি ঘরটা পেতাম তাহলে এই দিনটি দেখতে হতো না।

    তৃণমূল পঞ্চায়েত সদস্যার উল্টোসুর

    তৃণমূল পঞ্চায়েত সদস্যা পূজা ঘোষ বলেন, আমি জানিই না যে আমার এলাকায় সুজয় নামে একটি ছেলে, ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছেন। সুজয়রা কেন ঘর পায়নি? সেই প্রশ্ন করতে তিনি বলেন, আমি নামেমাত্র পঞ্চায়েত সদস্যা। কাজ করে ওই এলাকার অন্যান্য তৃণমূল মাতব্বররা। দুর্ঘটনার কবলে থাকা সুজয় এখন কবে ফেরে, সেই আশায় উদ্বিগ্ন পরিবার।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ফারাক্কার নিখোঁজ ১ এবং শান্তিনিকতনের ২, উদ্বিগ্ন পরিবার

    Coromandel Express Accident: করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ফারাক্কার নিখোঁজ ১ এবং শান্তিনিকতনের ২, উদ্বিগ্ন পরিবার

    মাধ্যম নিউজ ডেস্ক: ওড়িশার বালেশ্বেরে ভয়াবহ দুর্ঘটনার কবলে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Accident)। এই দুর্ঘটনায় এখনও অবধি অনেক মানুষের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ২৩৮ জনের বেশি মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যে এই দুর্ঘটনায় নিখোঁজ হয়েছেন অনেকেই। এর মধ্যে এই রাজ্যের ফারাক্কার একজন এবং  শান্তিনিকেতনের আরও দুজন নিখোঁজ বলে জানা গেছে। দুর্ঘটনায় নিখোঁজ ব্যাক্তিদের পরিবারগুলি  তীব্র উৎকণ্ঠা এবং আশঙ্কার মধ্যে রয়েছেন বলে জানা গেছে।

    দুর্ঘটনায় (Coromandel Express Accident) ফারক্কার কে নিখোঁজ    

    বালেশ্বরে ট্রেন দুর্ঘটনার পর নিখোঁজ মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেওয়া ১ পঞ্চায়েতের অন্তর্গত বাঁকা এলাকার বাসিন্দা প্রেমিক ঘোষ নামক এক ব্যাক্তি। তিনি বেঙ্গালুরু থেকে যশবন্তপুর এক্সপ্রেসে করে কলকাতায় ফিরছিলেন। কিন্তু ওড়িশায় ট্রেন দুর্ঘটনার (Coromandel Express Accident) পর থেকে এখনও পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। বাড়ির লোক প্রেমিকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তাঁর ফোন বন্ধ মেলে। এই ঘটনায় স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন পরিবার। ইতিমধ্যে তাঁর পরিবারের লোক, বালেশ্বরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তরফে তাঁদের বালেশ্বরে যাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। কান্নায় ভেঙে পড়েছে পরিবারের লোকজন। বাড়ির সন্তানকে ফিরিয়ে আনতে অত্যন্ত তৎপর পরিবার।

    শান্তিনিকেতনের কে নিখোঁজ হয়েছেন?

    বালেশ্বরে রেল দুর্ঘটনায় (Coromandel Express Accident) কোপাইয়ের নিখোঁজ দুই ব্যাক্তি এবং আহত একজনের সম্পর্কে খবর পাওয়া গেছে। করমণ্ডল এক্সপ্রেসে করেই হাওড়া থেকে চেন্নাই যাচ্ছিলেন শান্তিনিকেতনের কোপাইয়ের নোয়াডাঙা গ্রামের তিনজন যুবক। ইতি মধ্যে গুরুতরভাবে আহত ধনঞ্জয় কোঁড়া নামক এক ব্যাক্তির সন্ধান পাওয়া গেছে। কিন্তু এই এলাকার আরও দুই ব্যাক্তি তুফান কোঁড়া এবং মৃত্যুঞ্জয় কোঁড়ার কোন খোঁজ দুর্ঘটনার পর থেকে মেলেনি। যেভাবে দুটি ট্রেন লাইনচ্যুত হয়ে সংঘর্ষ হয়েছে, তাতে পরিবারের সদস্যরা বেশ চিন্তার মধ্যে রয়েছেন। পরিবার চাইছেন সুস্থ অবস্থায় ঘরের ছেলে ঘরে ফিরে আসুক। ট্রেন দুর্ঘটনার কারণে নিখোঁজ ছেলেদের নিয়ে উদ্বিগ্ন এলাকার মানুষ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share