Tag: ballot paper

ballot paper

  • Panchayat election 2023: রাস্তা থেকে উদ্ধার শয়ে শয়ে ছাপ মারা বৈধ ব্যালট, বিডিওকে তলব হাইকোর্টের

    Panchayat election 2023: রাস্তা থেকে উদ্ধার শয়ে শয়ে ছাপ মারা বৈধ ব্যালট, বিডিওকে তলব হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য পঞ্চায়েত নির্বাচনের (Panchayat election 2023) ব্যালট পেপার গণনা হয়েছে মঙ্গলবার। বুধবার রাস্তা থেকে উদ্ধার হল শয়ে শয়ে বৈধ ব্যালট পেপার। ব্যালট পেপারগুলিতে সিপিএমের প্রতীকে ভোট দেওয়া ছিল। রাস্তার নর্দমার পাশ থেকে সেগুলি কুড়িয়ে নিয়ে সোজা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন হুগলির বাম নেতারা।

    বিচারপতি অমৃতা সিনহা

    মামলা উঠল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে। রাস্তায় ব্যালট পেপার পড়ে থাকার কারণ জানতে চেয়ে জাঙ্গিপাড়ার বিডিওকে তলব করলেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবার বেলায় ২টোয় আদালতে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে। একই সঙ্গে তলব করা হয়েছে পঞ্চায়েতের রিটার্নিং অফিসারকেও। ওই বুথের ভোটের দায়িত্বে যাঁরা ছিলেন, তাঁদেরও নামের তালিকা চেয়েছেন বিচারপতি। গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজও আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন তিনি।  

    মামলাকারীর অভিযোগ

    মামলাকারীর (Panchayat election 2023) অভিযোগ, মঙ্গলবার ভোট গণনা চলাকালীন গণনাকেন্দ্রের বাইরে নর্দমার ধারে রাস্তায় পড়েছিল শয়ে শয়ে ব্যালট পেপার। তাতে স্বাক্ষর ছিল প্রিসাইডিং অফিসারেরও। তাঁর দাবি, সিপিএমের পক্ষে ভোট পড়েছিল বলেই ব্যালট পেপারগুলি রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি হবে বৃহস্পতিবার।

    আরও পড়ুুন: জয়ী প্রার্থীদের দেওয়া হচ্ছে না সার্টিফিকেট, মালদায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির

    পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ করেছেন বিরোধীরা। ভোট লুঠ, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া, বিরোধী প্রার্থীদের এজেন্টদের বুথে বসতে না দেওয়া, অবাধে দেদার ছাপ্পা দেওয়া, আগ্নেয়াস্ত্র নিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দাপাদাপি- এসবেরই ছবি সংবাদ মাধ্যমের দৌলতে দেখেছেন রাজ্যবাসী।  গণনার দিনও যে অনিয়ম হবে, সে আশঙ্কা আগেই করেছিলেন বিরোধীরা। সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ভোট গণনার দিনই বলেছিলেন, সিপিএমকে হারাতে জোর করে ব্যালটে কারচুপি করছে তৃণমূল। উত্তর ২৪ পরগনার (Panchayat election 2023) ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মহাদেব মাটি হার বাঁচাতে সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদারের টেবিল থেকে ব্যালটের বান্ডিল থেকে কয়েকটি খেয়ে নেন বলে অভিযোগ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন মহাদেব।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • Panchayat Election 2023: সিপিএমকে হারাতে ব্যালট ছিঁড়ে খেয়ে শাসক দলের প্রার্থী আলোচনার কেন্দ্রে

    Panchayat Election 2023: সিপিএমকে হারাতে ব্যালট ছিঁড়ে খেয়ে শাসক দলের প্রার্থী আলোচনার কেন্দ্রে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবারের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023) তৃণমূলের নানা কীর্তিকলাপের সাক্ষী থেকেছে। ভোটে জিততে যে কত রকমের ছলাকলার আশ্রয় নেওয়া যায়, তা দেখিয়ে দিয়েছেন তৃণমূলের প্রার্থীরা। সর্বত্র একই চিত্র। যখনই তৃণমূল প্রার্থীরা দেখতে পাচ্ছেন, তাঁর হার অবধারিত, তখনই তাঁরা কোথাও ব্যালট বাক্স নিয়ে দৌড় দিয়েছেন, কোথাও ব্যালট বাক্স থেকে ব্যালট বের করে তাতে জল ঢেলে দিয়েছেন। তাতেও শান্তি হয়নি। ফের সেই জল ঢেলে দেওয়া ব্যালটে ঢেলে দিয়েছেন কালি। তবে হাবড়ার এক তৃণমূল প্রার্থী যা করলেন, তাতে সবাই তাজ্জব। তাঁর কীর্তি এখন লোকের মুখে মুখে ফিরছে। অনেকেই হাসাহাসি করে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, তৃণমূল কি সর্বভূক হয়ে গেল?

    কী ঘটনা ঘটেছে (Panchayat Election 2023)?

    জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) সিপিআইএম প্রার্থীকে হারাতেই ব্যালট পেপার চিবিয়ে খেয়ে নিয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়া ২ নম্বর ব্লকের অশোকনগর সেক্রেটারি বয়েজ হাই স্কুলে। জানা গিয়েছে, গণনার শেষে ৪ ভোটে জয়ী হন সিপিআইএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার। অভিযোগ, এরপর গণনা কেন্দ্রে ঢুকে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী মহাদেব মাটি। তারপর তিনি সিপিএম প্রার্থীর ৪টি ব্যালট ছিঁড়ে খেয়ে নেন এবং বাকি ব্যালট ছড়িয়ে দিয়ে পালিয়ে যান। এর পর প্রায় ১৫ মিনিট বন্ধ ছিল ওই কেন্দ্রের গণনা।

    কী বললেন সিপিএম প্রার্থী?

    সিপিএম প্রার্থী রবীন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন, ৪ ভোটে (Panchayat Election 2023) জেতার পর জয় নিশ্চিত করার আগে ফের গণনা হওয়ার কথা ছিল। এমনটা তাঁকে জানানোও হয়েছিল। তখন সেখানে এসে পৌঁছন তৃণমূল প্রার্থী। এজেন্টের সঙ্গে কথা বলার পর সোজা ব্যালটের দিকে এগিয়ে গিয়ে ২৫ টা ব্যালটের তোড়া হাতে তুলে নিয়ে তা ছিঁড়ে অর্ধেক মুখে পুরে খেয়ে নেন তৃণমূল প্রার্থী। আর বাকিটা ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেন। গোটা ঘটনার জেরে গণনা কেন্দ্রে থাকা সকলেই তাজ্জব হয়ে গিয়েছিলেন বলেই দাবি করেছেন সিপিএম প্রার্থী।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Election: মে মাসেই কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা

    Election: মে মাসেই কি হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন? জল্পনা

    মাধ্যম নিউজ ডেস্কঃ সামনেই পঞ্চায়েত ভোট (Election)। তবে, এই নির্বাচন কবে হবে তা নিয়ে শাসক এবং বিরোধী দলের নেতা কর্মীদের মধ্যে নানা জল্পনা রয়েছে। তবে, সব জল্পনার অবসান ঘটিয়ে এবার মে মাসের মধ্যেই হতে চলেছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Election)! বাংলার নতুন বছরের শুরুতেই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন, তেমনটাই সূত্রের খবর। মঙ্গলবার হাইকোর্ট রাজ্য নির্বাচন কমিশনের ওপরেই ভরসা রেখেছে। ভোট পরিচালনা করার জন্য আর কোনও বিধিনিষেধ থাকল না রাজ্য নির্বাচন কমিশনের ওপর।

    পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কী বলেছে আদালত? Election

    পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে কমিশন বা নবান্ন কোনও মন্তব্য না করলেও, আদালত সবুজ সঙ্কেত দিয়ে রেখেছে রাজনৈতিক দলগুলিকে। হাইকোর্টের বয়ানে স্পষ্ট বলা রয়েছে, কোনও রাজনৈতিক দল যদি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Election)  কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চায়, তবে তা পৃথকভাবে আবেদন করতে পারে। তাই ভোট পরিচালনার পূর্ণ ক্ষমতা পাওয়ার পরেও চলতি রমজান মাসে এখনই কমিশন নির্ঘন্ট নিয়ে মাথা  ঘামাচ্ছে না বলেই খবর। সূত্র বলছে, বাংলার নতুন বছর শুরু হতেই ভোটের বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। কমিশনের নিয়ম অনুযায়ী, বিজ্ঞপ্তি জারি হওয়ার ২৩ দিন থেকে সর্বোচ্চ ৪৫ দিনের মধ্যে নির্বাচন (Election) সম্পন্ন করতে হবে। এপ্রিলের শেষে বিজ্ঞপ্তি যদি জারি করে কমিশন তাহলে নিয়ম মেনে আগামী মে মাসের মাঝামাঝির মধ্যেই পঞ্চায়েত নির্বাচন (Election)  সম্পন্ন করবে কমিশন, এমনটাই সূত্রের খবর।

    গত পঞ্চায়েত ভোটে কত আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন, জানেন কী? Election

     ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে (Election)  জেলা পরিষদে ২০৪ টি, পঞ্চায়েত সমিতিতে ৩০৯৮ টি আসনে ও গ্রাম পঞ্চায়েতে ১৬ হাজার ৮৬১ টি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল। গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৫০। কিন্তু, ৩১ হাজার ৭৮৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। পঞ্চায়েত সমিতিতে মোট আসন সংখ্যা ৯২১৭। যদিও ৬১১৯ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। জেলা পরিষদের মোট আসন ৮২৫ টির মধ্যে ৬২১ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল। তাই, এবছরের পঞ্চায়েত নির্বাচন (Election)  যাতে সুষ্ঠু এবং স্বচ্ছ হয় তা স্পষ্ট করতে চাইছে কমিশন।

    কী বললেন রাজ্য নির্বাচন কমিশনার? Election

    পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস বলেন, “আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (Election)  সব রাজনৈতিক দলই যাতে তাঁদের মনোনয়নপত্র জমা দিতে পারে সে দিকেই কড়া নজর দিচ্ছে কমিশন। বিগত পঞ্চায়েত নির্বাচনের (Election)  মতো একই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সে দিকে শুধু  নজরই নয়, প্রয়োজনে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য নির্বাচন কমিশন।” তবে সূত্রের খবর, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন (Election) করতে কমিশন এক দফাতে করলেও তা করবে শান্তিপূর্ণ ভাবেই। এখন দেখার কমিশনের এই দৃঢ় মনোভাব আসন্ন নির্বাচনে (Election)  কতটা কার্যকরি করতে সক্ষম হয় রাজ্য নির্বাচন কমিশন।

    পঞ্চায়েত ভোটে ব্যালটের রং কী হচ্ছে জানেন? Election

    ইতিমধ্যেই নির্বাচনের (Election) জন্য তিন রং এর ব্যালট পেপারের ই-টেন্ডারিংও করে ফেলেছে কমিশন, এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের জন্য সাদা, পঞ্চায়েত সমিতির জন্য গোলাপি এবং জেলা পরিষদের জন্য হলুদ রং এর ব্যালটের ই টেন্ডারিং ইতি মধ্যে সেরে ফেলেছে কমিশন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share