Tag: Balurghat Hospital

Balurghat Hospital

  • Balurghat: এমনিতেই চিকিৎসক নেই, তারপরে আবার ট্রমা কেয়ার সেন্টার!

    Balurghat: এমনিতেই চিকিৎসক নেই, তারপরে আবার ট্রমা কেয়ার সেন্টার!

    মাধ্যম নিউজ ডেস্ক: সেরার তকমা জুটলেও চিকিৎসক সংকটের জেরে বালুরঘাট (Balurghat) জেলা হাসপাতালে চালু থাকা নানা পরিষেবা বিঘ্নিত হচ্ছে। এবার গোদের উপর বিষফোঁড়ার মতো সেখানে ট্রমা কেয়ার ইউনিট চালুর প্রস্তাব দিল রাজ্য। কিন্তু সেই একই প্রশ্ন, চিকিৎসক কই? বালুরঘাট হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট চালু হলে জেলায় চিকিৎসা পরিষেবার আরও উন্নতি ঘটবে। পথ দুর্ঘটনায় গুরুতর আহত কোনও রোগীকে নিয়ে আর কলকাতা, মালদা বা শিলিগুড়ি ছুটতে হবে না। ওই ইউনিট চালু হলে বালুরঘাট হাসপাতালেই আহতদের চিকিৎসা মিলবে। সম্প্রতি রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে বালুরঘাট হাসপাতালে এই ট্রমা কেয়ার ইউনিট চালুর প্রস্তাব দেওয়া হয়েছে।

    সংশয় কোথায়?

    কিন্তু ট্রমা কেয়ার ইউনিট চালুর জন্য প্রয়োজন নতুন পরিকাঠামোর। নতুন ট্রমা ভবন নির্মাণ, আধুনিক অপারেশন থিয়েটার ইত্যাদি। পরিকাঠামোর জন্য অর্থ বরাদ্দ হবে রাজ্য থেকে। তাই ভবন সহ নানা পরিকাঠামো হয়তো সহজে করেও ফেলবে হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ট্রমা কেয়ার ইউনিটের জন্য প্রয়োজন নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি সহ নানা চিকিৎসার জন্য বিশেষজ্ঞের।প্রশ্ন উঠেছে, চিকিৎসক কোথায়? উল্লেখ্য, চিকিৎসকের অভাবে ধুঁকছে বালুরঘাট (Balurghat) হাসপাতালের চেস্ট মেডিসিন, মাইক্রোবায়োলজি, মেডিকো লিগ্যাল, পিপি ইউনিটের মতো গুরুত্বপূর্ণ বিভাগগুলি। একজন চিকিৎসকও নেই ওই বিভাগগুলিতে। মেডিকো লিগ্যালের অভাবে তো হাসপাতাল মর্গে আসা মৃতদেহ মালদা মেডিক্যালে রেফার করতে হচ্ছে। এই পরিস্থিতিতে ট্রমা কেয়ার ইউনিট হলে তা কার্যত খাতায়-কলমে থেকে যাবে বলেই মনে করছেন জেলার মানুষ। কারণ, তথ্য অনুযায়ী এখনও দক্ষিণ দিনাজপুর জেলার স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলিতে বিভিন্ন বিভাগের চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। বিশেষ করে জেনারেল ডিউটি মেডিসিন অফিসারের অনেক পদ ফাঁকা রয়েছে।

    চিকিৎসকের মোট পদ ১০২, রয়েছেন মাত্র ৪০ জন

    পাশাপাশি বিভিন্ন বিশেষজ্ঞ বিভাগেও মোট শূন্যপদের তুলনায় কিছুটা কম সংখ্যক চিকিৎসক রয়েছেন। জানা গিয়েছে, বালুরঘাট হাসপাতালে চিকিৎসকের মোট পদ ১০২। কিন্তু রয়েছেন মাত্র ৪০ জন চিকিৎসক। সামান্য চিকিৎসক নিয়েই চলছে বালুরঘাট (Balurghat) জেলা হাসপাতালের ইন্ডোর ও আউটডোর। পাশাপাশি সুপার স্পেশালিটি হাসপাতালের ইন্ডোর ও আউটডোর সামলাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে৷ এরই মধ্যে সম্প্রতি সিসিইউয়ের ২৪ বেড বাড়িয়ে নতুন ইউনিট খোলা হয়েছে। আরও অতিরিক্ত ৫০ বেডের ব্লক তৈরির কাজ শুরু হয়েছে। সম্প্রতি হাসপাতালে শুরু হয়েছে উন্নত ক্যানসার চিকিৎসার জন্য টিউমার বোর্ড। সেখানে ১৬ জন চিকিৎসককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাঁদের সপ্তাহে অন্তত একদিন করে অতিরিক্ত কাজ করতে হবে। এমন অবস্থায় ট্রমা কেয়ার ইউনিটের মতো গুরুত্বপূর্ণ এমন পরিষেবা আদৌ চালু করা যাবে কি না, তা নিয়ে চর্চা শুরু হয়েছে হাসপাতালেই।

    কী বলছেন হাসপাতালের সুপার (Balurghat)?

    বালুরঘাট (Balurghat) হাসপাতালে সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন, “বালুরঘাট হাসপাতালের মূল সমস্যা চিকিৎসকের ঘাটতি। আমরা রাজ্যের কাছে বারবার চিকিৎসক চেয়ে যাচ্ছি। আর এরই মধ্যে রাজ্য স্বাস্থ্য ভবন বালুরঘাট হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট করতে চেয়ে প্রস্তাব দিয়েছে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Balurghat Hospital: বন্ধ ডায়ালিসিস পরিষেবা, ফিরে যাচ্ছেন রোগীরা, হয়রানির একশেষ!

    Balurghat Hospital: বন্ধ ডায়ালিসিস পরিষেবা, ফিরে যাচ্ছেন রোগীরা, হয়রানির একশেষ!

    মাধ্যম নিউজ ডেস্ক: বালুরঘাট জেলা হাসপাতালে (Balurghat Hospital) বন্ধ হয়ে রয়েছে ডায়ালিসিস পরিষেবা। যার ফলে সমস্যায় পড়ছেন রোগীরা। হাসপাতাল থেকে ফিরে যেতে হচ্ছে তাঁদের। বাধ্য হয়ে বাইরে থেকে টাকা খরচ করে করাতে হচ্ছে ডায়ালিসিস। আর এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ী। হাসপাতালের এই অব্যবস্থা দেখে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে তিনি আহ্বান জানিয়েছেন। অবশ্য হাসপাতালের তরফে দ্রুত ওই ডায়ালিসিস যন্ত্রগুলি সারাই করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলায় কোনও মেডিক্যাল কলেজ নেই। তাই জেলা হাসপাতালই একমাত্র ভরসা। কিডনির সমস্যার কারণে এই হাসপাতালে বেসরকারি সংস্থার মাধ্যমে ডায়ালিসিস পরিষেবা চালু হয়। কিন্তু সম্প্রতি সেই যন্ত্রগুলিও অকেজো হয়ে পড়েছে।

    কী বলছেন রোগীর আত্মীয়রা?

    জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালের (Balurghat Hospital) তিনতলা ভবনে ডায়ালিসিস বিভাগ রয়েছে। সেখানে পাঁচটি বেড রয়েছে। পাঁচজনকে রেখে ডায়ালিসিস করা হয়। কিন্তু মাঝেমধ্যেই পাঁচটি ডায়ালিসিস যন্ত্রের মধ্যে একসঙ্গে তিনটি অকেজো হয়ে যাচ্ছে। এমনকী ডায়ালিসিসের রিভার্স অসমোসিস (আরও) প্ল্যান্ট বিকল হয়ে থাকায়, রোগীর দেহ থেকে দূষিত তরল বের করতেও সমস্যা হচ্ছে। গত কয়েকদিন ধরে সবক’টি ডায়ালিসিস যন্ত্রই বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। হিলি ব্লকের ত্রিমোহিনীর বাসিন্দা সিদ্দিক মণ্ডল বলেন, আমার স্ত্রীকে সপ্তাহে দু’দিন ডায়ালিসিস করাতে হয়। কিন্তু বেশ কিছুদিন ধরে হাসপাতাল থেকে এই পরিষেবা পাওয়া যাচ্ছে না। যার ফলে আমরা মাঝেমধ্যেই এসে ঘুরে যাচ্ছি।

    তোপ বিজেপির, কী বলল তৃণমূল?

    বিজেপির বিধায়ক অশোক লাহিড়ী বলেন, এই হাসপাতালে (Balurghat Hospital) কোনও চিকিৎসা পরিষেবা নেই। ডায়ালিসিস পরিষেবা দীর্ঘদিন ধরেই বিকল হয়ে রয়েছে। রোগীরা এখান থেকে ফিরে যাচ্ছেন। তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বলেন, বালুরঘাটে ডায়ালিসিস পরিষেবা এমনিতে সচল রয়েছে। টেকনিক্যাল সমস্যার কারণে সম্ভবত একটু সমস্যা হচ্ছে। বিধায়ক এই ধরনের কথা বলবেনই। তিনি এখানে থাকেন না, তাই না জেনেই সবটা বলে দেন। 

    কী আশ্বাস দিলেন সুপার?

    এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের (Balurghat Hospital) সুপার কৃষ্ণেন্দুবিকাশ বাগ বলেন, ডায়ালিসিস একটি বেসরকারি সংস্থার তরফে পরিচালনা করা হয়। প্রায়ই যন্ত্রগুলি বিকল হয়ে পড়ছে। বাধ্য হয়ে রোগীদের গঙ্গারামপুরে পাঠাতে হচ্ছে। কিন্তু আমাদের জেলার কোনও রোগী যাতে হয়রানির মুখে না পড়েন, সেদিকেও আমরা নজর রেখেছি। ওই সংস্থাকে আমরা এই সমস্যাগুলি দ্রুত মেটাতে চিঠি দিয়েছি। পাশাপাশি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও বিষয়টি জানিয়েছি। তবে কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে, তা এখনই বলা যাচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

LinkedIn
Share