মাধ্যম নিউজ ডেস্ক: তিন আদিবাসী মহিলাকে প্রকাশ্য রাস্তায় দণ্ডি কাটানোর ঘটনায় সোমবার বালুরঘাটে (Balurghat) পৌঁছান রাজ্য মহিলা কমিশনের সদস্য সুজাতা পাকরাশী লাহিড়ী। একইদিনে দণ্ডি ইস্যুতে বালুরঘাটে (Balurghat) বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ওই তিন আদিবাসী মহিলা এদিন বালুরঘাট জেলা আদালতে বিচারকের কাছে জবানবন্দিও দেন বলে জানা গেছে। এরপরই তাঁদের শহরের সার্কিট হাউসে পুলিশি নিরাপত্তায় নিয়ে আসা হয়। সেখানে তাঁদের সঙ্গে কথা বলেন সুজাতা পাকরাশী লাহিড়ী। যদিও সাংবাদিকদের কোনও প্রশ্নের উত্তর তাঁরা আজ দিতে চাননি। দণ্ডি কাটার ঘটনায় কী ব্যবস্থা নেওয়া হবে, এ প্রশ্নের উত্তর অবশ্য এড়িয়ে গিয়েছেন মহিলা কমিশনের প্রতিনিধি। ইতিমধ্যে দণ্ডি ইস্যুতে রাষ্ট্রপতিকে চিঠিও দিয়েছেন সুকান্ত মজুমদার। এমনিতেই এরাজ্যে তৃণমূলের আদিবাসী ভোটব্যাঙ্ক তলানিতে ঠেকেছে, গোদের উপর বিষের ফোঁড়া এখন দণ্ডি ইস্যু। যার জেরে প্রবল অস্বস্তিতে শাসক দল। এর প্রভাব আগামী পঞ্চায়েত ভোটে পড়তে পারে বলে মনে করছে, রাজনৈতিক মহলের একাংশ।
কী বললেন সুজাতা পাকরাশী লাহিড়ী
এদিন মহিলা কমিশনের সদস্য সুজাতা পাকরাশী লাহিড়ী বালুরঘাটে সাংবাদিকদের জানান, ওই মহিলাদের সঙ্গে কথা হয়েছে। তাঁদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কী কথা হয়েছে? এই প্রশ্নের উত্তরে তিনি জানান, রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যানকে জানানো হবে সমস্ত বিষয়।
বিজেপির বিক্ষোভ মিছিল এবং সমাবেশ
বালুরঘাটে (Balurghat) দণ্ডি কান্ডের প্রতিবাদে সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বিজেপি। দক্ষিণদিনাজপুরের জেলা সদরের মঙ্গলপুর বিজেপি কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়। নেতৃত্বে ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের (Balurghat) সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও মিছিলে ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। শহর ঘুরে মিছিল জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় আসে৷ এরপর সেখানে বিক্ষোভ সমাবেশ হয়। অভিযুক্ত তৃণমূল নেত্রীর শাস্তির ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।
তৃণমূলের দ্বারা আদিবাসী মা বোনেদের অপমান করার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির অবস্থান বিক্ষোভ ও ধর্ণাতে বক্তব্য দিচ্ছেন রাজ্য সভাপতি @DrSukantaBJP https://t.co/h8Y4qcXTef
— BJP Bengal (@BJP4Bengal) April 10, 2023
সুকান্ত মজুমদার কী বললেন
এদিন সুকান্ত মজুমদার বলেন,ওই তৃণমূল নেত্রীকে দলীয় পদ থেকে সরিয়ে কেবলমাত্র আইওয়াশ করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে হবে, তপশিলি জাতি এবং উপজাতি নির্যাতন মামলায় তার জেলে থাকার কথা ছিল কিন্তু এখনও তা হয়নি। বালুরঘাটের (Balurghat) সাংসদের আরও সংযোজন, এর আগে অনেকেই তৃণমূল ছেড়ে বিজেপিতে এসেছিল কিন্তু এঁরা আদিবাসী বলেই এঁদেরকে এইভাবে শাস্তি দেওয়া হল। তার প্রতিবাদেই আমাদের আন্দোলন। দল ওই নেত্রীকে দোষী মনে করেছে বলেই তো সরিয়েছে। তাহলে পুলিশ কেন তাকে গ্রেফতার করলো না।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।