Tag: Bangl News

Bangl News

  • India Philippine Relation: চিনকে ঠেকাতে ভারত থেকে ৯টি অ্যান্টি শিপ ব্যাটারি কিনতে আগ্রহী ফিলিপিন্স

    India Philippine Relation: চিনকে ঠেকাতে ভারত থেকে ৯টি অ্যান্টি শিপ ব্যাটারি কিনতে আগ্রহী ফিলিপিন্স

    মাধ্যম নিউজ ডেস্ক: দক্ষিণ চিন সাগরে একাধিপত্য স্থাপনে মরিয়া চিন। ফলে ফিলিপিন্স-সহ একাধিক দেশের সঙ্গে সীমান্ত বিবাদে জড়িয়েছে কমিউনিস্ট দেশটি। এহেন পরিস্থিতিতে বেজিংয়ের চাপ বাড়িয়ে ফিলিপিন্সকে অত্যাধুনিক ব্রহ্মস মিসাইলের জোগান দিল নয়াদিল্লি। এবার ভারত (India Philippine Relation) থেকে ৯টি অ্যান্টি শিপ ব্যাটারির দাবি জানিয়েছে ফিলিপিন্স। 

    ব্রহ্মস চুক্তির সম্প্রসারিত অংশ

    ফিলিপিন্স ২০২২ সালে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের জন্য ভারতের (India) সঙ্গে একটি চুক্তি করে। ৩৭.৫ কোটি মূল্যের এই চুক্তির অধীনে, ভারত ফিলিপিন্সের কাছে ল্যান্ড-বেসড ব্রহ্মোস মিসাইলের পাশাপাশি তার ব্যাটারি, লঞ্চার এবং অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করবে। ২০২৪ সালের এপ্রিলে, ভারত ফিলিপিন্সের কাছে ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের প্রথম ব্যাচ হস্তান্তর করেছিল।  ফিলিপিন্স হল ভারত থেকে ব্রহ্মোস কেনার প্রথম দেশ। বর্তমানে এই মিসাইল ভিয়েতনাম থেকে শুরু করে ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরশাহীতে রফতানি করার জন্যও আলোচনা চলছে। অতীতের চুক্তির সম্প্রসারিত অংশ হিসেবেই অ্যান্টি শিপ ব্যাটারি দাবি করেছে ফিলিপিন্স।

    আরও পড়ুন: প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ায় অভিনন্দন, জয়শঙ্করের হাত দিয়ে বন্ধু ট্রাম্পকে চিঠি মোদির

    চিনকে আটকাতে সক্রিয় ফিলিপিন্স

    রাশিয়া ও ভারতের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ব্রহ্মস মিসাইল। এর গতিবেগ ২.‌৮ ম্যাক। অর্থাৎ শব্দের থেকেও তিনগুণ দ্রুতগতিতে মিসাইলটি উড়তে সক্ষম। প্রতি সেকেন্ডে এক কিলোমিটার পথ অতিক্রম করতে পারে ব্রহ্মস। যে কোনও টার্গেটে ৯৯.৯৯ শতাংশ নিখুঁত হামলা চালাতে পারে। একবার এই মিসাইল লঞ্চ করা হয়েছে গেলে শত্রুর পক্ষে একে আটকানো কার্যত অসম্ভব। এবার ফিলিপিন্স অ্যান্টি শিপ ব্যাটারি চাইছে। এমন সময়ে ভারতের কাছ থেকে এই ব্যাটারি চাইছে তারা যখন চিনের সঙ্গে সেদেশের বিরোধ চলছে। ধারণা করা হচ্ছে চিনা সেনাবাহিনীর হাত থেকে নিজেদের রক্ষা করতেই যুদ্ধ সামগ্রী কিনেছে সে দেশ। দক্ষিণ চিন সাগরের বেশ কয়েকটি দ্বীপ নিয়ে বিরোধ রয়েছে। এসব দ্বীপ নিয়ে দুই দেশের উপকূলরক্ষী বাহিনী একাধিকবার মুখোমুখি হয়েছে। এমন পরিস্থিতিতে ফিলিপিন্সের হাতে আধুনিক অস্ত্র থাকলে চিন কিছুটা হলেও পিছপা হবে, এমনই ধারণা বিশেষজ্ঞদের।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Under-19 World Cup: ছোটদের বিশ্বকাপেও রানার্স! ভারতকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    Under-19 World Cup: ছোটদের বিশ্বকাপেও রানার্স! ভারতকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: ছোটরাও পারল না। রোহিতদের মতোই মাথা নীচু করেই মাঠ ছাড়তে হল উদয়দের। গত বছর এক দিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল ভারত। সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বিশ্বকাপ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ভারতের অনূর্ধ্ব-১৯ দলেরও। একই ঘটনার পুনরাবৃত্তি। অস্ট্রেলিয়া নামক জুজু তাড়া করে বেড়াল ভারতীয় ব্যাটারদের। ৭৯ রানে ভারতকে হারিয়ে চতুর্থ বারের জন্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া।

    ব্যাটিং ব্যর্থতা

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক হিউ ওয়েবগেন। শুরুটা ভাল হয়নি অস্ট্রেলিয়ার। ওপেনার স্যাম কনস্টাস রান পাননি। রাজ লিম্বানীর ভিতরের দিকে ঢুকে আসা বলে শূন্য রানে ফেরেন তিনি। তবে অপর ওপেনার হ্যারি ডিক্সন ফর্মে ছিলেন। তিনি কয়েকটি বড় শট খেলেন। বাঁ হাতি পেসার নমন তিওয়ারিকে নিশানা করেন তিনি। ডিক্সনকে সঙ্গ দেন অধিনায়ক ওয়েবগেন। দু’জনে মিলে দলের রানকে টেনে নিয়ে যেতে থাকেন। ৭৮ রানের জুটি হয় দু’জনের মধ্যে। ফাইনালে নজর কাড়লেন অস্ট্রেলিয়ার ভারতীয় বংশোদ্ভূত ব্যাটার হরজস সিং। অস্ট্রেলিয়ার ইনিংসে একমাত্র অর্ধশতরান করেন হরজস। শেষ। পর্যন্ত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫৩ রান করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রানের গতি কমে যায় ভারতের। ১০ ওভারে মাত্র ২৮ রান হয়। সেখান থেকে রানের গতি বাড়ানোর চেষ্টা করতেই নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে ভারতের। অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতীয় ব্যাটারেরা। ব্যর্থ সচিন-উদয়-সহ ভারতের প্রথম সারির ব্যাটাররা।  ৬৮ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত ১৭৪ রানে শেষ হয় ভারতের ইনিংস।

    কী বললেন অধিনায়ক

    ম্যাচ শেষে পুরো প্রতিযোগিতায় ভাল খেলার জন্য সতীর্থদের ধন্যবাদ জানান ভারত অধিনায়ক উদয় সাহারন। তবে ফাইনালে দলের ব্যাটিং ব্যর্থতার কথা মেনে নেন তিনি। উদয়  বলেন, “খুব বাজে শট খেলেছি আমরা। ক্রিজে থিতু হতে পারিনি। আমরা অনুশীলন করেছিলাম, প্রস্তুতি নিয়েছিলাম পুরোদমে। কিন্তু কাজে করে দেখাতে পারলাম না। তবে এটা আমাদের শুরু। এখন অনেক কিছু শেখার আছে। সকলের কাছ থেকে অনেক কিছু শিখেছি। আরও শিখতে চাই।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    ICC World Cup 2023: ‘এই পাগলামি তুমিই পারো…’, ম্যাক্সওয়েলের ম্যাজিকে মুগ্ধ কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজের বিশ্বযুদ্ধে (ICC World Cup 2023) মুম্বই দেখেছে ম্যাক্সওয়েল-ম্যাজিক। ওয়াংখেড়েতে মঙ্গলবার রাতে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটে ঝড় উঠেছিল। ২০১ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছেন ম্যাক্সি। তাঁর এই পাগল ইনিংস মুগ্ধ করেছে ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলিকে। বন্ধুর ঝড়ো ব্যাটিং দেখে অভিভূত কিং কোহলি (Virat Kohli)।

    বিরাট-বন্ধুত্ব

    আইপিএলে বিরাটের সতীর্থ ম্যাক্সওয়েল। দুজনেই  রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে একসঙ্গে খেলেন, তাঁরা বর্তমানে ঘনিষ্ঠ বন্ধু। বিশ্বকাপে মঙ্গলবার রাতে অজি তারকা ম্যাক্সওয়েল ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। তাতে ছিল ২১টি চার ও ১০টি ছয়। এই ইনিংস তাবড় তাবড় ক্রিকেটাদের চমকে দিয়েছে। কিং কোহলিও চুপ থাকতে পারেননি এমন একটা মহাকাব্যিক ইনিংস দেখে। যে কারণে আইপিএলে নিজের সতীর্থ ম্যাক্সওয়েলকে প্রশংসায় ভরিয়েছেন বিরাট। ইন্সটাগ্রাম স্টোরিতে বিরাট লেখেন, ‘এমন পাগলামি কেবল তুমিই পারো ম্যাক্সওয়েল।’ এর সঙ্গে তিনি একটি মন ছুঁয়ে যাওয়া ইমোজিও শেয়ার করেছেন। বিরাটের এই পোস্ট ক্রমশই ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

    সম্প্রতি, আফগানিস্তানের বিরুদ্ধে ওই ইনিংস খেলার পর ম্যাক্সওয়েল  নিজের ইনস্টা স্টোরিতে বিরাট কোহলির সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেন। যেটি তাদের আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরফ থেকে দেওয়া হয়েছিল। এতে কোহলির সঙ্গে ম্যাক্সওয়েলের ছবি দেওয়া ছিল। আরসিবি-র এই পোস্টটি নিজের স্টোরিতে দেন ম্যাক্সওয়েল। দুজনে দুই ভিন্ন দেশের হয়ে লড়াই করলেও তাঁদের বন্ধুত্বের গভীরতা বোঝা যায় এই পোস্টগুলি থেকেই।

    আরও পড়ুন: অনুশীলনে নেই কোহলি! বেঙ্গালুরুতে মাঠে নেমে সমস্যায় ভারতীয় ব্যাটাররা

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share