Tag: Bangla News Bengali News

Bangla News Bengali News

  • Gita Recitation: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    Gita Recitation: গীতার গুরুত্ব বুঝিয়েছিলেন বিবেকানন্দ, সেই শিকাগোতে হল ১০ হাজার কণ্ঠে গীতাপাঠ

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেরিকার শিকাগো শহরে একসঙ্গে ১০ হাজার মানুষ গীতা পাঠ করলেন। এই শহরেই গীতার গুরুত্ব জগৎবাসীকে বুঝিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। একসঙ্গে ১০ হাজার কণ্ঠে গীতা (Gita Recitation) পাঠের আয়োজন করা হয়েছিল স্বামী গণপতি সচ্চিদানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে। ফাউন্ডেশনের মূল উদ্যোক্তা গণপতি সচ্চিদানন্দ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

    ১৪টি দেশ থেকে এসেছিলেন প্রতিনিধিরা (Gita Recitation)

    জানা গিয়েছে, গীতার ৭০০ শ্লোক একসঙ্গে ১০ হাজার কণ্ঠে মন্ত্রোচ্চারিত হয়। মন্ত্রোচ্চারণের শব্দ ধ্বনিত হয় নোভারিনা অডিটরিয়ামে। অনুষ্ঠানের (Bhagavad Gita Chicago) লাইভ সম্প্রচারণ করা হয় আমেরিকার প্রথম সারির বেশ কয়েটি চ্যানেলে। আমেরিকার ৩০টি রাজ্য এবং ১৪টি দেশের ৩ থেকে ৮০ বছর বয়সের প্রতিনিধিরা এই অনুষ্ঠানের সাক্ষী হয়েছিলেন। মার্কিন মুলকের বিভিন্ন রাজ্যের পদাধিকারী ও বিশিষ্টজনেরা উপস্থিত হয়েছিলেন এদিনের অনুষ্ঠানে। অনুষ্ঠানের উদ্যোক্তারা জানিয়েছেন পৃথিবীজুড়ে বিভিন্ন জায়গায় অশান্তি হানাহানি চলছে। ঈশ্বরের কাছে তা থামানোর প্রার্থনা করে গীতার শান্তির বাণী পৃথিবীতে ছড়িয়ে যাওয়ার জন্য (Gita Recitation) এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

    মার্কিন মুলুকে সনাতনের প্রভাব বাড়ছে (Bhagavad Gita Chicago)

    এই অনুষ্ঠানের সাফল্য থেকে বোঝা যায় আমেরিকায় সনাতন সংস্কৃতির প্রভাব বাড়ছে। এমনকী, মার্কিন মুলকের বাসিন্দারা শান্তির খোঁজে সনাতন সংস্কৃতির প্রতি আকৃষ্ট হচ্ছেন। যোগ থেকে শুরু হওয়া সনাতন রীতি এখন সরাসরি মানুষকে হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট করছে। হিন্দু ধর্মের বিভিন্ন বই পড়ে তাঁরা জীবনের উদ্দেশ্য ও শান্তি খুঁজে পাচ্ছেন। এই কারণেই এদিন মার্কিন মুলুকে একসঙ্গে ১০ হাজার মানুষকে (Gita Recitation) একত্রিত করা গেছে। যাদের মধ্যে একটা বড় অংশ ছিলেন ভিন ধর্মের মানুষ।

    আরও পড়ুন: “গীতা গীতা দশবার বলতে গেলে, ত্যাগী ত্যাগী হয়ে যায়”

    প্রসঙ্গত আমেরিকায় এখন দোল, দুর্গাপুজা ও দীপাবলি উৎসব ধুমধাম করে পালন হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্টরা বেশ কয়েক বছর ধরে হোয়াইট হাউসে দীপাবলি পালন করে থাকেন।

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Hanuman Chalisa: আকবর বন্দি করেন তুলসীদাসকে! কারাগারেই রচিত হয় ‘হনুমান চালিশা’

    Hanuman Chalisa: আকবর বন্দি করেন তুলসীদাসকে! কারাগারেই রচিত হয় ‘হনুমান চালিশা’

    মাধ্যম নিউজ ডেস্ক: সারাদেশ জুড়ে আজকে সাড়ম্বরে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী। ভগবান হনুমানকে সাহস এবং শক্তির প্রতীক বলে মনে করা হয়। হিন্দুদের বিশ্বাস রয়েছে, ভগবান হনুমানের উদ্দেশ্যে হনুমান চালিশা পাঠ করলে জীবনের সকল সমস্যার সমাধান হয়। সমস্ত বাধা বিঘ্ন থেকে ভক্তকে রক্ষা করেন হনুমান। ভক্তদের উদ্ধার করেন স্বয়ং বজরংবলী। জানা যায়, ভগবান হনুমানকে উৎসর্গ করে হনুমান চালিশা লিখেছিলেন তুলসীদাস। চল্লিশটি শ্লোকের সমাহার হল এই হনুমান চালিশা (Hanuman Chalisa)।

    কারাগারেই রচিত হয় হনুমান চালিশা

    কবি তুলসীদাস ছিলেন সম্রাট আকবরের সময়কালের। সে সময় সম্রাট আকবর তুলসীদাসকে বলেন যে রামচন্দ্রকে দর্শন করাতে হবে। এর উত্তরে তুলসীদাস দাবি করেন যে তিনি কোনও জাদু জানেন না। তবে শ্রীরামচন্দ্রের কৃপাতে অনেক কিছুই সম্ভব হতে পারে। তুলসীদাস আরও বলেন, ‘‘তাঁর দর্শন এভাবে পাওয়া যায় না। অন্তর থেকে ডাকলে তিনি সাড়া দেন।’’ তুলসীদাসের এ কথা বিশ্বাস করতে চাননি আকবর। তখনই তিনি রামচরিত মানসের রচয়িতাকে কারাগারে বন্দি করেন। সেই কারাগারে বসেই হনুমান চালিশা (Hanuman Chalisa) লেখেন তুলসীদাস। প্রচলিত গল্প অনুযায়ী চল্লিশতম শ্লোক যেদিন লেখেন তুলসীদাস, সেদিন এক বিরাট বানর বাহিনী আকবরের প্রাসাদ ভাঙচুর করে। রীতিমতো তান্ডব চালায়। পরবর্তীকালে মুঘল সম্রাট তাঁর নিজের ভুল বুঝতে পারেন, ক্ষমা চান এবং মুক্ত করেন তুলসীদাসকে।

    জীবনের অনেক সমস্যার সমাধান করে হনুমান চালিশা পাঠ

    হনুমানের (Hanuman Chalisa) আশীর্বাদ পাওয়ার জন্য হনুমান চালিশা পাঠ আবশ্যিক বলেই জানাচ্ছেন শাস্ত্রবিদরা। মনে করা হয়, প্রতি মঙ্গলবার যে ব্যক্তি হনুমান চালিশা পাঠ করেন এবং ভগবান হনুমানের পূজা করেন তাঁর জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়। হনুমান চালিশা পাঠ করলে শনি সাড়ে সাতি দশা থেকেও মুক্তি পাওয়া যায়। এ কথা বলছেন জ্যোতিষীরা। এর পাশাপাশি অতীতের আতঙ্ক যদি পিছু না ছাড়ে তাহলে দারুন কাজে দেয় হনুমান চালিশা পাঠ। নেতিবাচক চিন্তা অযথা ভয় উদ্বেগের সমস্যা রয়েছে যাঁদের, তাঁরাও হনুমান চালিশা পাঠ করতে পারে।

    কখন পাঠ করবেন হনুমান চালিশা

    তবে কখন পাঠ করবেন হনুমান চালিশা (Hanuman Chalisa)? এর উত্তরে জ্যোতিষীরা জানাচ্ছেন, সকালে কিংবা সন্ধ্যায় হনুমান চালিশা পাঠ করা যেতে পারে। সকালে স্নান করে, পরিচ্ছন্ন পোশাকে হনুমান চালিশা পাঠ করুন অথবা সন্ধ্যায় যদি আপনি হনুমান চল্লিশা পাঠ করতে চান তাহলে পরিষ্কার ভাবে নিজের হাত পা ধুয়ে করতে হবে। জ্যোতিষীরা আরও জানাচ্ছেন, যদি আপনার কোনও খারাপ স্বপ্ন আসে তাহলে বালিশের নিচে হনুমান চালিশা রাখা যেতে পারে এবং এতে তৎক্ষণাৎ ফল পাওয়া যায়। প্রতিদিন হনুমান চালিশা পাঠ করলে মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায়। বর্তমানে দৈনন্দিন জীবনে স্ট্রেস থেকে মুক্তি পেতে হনুমান চালিশা আপনার বড় রক্ষাকবচ হতে পারে।

    কীভাবে পাঠ করবেন হনুমান চালিশা (Hanuman Chalisa)

    তবে হনুমান চালিশা পাঠ করতে গেলে বেশ কিছু নির্দিষ্ট নিয়ম রীতি মেনে চলাই উচিত বলে জানাচ্ছেন শাস্ত্রবিদরা। কোন কোন নিয়ম মেনে হনুমান চালিশা পাঠ করবেন?

    – হনুমান চালিশা পাঠ করার সময় কুশ বা অন্য কোন আসন ব্যবহার করুন।
    – হনুমান চালিশা পাঠ শুরু করার আগে, গণেশের আরাধনা করবেন।
    – এরপরে ভগবান রাম এবং সীতা মাতাকে স্মরণ করবেন।
    – তারপরে বজরংবলীর সামনে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে ফুল অর্পণ করবেন।
    – এরপরে হনুমান চালিশা পাঠ শুরু করুন। তারপরে পুনরায় ভগবান রামের স্মরণ করুন।
    – সবশেষে হনুমানজিকে বোঁদে বা বেসনের লাড্ডু ভোগ নিবেদন করুন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share