Tag: Bangladesh Test series

Bangladesh Test series

  • India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    India-Bangladesh Test Series: বাংলাদেশ টেস্ট সিরিজে অনিশ্চিত জাদেজা, শামি! পরিবর্তে ভারতের হয়ে খেলবেন কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: চোটের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে যেতে পারেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। নির্বাচিত হয়েও বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন দুই ক্রিকেটার। অনিশ্চয়তা রয়েছে টিম ইন্ডিয়ার একাধিক তারকাকে নিয়ে। বাংলাদেশের বিরুদ্ধে রোহিত শর্মার খেলাও অনিশ্চিত। তৃতীয় এক দিনের ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন রোহিত। টেস্ট সিরিজে না খেলার সম্ভাবনাই বেশি। ক্যাপ্টেন রোহিত শর্মা খেলার মতো অবস্থায় না থাকলে সুযোগ পাওয়ার তালিকায় এগিয়ে রয়েছেন অভিমন্যু ঈশ্বরন। বাংলার অধিনায়ক এই মুহূর্তে বাংলাদেশে। ভারত ‘এ’ দলের অধিনায়ক হিসাবে সেখানে চার দিনের টেস্ট খেলছেন ঈশ্বরন। প্রথম চার দিনের টেস্টটিতে শতরান করেছিলেন তিনি। দ্বিতীয় চার দিনের টেস্টেও শতরান করেছেন। বিজয় হজারে ধরলে টানা তিনটি ইনিংসে শতরান করে ফেললেন অভিমন্যু। রানের মধ্যে রয়েছেন বাংলার ওপেনার। রোহিত খেলতে না পারলে ভারতীয় দলে সুযোগ পাওয়ার জোর দাবিদার তিনি।

    শামির পরিবর্তে কে

    শামির বদলে টেস্ট দলে ঢুকতে পারেন বাংলার মুকেশ কুমার। তাঁর সঙ্গে দৌড়ে ছিলেন উমরান মালিকও। তবে এখন শোনা যাচ্ছে যে,শামির বদলে ভারতের টেস্ট দলে ঢুকে পড়তে পারেন নভদীপ সাইনি। মুকেশ এবং সাইনিও এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন। দুই তারকা ভারতীয়-এ দলের হয়ে বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে ব্যস্ত। শামির বদলি ঘোষণা করলে এক্ষেত্রে সাইনি বা মুকেশের ভাগ্যে শিকে ছেঁড়ার সম্ভাবনাই বেশি। কেননা, দুই পেসার বাংলাদেশে লাল বলের ক্রিকেটে সড়গড় হয়ে উঠছেন। ২টি ম্যাচে সাইনির তুলনায় মুকেশের পারফর্ম্যান্স অবশ্য আরও ভালো। রবীন্দ্র জাদেজাও টেস্ট সিরিজে অনিশ্চিত। তাঁর বদলে ভারতের টেস্ট স্কোয়াডে জায়গা করে নিতে পারেন সৌরভ কুমার। ২৯ বছর বয়সী বাঁ-হাতি স্পিনার বাংলাদেশ-এ দলের বিরুদ্ধে টেস্ট সিরিজে নজর কেড়েছেন।

    আরও পড়ুন: আগামী তিন মাসে টানা ম্যাচ টিম ইন্ডিয়ার! শ্রীলঙ্কার সঙ্গে খেলা ইডেনেও

    বাংলাদেশ দল ঘোষিত

    আগামী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। ২২ ডিসেম্বর থেকে মীরপুরে খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েই প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলে নেওয়া হয়েছে প্রাক্তন অধিনায়ক মমিনুল হককে। টেস্ট দলকে নেতৃত্ব দেবেন শাকিব আল হাসানই। ভারতীয় দলের বিরুদ্ধে যে টেস্ট দল ঘোষণা করা হয়েছে তাতে নতুন মুখ জাকির হাসান।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share