Tag: bank locker agreement

bank locker agreement

  • New Rules: মোবাইল সিমের পেপারলেস কেওয়াইসি থেকে ইউপিআই নিয়মে বদল, নতুন বছরে কী কী পরিবর্তন?

    New Rules: মোবাইল সিমের পেপারলেস কেওয়াইসি থেকে ইউপিআই নিয়মে বদল, নতুন বছরে কী কী পরিবর্তন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রতি মাসের প্রথম দিনে সরকারিভাবে কোনও না কোনও নিয়ম কার্যকর হয়ে থাকে। এই নিয়মগুলি (New Rules) জনগণের প্রতিদিনকার জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত। প্রত্যেকেই তাই নজর রাখেন নতুন নিয়মে। আমাদের জানতে হয় যে কোন কোন নিয়ম সংশোধিত হচ্ছে এবং কোন কোন নিয়ম সংযোজিত হচ্ছে। কোন নিয়মগুলি বাতিল হয় সেদিকেও নজর রাখতে হয়। দেখতে দেখতে চলে এল ২০২৪। নতুন বছরে ১ জানুয়ারি থেকে বেশ কিছু নিয়ম কার্যকর হচ্ছে, কিছু নিয়মের পরিবর্তনও হচ্ছে। যার মধ্যে উল্লেখযোগ্যগুলি নীচে আলোচনা করা হল।

    আরও পড়ুন: অযোধ্যা পাহাড়ে শ্রীরামচন্দ্রের ‘পাতালভেদী’ বাণে সৃষ্টি হয়েছিল সীতাকুণ্ডের

    পেপারলেস কেওয়াইসি চালু হচ্ছে মোবাইল সিমের ক্ষেত্রে

    ১ জানুয়ারি থেকে বদল হচ্ছে মোবাইল সিমের কেওয়াইসি। বর্তমানে যে নিয়ম (New Rules) চালু রয়েছে কেওয়াইসির ক্ষেত্রে, তা পরিবর্তিত হয়ে এবার পেপারলেস কেওয়াইসি হয়ে যাচ্ছে। অন্যদিকে নতুন মোবাইল কানেকশনের ক্ষেত্রে নিয়ম অপরিবর্তিত থাকছে বলে জানা গিয়েছে।

    ১ বছর ধরে অব্যবহৃত ইউপিআই আইডিগুলি নিষ্ক্রিয় করা হবে 

    ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন নির্দেশ দিয়েছে, এক বছরের বেশি সময় ধরে অব্যবহৃত ইউপিআই আইডিগুলি বাতিল করার জন্য। এর সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর।

    রাজস্থানে কমল এলপিজি সিলিন্ডারের দাম

    ১ জানুয়ারি থেকে রাজস্থানে এলপিজি সিলিন্ডার অর্থাৎ যেগুলি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে পাওয়া যায়, সেগুলির দাম ৫০০ টাকা থেকে কমে ৪৫০ টাকা হচ্ছে।

    বর্ধিত সময়সীমায় আইটিআর জমার সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর

    ৫০০০ টাকা জরিমানা দিয়ে দেরিতে আইটিআর ফাইল করার বর্ধিত সময়সীমা ছিল ৩১ ডিসেম্বর। তবে, রিভাইসড (সংশোধিত) আইটিআর দাখিল করার ক্ষেত্রে কোনও জরিমানা ধার্য করা হয়নি। প্রসঙ্গত রেগুলার আইটিআই জমা দেওয়ার সময়সীমা ছিল ৩১ জুলাই।

    পরিবর্তন ব্যাঙ্ক লকার এগ্রিমেন্টের ক্ষেত্রেও

    যে সমস্ত ব্যক্তির ব্যাঙ্ক লকার রয়েছে, তাঁদেরকে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন ব্যাঙ্ক লকার এগ্রিমেন্টের সিগনেচার (New Rules) করতে হত। যাঁরা করেননি, আজ থেকে তাঁদের ব্যাঙ্ক লকারগুলি ‘ফ্রোজেন’ করা হবে।

    আরও পড়ুুন: আরাবুলের এ কী হাল! নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ দাপুটে এই নেতা

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bank Locker: ব্যাঙ্কে লকার সংক্রান্ত চুক্তি পুনর্বীকরণ হয়নি! ভয় নেই, মেয়াদ বাড়াল আরবিআই

    Bank Locker: ব্যাঙ্কে লকার সংক্রান্ত চুক্তি পুনর্বীকরণ হয়নি! ভয় নেই, মেয়াদ বাড়াল আরবিআই

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্যাঙ্কে লকার ভাড়া নেওয়া গ্রাহকদের সঙ্গে সংশোধিত চুক্তি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করল রিজার্ভ ব্যাঙ্ক। আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বরের মধ্য়ে ব্যাঙ্কগুলিকে গ্রাহকদের সঙ্গে লকার ভাড়া দেওয়া সংক্রান্ত চুক্তি পুনর্বীকরণের প্রক্রিয়া শেষ করতে হবে। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ১ জানুয়ারি ২০২৩ সালের মধ্যে লকার পুনর্নবীকরণ চুক্তি শেষ করতে হবে ব্যাঙ্কগুলিকে। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে বিপুল সংখ্যক গ্রাহক নতুন চুক্তি রিনিউ না করার জন্য সময় সীমা আরও বাড়ানো হল ৷ 

    নতুন নির্দেশিকা

    রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ অনুযায়ী, কেউ নতুন চুক্তি স্বাক্ষর না করায় যদি ব্যাঙ্ক তাঁর লকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে, তাহলে সেটি  তুলে নেওয়া হবে। নতুন নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ‘আরবিআই-এর নজরে এসেছে, এখনও প্রচুর সংখ্যক গ্রাহক সংশোধিত চুক্তিপত্র জমা দিতে পারেননি। বহু ক্ষেত্রেই ১ জানুয়ারির মধ্যে চুক্তি সম্পাদনের কথা ব্যাঙ্কগুলি গ্রাহকদের জানাতেও পারেনি।’ নতুন নির্দেশিকায় ব্যাঙ্কগুলিকে জানানো হয়েছে, আগামী ৩০ এপ্রিলের মধ্যে সব গ্রাহককে লকার ভাড়া নিয়ে সংশোধিত চুক্তি জমা দেওয়ার কথা জানিয়ে দিতে হবে।  এর পর আগামী ৩০ জুনের মধ্যে ৫০ শতাংশ এবং ৩০ সেপ্টেম্বরের মধ্যে ৭৫ শতাংশ গ্রাহকের সঙ্গে চুক্তি সেরে ফেলতে হবে।

    আরও পড়ুন: প্রযুক্তি বিশ্বে এগিয়ে চলেছে দেশ! ‘টেকনোলজি হাব’-এর জন্য প্রস্তুত গ্রামীণ ভারতও

    এর আগে গত বছর আগস্ট মাসে রিজার্ভ ব্যাঙ্ক একটি বয়ান জারি করে সেফ ডিপোজিট লকার, সেফ কাস্টোডি আর্টিক্যাল ফেসিলিটি নিয়ে নির্দেশ জারি করেছিল ৷ বলা হয়েছিল, ১ জানুয়ারি ২০২৩ সালের মধ্য়ে লকার পুনর্নবীকরণ চুক্তি শেষ করতে হবে ব্যাঙ্কগুলিকে। কিন্তু বেশির ভাগ গ্রাহক সংশোধিত চুক্তি স্বাক্ষর না করায় সময় সীমা বাড়ানো হল ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ৷ এবার যাতে সময়ের মধ্যে এই কাজ সম্পূর্ণ করা যায় তার জন্য ব্যাঙ্কগুলিকে সমস্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share