Tag: barrackpore

barrackpore

  • CBI: বারাকপুরে চিকিৎসক প্রজ্ঞার রহস্যমৃত্যুকাণ্ডে সিবিআিই তদন্তের দাবি পরিবারের

    CBI: বারাকপুরে চিকিৎসক প্রজ্ঞার রহস্যমৃত্যুকাণ্ডে সিবিআিই তদন্তের দাবি পরিবারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্তে খুশি নয় পরিবার। তাই, এই খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাল পরিবারের লোকজন। প্রজ্ঞাদীপার পক্ষের আইনজীবী বৃহস্পতিবার লিটন মৈত্র বলেন, পুলিশি তদন্তে আমরা খুশি নয়। এই খুনের ঘটনার আমরা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি। সোমবারই হাইকোর্টে এই মর্মে আবেদন জানানো হবে। ফলে, এই খুনের তদন্তের ঘটনায় সিবিআই তদন্ত হলে প্রকৃত সত্য উদঘাটন হবে বলে পরিবারের লোকজনের দাবি। তাঁদের বক্তব্য, তদন্তে নানাভাবে প্রভবিত করা হয়েছে। ফলে, সঠিক তদন্ত হচ্ছে না। সিবিআই (CBI) তদন্ত একমাত্র পথ।

    আটদিনের পুলিশ হেফাজত সেনা চিকিৎসকের

    এদিনই প্রজ্ঞাকাণ্ডে গ্রেফতার হওয়া সেনা চিকিৎসক কৌশিক সর্বাধিকারীকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের আবেদনের ভিত্তিতে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এদিন প্রথম প্রজ্ঞাদীপার পরিবারের পক্ষ থেকে আইনজীবীকে আদালতে দাঁড় করানো হয়। মূলত, এই ঘটনায় পুলিশ ৩০৬ ধারা দিয়ে তদন্ত শুরু করেছিল। এবার প্রজ্ঞার আইনজীবী আদালতে দাঁড়িয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে ৩০২ ধারা যুক্ত করার আবেদন জানান। কৌশিকের আইনজীবী সুদীপ মৈত্র পাল্টা বলেন, প্রজ্ঞা মানসিকভাবে অসুস্থ ছিলেন। তাঁকে কেউ মারধর করেনি। তিনি নিজেই শরীরে আঘাত করেছেন। দুই পক্ষের কথা শুনে বিচারক ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। প্রজ্ঞার আইনজীবী এদিন বলেন, যে চিকিৎসক প্রজ্ঞার ময়না তদন্ত করেছিলেন, তাঁকে সেনার এক আধিকারিক ফোন করেছিলেন। ফলে, প্রভাবিত করার চেষ্টা হয়েছে তা প্রমাণ। সিবিআই (CBI) তদন্তের দাবি জানাল পরিবারের লোকজন। অন্যদিকে, কৌশিকের বিরুদ্ধে সেনা দফতরের পক্ষ থেকে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তদন্তকারী অফিসারের মতে, কর্নেল কৌশিক সর্বাধিকারী এবং প্রজ্ঞা লিভ- ইন  করলেও তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়ে ছিল। তাই, প্রজ্ঞার মৃত্যুকে কেন্দ্র করে রহস্য ক্রমশ্য ঘনীভূত হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সর্বাধিকারীর ঘরের ভিতর থেকে প্রজ্ঞার মৃতদেহ উদ্ধার হয়। তিনি প্রজ্ঞার সঙ্গে লিভ-ইনে থাকতেন। এই ঘটনার পর সুইসাইড নোটে নাম থাকায় সেনা চিকিৎসক কৌশিক সর্বাধিকারীকে পুলিশ গ্রেফতার করে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: পানীয় জল কোথায়? প্রচারে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল প্রার্থীদের

    Barrackpore: পানীয় জল কোথায়? প্রচারে গিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল প্রার্থীদের

    মাধ্যম নিউজ ডেস্ক: পানীয় জল কোথায়? ভোট প্রচারে বেরিয়ে তৃণমূলের প্রার্থীদের কাছে এই দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। বারাকপুর (Barrackpore)-২ ব্লকের বন্দিপুরে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থীরা চরম বিড়ম্বনায় পড়েছেন। অনেকে আশ্বাস দিয়ে বিষয়টি সামাল দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু, তাতে ভোটারদের যে মন জয় করা সম্ভব হচ্ছে না, তা শাসক দলের নেতারা ভালোরকম টের পাচ্ছেন। দুদিন আগেই বীরভূমের দুবরাজপুরে প্রচারে বেরিয়ে তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। শুনতে হয়েছে একাধিক অনুন্নয়নের কথা।

    কী বললেন এলাকাবাসী?

    বারাকপুর (Barrackpore)-২ ব্লকের বন্দিপুর গ্রাম পঞ্চয়েতে দীর্ঘদিন ধরেই তৃণমূল পুর বোর্ড ক্ষমতায় রয়েছে। এর আগে খড়দা বিধানসভার বিধায়ক ছিলেন অমিত মিত্র। এই পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। কিন্তু, তা সমাধানে কারও কোনও হেলদোল নেই। এর আগে বিধানসভা নির্বাচনের সময় অমিত মিত্র এসে পানীয় জল প্রকল্পের কথা বলেছিলেন। এলাকাবাসী তাঁর কথার উপর বিশ্বাস রেখেছিলেন। কিন্তু, কথা রাখেননি অমিতবাবু। গত বিধানসভা ভোটেও এই ইস্যু উঠেছিল। পানীয় জল প্রকল্পের স্বপ্ন ফেরি করেছিলেন শাসক দলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়। নির্বাচন মিটে গিয়েছে প্রায় এক বছর আগে। কিন্তু, এখনও জলপ্রকল্পের একটি ইঁটও গাঁথা হয়নি। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ফের পঞ্চায়েত নির্বাচন চলে এসেছে। কিন্তু, এই এলাকার মানুষ তীব্র জল সংকটে ভুগছেন। ফলে, শাসক দলের প্রার্থীদের কাছে সকলেই পানীয় জল প্রকল্পের দাবি জানাচ্ছেন।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, আমি যা কথা দিই তা রাখি। আমি বিধায়ক হওয়ার পর জল প্রকল্পের জন্য উদ্যোগ গ্রহণ করি। জল প্রকল্পের জন্য ১ কোটি ৩৬ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আসলে জমির সমস্যার কারণে এই প্রকল্প করা সম্ভব হয়নি। তবে, এবার নির্বাচন মিটে গেলে বারাকপুর (Barrackpore)-২ ব্লকের ওই পঞ্চায়েতে পানীয় জল প্রকল্প করার জন্য সব রকম উদ্যোগ গ্রহণ করা হবে।

    কী বললেন বিজেপি নেতৃত্ব?

    বিজেপি নেতা কিশোর কর বলেন, তৃণমূল ওই পঞ্চায়েতে দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে। কিন্ত, এতদিনেও জল সংকটের সমাধান করতে পারেনি। এবার সেই জল প্রকল্প তৈরি করার স্বপ্ন দেখিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাইছে। সাধারণ মানুষ বুঝে গিয়েছে। তাই, প্রার্থীদের ঘিরে ধরে ক্ষোভ জানাচ্ছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: এক ঘরে ভাইয়ের কঙ্কাল, পাশের ঘর থেকে উদ্ধার দাদার পচাগলা দেহ

    Barrackpore: এক ঘরে ভাইয়ের কঙ্কাল, পাশের ঘর থেকে উদ্ধার দাদার পচাগলা দেহ

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতার রবিনসন স্ট্রিটের কথা মনে আছে? বাড়ির মধ্যে নিজের মায়ের মৃতদেহ আগলে রেখেছিলেন পার্থ দে নামে এক ব্যক্তি। সেই রবিনসন স্ট্রিটের ছায়া দেখা গেল এবার বারাকপুর (Barrackpore) মহকুমার পূর্ব বেলঘরিয়া সেকেন্ড লেনের একটি বাড়িতে। তবে, বেলঘরিয়ার এই ঘটনাটি কিছুটা আলাদা। এখানে প্রায় ৬ মাস ধরে ভাইয়ের মৃতদেহ আগলে রেখেছিলেন দাদা। আর বাড়ির মধ্যেই দাদারও অস্বাভাবিক মৃত্যু হয়। সেই মৃতদেহ উদ্ধার হতেই বিষয়টি জানাজানি হয়।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বীরেন্দ্রকুমার দে (৬৬) নামে অবসরপ্রাপ্ত বিদ্যুৎ দফতরের কর্মীর পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয়দের থেকে পুলিশ খবর পেয়ে ওই দেহ উদ্ধার করতে এসে পাশের ঘর থেকে একটি কঙ্কাল উদ্ধার করে। যেটি তাঁর ভাই ধীরেন্দ্রকুমার দে’র (৬৩) বলে মনে করছে পুলিশ ও স্থানীয়রা। দুজনেরই মানসিক সমস্যা ছিল। কয়েকদিন ধরে ওই বাড়িতে কারও সাড়াশব্দ না পাওয়ায় বাসিন্দাদের সন্দেহ হয়। এদিন বারাকপুর (Barrackpore) কমিশনারেটের পুলিশ পৌঁছে একটি দেহ এবং একটি কঙ্কাল উদ্ধার করেছে। পুলিশ ও স্থানীয়দের ধারণা, সম্ভবত পাঁচ-ছয় মাস আগে ভাইয়ের মৃত্যু হয়েছে। সেই দেহ আগলেই দাদা এতদিন বসেছিলেন। দিন কয়েক আগে তাঁরও মৃত্যু হয়।

    কী বললেন স্থানীয় বাসিন্দা?

    স্থানীয় ক্লাবের সম্পাদক দীপজয় দাস বলেন, আসলে ওই বাড়ির পাশের এক বাসিন্দা আমাদের জানান, গত কয়েকদিন ধরেই বাড়ির কাউকে দেখা যাচ্ছে না। আমরা জানতে পেরে ওই বাড়িতে যাই। আদতে তিনতলা বাড়ি। দোতলা পর্যন্ত সমস্ত ঘর আমরা খুঁজেছি, কিছু পাইনি। তিনতলায় উঠতেই দুর্গন্ধ বেরিয়ে আসে। দুজন ওপরে গিয়ে দেখেন, ঘরের মধ্যেই একজনের মৃতদেহ পড়ে রয়েছে। পরে, পুলিশ এসে সমস্ত বিষয়টি জানাজানি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরেন্দ্রবাবুরা চারভাই ও এক বোন। চার ভাইয়ের প্রত্যেকের মানসিক সমস্যা রয়েছে। দুই ভাই আগেই মারা গিয়েছেন। এক বোন রয়েছেন। তাঁর বিয়ে হয়ে গিয়েছে। তাঁর সঙ্গে বারাকপুর (Barrackpore) কমিশনারেটের পুলিশ যোগাযোগ করার চেষ্টা করছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Barrackpore: রহস্য মৃত্যু চিকিৎসক প্রজ্ঞাদীপার, গ্রেফতার লিভইন পার্টনার লেফটেন্যান্ট কর্নেল

    Barrackpore: রহস্য মৃত্যু চিকিৎসক প্রজ্ঞাদীপার, গ্রেফতার লিভইন পার্টনার লেফটেন্যান্ট কর্নেল

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘যে প্রহারের দাগ নিয়ে চলে গেলাম/এর শোধ কেউ নেবে / আমার মৃত্যুর জন্য কৌশিক দায়ী।’ মাত্র তিন লাইনের সুইসাইড নোট। ২০ জুন রহস্যজনকভাবে মৃত্যু হয় লিভ ইন পার্টনার প্রজ্ঞাদীপা হালদারের। তাঁর মৃতদেহর পাশ থেকে তিন লাইনের লেখা এই সুইসাইড নোট উদ্ধার হয়। আর সেই নোটের সূত্র ধরেই অবশেষে গ্রেফতার করা হল বারাকপুর (Barrackpore) সেনা হাসপাতালের চিকিৎসক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক সর্বাধিকারীকে। তাঁকে জিজ্ঞাসাবাদ জন্য ডাকা হয়েছিল। তিনি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার পথে শুক্রবার সকালে একটি পুকুরপাড় থেকে বারাকপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। কৌশিকবাবু বারাকপুর বেস হাসপাতালের অফিসার ইনচার্জ।

    ঠিক কী ঘটেছিল?

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রজ্ঞাদীপা হালদারের ২০১৩ সালে প্রথম বিয়ে হয়েছিল। কিন্তু, সেই বিয়ে বেশিদিন স্থায়ী হয়নি, ডিভোর্স হয়ে যায়। এরপর বারাকপুরে (Barrackpore) সেনা হাসপাতালে কর্মরত কৌশিক সর্বাধিকারীর সঙ্গে তাঁর সম্পর্ক গড়়ে ওঠে। কৌশিকবাবুও বিবাহিত। তাঁর স্ত্রী ও দুই সন্তান রয়েছে। তারপরও প্রজ্ঞাদীপার সঙ্গে তাঁর বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে ওঠে। তাঁরা বারাকপুরে লিভ ইনে থাকতেন। প্রজ্ঞার পরিবারের লোকজন তা জানতেনও। প্রজ্ঞা নিজেও পেশায় একজন চিকিৎসক ছিলেন। বারাসত- ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া স্বাস্থ্য কেন্দ্রে তিনি কর্মরত ছিলেন। কৌশিকবাবুর সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর ২০২০ সাল থেকে বারাকপুরেই থাকতেন তিনি। প্রজ্ঞাদীপার দুর্ঘটনার পর পরই তাঁর মায়ের কাছে ফোন আসে, মেয়ে সেনা হাসপাতালে রয়েছে। শরীরে এবং মাথায় তাঁর একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রজ্ঞাদীপা যেখানে থাকতেন, সেখানে সিলিং ফ্যানের সঙ্গে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়।

    কী বললেন প্রজ্ঞাদেবীর পরিবারের লোকজন?

    প্রজ্ঞাদেবীর মা ঝর্ণাদেবী পুলিশকে জানিয়েছেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে না। ও খুব ভাল মনের মেয়ে। ওর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মূলত তিনি মেয়ের লিভ ইন পার্টনারকে দায়ী করেন। গোটা ঘটনাটি বারাকপুর (Barrackpore) থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে বারাকপুর কমিশনারেটের তদন্তকারী পুলিশ কৌশিক সর্বাধিকারীকে গ্রেফতার করেছে। শুক্রবার তাঁকে ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাকপুর আদালতে তোলা হয়। বিচারক ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • North 24 Parganas: মনোনয়নের পর কোলে বাচ্চা নিয়ে ঘরছাড়া মহিলা বিজেপি প্রার্থীরা বাড়ি ফিরলেন

    North 24 Parganas: মনোনয়নের পর কোলে বাচ্চা নিয়ে ঘরছাড়া মহিলা বিজেপি প্রার্থীরা বাড়ি ফিরলেন

    মাধ্যম নিউজ ডেস্ক: বারাকপুর (North 24 Parganas) দু’নম্বর ব্লকের চারটি পঞ্চায়েতের বিজেপির ঘরছাড়া প্রার্থীদের নিয়ে প্রতীক জমা দিলেন বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সাংগঠনিক সভাপতি অরিজিৎ বক্সি। শাসকের অত্যাচারে ঘরছাড়া বিজেপি কর্মীরা ঘরে ফিরতে পেরে আপাতত স্বস্তি পেয়েছেন বলে জানা গেছে। কিন্তু আগামীদিনে ভোট কীভাবে কাটবে তাই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এলাকাবাসী।

    কীভাবে ঘরে ফিরলেন?

    নমিনেশন জমা দেওয়ার পর থেকেই বিজেপির প্রার্থীদের শাসক দলের হুমকি ও সন্ত্রাসের মধ্যে পড়তে হয়েছে। অভিযোগ, কখনও বাইক বাহিনী, কখনও ফোনে, কখনও হুমকি আবার কখনও বা বাড়ি (North 24 Parganas) ভাঙচুর হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের যতরকম ভাবে আতঙ্কিত করা সম্ভব, তা চালিয়ে গেছে রাজ্যের শাসক দল এঁদের মধ্যে বেশ কয়েকজন আছেন যাঁদের বাড়িতে ছোট ছোট কোলের বাচ্চা রয়েছে। তাঁরা আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বিজেপির সেফ হাউসে আশ্রয় নিয়েছিলেন বলে জানা গেছে। গতকাল গভীর রাত পর্যন্ত প্রশাসনের কর্তা ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর ঘরছাড়াদের নিয়ে বিজেপি নেতারা আসেন বিডিও অফিসে। সেখানে সিম্বল জমা দেওয়ার পর, পুলিশের সাহায্যে বেশ কয়েকজন ঘরছাড়াকে বাড়িতে পৌঁছে দেন কলকাতা উত্তর শহরতলির জেলার সভাপতি অরিজিৎ বক্সি এবং সহ-সভাপতি কৌশিক চট্টোপাধ্যায়। রাজ্যের গণতন্ত্রকে সুরক্ষিত করবার জন্য রাজ্যপাল ও হাইকোর্টের ভূমিকায় যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তাতে বিরোধীরা এলাকায় অনেকটাই স্বস্তিতে রয়েছেন বলে জানা গেছে।

    আক্রান্ত বিজেপি প্রার্থীদের বক্তব্য

    ঘরছাড়া (North 24 Parganas) বিজেপি প্রার্থী সোনিয়া হালদার বলেন, বুথে গেলে তৃণমূলের দুষ্কৃতীরা বাইক নিয়ে হুমকি দেয়। তৃণমূল সরকারের বিরুদ্ধে এলাকায় কিছু বলা যাচ্ছে না। শাসক দলের বিরুদ্ধে কিছু বলতে গেলেই নানা ভাবে আক্রমণ, হুমকি দেওয়া হচ্ছে। আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছিলাম। আরেক প্রার্থী মৌমিতা সমাদ্দার বলেন, যেদিন থেকে মনোনয়ন করেছি, সেই দিন থেকেই তৃণমূলের গুন্ডারা বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে। পাশের এক বাড়িতে এমনকী ভাঙচুর পর্যন্ত করেছে। কোলের বাচ্চাকে নিয়ে রীতিমতো বাড়িতে থাকতে ভয় পাচ্ছেন মৌমিতা দেবী, এমনই অভিযোগ করেন তিনি।

    বিজেপির বক্তব্য

    বিজেপির কলকাতা উত্তর শহরতলি জেলার সাংগঠনিক সভাপতি অরিজিৎ বক্সি বলেন, আমাদের মহিলা প্রার্থীদের মনোনয়নের পর থেকে কোলে করে বাচ্চা নিয়ে ঘর ছাড়তে বাধ্য করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। বাড়িতে (North 24 Parganas) ঢুকে রোজ হুমকি দেওয়া হয়। তিনি আরও জানান, এলাকার প্রত্যেক থানায় অভিযোগ জানানো হয়েছে। শাসক দল চাইলেই রাজ্যের গণতন্ত্রকে হরণ করতে পারবে না বলে জানান তিনি।

    তৃণমূলের বক্তব্য

    তৃণমূলের বক্ল (North 24 Parganas) সভাপতি শুকুর আলি পুরকাইত বলেন, বিজেপির এই অভিযোগ ভিত্তিহীন। আমাদের মুখ্যমন্ত্রী, সাধারণ সম্পাদক ও বিধায়ক শোভনদেব চ্যাটার্জি বলেছেন, বিরোধীদের কোনও রকম ভাবে কিছু করা চলবে না। বরঞ্চ বিরোধীদের অসুবিধা হলে আমাদের জানাতে বলা হয়েছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Barrackpore: বারাকপুরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল, বহু আসনে গোঁজ প্রার্থী

    Barrackpore: বারাকপুরে গোষ্ঠী কোন্দলে জর্জরিত তৃণমূল, বহু আসনে গোঁজ প্রার্থী

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের আগে বারাকপুরে (Barrackpore) গোষ্ঠী কোন্দলে জর্জরিত শাসক দল। এমনিতেই বারাকপুর মহকুমার বারাকপুর-২ ব্লকে ৫০ শতাংশ আসনে তৃণমূল নতুন মুখ এনেছে। আর তাতেই দলীয় কোন্দল প্রকাশ্যে চলে এসেছে। বারাকপুর-১ এবং বারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে এক একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে তৃণমূলের গোঁজ প্রার্থীই বেশি। স্বাভাবিকভাবে এই ঘটনায় চরম বিড়়ম্বনায় পড়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব।

    একাধিক আসনে তৃণমূলের গোঁজ প্রার্থী

    প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বারাকপুর-২ ব্লকে গ্রাম পঞ্চায়েত স্তরে মোট ১৬১টি আসন রয়েছে। এর মধ্যে বিজেপি ১১৪টি আসনে মনোনয়ন জমা দিয়েছে। সিপিএম দিয়েছে ১৩৩টি আসনে এবং কংগ্রেসের প্রার্থীর সংখ্যা ২৫টি। আর তৃণমূল কংগ্রেস ১৯৫ জন প্রার্থী দিয়েছে। নির্ধারিত আসন সংখ্যার থেকে অনেক বেশি প্রার্থী দেওয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ, পঞ্চায়েত স্তরে তৃণমূলের বিরুদ্ধে দলীয় কর্মীরাই মনোনয়ন জমা দিয়েছেন। যেমন, বারাকপুর-২ ব্লকের শিউলি গ্রাম পঞ্চায়েতে প্রতিটি আসনে দুজন করে দাঁড়িয়েছেন। এই ব্লকের অন্য পঞ্চায়েতগুলিতে বহু আসনেই তৃণমূলের একাধিক গোঁজ প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।

    কী বললেন বিক্ষুব্ধ প্রার্থীরা?

    গোষ্ঠীদ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে বারাকপুর (Barrackpore)-১ ব্লকের মামুদপুর গ্রাম পঞ্চায়েতে। এই পঞ্চায়েত এলাকায় পার্টি অফিসের মধ্যে নেতাকর্মীরা বিবাদে জড়িয়ে পড়েছেন। বহু আসনে নতুন প্রার্থীদের মেনে নিতে পারছে না দলেরই একাংশ। ব্যালটে এর প্রভাব পড়বে বলে রাজনৈতিক মহল মনে করছে। এই ব্লকের কাঁপা চাকলা গ্রাম পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী এবং ব্লকের তৃণমূল নেতা রানা দাশগুপ্ত। রবীন্দ্রনাথবাবু বলেন, রানার প্রার্থী তালিকায় নাম নেই। ও এবং ওর স্ত্রী মনোনয়ন জমা দিয়েছে। এটা দলবিরোধী কাজ। নেতৃত্বকে জানিয়েছি। বিক্ষুব্ধ তৃণমূল নেতা রানা দাশগুপ্ত বলেন, প্রার্থী তালিকা ঘোষণা হয়নি। সিপিএম, বিজেপি যারা করত, তারা আমাদের দলের হয়ে মনোনয়ন জমা দিয়েছে। বিরোধী দলের যারা আমাদের ওপর হামলা চালিয়েছে, তারাই এবার তৃণমূলের প্রার্থী। তাই, আমরা মনোনয়ন জমা দিয়েছি। দল যা ঠিক করবে, সেই মতো সিদ্ধান্ত নেব।

    কী বললেন তৃণমূলের জেলা সভাপতি?

    তৃণমূলের বারাকপুর (Barrackpore) সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, দলের নিয়ম সকলকে মানতে হবে। যাঁরা নির্দল হিসেবে মনোনয়ন দিয়েছেন, তাদের প্রত্যাহার করতে বলা হবে। আশ করছি, নাম প্রত্যাহারের আগে সব ঠিক হয়ে যাবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: বারাকপুরে মনোনয়নে এগিয়ে বিজেপি, এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারল না তৃণমূল

    BJP: বারাকপুরে মনোনয়নে এগিয়ে বিজেপি, এখনও প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারল না তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনে কে প্রার্থী হবে তা এখনও চূড়ান্ত হয়নি। যার জেরে বারাকপুর মহকুমার দুটি ব্লকের একটি আসনেও এখনও প্রার্থী দিতে পারল না তৃণমূল। বিজেপি (BJP) থেকে অনেকটাই ব্যাকফুটে রয়েছে তৃণমূল। এখনও দলের নীচুতলার কর্মীরা কার হয়ে প্রচার করবে তা বুঝতে পারছেন না। ফলে, দলের অন্দরে এই বিষয় নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কবে, শাসক দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা করবেন তা নিয়ে জল্পনা চলছে।

    কী বললেন বিজেপি (BJP) নেতৃত্ব?

    তৃণমূল একটি আসনেও প্রার্থী দিতে না পারলেও বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। বিজেপির (BJP) বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় বলেন, “প্রথম দিন থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই ৪০ শতাংশ আসনে আমরা প্রার্থী দিয়ে দিয়েছি। আসলে তৃণমূল এখনও প্রার্থী ঠিক করতে পারেনি। দলের মধ্যেই কোন্দল চলছে।” জানা গিয়েছে, ব্যারাকপুর-১ ব্লকে বিজেপি সহ বিরোধীরা মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন। কিন্তু, সেখানে মাত্র একটি ডিসিআর কাউন্টার রয়েছে। ফলে, প্রার্থীদের চরম নাকাল হতে হচ্ছে। বিরোধী প্রার্থীদের বক্তব্য, ডিসিআরের কাউন্টারের সংখ্যা না বাড়ানোর কারণে মনোনয়ন জমা দিতে দেরি হচ্ছে। শাসক দলের নির্দেশে প্রশাসন এসব করছে।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় সহ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিধায়ক নির্মল ঘোষ সহ একাধিক জেলা নেতৃত্ব বৈঠকে বসেন। প্রার্থী নিয়ে আলোচনা হয়। জানা গিয়েছে, বারাকপুর-১ এবং বারাকপুর-২ ব্লকে মোট ১৪টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। এক একটি বুথের জন্য জেলা নেতৃত্বের কাছে একাধিক নাম জমা পড়েছিল। সেই তালিকা রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হয়েছে। তবে, সেখান থেকে কোনও সবুজ সংকেত না আসায় জেলা নেতৃত্ব প্রার্থী তালিকা চূড়ান্ত করতে পারেনি। ফলে, মনোনয়ন জমা দেওয়ার তৃতীয় দিনেও তৃণমূলের কোনও প্রার্থী মনোনয়নপত্র জমা করতে পারল না। বিলকান্দা-১ পঞ্চায়েত এলাকার এক তৃণমূল কর্মী বলেন, বহুদিন ধরেই প্রার্থী তালিকা নিয়ে প্রস্তুতি চলছে। মনোনয়ন জমা দেওয়ার সময়ও শেষ হতে চলল। কবে, প্রার্থী চূড়ান্ত করবে আমরা বুঝতে পারছি না। এলাকায় প্রচারও করতে পারছি না। এই বিষয়ে জেলা নেতৃত্বের উদ্যোগ গ্রহণ করার দরকার। তৃণমূলের বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেন, “প্রার্থী তালিকা তৈরি রয়েছে। রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো রয়েছে। সেখান থেকে সবুজ সংকেত মিললেই আমরা তালিকা ঘোষণা করব। এক বা দুদিনের মধ্যেই সমস্ত কিছু হয়ে যাবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bomb Blast: ফের বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, রাজ্যবাসীর আতঙ্ক কি কাটবে না?

    Bomb Blast: ফের বোমা বিস্ফোরণে উড়ে গেল ঘরের চাল, রাজ্যবাসীর আতঙ্ক কি কাটবে না?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেশ কয়েক মাস আগে টিটাগড় পুরসভায় স্কুলের মধ্যে বোমা বিস্ফোরণের (Bomb Blast) ঘটনা ঘটেছিল। তারপর শুরু হয়েছিল বারাকপুর মহকুমা জুড়ে পুলিশি তত্পরতা। ভাটপাড়়া, জগদ্দল সহ একাধিক জায়গায় বোমা বাজেয়াপ্ত করেছিল পুলিশ। এখনও রাজ্যু জুড়ে সেই অভিযান চলছে। এরই মধ্যে দুদিন আগে বনগাঁয় শৌচালয়ের মধ্যে মজুত রাখা বোমা ফেটে ১২ বছরের এক নাবালকের মৃত্যু হয়। সেই জের কাটতে না কাটতেই এবার বারাকপুর মহকুমার ভাটপাড়া এবং টিটাগড়ে বোমা বিস্ফোরণ ঘটে। 

    ভাটপাড়ায় বোমা বিস্ফোরণে (Bomb Blast) জখম এক

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেফটি ট্যাঙ্কের ওপর লুকিয়ে রাখা বোমা ফেটে জখম হলেন এক বৃদ্ধ। বুধবার বেলায় ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের-১ নম্বর সুকান্তপল্লিতে। জানা গিয়েছে, অজন্তা চক্রবর্তীর বাড়ির সেফটিক ট্যাঙ্কের ওপর আগাছার মধ্যে একটা বোমা লুকিয়ে রাখা ছিল। প্রতিবেশী ৭৫ বছরের নির্মল বিশ্বাস ওই আগাছা পরিষ্কার করতে গিয়েই বোমাটি ফেটে (Bomb Blast) যায়। বোমার স্প্লিন্টারে জখম হন নির্মলবাবু। তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলার সত্যেন রায় ও ভাটপাড়া থানার পুলিশ। ঘিঞ্জি এলাকায় বোমা ফাটার ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা।

    টিটাগড়ে বোমা বিস্ফোরণে (Bomb Blast)  উড়ল বাড়ির চাল 

    টিটাগড় পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর পানি ট্যাঙ্কি এলাকায় বুধবার বেলায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণের (Bomb Blast) জেরে বাড়ির দেওয়াল ভেঙে যায়। চাল উড়ে যায়। স্থানীয় বাসিন্দারা দেখেন, মুন্না সাউ নামে এক ব্যক্তির জমিতে থাকা একটি পরিত্যক্ত ঘরে বিস্ফোরণ ঘটেছে। ঘটনার পর মুন্না সাউ এলাকা ছেড়ে চলে যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে পরিত্যক্ত ঘরটিতে কেউ বা কারা বোমা মজুত রেখেছিল। সেই বোমাই ফেটে গিয়েছে। ঘটনার খবর পেয়ে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। যে ঘরটিতে বোমা বিস্ফোরণ হয়েছে সেই ঘরটি ভেঙে পড়েছে এবং তার আশেপাশে বেশ কয়েকটি ঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা নিয়ে বলতে গিয়ে টিটাগড় পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের স্বামী তথা তৃণমূল কংগ্রেস নেতা শেখ জহর বলেন, ঘটনার খবর পেয়ে আমি আসি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • TMC: রাজ্য জুড়ে বিস্ফোরণের ঘটনায় পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী শোভনদেব!

    TMC: রাজ্য জুড়ে বিস্ফোরণের ঘটনায় পুলিশকে কাঠগড়ায় দাঁড় করালেন মন্ত্রী শোভনদেব!

    মাধ্যম নিউজ ডেস্ক: এগরার বাজি বিস্ফোরণে ১১ জনের মৃত্যু হয়। এর পরই পুলিশি অভিযানে রাজ্য জুড়ে বস্তা বস্তা বোমা উদ্ধার হয়। এখনও চলছে বোমা উদ্ধারের কাজ। এর মধ্যে সোমবার সকালেই বনগাঁয় শৌচালয়ের মধ্যে থাকা বোমা বিস্ফোরণে ১২ বছরের এক কিশোরের মৃত্যু হয়। একের পর এক বোমা বিস্ফোরণ নিয়ে পুলিশ-প্রশাসনকে কার্যত কাঠগড়ায় দাঁড় করালেন খড়দার তৃণমূল (TMC) বিধায়ক তথা রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

    বোমা বিস্ফোরণ নিয়ে কী বললেন রাজ্যের কৃষিমন্ত্রী?

    খড়দহে দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী (TMC) বলেন, “রাজ্যের বিভিন্ন জেলায় কোথাও হচ্ছে বোমা বিস্ফোরণ, কোথাও আবার প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তাজা বোমা। বোমা বিস্ফোরণে সাধারণ মানুষের পাশাপাশি ছোটদের মৃত্যু হচ্ছে। বোমা বিস্ফোরণের ঘটনায় প্রশাসন নিষ্ক্রিয়। পুলিশ-প্রশাসনকে আরও বেশি করে সক্রিয় হতে হবে। এই মৃত্যুগুলো আমাদের কাঙ্খিত নয়। পুলিশ আরও বেশি সতর্ক হোক, আরও বেশি করে এগিয়ে চলুক। পুলিশের ইন্টেলিজেন্স আরও ভালো করে কাজ করুক। পুলিশের আইবি ও এসবি দফতর ভালো করে কাজ করে দেখুক, কোথায় বোমা রাখা আছে। যারা জড়িত রয়েছে তাদেরকে গ্রেফতার করুক। বিভিন্ন জেলায় থানা বাড়ছে, কিন্তু পুলিশে নিয়োগ হচ্ছে না।”

    বোমা নিয়ে অর্জুনের কী বক্তব্য?

    কয়েকদিন আগে বারাকপুরে সোনার দোকানে খুনের ঘটনায় পুলিশ-প্রশাসনের কড়া সমালোচনা করেছিলেন সাংসদ অর্জুন সিং। দলীয় কাউন্সিলার আক্রান্ত হওয়ার পর ক্ষোভ জানিয়েছিলেন তিনি। দলের একাংশের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন বার বার। এবার বোমা বিস্ফোরণ নিয়ে আজব তত্ত্ব খাড়া করলেন অর্জুন। তিনি বলেন, “বোমা সস্তার অস্ত্র। প্রচণ্ড গরমে বিস্ফোরণ হচ্ছে।” এর আগেও রাজ্যে একের পর এক বোমা বিস্ফোরণ নিয়ে তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় গরমকে দায়ী করেছিলেন। যা নিয়ে রাজনীতিতে জলঘোলা হয়েছিল। এবার অর্জুনের তত্ত্ব নিয়ে রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • TMC: ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল তুঙ্গে, বল গড়াল পুলিশ কমিশনারের কোর্টে

    TMC: ভাটপাড়ায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল তুঙ্গে, বল গড়াল পুলিশ কমিশনারের কোর্টে

    মাধ্যম নিউজ ডেস্ক: জেলা নেতৃত্বের হস্তক্ষেপেও মিটল না ভাটপাড়া পুরসভার তৃণমূলের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। এবার এই কোন্দল বারাকপুর পুলিশ কমিশনারের অফিস পর্যন্ত গড়াল। ভাটপাড়ার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যেন রায়ের বিরুদ্ধে ২৪ জন কাউন্সিলর এদিন পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানান। মাসখানেক আগেই সত্যেনবাবুর স্ত্রী পুলিশ কমিশনারের কাছে স্বামীর উপর হামলা হওয়ার আশঙ্কা করে চিঠি দিয়েছিলেন। সত্যেনবাবুর উপর হামলা হওয়ার পর তিনিও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এবার তাঁর বিরুদ্ধে ২৪ জন কাউন্সিলর এসে পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র তৃণমূলের গোষ্ঠীকোন্দল একেবারে প্রকাশ্যে চলে এসেছে।

    অভিযোগ জানিয়ে কী বললেন তৃণমূল (TMC) কাউন্সিলররা?

    কয়েকদিন আগে ভাটপাড়া পুরসভার ভিতরেই অর্জুন ঘনিষ্ঠ তৃণমূল (TMC) কাউন্সিলর সত্যেনবাবুকে বেধড়ক পেটানো হয়েছিল। সেই ঘটনার জের জেলা তৃণমূলের কার্যালয় পর্যন্ত গড়িয়েছিল। সুবিচার চেয়ে সত্যেনবাবু জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এমনকী নিজে কাউন্সিলর থেকে পদত্যাগ করার হুমকি দেন। সাংসদ অর্জুন সিং কাউন্সিলর হামলার ঘটনায় সত্যেনবাবুর পাশে দাঁড়িয়েছেন। এমনকী দল কোনও ব্যবস্থা না নিলে জগদ্দল, কাঁকিনাড়ার মতো ঘটনা ঘটবে বলে হুমকি দিয়েছিলেন। এই ঘটনায় চরম বিড়ম্বনায় পড়ে তৃণমূল নেতৃত্ব। বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি তাপস রায় বলেছিলেন, খুব শীঘ্রই ভাটপাড়ায় গিয়ে সমস্যার সমাধান করব। তার আগেই ফের কোন্দল প্রকাশ্যে চলে এল। এদিন ভাটপাড়া পুরসভার ২৪ জন কাউন্সিলর দল বেঁধে পুলিশ কমিশনারের কাছে পুলিশি হয়রানি এবং সত্যেন রায়ের বিরুদ্ধে অভিযোগ জানান। তাঁদের বক্তব্য, সত্যেনবাবু আমাদের নানা ভাবে হুমকি দিচ্ছেন। পুরসভাকে নানা ভাবে বদনাম করছেন। পুরসভার উন্নয়নে বাধা দিচ্ছেন। তাই, আমরা পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করলাম।

    কী বললেন সাংসদ অর্জুন সিং?

    এই বিষয়ে তৃণমূল (TMC) কাউন্সিলর সত্যেনবাবু বলেন, আমিও আগে অভিযোগ করেছি। পুলিশ দুপক্ষের অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করুক। ২৪ জন কাউন্সিলরের পুলিশ কমিশনারের কাছে অভিযোগ জানানো প্রসঙ্গে অর্জুন সিং বলেন, আমাদের দলের জেলা সভাপতি তাপস রায়। পুলিস কমিশনার তো জেলা সভাপতি নয়। তাহলে তাঁর কাছে কেন এসব অভিযোগ জানাতে গেলেন, আমি বলতে পারব না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share