Tag: Bazball

Bazball

  • WTC Points Table: বেসামাল বাজবল! কটাক্ষ বুমরার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

    WTC Points Table: বেসামাল বাজবল! কটাক্ষ বুমরার, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবলে উন্নতি ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে রাজকোটে রেকর্ড জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে আপাতত উন্নতি হল রোহিত শর্মার ভারতের। পয়েন্ট টেবিলে  দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে সারা জাগিয়েছিল ইংল্যান্ড। তাঁদের বাজবল ক্রিকেটকে কুর্নিশ করছিল সকলে। কিন্তু পরপর দুটি টেস্টে ব্যর্থ বাজবল। দ্বিতীয় ইনিংসে ইংরেজদের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই মুখে একগাল হাসি নিয়ে ভারতীয় তারকা পেসার জসপ্রীত বুমরা খোঁচা দিলেন বাজবল ক্রিকেটকে।

    কোথায় গেল বাজবল

    রাজকোটে তৃতীয় টেস্টের ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের একাদশ ওভারের শেষ বলটা জো রুট ডিফেন্ড করার পরে আম্পায়ারের থেকে নিজের টুপি নিতে যাওয়ার সময় কোনও সতীর্থের উদ্দেশ্যে বুমরা বলেন যে ‘অব তো মার হি নে রাহে হ্যা’। সেইসময় বুমরার মুখে একরাশ হাসি লেগেছিল। ১১ ওভারের শেষে ইংল্যান্ডের স্কোর ছিল তিন উইকেটে ২৮ রান। আউট হয়ে গিয়েছেন প্রথম ইনিংসে ১৫৩ রান করা বেন ডাকেট। ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন জ্যাক ক্রলি এবং ওলি পোপও। ক্রিজে সদ্য এসেছেন রুট এবং বেয়ারস্টো। প্রথম ইনিংসে যে রুটের একটা শটের পরই ইংল্যান্ডের ইনিংসে ধস নামে। বুমরার মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। এক নেটিজেন বলেন, ‘লাইভ সম্প্রচারের সময় এটা খেয়াল করিনি। স্লেজিংয়ের সময়ও উনি কীভাবে এতটা বিনয়ী থাকতে পারেন!’ অপর একজন বলেন, ‘এটা ক্রিকেটের ইতিহাসে নিশ্চিতভাবে অন্যতম সেরা মুহূর্ত।

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কে কোথায়

    রাজকোটে ৪৩৪ রানের বিরাট ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে রোহিত ব্রিগেড।  বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। ৯ টেস্ট খেলিয়ে দেশের মধ্যে আট নম্বরে নেমেছে বেন স্টোকসের ইংল্যান্ড। নিউজিল্যান্ড – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৪টি ম্যাচ খেলেছে। জয় ৩টি, হার ১টি। পয়েন্ট ৩৬। ৭৫ শতাংশ পয়েন্ট। কিউইরা রয়েছে শীর্ষে। ভারত – এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ৭টি ম্যাচ খেলেছে। জয় ৪টি, হার ২টি ও ড্র ১টি। পয়েন্ট ৫০। ৫৯.৫২ শতাংশ পয়েন্ট। রোহিতদের স্থান দ্বিতীয়। অস্ট্রেলিয়া রয়েছে তৃতীয় স্থানে। এখনও অবধি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রে ১০টি ম্যাচ খেলেছে অজিরা। জয় ৬টি, হার ৩টি ও ড্র ১টি। পয়েন্ট ৬৬। ৫৫ শতাংশ পয়েন্ট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share