Tag: BCCI

BCCI

  • India Vs West Indies: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    India Vs West Indies: দলে নেই রিঙ্কু! ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০-র স্কোয়াড ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক দিন ধরে আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিলেন তিনি। অনেকেরই ধারণা ছিল, আইপিলে কলকাতা নাইট রাইডর্সের হয়ে ভালো খেলার সুবাদে জাতীয় দলে ডাক পাবেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের (India Vs West Indies) বিরুদ্ধে ঘোষিত টি ২০ দলে জায়গা পেলেন না রিঙ্কু সিং। যা নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে রয়েছে ক্ষোভ। অনেকে নির্বাচকদের সমালোচনা করে বলেছেন, একই যাত্রায় পৃথক ফল। ঋতুরাজ গায়কোয়ার যদি চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো খেলে টেস্ট দলে ডাক পেতে পারেন, তাহলে আইপিএলে ভালো খেলার পুরস্কার রিঙ্কু সিং পাবে না কেন?

    অজিত আগারকারের নেতৃত্বে বেছে নেওয়া হয়েছে টি ২০ দল। রোহিত শর্মা, বিরাট কোহলির মতো সিনিয়র ক্রিকেটাররা দলে নেই। যা থেকে দুটি বিষয় স্পষ্ট, এক, আসন্ন একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখে সিনিয়রদের বিশ্রাম দেওয়া হয়েছে। পাশাপাশি, আগামী টি ২০ বিশ্বকাপের প্রস্তুতিও একাধারে শুরু করে দিতে চাইছেন নির্বাচকরা। সে কারণেই তরুণদের উপর আস্থা রাখা হয়েছে। ক্যারিবিয়ান সফরে (India Vs West Indies) ভারতীয় দল দুটি টেস্ট, তিনটি একদিনের ম্যাচ খেলবে। তারপর রয়েছে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। 

    কেন নেই রিঙ্কু

    এক দিন আগেই অজিত আগরকর প্রধান নির্বাচক হয়েছেন। তার পরের দিনই তিনি টি-টোয়েন্টি দল বেছে নিলেন। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের দল বাছাই তাঁর কাছে আসল পরীক্ষা হতে চলেছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, গত দুই মরসুমে কেকেআরের হয়ে খুবই ভাল খেলেছেন রিঙ্কু। বিশেষত গত মরসুমে তাঁর শেষ মুহূর্তে নেমে ম্যাচ শেষ করে আসার ক্ষমতা বার বার নজরে এসেছে। ভারতীয় বোর্ড তরুণদের সুযোগ দিতে চাইছে টি-টোয়েন্টি দলে। তাই অনেকেই মনে করেছিলেন টি-টোয়েন্টি দলে হয়তো রিঙ্কুকে নেওয়া হবে। কিন্তু সেই আশা অপূর্ণই থেকে গেল। রিঙ্কুকে আরও কিছুটা সময় দেওয়া দরকার বলে মনে করছেন নির্বাচকেরা।

    আরও পড়ুন: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    দলে কারা:

    দেখে নেওয়া যাক করা করা আছেন স্কোয়াডে হার্দিক পান্ডিয়া ( অধিনায়ক), সূর্য কুমার যাদব (সহ অধিনায়ক) , ঈশান কিষান, সঞ্জু স্যামসন, শুভমান গিল, যশ্বসী জয়সওয়াল, তিলক ভার্মা, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, রবি বিষ্ণুই, অর্শদীপ সিং, উমরান মালিক, আবেশ খান ও মুকেশ কুমার ।

    ভারতের সূচি:

    টেস্ট সিরিজ: ১২-১৬ জুলাই (ডোমিনিকা) এবং ২০-২৪ জুলাই (ত্রিনিদাদ)।

    এক দিনের সিরিজ: ২৭ এবং ২৯ জুলাই (বার্বাডোজ) এবং ১ অগস্ট (ত্রিনিদাদ)।

    টি-টোয়েন্টি সিরিজ: ৩ অগস্ট (ত্রিনিদাদ), ৬ ও ৮ জুলাই (গায়ানা), ১২ ও ১৩ জুলাই (ফ্লোরিডা)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    Ajit Agarkar: প্রধান নির্বাচক! বিশ্বকাপের আগে পরীক্ষার সামনে অজিত আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক : শেষ পর্যন্ত অজিত আগরকারই (Ajit Agarkar) হলেন ভারতীয় ক্রিকেট দলের নতুন নির্বাচক প্রধান। ওয়েস্ট ইন্ডিজ সফরে টি ২০ দল নির্বাচনের মধ্য দিয়ে তাঁর কার্যকাল শুরু হবে। 

    নয়া দায়িত্ব আগরকরের

    স্টিং অপারেশন কাণ্ডে জড়িয়ে জাতীয় নির্বাচক মন্ডলীর চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছিলেন চেতন শর্মা। তারপর অস্থায়ী ভাবে দায়িত্বে ছিলেন পূর্বাঞ্চলের প্রতিনিধি শিবসুন্দর দাস। তাঁর নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট এবং ওয়ান ডে দল নির্বাচন হয়েছিল। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাজয়ের পর ভারতীয় দল নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন ওঠে। তাই বিসিসিআই কর্তারা চাইছিলেন এমন একজনকে নির্বাচক প্রধান করতে, যার প্রোফাইল বেশ আকর্ষণীয়। এক্ষেত্রে বোর্ড কর্তারা চাইছিলেন প্রাক্তন ওপেনার বীরেন্দ্র শেওয়াগ দায়িত্ব নিক। কিন্তু খেলা ছাড়ার পর বিভিন্ন উপায়ে মোটা অর্থ উপার্জন করেন বীরু। তাই তিনি রাজি হননি। বোর্ডকে নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু রাতারাতি সেটা কার্যকর করা সম্ভব ছিল না। ফলে লড়াই থেকে সরে দাঁড়ান শেওয়াগ। তারপর প্রাক্তন পেসার অজিত  আগরকরকে (Ajit Agarkar) প্রধান নির্বাচক হওয়ার প্রস্তাব দেয় বিসিসিআই। তাঁকে বলা হয় সামনে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠক রয়েছে, সেখান নির্বাচকদের চুক্তির অর্থ বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা হবে। আপাতত উনি দায়িত্ব নিন। সেই মতো ভারতীয় দলের প্রধান নির্বাচক হলেন আগরকর।

    আরও পড়ুন: সাফ কাপ জিতে নিজের রাজ্য মণিপুরের জন্য শান্তির প্রার্থনা জিকসনের

    আগরকরের সামনে নানা চ্যালেঞ্জ

    মুম্বাইয়ের প্রধান নির্বাচক ছিলেন তিনি। তখন বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তা দেখেই অনেকে বলছেন, আগরকর (Ajit Agarkar) জামানায় ভারতীয় দল নির্বাচন হয়তো গতানুগতিক হবে না। বিচার্য হবে পারফরম্যান্স। দেখা হবে না তারকা ইমেজ, ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করলে সুযোগ মিলতে পারে জাতীয় দলে। বিরাট কোহলি, রোহিত শর্মাদের টি-টোয়েন্টি ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার সময় এসে গিয়েছে বলে কারও কারও মনে হচ্ছে। আগরকরকে চেয়ারম্যান করে আনার প্রধান উদ্দেশ্যই নাকি, সাহসী সিদ্ধান্ত যাতে কেউ নিতে পারেন। আগরকর অবশ্য দায়িত্ব পেয়েই বড় পরীক্ষার মুখে পড়তে চলেছেন। এ বছরেই দেশের মাঠে বিশ্বকাপ। সব নজর থাকবে বিশ্বকাপের দল নির্বাচন এবং ভারতীয় দল কেমন ফল করে তার উপরে। যাই হোক এখন সময় বলবে ভারতীয় নির্বাচকরা কতটা সাবলম্বী হতে পারলেন!

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    ODI World Cup 2023: খোঁজখবর শুরু! ক্রিকেট বিশ্বকাপের টিকিট পাওয়া যাবে কবে থেকে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) ক্রীড়াসূচি প্রকাশ হতেই টিকিটের খোঁজখবর শুরু করে দিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। ভারতের মোট দশটি ভেন্যুতে হবে ৪৮টি ম্যাচ। আগামী ৫ অক্টোবর আমেদাবাদে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া উদ্বোধনী ম্যাচে খেলবে ইংল্যান্ডের বিরুদ্ধে। ভারত নামবে ৮ অক্টোবর। চেন্নাইয়ে রোহিত শর্মাদের প্রতিপক্ষও অস্ট্রেলিয়া। 

    ভারত-পাকিস্তান মহারণ

    এক একটি দল খেলবে ন’টি করে ম্যাচ। তবে সবারই আগ্রহ ভারত-পাকিস্তান (India vs Pakistan) মহারণ ঘিরে। যা হবে ১৫ অক্টোবর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বাইশগজে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের লড়াই দেখার জন্য মুখিয়ে গোটা ক্রিকেট বিশ্ব (ODI World Cup 2023)। বাড়ছে টিকিটের চাহিদাও। তবে ঠিক কবে থেকে টিকিট বিক্রি শুরু হবে বা কত কত দামের টিকিট থাকবে, সে ব্যাপারে সরকারিভাবে এখনও কিছু জানায়নি আইসিসি। তবে বিসিসিআই (BCCI) সূত্রের খবর, জুলাইয়ের প্রথম সপ্তাহেই অন লাইনে টিকিট বিক্রি শুরু হতে পারে। তবে এক সঙ্গে সব ভেন্যুর টিকিট যেমন পাওয়া যাবে না, তেমনি ম্যাচের গুরুত্ব অনুযায়ী টিকিটের দাম ধার্য হতে পারে বলে মত ওয়াকিবহাল মহলের। আইসিসির নিজস্ব ওয়েবসাইট থেকে যেমন টিকিট বুক করা যাবে, তেমনি ব্যবহার করা হবে অন্য প্ল্যাটফর্মও।

    সাজছে ইডেন

    কলকতায় হবে বিশ্বকাপের (ODI World Cup 2023) পাঁচটি ম্যাচ। তার মধ্যে রয়েছে ভারত-দক্ষিণ গ্রুপ লিগের লড়াইও। একটি সেমি-ফাইনালও হবে ইডেনে। তাছাড়া পাকিস্তান, বাংলাদেশও খেলবে কলকাতায়। তাই উৎসবের মরশুমে বাংলার ক্রিকেট প্রেমীদের জন্য বাড়তি আনন্দ বয়ে আনছে বিশ্বকাপ। ইডেনে চলছে সংস্কারের কাজ। রংয়ের নতুন পোচ পড়ছে ড্রেসিংরুমে। সেজে উঠছে ক্লাব হাউস। নতুন মোড়কে কোহলি, রোহিতদের স্বাগত জানাতে তৈরি ক্রিকেটের নন্দনকানন। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছেন, সাধারণের কথা মাথায় রেখে টিকিটের দাম করা হবে। সেই মতোই প্রস্তুতি চলছে সিএবিতে। সৌরভ গঙ্গোপাধ্যায়কেও বিশ্বকাপের মহাযজ্ঞ আয়োজনে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বঙ্গীয় ক্রকেটের নিয়ামক সংস্থা। 

    আরও পড়ুন: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    সূত্রের খবর, ইডেনে বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচে টিকিটের দাম ৭৫০, ১২০০, ২০০০ টাকা হতে পারে। বেশি দামেরও টিকিট থাকবে। সেক্ষেত্রে পাওয়া যাবে অন্য সুবিধাও। তবে সবার আগ্রহ ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে। এই ম্যাচের টিকিটের চাহিদা যে সবচেয়ে বেশি হবে তা বলার অপেক্ষা রাখে না। তবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এক লক্ষের বেশি দর্শকাসন। তাই অনেকে মাঠে বসে খেলা দেখতে পাবেন। ফাইনালও হবে আমেদাবাদেই।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ!  ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    ODI World Cup 2023: বিশ্বকাপে ভারত ভ্রমণ! ৯ শহরে ৯ ম্যাচ, ৮৪০০ কিলোমিটার ঘুরবে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ODI World Cup 2023) গ্রুপ পর্বে ন’টি শহরে ন’টি ম্যাচ খেলবে ভারত (Team India)। প্রিয় দলের খেলা দেখতে, বিরাট-রোহিতদের হয়ে গলা ফাটাতে পারবেন দেশের সব প্রান্তের মানুষই। অক্টোবরের ৫ তারিখ শুরু হবে ওডিআই ক্রিকেট বিশ্বকাপ। ফাইনাল ১৯ নভেম্বর। সব মিলিয়ে ১০টি ভেনুতে হবে বিশ্বকাপের ম্যাচ। এই ম্যাচগুলি খেলতে প্রায় ৮,৪০০ কিলোমিটার ঘুরতে হবে ভারতীয় দলকে। সেটাও ৩৪ দিনের মধ্যে। ভারত যদি ফাইনালে ওঠে তা হলে ৪২ দিনে ১১টি ম্যাচে ৯,৭০০ কিলোমিটার ঘুরতে হবে কোহলিদের।

    কোথায় কোথায় খেলবে ভারত

    ভারতীয় দলের (ODI World Cup 2023) অভিযান শুরু হবে ৮ অক্টোবর। চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ভারত (Team India)। দ্বিতীয় ম্যাচ দিল্লিতে। চেন্নাই থেকে দিল্লির দূরত্ব ১,৭৬১ কিলোমিটার। পরের ম্যাচ খেলতে আমেদাবাদে যেতে হবে কোহলিদের। দিল্লি থেকে আমেদাবাদের দূরত্ব ৭৭৫ কিলোমিটার। এই ভাবে পরের ম্যাচগুলির জন্য আমেদাবাদ থেকে পুণে (৫১৬ কিলোমিটার), পুণে থেকে ধর্মশালা (১,৯৩৬ কিলোমিটার), ধর্মশালা থেকে লখনউ (৭৮৪ কিলোমিটার), লখনউ থেকে মুম্বই (১,১৯০ কিলোমিটার), মুম্বই থেকে কলকাতা (১,৬৫২ কিলোমিটার) এবং কলকাতা থেকে বেঙ্গালুরু (১,৫৪৪ কিলোমিটার) যেতে হবে রোহিত, কোহলিদের। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ট্র্যাভেল করতে হবে ভারতীয় দলকেই।

    আরও পড়ুন: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    দেশের সেরা তারকাদের দেখার আশা

    বিসিসিআই সূত্রে খবর, ভারতের ম্যাচ পাওয়ার আবেদন করেছিল সব রাজ্য সংস্থা। তাই কোনও কেন্দ্রেই একটির বেশি খেলা দেওয়া হয়নি। বোর্ডের এক আধিকারিক বলেন, ‘‘দেশের মাটিতে বিশ্বকাপ (ODI World Cup 2023)। প্রতিটা রাজ্য সংস্থা ভারতের ম্যাচ আয়োজন করতে চেয়ে অনুরোধ করেছিল। সবাই দেশের সেরা তারকাদের দেখতে চায়। সেই কারণেই প্রতিটা মাঠে আলাদা আলাদা ম্যাচ রাখা হয়েছে। বিষয়টা জটিল হলেও এমনটাই হওয়ার ছিল। আশা করছি ক্রিকেটারদের কোনও সমস্যা হবে না।’’বিশ্বকাপে ভারত একমাত্র দল যারা লিগের ৯টি ম্যাচই ভিন্ন শহরে খেলবে। বাকি বেশির ভাগ দলই অন্তত এক শহরে দুটি ম্যাচ খেলবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ODI World Cup 2023: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    ODI World Cup 2023: উৎসবের দিনে বিশ্বকাপ! সমস্যা হবে না, দাবি সিএবি কর্তাদের

    মাধ্যম নিউজ ডেস্ক: মাথায় হাত বাঙালির! ঠাকুর দেখবেন না খেলা বুঝেই উঠতে পারছেন না! নতুন জামা না নতুন জার্সি? বিশ্বকাপের (ODI World Cup 2023) সম্ভাব্য সূচি ঘোষণা হওয়ার পরে সেটাই বড় প্রশ্ন। সারা বছর দুর্গাপুজোর চারদিনের জন্য অপেক্ষা করে থাকে বাঙালি। কিন্তু এবার সেই উৎসবের দিনেই ক্রিকেটের মহাযুদ্ধ। মহালয়া ১৪ অক্টোবর। আর বিশ্বকাপ শুরু হয়ে যাবে ৫ অক্টোবর থেকে। 

    কলকাতায় কবে খেলা

    কলকাতায় বিশ্বকাপের খেলা রয়েছে ২৮ অক্টোবর বাংলাদেশ-কোয়ালিফায়ার ১, ৩১ অক্টোবর পাকিস্তান-বাংলাদেশ, ৫ নভেম্বর ভারত-দক্ষিণ আফ্রিকা, ১২ নভেম্বর ইংল্যান্ড-পাকিস্তান, ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল। অর্থাৎ, দুর্গা পুজো থেকে ভাই ফোঁটা— উৎসবের গোটা মরসুম জুড়েই হবে বিশ্বকাপের খেলাগুলি। বিশ্বকাপের (ODI World Cup 2023) ম্যাচ আয়োজন নিয়ে আত্মবিশ্বাসী সিএবি কর্তারা। তাঁদের আশা,পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা যাবে। কলকাতা পুলিশের সহযোগিতা পেতে কোনও সমস্যা হবে না। সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘আমরা গঙ্গাসাগর মেলার সময়ও ইডেনে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছি। কোনও সমস্যা হয়নি। পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা ছিল। আশা করছি পুজোর মরসুমেও বিশ্বকাপের ম্যাচ আয়োজন করতে সমস্যা হবে না।’’

    পুজোর দিনে কোন কোন ম্যাচ 

    অক্টোবর-নভেম্বর মাসটা গোটা দেশজুড়ে চলে উৎসব। এই উৎসবের মরশুমে মানুষ কতটা বিশ্বকাপমুখী হবে সেটা সময় বলবে। তবে, বিশ্বকাপের (ODI World Cup 2023) সূচিতে গ্রুপস্তরের মধ্যে কোনও ফাঁক নেই। দুর্গাপুজো নির্ঘণ্ট আর বিশ্বকাপের দিনের মধ্যে মিল আছে অনেক। সবথেকে বড় দিন হচ্ছে অষ্টমী। কারণ এই দিনে খেলতে নামবে ভারত। প্রতিপক্ষ নিউজিল্যান্ড। আর কালীপুজোর দিন রয়েছে কলকাতায় ম্যাচ। খেলা হবে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যে।

    আরও পড়ুন: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    ১৪ অক্টোবর মহালয়া- ইংল্যান্ড বনাম আফগানিস্তান, নিউজিল্যান্ড বনাম বাংলাদেশ
    ২০ অক্টোবর মহাষষ্ঠী- অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান
    ২১ অক্টোবর মহাসপ্তমী- মুখোমুখি হবে কোয়ালিফাই করা দুই দল (নাম জানা যাবে ৯ জুলাইয়ের পর)
    ২২ অক্টোবর মহাষ্টমী- ভারত বনাম নিউজিল্যান্ড
    ২৩ অক্টোবর মহানবমী- পাকিস্তান বনাম আফগানিস্তান
    ২৪ অক্টোবর বিজয়া দশমী- দক্ষিণ আফ্রিকা বনাম বাংলাদেশ
    ২৮ অক্টোবর লক্ষ্মীপুজো- প্রথম কোয়ালিফায়ার দল ও বাংলাদেশ, অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড।
    ১২ নভেম্বর কালীপুজো- ইংল্যান্ড বনাম পাকিস্তান (ম্যাচ হবে ইডেনে), অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup 2023: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    ICC Cricket World Cup 2023: কলকাতায় সেমিফাইনাল, ফাইনাল গুজরাটে! ঘোষিত বিশ্বকাপের পূর্ণ সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ঢাকে কাঠি। আর ঠিক ১০০ দিন বাকি। ঘোষিত হয়ে গেল এক দিনের ক্রিকেট বিশ্বকাপের (ICC Cricket World Cup 2023) সূচি। সব জল্পনার অবসান ঘটিয়ে ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের দায়িত্ব পেয়েছে আমেদাবাদ। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। প্রথম ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড-নিউ জিল্যান্ড। ফাইনাল হবে ১৯ নভেম্বর আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশ্বকাপের দু’টি সেমিফাইনালের দায়িত্ব পেয়েছে কলকাতা ও মুম্বই। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন এ বারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

    আয়োজক হিসেবে ভারত ছাড়াও, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার ছাড়পত্র পেয়েছে। চলতি কোয়ালিফায়ার টুর্নামেন্ট থেকে ২টি দল মূলপর্বের টিকিট হাতে পাবে।

    কলকাতায় ৫টি ম্যাচ

    শেষবেলায় বাজিমাত করেছে কলকাতা।  ২০২৩ সালের বিশ্বকাপের পাঁচটি ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে ইডেন। গ্রুপ লিগে ভারতের একটি ম্যাচ হবে কলকাতায়। সেইসঙ্গে বাংলাদেশ এবং পাকিস্তানের দুটি ম্যাচ খেলা হবে ইডেনে। উল্লেখ্য, কলকাতাতেই অধিকাংশ ম্যাচ খেলতে চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ডের একটি ম্যাচও হবে ইডেনে।

    কলকাতায় যে যে ম্যাচ

    ১) প্রথম কোয়ালিফায়ার বনাম বাংলাদেশ, ২৮ অক্টোবর (শনিবার)। 

    ২) পাকিস্তান বনাম বাংলাদেশ, ৩১ অক্টোবর (মঙ্গলবার)। 

    ৩) ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর (রবিবার)। 

    ৪) ইংল্যান্ড বনাম পাকিস্তান, ১২ নভেম্বর (রবিবার)।

    ৫) দ্বিতীয় সেমিফাইনাল, ১৬ নভেম্বর (বৃহস্পতিবার)।

    আরও পড়ুন: এমসিসি ক্রিকেট কমিটিতে বাংলার মেয়ে ঝুলন গোস্বামী

    ভারতের ম্যাচগুলো

    ভারত-অস্ট্রেলিয়া, ৮ অক্টোবর, চেন্নাই

    ভারত-আফগানিস্তান, ১১ অক্টোবর, দিল্লি

    ভারত-পাকিস্তান, ১৫ অক্টোবর, আমদাবাদ

    ভারত-বাংলাদেশ, ১৯ অক্টোবর, পুণে

    ভারত-নিউ জিল্যান্ড, ২২ অক্টোবর, ধর্মশালা

    ভারত-ইংল্যান্ড, ২৯ অক্টোবর, লখনউ

    ভারত-কোয়ালিফায়ার, ২ নভেম্বর, মুম্বই

    ভারত-দক্ষিণ আফ্রিকা, ৫ নভেম্বর, কলকাতা

    ভারত-কোয়ালিফায়ার, ১১ নভেম্বর, বেঙ্গালুরু

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WI vs IND: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা ভারতের

    WI vs IND: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই ক্যারিবিয়ান সফরের (India Tour of West Indies) জন্য টেস্ট ও একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। টেস্ট, ওডিআই এবং টি-২০ সিরিজ খেলা হলেও আপাতত ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। টি-২০ সিরিজের জন্য দল কবে ঘোষণা করা হবে তা জানা যায়নি। টেস্ট ও একদিনের দলে সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)।  আগামী ১২ জুলাই থেকে শুরু হবে ক্যারিবিয়ান সফর। 

    ক্যারিবিয়ান সফরে টেস্ট দল

    রোহিত শর্মা, বিরাট কোহলিদের রেখে দল তৈরি করল ভারতীয় বোর্ড। কিন্তু রাখা হল না চেতেশ্বর পুজারাকে। দলে নেই উমেশ যাদব, মহম্মদ শামিও। সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। সহ-অধিনায়ক করা হল অজিঙ্ক রাহানেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দলে বদলের কথা বলেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ সফরেই সেই বদল দেখা যাচ্ছে। একের পর এক টেস্টে ব্যর্থ হওয়া পুজারাকে বাদ দিয়েছে দল। তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ যশস্বী জয়সওয়াল। নেওয়া হয়েছে রঞ্জিতে ভাল খেলা রুতুরাজ গায়কোয়াড়কে।

    আইপিএলে টানা খেলে যাওয়ার পর বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে বাংলার পেসারকে। ক্যারিবিয়ান সফরে নিয়ে যাওয়া হচ্ছে না উমেশ যাদবকেও। ফাইনালে তাঁর বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। শামি, উমেশকে বসিয়ে টেস্ট দলে নেওয়া হয়েছে নবদীপ সাইনি এবং মুকেশ কুমারকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মহম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকট এই দলেও রয়েছেন।টেস্টে উইকেটরক্ষক হিসাবে শ্রীকর ভরত এবং ঈশান কিষনকে দলে নেওয়া হয়েছে। স্পিনার হিসাবে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলকে। অলরাউন্ডার শার্দূল ঠাকুরও দলে রয়েছেন। 

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    ক্যারিবিয়ান সফরে একদিনের দল

    এক দিনের দলে সূর্যকুমার যাদবকে রাখা হলেও টেস্ট দলে নেই তিনি। ৫০ ওভারের দলে ফেরানো হয়েছে উইকেটকিপার সঞ্জু স্যামসনকে। সেই দলে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগ সামলাবেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। সেই দলে রয়েছেন পেসার উমরান মালিক।

    এক দিনের দলে সূর্যকুমার যাদবকে রাখা হলেও টেস্ট দলে নেই তিনি। ৫০ ওভারের দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। সেই দলে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সাদা বলের ক্রিকেটে বাদ অশ্বিন। স্পিন বিভাগ সামলাবেন যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদব। সেই দলে রয়েছেন পেসার উমরান মালিক। বিদেশের মঞ্চে দলের শক্তি দেখাতে গুরুত্বপূর্ণ এই সিরিজ। দুটো সিরিজেই অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এটা রোহিতের কাছেও চ্যালেঞ্জের। এই টেস্ট দিয়েই শুরু হবে WTC-এর নতুন সাইকেল আর বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে এই সিরিজ দিয়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ (SAFF Cup) চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে পাক ফুটবল দল। অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। আগামী ২১ জুন পাকিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।

    সাফ চ্যাম্পিয়নশিপ

    সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Cup) অংশগ্রহণের জন্য বেশ কিছু দিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশন অনুমতি চেয়েছিল সে দেশের বিদেশ এবং ক্রীড়া মন্ত্রকের কাছে। কিন্তু দুই মন্ত্রকই এত দিন অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বৃহস্পতিবার প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কর্নাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘‘পাকিস্তান ফুটবল দল ১৮ জুন মরিশাস থেকে মুম্বই আসবে। সে দিন রাতের বিমানেই বেঙ্গালুরু আসবে। প্রতিযোগিতার অন্য দু’দল বাংলাদেশ এবং নেপাল আগামী শুক্রবার বেঙ্গালুরু আসবে।’’ পাকিস্তানের ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে বেঙ্গালুরু পুলিশ।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    এশিয়ান কাপ ক্রিকেট

    এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শনিবার বৃষ্টির কারণে একটি বলও খেলা সম্ভব হল না। নেপালের বিরুদ্ধে ভারতের আগের ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবে প্রথম ম্যাচে হংকংকে হারানোয় ভারত উঠে গিয়েছে সেমিফাইনালে। পাকিস্তান একটি ম্যাচ জেতায় তারাও সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানেরও দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেমিফাইনালের খেলাগুলি হবে সোমবার। ভারত কার বিরুদ্ধে খেলবে তা এখনও জানা যায়নি। ফাইনাল হবে ২১ জুন, বুধবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final)  যাত্রা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। 

    কঠিন লড়াই ভারতের

    ৯ দলীয় ডব্লুটিসির যে সূচি আইসিসি দিয়েছে, তাতে করে বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কঠিন পথ পেরোতে হবে ভারতকে। দ্য চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়াকেও তুলনামূলক কঠিন পথ পার করতে হবে। সেই তুলনাই অনেকটাই সহজ পথ পেরতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের মতই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে।

    শুরু হচ্ছে অ্যাশেজ

    দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। অফিসিয়ালি এই তৃতীয় ডব্লুটিসির আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এই অ্যাশেজ। গত বারের চ্যাম্পিয়নরা এজবাস্টনের পাশাপাশি এবারের অ্যাশেজে খেলবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার এবং দ্য ওভালে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। 

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    ভারত তাদের এই ডব্লুটিসির সফর শুরু করছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আগের বারের মতন এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট। এই চক্রে অজিরা ন’টি অ্যাওয়ে টেস্ট খেলবে। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলবে। এ ছাড়াও তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ জুলাই শুরু হবে টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) সফর। যদিও ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে ভারত। 

    শততম ম্যাচ

    ১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি উভয় দলের কাছে মাইলস্টোন। কেননা এটি উভয় দেশের মধ্যে আয়োজিত ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, “ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। দুই ঐতিহ্যশালী দেশের ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হয় না।” ২৭ জুলাই শুরু হবে ওয়ান ডে সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩ অগস্ট। ১২ এবং ১৩ অগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।

    আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত

    কবে, কোথায়, কখন ম্যাচ

    টেস্ট সিরিজের সূচি: ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় শুরু হবে টেস্ট ম্যাচ

    প্রথম টেস্ট: ১২-১৬ জুলাই (উইন্ডসর পার্ক, ডমিনিকা)
    দ্বিতীয় টেস্ট: ২০-২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ) 

    ওয়ান ডে সিরিজের সূচি: প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে

    প্রথম ওয়ান ডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    দ্বিতীয় ওয়ান ডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    তৃতীয় ওয়ান ডে: ১ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)

    টি-২০ সিরিজের সূচি:

    প্রথম টি-২০: ৩ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
    দ্বিতীয় টি-২০: ৬ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    তৃতীয় টি-২০: ৮ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    চতুর্থ টি-২০: ১২ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
    পঞ্চম টি-২০: ১৩ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share