Tag: BCCI

BCCI

  • Gautam Gambhir: নাম ঘোষণা সময়ের অপেক্ষা! ভারতীয় দলে নিজের সাপোর্ট স্টাফ বাছছেন গম্ভীর

    Gautam Gambhir: নাম ঘোষণা সময়ের অপেক্ষা! ভারতীয় দলে নিজের সাপোর্ট স্টাফ বাছছেন গম্ভীর

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরের (Gautam Gambhir) নাম ঘোষণা স্রেফ সময়ের অপেক্ষা। বিসিসিআই (BCCI) সূত্রে এমন খবরই শোনা যাচ্ছে। দ্রাবিড়ের উত্তরসূরি হিসেবে জুনের শেষের দিকে গম্ভীরের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হবে। আরও জানা গিয়েছে যে, গম্ভীরের সঙ্গে নাকি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের শেষ পর্যন্ত বিসিসিআই চুক্তি করছে। পাশাপাশি গম্ভীর নিজের মতো করে তাঁর সাপোর্ট স্টাফেদের বেছে নেবেন বলে জানা গিয়েছে।

    নতুন দায়িত্বে গম্ভীর

    আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের ভূমিকায় চলতি মরশুমেই প্রত্যাবর্তন করেন গম্ভীর। এবার আইপিএল চ্য়াম্পিয়নও হয় কেকেআর। ২০১২ ও ২০১৪ সালে গম্ভীরের (Gautam Gambhir) নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর এই প্রথম খেতাব জয়। আইপিএল ফাইনালের দিনই মাঠে গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল বিসিসিআই সচিব জয় শাহকে। তখনই গম্ভীরের কোচ হওয়া নিয়ে আভাস পাওয়া যায়। বিসিসিআই-এর (BCCI) তরফেও বলা হয়েছিল তাঁরা এমন একজনকে কোচ হিসেবে চায় যআঁর সঙ্গে দেশের ঘরোয়া ক্রিকেটের যোগ রয়েছে। এক্ষেত্রে গম্ভীর অনেকটা এগিয়ে রয়েছেন।

    গম্ভীর-শাহ সাক্ষাত

    আইপিএলের শেষে পরিবারকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন গম্ভীর (Gautam Gambhir)। দিল্লিতে ফিরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন তিনি। বৈঠকের ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসাও করেন গম্ভীর। এক্স হ্যান্ডলে গম্ভীর লিখেছেন, এবারের লোকসভা নির্বাচনে সাফল্যের জন্য অমিত শাহ-কে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্বে আমাদের দেশের নিরাপত্তা ও স্থিতাবস্থা আরও জোরদার হবে।

    চলতি মাসেই ঘোষণা

    বোর্ড সূত্রে খবর,  চলতি মাসেই গম্ভীরের (Gautam Gambhir) নাম ভারতের হেড কোচ হিসেবে ঘোষণা হতে পারে। গম্ভীর নিজেও দেশের হেড কোচের দায়িত্ব নিতে রাজি। তিনি পছন্দসই সাপোর্ট স্টাফ রাখার যে শর্ত দিয়েছিলেন, বিসিসিআই তা মেনে নিয়েছে। বর্তমানে, বিক্রম রাঠোর ব্যাটিং কোচ, পরশ মামব্রে বোলিং কোচ এবং টি দিলীপ ফিল্ডিং কোচ হিসেবে দলের সঙ্গে যুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য ভাবে, যখন রবি শাস্ত্রী প্রধান কোচ হিসেবে মনোনীত হয়েছিলেন, তখন সঞ্জয় বাঙ্গারকে ব্যাটিং কোচ হিসেবে প্রতিস্থাপন করেন রাঠোর। দ্রাবিড় যখন রবি শাস্ত্রীর স্থলাভিষিক্ত হন, তখন একই ভূমিকা বজায় রাখেন রাঠোর। কিন্তু দ্রাবিড়ের অনুরোধেই মামব্রে এবং দিলীপকে বাছাই করা হয়েছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: অর্শদীপের ম্যাজিক স্পেল, সূর্যের অর্ধশতরান! আমেরিকাকে হারিয়ে সুপার এইটে ভারত

    T20 World Cup: অর্শদীপের ম্যাজিক স্পেল, সূর্যের অর্ধশতরান! আমেরিকাকে হারিয়ে সুপার এইটে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) জয়ের হ্যাটট্রিক। আমেরিকাকে হারিয়ে সুপার আটে পৌঁছে গেল ভারত। নিউ ইয়র্কের কঠিন পিচে শেষ পর্যন্ত ভারতের রক্ষাকর্তা হয়ে দাঁড়ালেন সূর্যকুমার যাদব। ২২ রানে যাঁর ক্যাচ ফেলেছিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার সৌরভ নেত্রভালকর। ৪৯ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেললেন স্কাই। টি-টোয়েন্টি ক্রিকেটে পঞ্চাশতম হাফসেঞ্চুরি। তাঁকে সঙ্গত করলেন শিবম দুবে। আগের ম্যাচে লোপ্পা ক্যাপ ফেলে প্রবল সমালোচিত হন। এদিন বল করেও ব্যর্থ। ব্যাট হাতে অবশ্য ৩৫ বলে অপরাজিত ৩১ রান করে দলকে ম্যাচ জেতালেন শিবম। ১০ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত।

    অর্শদীপের ম্যাজিক স্পেল

    টি২০ ক্রিকেটে (T20 World Cup) এদিন নিজের সেরা গড় অর্শদীপ সিংয়ের। ৪ ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে তুলে নেন ৪ উইকেট। সংক্ষিপ্ততম ফরম্যাটের বিশ্বকাপে কোনও ভারতীয় বোলারের সেরা পরিসংখ্যান এটি। তাঁর দাপটেই ২০ ওভারের শেষে ৮ উইকেট হারিয়ে ১১০ রান তোলে আমেরিকা। তবে সেই রান তাড়া করতে নেমে  লড়াই করতে হয় ভারতকে। ১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে, জয় পেতে ১৮.২ ওভার লেগে যায় টিম ইন্ডিয়ার। শুরুতেই ফিরে যান কোহলি ও রোহিত (Rohit Sharma)। দ্রুত ফিরে যান ঋষভ পন্থও। চাপে পড়ে যায় দল। সেখান থেকে হাল ধরেন সূর্য ও শিবম। 

    অতিরিক্ত রান পেল ভারত

    জয়ের জন্য ভারতের যখন ৩০ বলে ৩৫ রান প্রয়োজন, তখন পেনাল্টিতে পাঁচ রান পায় ভারত। তার ফলে ৩০ বলে ভারতের টার্গেট হয় ৩০ রান। আসলে আইসিসি-র (T20 World Cup) নিয়ম অনুযায়ী, এক ওভার শেষ হওয়ার পরে যদি কোনও দল ৬০ সেকেন্ডের মধ্যে, পরের ওভার শুরু করতে না পারে, তাহলে ‘ওয়ার্নিং’ দেওয়া হবে। কোনও দল যদি নিজেদের বোলিং ইনিংসের সময় তিন বার এরকম ঘটনা ঘটিয়ে থাকে, তাহলে বিপক্ষ দলকে পাঁচ রান পেনাল্টি দেওয়া হবে। আর এই পাঁচ রানই চাপের মধ্যে পেয়েছে ভারত।

    কী বললেন রোহিত

    ম্যাচের পর প্রতিপক্ষকে নিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) গলায় শোনা গেল সমীহের সুর। স্পষ্ট বাক্যে স্বীকার করলেন, আমেরিকাও তাঁদের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। ম্যাচের পর রোহিত বলেন, “জানতাম রান তাড়া করা কঠিন হবে। যে ভাবে আমাদের ব্যাটারেরা স্নায়ু ধরে রেখেছিল তার প্রশংসা করতেই হবে। ওই জুটিটার (শিবম-সূর্য) জন্যই জিতলাম। পরিণত মানসিকতা দেখিয়ে লম্বা একটা জুটি গড়ে জেতানোর জন্য সূর্য এবং শিবমের কৃতিত্ব প্রাপ্য।” আমেরিকা দলে বেশ কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার খেলেন। তাঁদেরই একজন, সৌরভ নেত্রভালকর এদিন রোহিত ছাড়াও আউট করেছেন বিরাট কোহলিকে। সেই প্রসঙ্গে রোহিত বলেছেন, “ওরা অনেকেই দীর্ঘ দিন এক সঙ্গে ক্রিকেট খেলছে। ওদের উন্নতি দেখে খুব খুশি। গত বছর মেজর লিগ ক্রিকেটেও ওদের দেখেছিলাম। প্রত্যেকেই দারুণ পরিশ্রম করতে পারে।” বিশ্বকাপের (T20 World Cup) সুপার এইটে ওঠার প্রসঙ্গে রোহিত বলেছেন, “বড় শান্তি। এখানকার পিচে ক্রিকেট খেলা সোজা ব্যাপার ছিল না। তিনটে ম্যাচেই শেষ পর্যন্ত পড়ে থেকে জয় ছিনিয়ে নিতে হয়েছে। এই জয় আগামী দিনে আমাদের আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।” 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Jai Shah: “কোনও অস্ট্রেলীয়কেই কোচের জন্য বলা হয়নি”, স্পষ্ট ঘোষণা জয় শাহের

    Jai Shah: “কোনও অস্ট্রেলীয়কেই কোচের জন্য বলা হয়নি”, স্পষ্ট ঘোষণা জয় শাহের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল পরবর্তী জমানায় অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তন ক্রিকেটারকে ভারতীয় ক্রিকেট দলের কোচের প্রস্তাব দেওয়া হয়নি, বলে জানিয়ে দিলেন বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jai Shah)। রিকি পন্টিং ও জাস্টিন ল্যাঙ্গারের মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হওয়ার পর বোর্ড সচিব জানিয়ে দেন, ভারতীয় দলের হেড কোচের পদের জন্য কোনও অস্ট্রেলীয় ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করা হয়নি। 

    কী বললেন বিসিসিআই সচিব

    নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, ভারতের ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সেওয়াগ, আশিস নেহরা। এমন অনেক নামের মাঝে শোনা গিয়েছিল অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার এবং রিকি পন্টিংয়ের কথাও। অজি কোচ নিয়ে ভারতীয় ক্রিকেটের অভিজ্ঞতা একেবারেই সুখকর নয়। ফলে দুই অজি ক্রিকেটারের নাম উঠে আসায় কিছুটা যেন অস্বস্তিও তৈরি হয়েছিল। জাস্টিন ল্যাঙ্গার নিজে থেকে আগ্রহ প্রকাশ করেছিলেন। তেমনই রিকি পন্টিং দাবি করেছিলেন, তাঁকে প্রস্তাব দেওয়া হলেও ভারতীয় দলের দায়িত্ব নিতে রাজি হননি। এরপরই জয় শাহ (Jai Shah) বলেন,  “আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে সম্মানের পদ, ভারতীয় দলের কোচ। না তো আমি কিংবা বোর্ডের কেউ, অস্ট্রেলিয়ার কোনও প্রাক্তনকে কোচ হওয়ার প্রস্তাব দিইনি। যে খবর সামনে আসছে, তা পুরোপুরি জল্পনা। একটি প্রক্রিয়ার মধ্য দিয়েই যোগ্য ব্যক্তিকে আমরা কোচ হিসেবে বেছে নেব।” 

    ঘরোয়া ক্রিকেটকে বুঝতে হবে

    ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পক্ষ থেকে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে, আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে আয়োজিত আসন্ন টি-২০ ক্রিকেট বিশ্বকাপের পর টিম ইন্ডিয়ার বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। সেকারণে এই পদের জন্য ইচ্ছুক ব্যক্তিরা আগামী ২৭ মে সন্ধ্যা ছ’টা পর্যন্ত আবেদন করতে পারবেন। ভারতের কোচ নির্বাচন প্রসঙ্গে জয় শাহ (Jai Shah) জানান, ভারতীয় ক্রিকেট দলের জন্য আগামী ক্রিকেট কোচ সঠিক পদ্ধতি মেনেই নির্বাচন করা হবে। তিনি বলেন, “আমরা এমন একজনকে খুঁজছি, যাঁর ভারতীয় ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে গভীর জ্ঞান রয়েছে। সেই অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে টিম ইন্ডিয়ার আগামী কোচ যিনিই হোন না কেন, ঘরোয়া ক্রিকেট সম্পর্কে তাঁর গভীর জ্ঞান থাকতে হবে। তাহলেই ভারতীয় ক্রিকেট দলের উন্নতি সম্ভব হবে।

    আরও পড়ুন: গুরু গম্ভীরের বিশেষ বার্তা! “আসল কাজ ২৬ তারিখ”, ট্রফি জয়ই প্রধান লক্ষ্য নাইটদের

    সম্মানের পদ

    ভারতীয় দলের কোচের পদ নিয়ে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ (Jai Shah) বলেছেন, ‘‘আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে কথা বলার সময় আমরা উপলব্ধি করেছি, এই মুহূর্তে ভারতীয় দলের কোচের থেকে বেশি মর্যাদাপূর্ণ কোনও পদ নেই। বিশ্বে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ভারতীয় দলের। বিশ্বের সর্বত্র ভারতীয় দল অতুলনীয় সমর্থন পায়। আমাদের ক্রিকেটের সমৃদ্ধ ইতিহাস, খেলার প্রতি আমাদের অনুরাগ ভারতীয় দলের কোচের পদকে সবচেয়ে আকর্ষণীয় করে তুলেছে। এই পদে কাজ করার জন্য প্রয়োজন চূড়ান্ত পেশাদারি মানসিকতা। কারণ তাঁকে বিশ্বের সেরা কয়েক জন ক্রিকেটারকে সামলাতে হয়। একই সঙ্গে প্রচুর প্রতিভাবান ক্রিকেটারের দিকও নজর রাখতে হয়। লক্ষ লক্ষ সমর্থকের প্রত্যাশা পূরণ করা অত্যন্ত সম্মানের ব্যাপার। বিসিসিআই সঠিক প্রার্থীকেই বেছে নেবে। যিনি ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • BCCI: ভারতের নয়া কোচ নির্বাচনে ধোনির সাহায্য চায় বিসিসিআই! কেন জানেন?

    BCCI: ভারতের নয়া কোচ নির্বাচনে ধোনির সাহায্য চায় বিসিসিআই! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ও ভারতে কোচিংয়ের লম্বা অভিজ্ঞতার জন্য রাহুল পরবর্তী যুগে কোচ হিসেবে স্টিফেন ফ্লেমিং প্রথম পছন্দ বিসিসিআই-এর (BCCI)। কিন্তু আইপিএল-এর স্বল্প সময়ের কোচিং ছেড়ে নয় মাসের জন্য ফ্লেমিং জাতীয় দলের দায়িত্ব নিতে চাইছেন না। সূত্রের খবর, ফ্লেমিং প্রথমে না বলে দিলেও বিসিসিআই (BCCI) তাঁকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। টিম ইন্ডিয়ার পরবর্তী প্রধান কোচ নির্বাচনের ক্ষেত্রে এখন এমএস ধোনির (MS Dhoni) সঙ্গে যোগাযোগ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

    কেন ধোনির সঙ্গে কথা

    ভারতীয় বোর্ড স্টিফেন ফ্লেমিংকে পরবর্তী প্রধান কোচ করতে চায়। সেই জন্য ধোনির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে পারে। বিসিসিআই এবং সিএসকে ম্যানেজমেন্টের মধ্যে সেতু হিসেবে কাজ করতে পারেন মাহি। আইপিএল থেকে বাদ পড়েছে ধোনির (MS Dhoni) দল চেন্নাই সুপার কিংস। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে হেরে নিজের বাড়ি রাঁচিতে ফিরেছেন ধোনি। এদিকে মাহির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিসিসিআই। মাহির সঙ্গে ফ্লেমিং-এর সম্পর্ক খুব ভাল। দীর্ঘদিন দুজনে একসঙ্গে কাজ করেছেন। চেন্নাইকে সাফল্যের শীর্ষে নিয়ে গিয়েছেন তাঁরা। তাই ফ্লেমিংকে রাজি করাতে মাহিই ভরসা বিসিসিআই-এর।

    কেন ফ্লেমিং-এর জন্য চেষ্টা

    রোহিত-কোহলি কেরিয়ারের শেষের দিকে। নতুন ক্রিকেটাররা উঠে আসছেন। এই সন্ধিক্ষণে বোর্ডের তরফে অভিজ্ঞ কোচের উপর ভরসা রাখা হচ্ছে। ক্রিকেটারদের সেরাটা বের করে আনা, দলে পজিটিভ পরিবেশ বজায় রাখা, সিএসকেকে দীর্ঘদিন সাফল্য এনে দেওয়া- স্টিফেন ফ্লেমিংয়ে মুগ্ধ ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলোয়াড়ি জীবনে চতুর অধিনায়ক ছিলেন ফ্লেমিং। কোচ হিসেবে দেখিয়ে দিয়েছেন, কীভাবে দীর্ঘদিন একই মন্ত্রে এক দলকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। দুবার চ্যাম্পিয়ন্স ট্রফি, পাঁচবার দলকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। আইপিএলে কোনও ফ্র্যাঞ্চাইজিতে সবথেকে বেশি সময় কোচিং করানোর নজির তাঁর দখলে।

    কেন আপত্তি ফ্লেমিং-এর

    সিএসকের কোচ হওয়ার পরে ফ্লেমিং দুনিয়া চষে বেড়িয়েছেন। বিগব্যাশে মেলবোর্ন স্টার্স-এ চার বছর কোচিং করিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় টি২০ লিগে জো’বার্গ সুপার কিংসের কোচ হয়েছেন। এমনকি মেজর লিগ ক্রিকেটের টেক্সাস সুপার কিংসের কোচ হিসেবে দেখা গিয়েছে। দুই ফ্র্যাঞ্চাইজিই সিএসকের সিস্টার ফ্র্যাঞ্চাইজি। এছাড়াও হান্ড্রেড লিগে সাদার্ন ব্রেভ-এর হেড কোচ হয়েছেন। জুলাইয়ে একই সঙ্গে মেজর লিগ ক্রিকেট এবং হান্ড্রেড হওয়ায় দুই টুর্নামেন্টেই ব্যস্ত সময় কাটাবেন তিনি। ঘটনা হল, দুনিয়া জুড়ে একাধিক ফ্র্যাঞ্চাইজির কোচ হলেও পরিবারের সঙ্গে নিয়ম করে সময় কাটাতে পারেন তিনি। তবে ভারতের কোচ হলে একদম বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে তাঁকে। সেই কারণেই তিনি প্রাথমিকভাবে নিমরাজি।

    আরও পড়ুন: সুনীলের জন্যই কুয়েত ম্যাচ জিততে চান স্টিমাচ, দল নিয়ে কী বললেন কোচ?

    বোর্ডের আশা

    টিম ইন্ডিয়ার কোচ কে হবে সেটা এখন কোটি টাকার প্রশ্ন। রাহুল দ্রাবিড় বেরিয়ে যাওয়ার আগেই পরের কোচের নাম চূড়ান্ত করতে চায় বিসিসিআই (BCCI)। এই জন্য আইপিএল-এর মাঝেই কোচের খোঁজ শুরু হয়েছে। বিজ্ঞাপন যেমন বোর্ড দিয়েছে তেমনই নিজেদের দিক থেকেও কোচ খোঁজার কাজ শুরু করে দিয়েছেন বোর্ড কর্তারা। আর এখানে সবার আগে রয়েছে স্টিফেন ফ্লেমিংয়ের নাম। বোর্ড সূত্রে খবর, ফ্লেমিং না বলেননি, তিনি চুক্তির দৈর্ঘ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী রাহুল দ্রাবিড়ও শুরুতে কোচ হতে আগ্রহী ছিলেন না। পরে সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁকে আশ্বস্ত করেন। স্টিফেন ফ্লেমিং-এর ক্ষেত্রেও তেমনটা ঘটলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর এক্ষেত্রে বিসিসিআই-এর ভরসা বিশ্বজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Team India: নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ বিসিসিআই-এর, জানেন কী কী যোগ্যতা দরকার?

    Team India: নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ বিসিসিআই-এর, জানেন কী কী যোগ্যতা দরকার?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই ভারতীয় দলের কোচ (Team India) হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হতে চলেছে। বিশ্বকাপের পরে ভারতীয় দলের কোচ নির্ধারিত হবে। টিম ইন্ডিয়ার পরবর্তী কোচের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিসিসিআই। সোমবার রাতে সোশ্যাল মিডিয়া এক্স-য়ে এই বিজ্ঞপ্তি পোস্ট করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। ভারতীয় ক্রিকেট দলের মুখ্য কোচের পদের জন্য ২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন করা যাবে। রোহিত-কোহলিদের কোচ হতে গেলে ৬০ বছরের কম বয়স হতে হবে, এমনটাই জানিয়েছে বিসিসিআই (BCCI)।

    কী কী যোগ্যতা থাকলে আবেদন করা যাবে

    ১) কমপক্ষে ৩০টি টেস্ট অথবা ৫০টি এক দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকতে হবে প্রধান কোচের। আইসিসির অ্যাসোসিয়েট সদস্য দেশের জাতীয় দল, আইপিএল বা সম মানের বিদেশি কোনও লিগের ফ্র্যাঞ্চাইজ়ি, প্রথম শ্রেণির ক্রিকেট দল বা কোনও দেশের ‘এ’ দলের কোচ হিসাবে কাজ করলেও আবেদন করা যাবে। এ ক্ষেত্রে অন্তত তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা দরকার। 

    ২) বিসিসিআইয়ের লেভেল ৩ অথবা সমতুল কোচিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। বয়স হতে হবে ৬০ বছরের কম।

     ৩) ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালনের জন্য মুম্বইয়ে থেকে কাজ করতে হবে।

    ৪) ভারতীয় দলের প্রশিক্ষণের মূল দায়িত্ব পালন করতে হবে। দলকে প্রস্তুত করার দায় তাঁরই। সহকারী হিসাবে পাওয়া যাবে ১৪ থেকে ১৬ জনকে। তিন ধরনের ক্রিকেটেই ভারতীয় দলের পারফরম্যান্সের সব দায় প্রধান কোচের। 

    ৫) ভারতীয় দলের প্রধান কোচকে কৌশল তৈরির ক্ষেত্রে দক্ষ হতে হবে। দলকে ধারাবাহিক ভাবে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যেতে হবে। দলের মধ্যে জয়ের সংস্কৃতি গড়ে তুলে শীর্ষে পৌঁছে দিতে হবে।

    আরও পড়ুন: বিশ্বকাপের পরেই রোহিত-দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচ কে?

    কতদিন পর্যন্ত মেয়াদ

    গত বছর একদিনের ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হওয়ার পরই ভারতীয় ক্রিকেট দলে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ের (Team India) মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। যদিও এরপর বিসিসিআই তাঁর সঙ্গে আলোচনা করেছিল এবং চলতি বছর আয়োজিত টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তাঁকে দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করেছিল। দ্রাবিড় আর এই পদে থাকতে আগ্রহী নন, বলে ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন। এবার আগামী একদিনের ক্রিকেট বিশ্বকাপের কথা মাথায় রেখেই যে পরবর্তী কোচ নির্বাচন করা হচ্ছে, তা বলা যেতেই পারে। কারণ নতুন যে কোচ নির্বাচিত হবেন আগামী ১ জুলাই থেকে তাঁর মেয়াদ শুরু হবে, চলবে ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: বিশ্বকাপের পরেই রোহিত-দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচ কে? 

    Team India: বিশ্বকাপের পরেই রোহিত-দ্রাবিড় জমানার ইতি! ভারতের নতুন কোচ কে? 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে নতুন কোচ পেতে চলেছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। সুযোগ থাকলেও আর টিম ইন্ডিয়ার (Team India) কোচ হতে আগ্রহী নন রাহুল দ্রাবিড়ও। একই সঙ্গে প্রশ্ন উঠছে অধিনায়ক রোহিত শর্মাকে নিয়েও। রোহিত যতদিন চাইবেন ফেট থাকলে তাঁকে ততদিন খেলতে দেওয়া উচিত বলে মনে করছেনযুবরাজ সিং-এর বাবা যোগরাজ সিংও।

    পরবর্তী কোচের খোঁজে 

    ২০২১ সালের নভেম্বর মাসে ভারতের কোচ হয়েছিলেন দ্রাবিড়। গত বছর নভেম্বর মাসে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ পর্যন্ত চুক্তি ছিল তাঁর। বিশ্বকাপ শেষে চুক্তি বৃদ্ধি করা হয় দ্রাবিড়ের। চলতি বছর জুন মাস পর্যন্ত রয়েছে সেই চুক্তি। বিসিসিআই সূত্রে খবর, এরপর দায়িত্বে থাকতে গেলে দ্রাবিড়কে আবেদন করতে হবে। কয়েক দিন আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, কোচের পদের জন্য আবেদন নেওয়া শুরু করবে বোর্ড। দ্রাবিড় চাইলে আবার আবেদন করতে পারেন। কিন্তু তিনি আর আবেদন করবেন না বলে খবর। সে ক্ষেত্রে নতুন কোচ পাবে ভারতীয় ক্রিকেট দল।

    দীর্ঘমেয়াদী কোচের খোঁজে

    সম্প্রতি বিসিসিআইয়ের (BCCI) হেড কোয়ার্টার থেকে বোর্ড সেক্রেটারি জয় শাহ বলেন, ‘অল্প কয়েকদিনের মধ্যেই নতুন কোচের পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশিত হবে। রাহুল দ্রাবিড়ের চুক্তি শেষের পথে। তিনি যদি কোচের দায়িত্ব চালিয়ে যেতে চান, তা হলে তাঁকে পুনরায় আবেদন করতে হবে। আমরা একজন দীর্ঘমেয়াদী কোচের খোঁজে রয়েছি। তিন বছরের জন্য।’

    বিদেশি কোচ

    এ বার বিদেশি কোচকেও আনা হতে পারে। বোর্ড সচিব জয় বলেন, “আমরা এখনই বলছি না যে নতুন কোচ ভারতীয় না বিদেশি হবেন। এই সিদ্ধান্ত নেবে বোর্ডের উপদেষ্টা পর্ষদ। যদি ক্রিকেট অ্যাডভাইসারি কমিটি বিদেশি কোচ নির্বাচন করে, তা হলে আমি তাতে হস্তক্ষেপ করতে পারি না। একইসঙ্গে সাদা বলে ও টেস্ট ক্রিকেটের জন্য আলাদা ভারতের কোচ হবে কিনা, সেই সিদ্ধান্তও নেবে ক্রিকেট অ্যাডভাইসরি কমিটি। যদিও ভারতে এমন নজির নেই।” শেষ বার ভারতের বিদেশি কোচ ছিলেন ডানকান ফ্লেচার। ভারত ২০১১ সালে বিশ্বকাপ জেতে বিদেশি কোচের অধীনে। গ্যারি কার্স্টেনের অধীনে দল জেতে। এবার তাই রিকি পন্টিংয়ের নামও ভেসে উঠছে। প্লেয়ার হিসেবে তাঁর যেমন অভিজ্ঞতা আছে তেমনই আছে সাফল্য। তিনি আইপিএল-এর সুবাদে দীর্ঘদিন ভারতে কোচিং করাচ্ছেন। অস্ট্রেলিয়া দলকেও কোচিং করিয়েছেন তিনি। 

    আরও পড়ুন: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    দায়িত্বে লক্ষ্মণ!

    এখন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি-র কোচ লক্ষ্মণ কোচের পদে বসার জন্য প্রধান দাবিদার। তিনি রাহুল দ্রাবিড়ের অনুপস্থিতিতে সিনিয়র দলকে কোচিং করিয়েছেন। তাঁর অধীনে ভারতীয় দল দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে। এশিয়ান গেমসে নতুন প্লেয়ারদের নিয়ে দল তৈরি করে তিনি সোনা জেতেন। দলকে ভালো করে চেনা লক্ষ্মণেই ভরসা করতে পারে বিসিসিআই।

    রোহিত কত দিন

    কোচের মতোই নয়া অধিনায়কও খুঁজছে ভারতীয় দল। সম্ভবত এটাই শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ রোহিত শর্মার। ২০২৬-এ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসলেও ততদিন রোহিত ফিট থাকবেন কি না তা সময় বলবে। তবে ২০-বিশের বিশ্বকাপ না হলেও ২০২৭ এ একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপ খেলতে চান রোহিত। সেই সময় রোহিতের বয়স হবে ৪০ বছর। সচিনও শেষ বিশ্বকাপ খেলেছিলেন ৪০ বছর বয়সে। ৩৯ বছর বয়সে বিশ্বকাপ খেলেছিলেন মাহি। তাই ফিট থাকলে রোহিতকেও সেই সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার যোগরাজ সিং। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হতেই শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ খেলা হবে দুই দেশের ৯টি স্টেডিয়ামে। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’দফায় আমেরিকায় যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরা।

    কখন, কারা যাবে

    বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা ২৪ মে বিশ্বকাপ খেলতে যাবেন। মুম্বই বা বেঙ্গালুরু দু দলই প্লে অফে উঠছে না বলা যায়। সেই অনুযায়ী প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা আমেরিকার বিমানে উঠবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জয় শাহ বলেন, ‘‘মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।’’ 

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ভারতের ম্যাচ কবে 

    এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) এ গ্রুপে রয়েছে ভারত। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকা। গ্রুপ পর্বে ভারত ৪টে ম্যাচই খেলবে আমেরিকায়। বিশ্বকাপে ভারত নামছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তার পরে ৯ এবং ১২ জুন পাকিস্তান এবং আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচে ভারত কানাডার বিরুদ্ধে নামবে ফ্লোরিডায়। ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ৮টায়। খেলা চলবে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে  যাবে ভারত! কী শর্ত দিল বিসিসিআই?

    Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত! কী শর্ত দিল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে যেতে পারে ভারত। কেন্দ্র সরকারের অনুমতি মিললে লাহোরে ম্যাচ খেলতে যাবেন রোহিতরা বিসিসিআই -এর তরফে এমনই জানানো হয়েছে। 

    কী বলল বিসিসিআই

    ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় দল। ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-২০১৩ মরসুমে। ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। কয়েক মাস আগেই আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতে। সেখানে অনেক শর্ত আরোপের পর খেলতে এসেছিল বাবররা। তার আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। ভারতীয় দল না যাওয়ায় হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্ট। ফাইনাল সহ ভারতের সব ম্যাচই শ্রীলঙ্কায় হয়েছিল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা পাকভূমে। 

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল বলেছেন, একটা শর্তেই পাকিস্তানে খেলতে যাবে ভারত। বোর্ডের সহ সভাপতি পরিষ্কার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির উপরই।’

    আরও পড়ুন: জাতীয় দলে মোহনবাগানের ৮ ফুটবলার! স্টিমাচের শিবিরে ৪১ জন

    ভারত যদি না যায়

    ২০১৭ সালের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হয়নি। আগামী বছর পাকিস্তানকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। কিন্তু পাকিস্তানে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা, এ নিয়ে ধোঁয়াশা থাকছেই। ভারতীয় দল যদি খেলতে না যায়, সেক্ষেত্রে টুর্নামেন্ট হতে পারে হাইব্রিড মডেলেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, ভারতীয় দল খেলতে যাক। আইসিসির কাছে খসরা সূচিও দিয়েছে পাকিস্তান। মোট তিনটি ভেনু বাছাই করা হয়েছে। এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এই ভেনুতে ফাইনালও হওয়ার কথা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    T20 World Cup 2024:  চার স্পিনার তাই বাদ! বিশ্বকাপের দলে রিঙুকুর না থাকার কারণ ব্যাখ্যা করলেন আগরকর

    মাধ্যম নিউজ ডেস্ক: আর ঠিক এক মাস পরেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইসিসির এই মেগা টুর্নামেন্টের জন্য ইতিমধ্যেই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন সাম্প্রতিক কালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দেশের সবচেয়ে ধারাবাহিক প্লেয়ার রিঙ্কু সিং (Rinku Singh)। বৃহস্পতিবার বিসিসিআই-এর তরফে এ নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বিশ্বকাপের দল থেকে রিঙ্কুর বাদ পড়ার কারণ ব্যাখা করলেন জাতীয় নির্বাচক প্রধান অজিত আগরকর। টিম কম্বিনেশনের জন্যই বাদ যেতে হয়েছে রিঙ্কুকে (Rinku Singh) দাবি আগরকরের।

    কেন বাদ রিঙ্কু

    রিঙ্কু সিংকে (Rinku Singh) কেন টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2024) মূল দলে রাখা হয়নি? তা নিয়ে যুক্তি সাজানোর চেষ্টা করলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর। বৃহস্পতিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দফতরে সাংবাদিক বৈঠকে আগরকর দাবি করেন, রিঙ্কুকে মূল দলের বাইরে রাখার যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, সেটা সম্ভবত কঠিন কাজ ছিল। রিঙ্কু এমন কোনও কাজ করেননি, যে কারণে তাঁকে দলে রাখা হবে না। কিন্তু দলের কম্বিনেশনের কথা ভেবে রিঙ্কুকে ১৫ জনের দলে রাখা যায়নি বলে দাবি করেন আগরকরের। তিনি বলেন,   ‘খুব কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয়েছে আমাদের। এতে রিঙ্কুর কোনও হাত নেই। স্রেফ কম্বিনেশনের দিকে তাকিয়ে এটা করা হয়েছে। রোহিত বাড়তি স্পিনার চেয়েছিল। যাতে দু’জন রিস্ট স্পিনার থাকে। রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে। ও কাছাকাছি থাকবে।’

    রিঙ্কুর বাদ পড়া নিয়ে প্রশ্ন

    ভারতের বিশ্বকাপের (T20 World Cup 2024) দল ঘোষণা করার কয়েক দিন আগে থেকে বিশেষজ্ঞেরা নিজেদের মতো করে দল নির্বাচন করছিলেন। এমন এক জনকেও চোখে পড়েনি, যিনি নিজের দল থেকে রিঙ্কুকে বাদ দিয়েছেন। সবাই ধরেই নিয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজ় ও আমেরিকায় আয়োজিত বিশ্বকাপে ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা যাবে আলিগড়ের ছেলেকে। কিন্তু তা হয়নি। শিবম দুবের কাছে হেরে গিয়েছেন রিঙ্কু। আইপিএল শুরু হওয়ার আগে ভারতের নির্বাচক প্রধান অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছিলেন, যে হেতু বিশ্বকাপের আগে ভারত আর কোনও সিরিজ় খেলবে না, তাই আইপিএলের পারফরম্যান্স দেখেই দল তৈরি হবে। রিঙ্কুর আইপিএলের পারফরম্যান্স এ বার রিঙ্কুচিত হয়নি। এ বার রিঙ্কু আটটি ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন। ১২৩ রান করেছেন তিনি। কিন্তু এবার রিঙ্কু বেশির ভাগ ম্যাচেই শেষ দিকে কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন। গত বার অনেক বেশি ব্যাট করার সুযোগ পেয়েছিলেন তিনি। 

    বিশ্বকাপে ভারতীয় দল নির্বাচনের সমালোচনা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকার উইকেটে ম্যাচ জেতানো ইনিংস খেলেছিল রিঙ্কু। আফগানিস্তানের বিরুদ্ধে ২২ রানে ৪ উইকেট পড়ে যাওয়ার পরে ২১২ রান করেছিল ভারত। রোহিত শতরান করেছিল। ওকে গোটা ইনিংস জুড়ে সঙ্গ দিয়েছিল রিঙ্কু। সেগুলো কি নির্বাচকদের চোখে পড়েনি? খুব খারাপ একটা দল হয়েছে। চার জন স্পিনারের কী দরকার? চার জনকেই তো খেলানো যাবে না। কয়েক জনকে খুশি করার জন্য এই দল নির্বাচন করা হয়েছে। জঘন্য।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একঝাঁক চমক রয়েছে। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। বৈঠকে দল বাছাইয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বোঝা যায়।  ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা হল না রিঙ্কু সিংয়ের। সুযোগ পেলেন না শুভমন গিলের মতো তারকা ওপেনার। বাদ পড়লেন অভিজ্ঞ লোকেশ রাহুল। দলে ফিরলেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া।

    বিরাট ভরসা রোহিতের

    রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। ২ জুন থেকে শুরু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা। ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

    আরও পড়ুন: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    সহ অধিনায়ক হার্দিক

    ভারতীয় দলে (Team India) রয়েছেন টি-টোয়েন্টি (T20 World Cup) ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হল পন্থের। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। আইপিএলে ভাল খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। হার্দিকের ওপর ভরসা রেখেছে বোর্ড। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। উল্লেখ্য, ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপে রয়েছে। যুগ্ম আয়োজক আমেরিকার সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত তাদের চারটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকায়।  ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে ৯ জুন।

    পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share