Tag: BCCI

BCCI

  • IPL 2024: ফুলটস নো-বল বুঝতে মাপা হবে ব্যাটারের কোমরের উচ্চতা! আইপিএলে আসছে নতুন নিয়ম

    IPL 2024: ফুলটস নো-বল বুঝতে মাপা হবে ব্যাটারের কোমরের উচ্চতা! আইপিএলে আসছে নতুন নিয়ম

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ম্যাচ হোক বা আইপিএল (IPL 2024) কোমরের উপরের নো-বল নিয়ে চর্চা অব্যাহত থেকেছে। এবার এই বিতর্কের অবসান হতে পারে। চলতি আইপিএলের মঞ্চ থেকেই বিশ্ব ক্রিকেটকে নতুন পথ দেখাতে পারে বিসিসিআই। এরজন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। কোমরের উচ্চতার উপর ফুল টস করলে ক্রিকেটের নিয়মে তা নো বল। কিন্তু প্রত্যেক ক্রিকেটারের শারীরিক উচ্চতা সমান না হওয়ায় বিতর্ক হয়। সেই বিতর্ক যাতে না হয় তার জন্য নতুন প্রযুক্তি নিয়ে আসছে বিসিসিআই (BCCI)।

    কী নিয়ম আনছে বিসিসিআই

    ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, আইপিএলে (IPL 2024) প্রতিটি দলের প্রত্যেক ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ নেওয়া হবে। তার পরে সেই তথ্য একটি সিস্টেমে রাখা থাকবে। যখন কোনও ক্রিকেটারের কোমরের উচ্চতায় ফুট টস বলে নো হয়েছে কি হয়নি তা দেখা হবে তখন সংশ্লিষ্ট সেই ক্রিকেটারের কোমরের উচ্চতার মাপ দেখা হবে। সেই ক্রিকেটারের উচ্চতা অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। ওই আধিকারিক আরও জানান, ক্রিকেটারদের উচ্চতা আলাদা আলাদা হওয়ায় নো বলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট উচ্চতা রাখা ঠিক নয়। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। 

    আরও পড়ুন: কলকাতার ম্যাচের সময় বদল, ইডেনে রাজস্থানের সঙ্গে খেলা ১৬ এপ্রিল

    চলতি আইপিএলে নয়া নিয়ম

    ২০২৪ আইপিএলে (IPL 2024) গোটাচারেক নতুন নিয়ম এনেছে বিসিসিআই। তার একটা হল স্মার্ট রিপ্লে সিস্টেম। কোনও আবেদনের ক্ষেত্রে রিভিউ নেওয়া হলে এবার দ্রুত কাজ করবে হক আই প্রযুক্তি। কারণ এই প্রযুক্তি নিয়ন্ত্রণকারী দু’জন বসে থাকবেন তৃতীয় আম্পায়ারের পাশেই। সিদ্ধান্ত যাতে আরও নির্ভুল করা যায় তার জন স্টেডিয়ামের বিভিন্ন কোনায় বসানো হয়েছে অতিরিক্ত উচ্চমানের ক্যামেরা। দুটি ওভারের মাঝে নির্দিষ্ট স্টপ ক্লক আর নেই। প্রতি ওভারে দু’টি করে বাউন্সার দিতে পারবেন বোলারেরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappTelegramFacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    India vs Australia: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সূচি প্রকাশ, বর্ডার-গাভাসকর ট্রফিতে দিন-রাতের ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি ভাবে প্রকাশিত হল ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজের সূচি। পাঁচ ম্যাচের সিরিজে এবারও থাকছে দিন-রাতের টেস্ট। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট শুরু হবে আগামী ২২ নভেম্বর। মঙ্গলবার ভারত-অস্ট্রেলিয়ার মহিলা দলের এক দিনের সিরিজের সূচিও প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। 

    কবে থেকে খেলা

    ক্রিকেট অস্ট্রেলিয়ার (India vs Australia) সিইও নিক হকলে বলেছেন, ‘‘অবশেষে বর্ডার-গাভাসকর ট্রফি (Border-Gavaskar Trophy) অ্যাশেজ সিরিজের সম মর্যাদার হল। ১৯৯১-৯২ মরসুমের পর আবার ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। এমন ভাবে সূচি তৈরি করা হয়েছে, যাতে অধিকাংশ ক্রিকেটপ্রেমী টেস্ট ম্যাচের লড়াই উপভোগ করতে পারেন। আশা করব এই টেস্ট সিরিজে সব স্টেডিয়ামেই দুর্দান্ত আবহ তৈরি হবে।’’ ঘোষিত সূচি অনুযায়ী রোহিত শর্মা-প্যাট কামিন্সেরা প্রথম টেস্ট খেলবেন পার্‌থে ২২ নভেম্বর থেকে। ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট।  ১৪ ডিসেম্বর থেকে তৃতীয় টেস্ট শুরু হবে ব্রিসবেনে। ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে চতুর্থ টেস্ট। ভারত-অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট খেলবে মেলবোর্নে। ২০২৫ সালের ৩ জানুয়ারি দু’দলের পঞ্চম তথা শেষ টেস্ট শুরু। এই ম্যাচটি হবে সিডনিতে। 

    দিন-রাতের টেস্ট

    ৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে দু’দলের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি হবে দিনরাতের। খেলা হবে গোলাপি বলে। একই সময় অস্ট্রেলিয়া (India vs Australia) সফরে যাবে ভারতের মহিলা ক্রিকেট দলও। হরমনপ্রীত কৌরেরা তিন ম্যাচের এক দিনের সিরিজ খেলবেন। ভারতের পাশাপাশি পড়শি দেশ পাকিস্তানও এই গ্রীষ্মে অস্ট্রেলিয়া সফরে যাবে। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের ঠিক আগে, নভেম্বরের শুরুর দিকেই সীমিত ওভারের সিরিজ খেলবেন বাবর আজমরা। অজিভূমে পাকিস্তানের তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ান ডে ম্যাচ খেলার কথা।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    IPL 2024: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ, নির্বাচন-পর্বেও ভারতভূমে চলবে খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: ৮ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্বের আইপিএল (IPL 2024)। দ্বিতীয় পর্বের সূচি ঘোষণা করা হল সোমবার। লোকসভা নির্বাচন শুরু হবে ১৯ এপ্রিল। নির্বাচন হবে সাত দফায়। এই সময়ই খেলা হবে আইপিএলেরও। বিদেশ নয়, খেলা হবে দেশেই। সূচি অনুযায়ী, আইপিএলের ফাইনাল খেলা হবে ২৬ মে, চেন্নাইয়ে।

    ক্রীড়াসূচি (IPL 2024)

    কোয়ালিফায়ার ১ হবে ২১ মে এবং এলিমিনেটর হবে তার পরের দিন। খেলা হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ২৪ মে কোয়ালিফায়ার ২ হবে চেন্নাইয়ে। প্রথম পর্বের মতো (IPL 2024) দ্বিতীয় পর্বও শুরু হবে চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে। খেলা হবে রাতে, চিপকেতে তারা মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্সের। লোকসভা নির্বাচনের সময় আইপিএল হয়েছিল আগেও। সেটা ২০০৯ সাল। সেবার আইপিএল হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। তার পরের লোকসভা নির্বাচনের সময় আইপিএলের অর্ধেক ম্যাচ হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহিতে। উনিশের আইপিএলের সবকটি খেলাই হয়েছিল ভারতভূমে। এবারও সেটাই হবে। তবে ক্রীড়াসূচি এমনভাবে তৈরি করা হয়েছে যে, যখন দেশের যে অংশে নির্বাচন হবে, সেই অংশে তখন ম্যাচ হবে না।

    দ্বিতীয় দফার সূচি

    দ্বিতীয় দফার সূচিতে (IPL 2024) দুটি ম্যাচ হবে ধর্মশালায়। চেন্নাই ও বেঙ্গালুরুর বিরুদ্ধে এই ম্যাচ দুটি খেলবে পঞ্জাব কিংস, হোম ম্যাচ হিসেবে। খেলা হবে মে মাসের ৫ ও ৯ তারিখে। রাজস্থান রয়্যালসের হোম গ্রাউন্ড হিসেবে পরিচিত গুয়াহাটিতেও হবে দুটি ম্যাচ। সেখানে তারাও খেলবে দুটি ম্যাচ। একটিতে তাদের প্রতিপক্ষ পঞ্জাব, অন্যটিতে কলকাতা। খেলা হবে মে মাসের ১৫ ও ১৯ তারিখে। গ্রুপ পর্বের খেলা শেষ হবে ২০ মে। ২২ মে থেকে শুরু হবে প্লে অফের খেলা। এবার আইপিএলের উদ্বোধনী ম্যাচ হয়েছিল চেন্নাইতে। ২৬ মে ফাইনাল খেলাও হবে চেন্নাইতেই। উদ্বোধনী ম্যাচে সম্মুখ সমরে নেমেছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পাঁচবারের চাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের জয়ের মাধ্যমে শুরু হয়েছিল টুর্নামেন্ট (IPL 2024)।

    আরও পড়ুুন: ৫০ লক্ষ টাকা দেওয়ার কথা রাখেননি দেব, ঘাটালে পড়ল পোস্টার, শোরগোল

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
  • Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিনই ঘোষণা করা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নতুন দল। বৃহস্পতিবার থেকেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সোমবার রাতে নতুন দল ঘোষণা করে বিসিসিআই (Team India)। পুরো বিশ্বকাপে চোটের জন্য বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হননি। সে কারণে টি-টোয়েন্টি সিরিজে (Team India) দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

    বিশ্বকাপ দলের কারা থাকলেন

    জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ এবং শেষ দুটি ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। বিশ্বকাপের দলে খেলা খেলোয়াড় হিসেবে সূর্য কুমার যাদব ছাড়াও রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিসান। মনে করা হচ্ছে, এই তিনজনই বিশ্বকাপে যথেষ্ট খেলার সুযোগ পাননি। তাই তাঁদের টি-টোয়েন্টি (Team India) দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের খেলার ধকল নিতে হয়েছে সব সিনিয়র ক্রিকেটারদেরই। তাই বেশিরভাগজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের যে দল ঘোষণা হল সেটি দেখেই বোঝা যাচ্ছে, এশিয়ান গেমসে যাঁরা খেলতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখানে সুযোগ পেয়েছেন। ভারতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে। বাংলার মুকেশ কুমারও রয়েছেন দলে। প্রসঙ্গত, আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের একবার খেলিয়ে নিতে চাইছে ভারত।

    ভারতের ঠাসা ক্রিকেট-সূচি

    জানা গিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ (Team India) শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়া যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে রোহিত শর্মারা টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচের সিরিজ, তিনটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ভারতীয় দল দেশে ফিরলে শুরু হবে আফগানিস্তানের সিরিজ। ১১ জানুয়ারি থেকে ১৭ জনুয়ারি পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের পরেই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্কোয়াড

    সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড (সহ-অধিনায়ক), ঈশান কিসান, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন বোর্ড সভাপতি রজার বিন্নি

    Asia Cup 2023: পাকিস্তানে এশিয়া কাপের ম্যাচ দেখতে যাচ্ছেন বোর্ড সভাপতি রজার বিন্নি

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপের (Asia Cup 2023) উদ্বোধনী ম্যাচ হচ্ছে পাকিস্তানের মুলতানে আগামী ৩০ অগাস্ট। প্রসঙ্গত, সে দেশে খেলতে যেতে রাজি হয়নি ভারতীয় দল। বিসিসিআই -এর আপত্তির কারণেই শ্রীলঙ্কাতে খেলা হচ্ছে এশিয়া কাপের (Asia Cup 2023) অনেকগুলি ম্যাচ। কিন্তু এবার আয়োজক পাকিস্তানের আমন্ত্রণে সাড়া দিয়ে লাহোরে হাজির থাকবেন বোর্ড সভাপতি রজার বিন্নি এবং সহ-সভাপতি রাজীব শুক্ল। অন্যদিকে এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু হওয়ার ঠিক আগেই ক্রিকেটে ছড়িয়েছে করোনা আতঙ্ক। জানা গিয়েছে, শ্রীলঙ্কার দুই ক্রিকেটারের শরীরে মিলেছে ভাইরাস। তাঁদের বাকি ক্রিকেটারদের থেকে আলাদা করে রাখা হয়েছে। এমন অবস্থায় ফের উদ্বেগ ছড়িয়েছে করোনা ভাইরাসকে নিয়ে।

    পাকিস্তানে খেলা দেখতে যাবেন বোর্ড সভাপতি রজার বিন্নি

    জানা যাচ্ছে, উদ্বোধনী ম্যাচে (Asia Cup 2023) ভারতের কোনও প্রতিনিধি অবশ্য মুলতানে হাজির থাকছেন না। বোর্ডের সূত্রে জানা গিয়েছে, রজার বিন্নি, রাজীব শুক্ল এবং বোর্ডের সচিব জয় শাহ ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় হাজির থাকবেন। তার পরের দিন তাঁদের ভারতে ফেরার সম্ভাবনা রয়েছে। এরপরেই লাহোরে উড়ে যাবেন রজার বিন্নি এবং রাজীব শুক্ল। জয় শাহের অবশ্য যাওয়ার সম্ভাবনা নেই। ৪ সেপ্টেম্বর লাহোর যাবেন বিসিসিআইয়ের দুই কর্তা এবং ফিরবেন ৭ সেপ্টেম্বর। এর মধ্যে দুটি ম্যাচ (Asia Cup 2023) দেখবেন তাঁরা। প্রসঙ্গত, ২০০৮ সালের ভয়ঙ্কর মুম্বাই হামলার পর থেকেই দুই দেশের মধ্যে ক্রিকেটের সম্পর্ক তলানিতে ঠেকেছে। সেভাবে কোনও সিরিজ খেলা হয়নি তারপর থেকেই।

    করোনা আতঙ্ক এশিয়াকাপে (Asia Cup 2023)

    জানা যাচ্ছে, আক্রান্ত দুই ক্রিকেটার হলেন ব্যাটার আবিষ্কা ফার্নান্ডো এবং উইকেটরক্ষক কুশল পেরেরা। দুজনেই শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। এর আগে করোনা লক্ষণ মিলে যাওয়ায় তাঁদের পরীক্ষা করানো হয়। সেখানেই ধরা পড়ে ভাইরাস। কিন্তু প্রশ্ন অন্য জায়গায়, করোনার বিধি নিষেধ একপ্রকার উঠে গেছে বললেই চলে। এমতো অবস্থায় শ্রীলঙ্কায় ক্রিকেটাররা (Asia Cup 2023) খেলতে যেতে ভয় পাচ্ছেন, তার কারণ সেখানে যে তারা আক্রান্ত হবেন না এমন সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Cricket World Cup 2023: বিশ্বকাপের টিকিট কবে থেকে, কীভাবে মিলবে? আইসিসি জানালো সমস্ত খুঁটিনাটি

    Cricket World Cup 2023: বিশ্বকাপের টিকিট কবে থেকে, কীভাবে মিলবে? আইসিসি জানালো সমস্ত খুঁটিনাটি

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরে ভারতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপের আসর (Cricket World Cup 2023)। এবার সেই ইভেন্টের টিকিট কোথায় মিলবে তা জানিয়ে দিল আইসিসি। জানা গিয়েছে, ওয়েবসাইট থেকে টিকিট কেনা যাবে এবং ‘বুক মাই শো’ ওয়েবসাইট থেকে সব ম্যাচের (Cricket World Cup 2023) টিকিট মিলবে। প্রথমে রেজিস্ট্রেশন করাতে হবে www.cricketworldcup.com/register এই ওয়েবসাইটে। যে কোনও ম্যাচের টিকিট মিলবে রাত আটটা থেকে। জানা গিয়েছে, মোট ৫৮টি ম্যাচ হতে চলেছে চলতি বছরের বিশ্বকাপে (Cricket World Cup 2023)। খেলা হবে দেশের ১২টি স্টেডিয়ামে। অনলাইনে টিকিট কেটে খেলা দেখতে আগ্রহী দর্শকরা আগেভাগে বিশ্বকাপের ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে পারবেন। অনলাইনে টিকিট কেনা হলেও ছাপা টিকিট সংগ্রহ করেই মাঠে ঢুকতে  হবে।

    একসঙ্গে সব ম্যাচের টিকিট ছাড়া হবে না

    জানা গিয়েছে, সমর্থকদের (Cricket World Cup 2023) সুবিধা অনুযায়ী, সব ম্যাচের টিকিট একসঙ্গে ছাড়া হবে না। এতে কী হয়, প্রচুর লোক একসঙ্গে টিকিট বুকিং শুরু করতে থাকে। এর ফলে ওয়েবসাইটে বিকল হয়ে যেতে পারে। ধাপে ধাপে দুটি বা তিনটি করে ম্যাচের টিকিট ছাড়া হবে এবং সবশেষে ছাড়া হবে ভারত-পাকিস্তান ম্যাচের (Cricket World Cup 2023) টিকিট। হাইভোল্টেজ ভারত-পাক ম্যাচের টিকিট নিয়ে ব্যাপক চাহিদা থাকবে।

    কোন দিন কোন ম্যাচের টিকিট মিলবে? 

    আইসিসি যা সিদ্ধান্ত নিয়েছে তাতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের (Cricket World Cup 2023) যে ম্যাচগুলি রয়েছে তার টিকিট বিক্রি হবে ৩১ অগাস্ট থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা ম্যাচের টিকিট পাওয়া যাবে ১ সেপ্টেম্বর থেকে (Cricket World Cup 2023)। দক্ষিণ আফ্রিকার নেদারল্যান্ড ম্যাচের টিকিট পাওয়া যাবে ২ সেপ্টেম্বর থেকে। ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট পাওয়া যাবে ৩ সেপ্টেম্বর থেকে। ফাইনাল এবং সেমিফাইনালের টিকিট মিলবে ১৫ সেপ্টেম্বর থেকে। আইসিসি প্রথমেই জানিয়েছে যে অনলাইন টিকিটে (Cricket World Cup 2023) মাঠে ঢোকা যাবে না। অফলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। অফলাইনে বড় লাইন দেওয়ার অসুবিধায় যাঁরা পড়তে চান না তাঁরা বাড়িতে বসেই টিকিট পেয়ে যাবেন। কীভাবে পাবেন? এক্ষেত্রে আইসিসি বলছে অতিরিক্ত খরচ করতে হবে ১৪০ টাকা। তাহলেই কুরিয়ারের মাধ্যমে টিকিট বাড়িতে পৌঁছে যাবে। তবে এক্ষেত্রে যে ম্যাচ আপনি দেখতে চাইবেন তার ৭২ ঘণ্টা আগে টিকিট কাটতে হবে। এই সুবিধা শুধুমাত্র ভারতে বসবাসরত দর্শকদের (Cricket World Cup 2023) ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Asia Cup: এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন সোমবার, জেনে নিন সম্ভাব্য ভারতীয় দল

    Asia Cup: এশিয়া কাপের জন্য স্কোয়াড নির্বাচন সোমবার, জেনে নিন সম্ভাব্য ভারতীয় দল

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবারই এশিয়া কাপের (Asia Cup) জন্য দল ঘোষণা করতে পারে ভারত। নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকাররা সোমবারে দিল্লিতে বৈঠকে বসছেন। এরপরেই এই ১৭ জনের দল ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর। পাশাপাশি এখানেই আলোচনা হবে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের দল গঠন নিয়ে। কোচ রাহুল দ্রাবিড় নির্বাচক কমিটির এই বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। তবে বিশ্বকাপের মতো ১৫ নয় বরঞ্চ ১৭ জনের এই দল ঘোষণা হবে। এশিয়া কাপের (Asia Cup) জন্য ১৭ জনেরই দল গঠনের অনুমতি মিলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের তরফ থেকে (Asia Cup)। এবং বাংলাদেশ ও পাকিস্তানও একই পথে হেঁটে ১৭ জনের দল ঘোষণা করেছে। অন্যদিকে ক্রিকেট বিশ্বকাপের (Asia Cup) জন্য ১৫ জনের দল ঘোষণা করতে হবে বলে জানা গিয়েছে। এবং ৫ সেপ্টেম্বর এই দল ঘোষণা হতে পারে বলে খবর। ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণার কথা।

    ৩০ অগাস্ট শুরু হচ্ছে এশিয়া কাপ

    প্রসঙ্গত, এশিয়া কাপ (Asia Cup) শুরু হচ্ছে চলতি মাসের ৩০ তারিখে, প্রথম খেলা পাকিস্তানের মুলতানে। সেপ্টেম্বরের ২ তারিখে ভারত মুখোমুখি হবে তার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে। ক্যান্ডিতে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। 
    জানা গিয়েছে লোকেশ রাহুল এবং শ্রেয়স আয়ার এই দুজনেরই রিহ্যাব চলছে। এদের মধ্যে ম্যাচ খেলার মত ফিটনেস রাহুলের থাকলেও শ্রেয়সের সমস্যা রয়ে গেছে। তাই এশিয়া কাপের জন্য একদম সবদিক থেকে ফিট ক্রিকেটারই চাইছেন নির্বাচকরা। জানা গিয়েছে, বিসিসিআইয়ের মেডিক্যাল কমিটি সার্টিফিকেট দিয়েছে এই দুই ক্রিকেটারকে। এবং তারা বিশ্বকাপের ১৫ জনের চূড়ান্ত দলে স্থান পেতে চলেছেন। কিন্তু এশিয়া কাপে (Asia Cup) তাঁদের না খেলার সম্ভাবনাই প্রবল। যদিও ১৭ জনের দলে দুই ক্রিকেটারই থাকবেন। অন্যদিকে এশিয়া কাপে (Asia Cup) একবার ঝালিয়ে দেখা হতে পারে তিলক বর্মাকে।

    এশিয়া কাপের (Asia Cup) সম্ভাব্য দল

    এখনও পর্যন্ত ১৭ জনের যে সম্ভাব্য দল ঘোষণা হতে পারে তা হল ঠিক এইরকম, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক, ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), শ্রেয়স আয়ার (ফিটনেসের ব্যাপারে নিশ্চিত হলে), হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, যশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিশন (উইকেটরক্ষক), অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, যুজবেন্দ্র চহাল অথবা রবিচন্দ্রন অশ্বিন।
     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    India vs Pakistan: ভারতে বিশ্বকাপ খেলতে আসছে পাকিস্তান, ছাড়পত্র শেহবাজ সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে একদিনের বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন হচ্ছে ভারতে। প্রশ্ন দেখা দিয়েছিল, ভারতে আয়োজিত বিশ্বকাপে পাকিস্তান খেলতে (India vs Pakistan) আসবে কি না! অবশেষে সবুজ সংকেত দিয়েছে পাকিস্তানের ক্রিকেট বোর্ড। ভারতে খেলতে আসছে বাবর আজমদের দল। জানা গিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ছাড়পত্র দিয়েছেন। রবিবার পাকিস্তানের (India vs Pakistan) বিদেশ মন্ত্রকের তরফে আনুষ্ঠানিকভাবে একথা জানানো হয়েছে। বিবৃতিতে সাফ উল্লেখ করা হয়েছে, ভারতে বিশ্বকাপ খেলতে যাবে পাকিস্তানের ক্রিকেট দল।

    ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচ

    প্রসঙ্গত, চলতি বছরের ৫ অক্টোবর থেকে বিশ্বকাপের আসর বসছে ভারতে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ ইতিপূর্বে ঠিক ছিল ১৫ অক্টোবর হবে। কিন্তু এখন জানা গিয়েছে, সেই তারিখ একদিন এগিয়ে এসেছে। অর্থাৎ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ হতে চলেছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, পাক ক্রিকেটারদের (India vs Pakistan) নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সে দেশের বিদেশমন্ত্রক এবং এ বিষয়ে তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল এবং ভারতের আধিকারিকদের সঙ্গেও কথা বলেছে। ভারতের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে যে পাকিস্তানের ক্রিকেটারদের নিরাপত্তায় কোনও রকমের ফাঁক রাখা হবে না।

    প্রসঙ্গ এশিয়া কাপ

    প্রসঙ্গত ২০২৩ সালের এশিয়া কাপ নিয়েও সমস্যা তৈরি হয়। ইতিপূর্বে ভারত স্পষ্ট করে দিয়েছিল যে এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে যাবে না। এই পরিস্থিতিতে এশিয়া কাপের কয়েকটা ম্যাচ পাকিস্তানে খেলা (India vs Pakistan) হবে, বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলা হবে। এমনটাই জানিয়েছে আইসিসি। এরপর পাকিস্তানও দাবি করতে থাকে যে ভারত যদি তাদের দেশে না খেলতে আসে, তাহলে পাকিস্তানও যাবে না ভারতে খেলতে। তবে তাদের সেই দাবি শেষ পর্যন্ত টিকল না।

     

    আরও পড়ুন: তিরন্দাজিতে ভারতের ইতিহাস, ব্যক্তিগত ভাবে প্রথম বিশ্বচ্যাম্পিয়ন ১৭ বছরের অদিতি স্বামী

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • ICC Champions Trophy : পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    ICC Champions Trophy : পাকিস্তান থেকে কি সরছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফির (ICC Champions Trophy) আয়োজক দেশ বদলে যেতে পারে। ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকায়। ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের মাঠে। কিন্তু এই দুই প্রতিযোগিতার জায়গা পরিবর্তন হতে পারে। এমনটাই জানা গিয়েছে এক সংবাদ মাধ্যম সূত্রে।

    পরিবর্তনের কারণ কী?

    সম্প্রতি বিসিসিআইয়ের চূড়ান্ত আপত্তির পর এশিয়া কাপ সরতে চলেছে পাকিস্তান থেকে। বিশেষজ্ঞরা বলছেন, পাকিস্তানের কপাল পুড়ল আমেরিকার জন্য। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব রয়েছে যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রের উপর। আইসিসির আধিকারিকদের ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট আয়োজন করতে প্রস্তুত নয়। আর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডের মাঠে।। এই জায়গা পূরণের জন্য পাকিস্তান থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রকে দেওয়া হতে পারে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি (ICC Champions Trophy) আয়োজনের দায়িত্ব।

    এশিয়া কাপও সরছে পাকিস্তান থেকে? 

    এ বারের এশিয়া কাপ হওয়ার কথা পাকিস্তানে। কিন্তু ভারত সেখানে খেলতে যেতে রাজি নয়, তা ইতিমধ্যে জানিয়ে দিয়েছে বিসিসিআই। তাই এশিয়া কাপ অন্য কোথাও হওয়ার সম্ভাবনা প্রবল। শোনা যাচ্ছে তা শ্রীলঙ্কায় সরতে পারে। দুই দেশের রাজনীতির সম্পর্ক মোটেও ভাল নয়। সেই প্রভাব স্বাভাবিক ভাবেই পড়ছে ক্রিকেটে। দুই দেশের সিরিজও দীর্ঘদিন বন্ধ রয়েছে। সেই কারণেই চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হল কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে।

    আরও পড়ুন: সুরাটে মিলল আইএস মডিউলের সন্ধান! ধৃত ১ মহিলা-সহ ৪

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sourav Ganguly: সৌরভ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

    Sourav Ganguly: সৌরভ কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? মমতাকে প্রশ্ন শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: সৌরভকে (Sourav Ganguly) বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার দাবি জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । তাঁর প্রশ্ন বাংলাকে প্রতিনিধিত্ব করতে একজন অবাঙালিকে বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সৌরভ যখন বাংলার গর্ব তাহলে কেন বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর নন? সৌরভের প্রতি এখন এত উদার কেন মুখ্যমন্ত্রী? অতীতে তো সৌরভকে যোগ্য মর্যাদা দেওয়া হয়নি। এখন কুম্ভীরাশ্রু শুধুই রাজনীতির স্বার্থে নয় তো? সোমবার প্রেস ক্লাবের একটি অনুষ্ঠানে প্রশ্ন তুললেন শুভেন্দু।

    আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    উল্লেখ্য, সোমবারই উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে মুখ্যমন্ত্রী বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট পদ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাদ যাওয়া নিয়ে সরব হন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) কাছে উনি অনুরোধ জানান সৌরভকে যেন ভারত থেকে আইসিসি-তে পাঠানো হয়। এ প্রসঙ্গে এদিন শুভেন্দু বলেন, ‘উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) আর্জি জানালে প্রধানমন্ত্রী কেন শুনবেন? উনি যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি পরে ঘোরানোর কথা বলেন, প্রধানমন্ত্রীকে বলেন কিম্ভূত, কিমাকার, তার বেলা। আর প্রধানমন্ত্রী খেলার বিষয়ে নাক গলান না।  আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কুম্ভীরাশ্রু ফেলার কোনও দরকার নেই। পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করেছেন শাহরুখ খানকে। আপনার যদি সত্যিই সৌরভ গঙ্গোপাধ্যায়কে মর্যাদা দেওয়ার ইচ্ছে থাকত আপনি অনেক আগেই তাঁকে পশ্চিমবঙ্গের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতেন।’

    আরও পড়ুন: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআই প্রেসিডেন্ট হচ্ছেন রজার বিনি! জানেন তিনি কে?

    ২০১৯ সালে বিসিসিআই-র সভাপতি হন সৌরভ। তিন বছরের মেয়াদে ক্রিকেট প্রশাসক হিসেবে দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি। সৌরভের আমলেই দিন-রাতে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ভারতে। এমনকী, কোভিড আবহে সফল আইপিএলও। সূত্রের খবর, বোর্ডের প্রসিডেন্ট হিসেবে কাজ চালিয়ে যেতে চেয়েছিলেন সৌরভ, কিন্তু বোর্ডের বাকি সদস্যের সমর্থন পাননি। তাঁকে আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান হওয়ার প্রস্তাব দেওয়া হয়। সবিনয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন মহারাজ। এরপর ইডেনে দাঁড়িয়ে সৌরভ নিজেই জানিয়ে দেন, সিএবি নির্বাচনে সভাপতি পদে লড়বেন তিনি। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share