Tag: bdo gherao

bdo gherao

  • Malda: গাজোলে জয়েন্ট বিডিও ঘেরাও, বিক্ষোভের মুখে বেধড়ক মার খেল পুলিশ

    Malda: গাজোলে জয়েন্ট বিডিও ঘেরাও, বিক্ষোভের মুখে বেধড়ক মার খেল পুলিশ

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনায় অগ্নিগর্ভ হয়ে উঠল মালদার (Malda) গাজোলের বাবুপুর অঞ্চল। ঘেরাওয়ের মুখে পড়লেন গাজল ব্লকের জয়েন্ট বিডিও। বিক্ষোভের মুখে পড়ে বেধড়ক মার খেল পুলিশও। জানা গেছে, মালদার গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার বোর্ড গঠনের কথা ছিল। ১২ আসন বিশিষ্ট বাবুপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল পেয়েছে পাঁচটি আসন, সিপিএম তিনটি, কংগ্রেস দুটি এবং বিজেপি ও নির্দল একটি করে আসনে জয়লাভ করে। এরপর জোট বেঁধে বোর্ড গঠনের চেষ্টা শুরু করে বিরোধীরা। কিন্তু অভিযোগ, দিন কয়েক আগে হঠাৎই নিখোঁজ হয়ে যান সিপিএমের একজন জয়ী প্রার্থী। আদিবাসী অধ্যুষিত ওই পঞ্চায়েতে সিপিএম প্রার্থীকে সমর্থন করেছিল ঝাড়খণ্ড দিসম পার্টি। প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে গাজোল থানাতে অভিযোগ দায়ের করা হয়। এমনকি থানা ঘেরাও করা হয়েছিল।যদিও প্রার্থীর দেখা মেলেনি।

    পুলিশের বিরুদ্ধে ক্ষোভ থেকেই গন্ডগোল (Malda) 

    বৃহস্পতিবার পঞ্চায়েত বোর্ড গঠনের আগে পুলিশের ভূমিকা নিয়ে সরব হয় বিরোধীরা। বোর্ড গঠনের আগেই উপস্থিত পুলিশ আধিকারিক ও পুলিশ কর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায় বিরোধী জোটের। আক্রমণ করা হয় পুলিশকে। বিক্ষুব্ধদের তাড়া খেয়ে এলাকা (Malda) ছেড়ে পালাতে বাধ্য হয় পুলিশ। মারধর করা হয় বেশ কিছু পুলিশ কর্মীকেও। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছান গাজল ব্লকের জয়েন্ট বিডিও। তাঁকেও ঘেরাও করে রাখেন বিরোধী জোটের কর্মী-সমর্থকরা।

    হল না বোর্ড গঠন (Malda) 

    অন্যদিকে বোর্ড গঠনের প্রক্রিয়া আজ হওয়ার কথা থাকলেও পঞ্চায়েতে হাজির হননি বোর্ড গঠনের জন্য নিযুক্ত সরকারি কর্মীরা। এমনকি অনুপস্থিত ছিলেন তৃণমূলের বিজয়ী প্রার্থীরাও। স্বভাবতই গোটা ঘটনায় পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত কর্মীদের বিরুদ্ধে শাসক দলকে মদত করার অভিযোগ উঠেছে। এখনও পর্যন্ত ওই গ্রাম পঞ্চায়েতে বোর্ড (Malda) গঠন প্রক্রিয়া স্থগিত রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপির বিডিও ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা জামুরিয়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

    BJP: বিজেপির বিডিও ঘেরাও কর্মসূচিতে উত্তেজনা জামুরিয়ায়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির ডেপুটেশনকে কেন্দ্র করে চরম উত্তেজনা জামুরিয়ার বিডিও অফিস এলাকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপির নেতা-কর্মীদের। ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মূল গেটের সামনে বিক্ষোভ। বিজেপি নেতা তাপস রায়, জামুরিয়া মণ্ডল ২ এর বিজেপি সভাপতি রমেশ ঘোষ অভিযোগ করেন, নমিনেশন থেকে শুরু করে ভোটের দিন ও গণনার দিন পুলিশ নিষ্ক্রিয় ছিল। প্রশাসনের মদতে ভোট লুট হয়েছে। সেই বিষয় নিয়ে আগাম ঘোষিত কর্মসূচি অনুযায়ী তাঁরা সমষ্টি উন্নয়ন আধিকারিককে স্মারকলিপি দিতে এসেছিলেন। কিন্তু তাঁরা এসে দেখেন, বিডিও অফিসের অনেকটা দূরে পুলিশ ব্যারিকেড করে রেখেছে। সেখানেই তাঁদেরকে জানানো হয় যে বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি রয়েছে। তাঁরা বিডিও অফিস যাবার চেষ্টা করেন। সেই সময় পুলিশ তাঁদের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে দেয়। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপি কর্মী আহত বলে জানান রমেশবাবু। এই নিয়ে বিডিও জানান, কিছু দাবি নিয়ে বিজেপির এক প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের দাবিদাওয়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

    বর্ধমান ১ বিডিও অফিসের সামনে বিক্ষোভ (BJP)

    ‘বিডিও ঘেরাও গণতন্ত্র ফেরাও’ স্লোগানকে সামনে রেখে বর্ধমান ১ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখাল বিজেপি (BJP)। শুক্রবার দুপুরে বিজেপি কর্মীরা বিডিও অফিসে ঢুকতে গেলে তাঁদের গেটের বাইরে আটকে দেয় পুলিশ। এনিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি (BJP) কর্মীরা। বিডিও অফিসে ঢুকতে না পেরে গেটের বাইরে বসে বিক্ষোভ দেখাতে থাকে্ন তাঁরা। বিক্ষোভ চলাকালীন শুরু হয় প্রবল বৃষ্টি। বৃষ্টিতে ভিজেই চলে বিক্ষোভ, স্লোগান। এদিন বিজেপির বিডিও ঘেরাও অভিযানকে ঘিরে কড়া নিরাপত্তা ছিল বিডিও অফিসে। বর্ধমান ১ বিডিও অফিসকে মুড়ে ফেলা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী দিয়ে। পরে বিজেপির তিন সদস্যের প্রতিনিধি দল বিডিও অফিসে ডেপুটেশন দেয়।

    খড়গ্রাম বিডিও অফিসে ফের নির্বাচনের দাবি (BJP)

    ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় ছাপ্পা, কারচুপি, ব্যালট লুট হয়েছে। এরই প্রতিবাদে আজ খড়গ্রাম বিডিও অফিসে ছয় দফা দাবি নিয়ে বিজেপির (BJP) এস টি মোর্চার সভাপতি আদিত্য মৌলিকের নেতৃত্বে একটি দল খড়গ্রাম বিডিও-র সঙ্গে দেখা করে। তাদের বক্তব্য, যেভাবে ভোট ভোট লুট হয়েছে এবং ভোটারদের প্রভাবিত করা হয়েছে, তাতে পুনঃনির্বাচনের দাবি জানাচ্ছেন বিজেপির নেতৃত্ব। তাঁদের দাবি, পুনরায় যেন পঞ্চায়েত নির্বাচন করা হয় ও সেন্ট্রাল ফোর্সকে যেন কাজে লাগানো হয়। খড়গ্রামের বিডিও অরুণাভ মণ্ডল জানালেন, রাজ্য জুড়ে যে বিজেপির কর্মসূচি চলছে, তারা আজকে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। সেটি গ্রহণ করা হয়েছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share