Tag: beautification

beautification

  • Namami Gange: কেন্দ্রের প্রকল্পে নতুন ভাবে সেজে উঠছে উলুবেড়িয়ার গঙ্গার পাড়, কী কী হচ্ছে?

    Namami Gange: কেন্দ্রের প্রকল্পে নতুন ভাবে সেজে উঠছে উলুবেড়িয়ার গঙ্গার পাড়, কী কী হচ্ছে?

    মাধ্যম নিউজ ডেস্ক: গঙ্গাদূষণ রোধে এবং গঙ্গার পাড়ের সৌন্দর্যায়নে বিশেষ জোর দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। এবার কেন্দ্রের সরকারের হাত ধরেই নমামি গঙ্গে প্রকল্পে হাওড়া জেলার গ্রামীণ শহর উলুবেড়িয়ার গঙ্গার ঘাটে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শহরের ইতিহাস। উলুবেড়িয়ায় কালীবাড়ি সংলগ্ন গঙ্গার ঘাট সৌন্দর্যায়নের প্রকল্প হিসাবে এই উদ্যোগ নেওয়া হচ্ছে৷ আদতে উলুবেড়িয়া পুরসভা এই কাজ করলেও এই ভাবনা দ্রুত কার্যকর করার নির্দেশ এসেছে কেন্দ্র থেকে। উলুবেড়িয়া পুরসভার তরফে জানানো হয়েছে, এই কাজে মূল অর্থ (Namami Gange) জোগাবে কেন্দ্রীয় সরকার। তবে সামান্য কিছু  খরচ হবে পুরসভার।

    এই অঞ্চল ঘিরে বিস্তারিত পরিকল্পনা (Namami Gange)

    উলুবেড়িয়া পুরসভার এক আধিকারিক জানান, জুলাই মাসের শেষ সপ্তাহে সল্টলেকে দু’দিনের এক আলোচনাসভায় হুগলি নদী সংলগ্ন ২২টি পুরসভাকে ডাকা হয়। সেখানেই উলুবেড়িয়া পুর কর্তৃপক্ষ জানায়, তারা গঙ্গায় যোগ হওয়া ১৭ টি খালের মুখ জাল দিয়ে ঢেকে দিয়েছে, যাতে খালবাহিত প্লাস্টিক বর্জ‍্য আর নদীতে না পড়ে। ভবিষ্যতে পরিকল্পনা আছে খাল থেকে কচুরিপানা ও প্লাস্টিক তুলে সেগুলি প্রক্রিয়াকরণ করে হস্তশিল্পজাত দ্রব্য তৈরি করার। বাউড়িয়ায় হুগলি নদীর ঘাটকে পরিবেশবান্ধব করে গড়ে তোলা ও উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা করারও পরিকল্পনা (Namami Gange) রয়েছে। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পকে সেরা ঘোষণা করা হয়।

    কী জানাল (Namami Gange) পুর কর্তৃপক্ষ?

    উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অভয় দাস জানিয়েছেন, হাওড়া জেলার উলুবেড়িয়া খুবই পুরানো শহর। সেই শহরের ইতিহাস ও  ঐতিহ্যকে তুলে ধরা হবে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে। এর জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। তিনি বলেন,গঙ্গার দূষণ রোধে আমরা যা যা ব্যবস্থা নিয়েছি, তা কেন্দ্র ও রাজ্যের প্রশংসা পেয়েছে। এবার কালীবাড়ি ঘাটে লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থা উলুবেড়িয়ার ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে। স্থানীয় মানুষ মনে করছেন, এই প্রকল্প (Namami Gange) গড়ে উঠলে তা যেমন পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে, তেমনই এলাকার মানুষ যাঁরা প্রতিদিন গঙ্গার পাড়ে বেড়াতে আসেন, তাঁরাও বেশি করে ভিড় জমাবেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Yakub Memon: ইয়াকুব মেমনের কবর সৌন্দর্যায়ন, তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

    Yakub Memon: ইয়াকুব মেমনের কবর সৌন্দর্যায়ন, তদন্তের নির্দেশ মহারাষ্ট্র সরকারের

    মাধ্যম নিউজ ডেস্ক: মুম্বই বোমা হামলার দায়ে ফাঁসি হয়েছে ডি কোম্পানির (D Company) অন্যতম মাথা ইয়াকুব মেমনের (Yakub Memon)। পরে কবরস্থ করা হয় দেহ। অভিযোগ, সেই ইয়াকুবের কবরের সৌন্দর্যায়ন (Beautification) করা হয়েছিল মহারাষ্ট্রের (Maharasthra) উদ্ধব ঠাকরের আমলে। এবার সেই ঘটনার তদন্তের নির্দেশ দিল মহারাষ্ট্রেরই একনাথ শিন্ডের (Eknath Shinde) সরকার।

    ১৯৯৩ সালে ধারাবাহিক বোমা বিস্ফোরণে নিহত হন ২৫৭ জন। ওই ঘটনায় অন্যতম চক্রী ছিল ইয়াকুব। ঘটনার পরে পরেই গ্রেফতার করা হয় তাকে। দোষী সাব্যস্ত হওয়ায় ফাঁসির আদেশ দেয় আদালত। নাগপুর সেন্ট্রাল জেলে কার্যকর করা হয় তার প্রাণদণ্ডের আদেশ। তার আগে দু দুবার রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছিল সে। দুবারই খারিজ হয়ে যায় তার প্রাণভিক্ষার আবেদন। এহেন কুখ্যাত ইয়াকুবের কবর সৌন্দর্যায়ন করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগের তদন্ত করার নির্দেশ দিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী বিজেপির দেবেন্দ্র ফড়নবীশ। জানা গিয়েছে, এজন্য একটি কমিটি গড়া হয়েছে। শুরু হয়েছে তদন্তও।

    দীর্ঘদিন ধরে অন্ধকারেই ঢাকা ছিল ইয়াকুবের কবর। মাস কয়েক আগে কবরস্থান সাজানো হয় এলইডি লাইট দিয়ে। বিজেপির অভিযোগ, মহারাষ্ট্রের মহাবিকাশ আগাড়ি জোট সরকারের আমলেই করবের সৌন্দর্যায়ন করা হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পরেই খুলে ফেলা হয়েছে আলো। মহারাষ্ট্র বিধানসভার বিধায়ক রাম কদম বলেন, উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী ছিলেন। তাঁর আমলেই ইয়াকুবের কবর স্থানকে স্মৃতিসৌধে পরিণত করা হয়েছে। এই ইয়াকুব মেমনই পাকিস্তানের হয়ে ১৯৯৩ সালে ধারাবাহিক বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল। তাঁর প্রশ্ন, এটাই কি তাঁদের (ঠাকরে সরকারের) মুম্বইয়ের প্রতি ভালবাসা? এটাই কী তাঁদের দেশপ্রেম? তাঁর দাবি, উদ্ধব ঠাকরের পাশাপাশি রাহুল গান্ধী এবং শরদ পাওয়ারেরও মুম্বইবাসীর কাছে ক্ষমা চাওয়া উচিত।

    আরও পড়ুন : শিন্ডেতেই ‘আস্থা’ মহারাষ্ট্রের! শিবসেনার পরিষদীয় নেতাও একনাথ

    বিজেপি নেতারা ইয়াকুবের কবর সৌন্দর্যায়নের কাজ নিয়ে হইচই করতেই পুলিশ দ্রুত এলইডি লাইট খুলে নেয়। ডিসিপি স্তরের অফিসার তদন্ত শুরু করেছে। এদিকে, কবর সৌন্দর্যায়নের বিষয়টি তদন্ত করে দেখার জন্য মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে চিঠি দিয়েছেন শিবসেনা বিধায়করাও।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share