মাধ্যম নিউজ ডেস্ক: ঘোর বিপাকে পিএনবির ঋণখেলাপি, পলাতক গুজরাটি হিরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi)। বর্তমানে বেলজিয়ামের আদালতে (Belgian Court) বিচারাধীন তিনি। আদালত জানিয়ে দিয়েছে, যে অপরাধের অভিযোগ চোকসির বিরুদ্ধে রয়েছে, সেগুলি প্রমাণিত হলে বেলজিয়ামের আইন মোতাবেকও শাস্তি হবে তাঁর। কয়েকদিন আগেই সে দেশের আদালত জানিয়ে দিয়েছিল চোকসিকে ভারতের হাতে প্রত্যর্পণে কোনও বাধা নেই। আদালতের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের শেষ থেকে ২০১৯ সালের শুরুর দিকে ভারতে এই অভিযোগগুলি সংঘটিত হয়েছে। বেলজিয়ামে এই অপরাধগুলির জন্য এক বছরের বেশি কারাদণ্ডের বিধান রয়েছে, যেমনটি বেলজিয়ামের ফৌজদারি আইনের বেশ কয়েকটি ধারায় উল্লেখ করা হয়েছে। তবে, সমস্ত অভিযোগ স্বীকৃত নয় বলেই জানিয়েছে আদালত।
প্রত্যর্পণে পদক্ষেপ নয়াদিল্লির (Belgian Court)
২০১৮ সালে দেশ ছেড়ে পালান চোকসি। সেই সময় দেশ ছাড়েন আর এক ঋণখেলাপি তাঁরই ভাইপো নীরব মোদিও। পরে জানা যায়, চোকসি ডেরা বেঁধেছেন দক্ষিণ আমেরিকার দ্বীপপুঞ্জে। রয়েছেন অ্যান্টিগা ও বারমুডায়। অ্যান্টিগার নাগরিকত্ব নিয়ে সেই দেশেই বসবাস করছেন তিনি। যদিও ভারত সরকারের দাবি, চোকসি ভারতীয় নাগরিকত্ব ছাড়েননি। ফলে নিয়ম মেনেই বিদেশ থেকে তাঁকে ভারতে প্রত্যর্পণে পদক্ষেপ করে নয়াদিল্লি। ২০২৪ সালে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই জানতে পারে, বেলজিয়ামে গা-ঢাকা দিয়ে রয়েছেন চোকসি। এর পরেই বেলজিয়াম সরকারের কাছে চোকসিকে প্রত্যর্পণের আর্জি জানানো হয়। সে দেশের আদালতের নির্দেশে এপ্রিল মাসে হাসপাতাল থেকে গ্রেফতার করা হয় প্রতারক এই হিরে ব্যবসায়ীকে। সেই থেকে বেলজিয়ামেরই (Belgian Court) জেলে বন্দি রয়েছেন তিনি।
বেলজিয়ামের আইন মোতাবেকও অপরাধী চোকসি
বেলজিয়ামের আদালতের দেওয়া নির্দেশে বলা হয়েছে, চোকসি বেলজিয়ামের নাগরিক নন। তবে তিনি বিদেশি। তাঁকে ভারতে প্রত্যর্পণে কোনও আইনি বাধা নেই। যে অপরাধগুলি তিনি ভারতে করেছেন, যেমন, প্রতারণা, জালিয়াতি, ভুয়ো তথ্য এবং নথি তৈরি, দুর্নীতি, এই সবকটির ক্ষেত্রে বেলজিয়ামের আইন মোতাবেকও তিনি অপরাধী। এই অপরাধগুলি করতে গিয়ে চোকসি কোনও দুষ্কৃতী দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন। দুর্নীতি করতে জাল নথিও তৈরি করেছিলেন তিনি (Mehul Choksi)। তাই ভারত কিংবা বেলজিয়াম-দুই দেশেই তদন্ত চলতে পারে চোকসির অপরাধগুলি নিয়ে (Belgian Court)।