Tag: Belgium

Belgium

  • Mehul Choksi: তাঁদের দেশেই রয়েছেন মেহুল চোকসি, জানাল বেলজিয়াম, কেন বিলম্ব প্রত্যর্পণে?

    Mehul Choksi: তাঁদের দেশেই রয়েছেন মেহুল চোকসি, জানাল বেলজিয়াম, কেন বিলম্ব প্রত্যর্পণে?

    মাধ্যম নিউজ ডেস্ক: বেলজিয়ামেই রয়েছে পিএনবি কেলেঙ্কারিতে অন্যতম অভিযুক্ত মেহুল চোকসি (Mehul Choksi)! তাঁর উপস্থিতি সম্পর্কে অবগত বেলজিয়াম। এমনটাই জানাল সে দেশের সরকার। ভারতে তাঁর প্রত্যর্পণের বিষয়টি একইসঙ্গে অত্যন্ত গুরুত্ব ও মনোযোগ সহকারে বিবেচনা করা হচ্ছে বলে জানানো হয়েছে।

    কী বললেন বেলজিয়ামের (Belgium) বিদেশ বিষয়ক মুখপাত্র?

    একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বেলজিয়ামের ফেডেরাল পাবলিক সার্ভিসের (এফপিএস) বিদেশ বিষয়ক মুখপাত্র ডেভিড জর্ডেন্সের কাছে মেহুলের উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হয়। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত করতে পারি, বিদেশ মন্ত্রক বিষয়টি সম্পর্কে অবগত। যদিও এই বিষয়ে আমরা কোনও মন্তব্য করতে পারি না। এই বিষয়টি এফপিএস-এর বিচারকের অধীনে পড়ে।’’ তার পর তিনি আরও বলেন, বেলজিয়াম সরকার পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে।

    কেন বিলম্ব হচ্ছে প্রত্যর্পণ

    জানা গিয়েছে, মেহুলের (Mehul Choksi) স্ত্রী প্রীতি চোকসি বেলজিয়ামেরই নাগরিক। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, নিজের স্ত্রীর সাহায্যে ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে ‘এফ রেসিডেন্সি কার্ড’ জোগাড় করে বেলজিয়ামে থাকতে শুরু করেছেন মেহুল। এই কার্ডের মাধ্যমে অন্য কোনও দেশের নাগরিক বৈবাহিক সূত্রে তাঁর স্ত্রী বা স্বামীর সঙ্গে বেশে কিছু শর্ত মেনে বেলজিয়ামে থাকতে পারেন। তবে মেহুলের বিরুদ্ধে অভিযোগ, ভুয়ো কাগজপত্র জোগাড় করে তিনি বেলজিয়ামে থাকার আবেদন জানিয়েছিলেন। নানা কৌশলে ভারতে প্রত্যর্পণ ঠেকানোর চেষ্টাও করে চলেছেন তিনি।

    মেহুলের (Mehul Choksi) বিরুদ্ধে অভিযোগ

    এক্ষেত্রে উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুলের বিরুদ্ধে। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ায় তাঁর। এর পর ভারত ছেড়ে পালিয়ে যান মেহুল। এদেশের সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই তাঁকে খুঁজছে। জানা যায়, আগে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন মেহুল। সেখানকারও নাগরিকত্ব রয়েছে তাঁর কাছে। সেখান থেকে মেহুলকে ভারতে ফেরানো যায়নি। এর পর ২০২১ সাল নাগাদ, আচমকা, সেখান থেকে উধাও হয়ে যান মেহুল। সম্প্রতি, বেলজিয়ামে মেহুলকে দেখতে পাওয়ার পরই ফের তাঁকে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয় ভারত সরকার।

  • UEFA Euro Qualifiers: ব্রাসেলসে দুই সুইডিশ সমর্থককে হত্যা আইএস জঙ্গিদের! বাতিল বেলজিয়াম-সুইডেন ম্যাচ

    UEFA Euro Qualifiers: ব্রাসেলসে দুই সুইডিশ সমর্থককে হত্যা আইএস জঙ্গিদের! বাতিল বেলজিয়াম-সুইডেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: ব্রাসেলসের রাস্তায় দুই সুইডিশ সমর্থককে গুলি করে খুন করল আইএস জঙ্গিরা। বেলজিয়ামের (Belgium vs Sweden) জাতীয় ফুটবল স্টেডিয়াম থেকে সামান্য দূরে (৫ কিলোমিটার) বেলজিয়াম-সুইডেন ম্যাচ শুরু হওয়ার প্রায় মিনিট ৪৫ আগে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় নিশ্চিতভাবে এখনও কিছু জানা না গেলেও, খবর অনুযায়ী মৃত দুই ব্যক্তিই সুইডেনের জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে চাপিয়ে ছিলেন। স্টেডিয়াম থেকে সামান্য দূরে এই ঘটনাটি ঘটায় মনে করা হচ্ছে ও দুই ব্যক্তি এই ম্যাচ দেখতেই এসেছিলেন। অভিযুক্তরা এখনও অধরা।

    ম্যাচের আগে কী ঘটেছিল

    ইউরো ২০২৪-এর কোয়ালিফায়ারের (UEFA Euro 2024 Qualifiers) ম্যাচে গতরাতে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম এবং সুইডেন। ম্যাচটি হচ্ছিল বেলজিয়ামের (Belgium vs Sweden) রাজধানী ব্রাসেলসে। হাফটাইমে ম্যাচের ফল তখন ১-১। তবে জঙ্গি হামলার গুঞ্জনের মাঝে প্রথমে ম্যাচটি স্থগিত করা হয়। পরে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়। জানা গিয়েছে, ম্যাচ চলাকালীন একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়ে। তাতে দেখা যায়, ব্রাসেলসের রাস্তায় দুই সুইডিশ সমর্থককে গুলি করে খুন করা হচ্ছে। আততায়ীরা নিজেদের আইএস জঙ্গি হিসেবে পরিচয় দিচ্ছে।

    এরপরই ম্যাচ বাতিল করা নিয়ে এক বিবৃতি জারি করে ইউয়েফার (UEFA Euro 2024 Qualifiers) তরফে বলা হয়, ‘আজ সন্ধ্যায় ব্রাসেলসে একটি সন্ত্রাসী হামলা হয় বলে জানা গিয়েছে। এরপর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বেলজিয়াম বনাম সুইডেনের ইউয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচটি বাতিল করা হচ্ছে।’

    আরও পড়ুন: “বাজে কথা নয়”! পাক টিম ডিরেক্টর মিকি আর্থারের মন্তব্যের সমালোচনায় আক্রমরা

    কড়া নিরাপত্তা ব্যবস্থা

     ম্যাচ বাতিল হওয়ার পরে দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে তাঁদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্টেডিয়ামের মধ্যেই থাকতে বলা হয়। স্টেডিয়ামে দুই পক্ষের ৩৫ হাজারের বেশি সমর্থকদের সুরে সুর মিলিয়ে ‘অল টুগেদার, অল টুগেদার’ অর্থাৎ সকলে এই সময়ে একসঙ্গে থাকার ধ্বনি তুলতে শোনা যায়। ‘সুইডেন, সুইডেন’ ধ্বনিতেও স্টেডিয়াম মুখরিত হয়। ব্রাসেলসে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Brussels Riot: মরক্কোর কাছে হার বেলজিয়ামের, হিংসা ছড়াল ব্রাসেলসে, আটক বহু

    Brussels Riot: মরক্কোর কাছে হার বেলজিয়ামের, হিংসা ছড়াল ব্রাসেলসে, আটক বহু

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপে মজে রয়েছে পুরো বিশ্ববাসী। গতকাল ছিল বেলজিয়াম ও মরক্কোর ম্যাচ। খেলাতে হার জিত রয়েছেই, কিন্তু গতকাল এক অন্য দৃশ্যই দেখা গেল। এই হারই পরিণত হল দাঙ্গাতে (Brussels Riot)।

    অগ্নিগর্ভ ব্রাসেলস

    বিশ্বকাপের গ্রুপ লিগের ম্যাচে মরক্কোর বিরুদ্ধে বেলজিয়াম ২-০ গোলে পরাজিত হওয়ার পর অগ্নিগর্ভ হয়ে ওঠে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক গাড়ি। ইলেকট্রিক স্কুটারে আগুন লাগানো হয়। ভাঙচুর চালানো হয় দোকানে। ছোঁড়া হয় পাথর। সংঘর্ষের খবর আসতেই পুলিশ ব্রাসেলসের কিছু অংশ বন্ধ করে দেয়। সূত্রের খবর অনুযায়ী, বিক্ষোভকারীদের মধ্যে প্রায় বারো জনকে আটক করা হয়েছে ও একজনকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যবহার করা হয় জলকামান, কাঁদানে গ্যাস (Brussels Riot)।

    আরও পড়ুন: শেষ ম্যাচে জয় চাই! স্পেনের সঙ্গে ড্র করে নকআউটের আশা জিইয়ে রাখল জার্মানি

    কী ঘটে?

    সূত্রের খবর অনুযায়ী, বিশ্বকাপে রবিবার বেলজিয়াম বনাম মরক্কোর ম্যাচে হেরে যায় বেলজিয়াম। মরক্কোর কাছে এই হার মেনে নিতে না পারায় শুরু হয় দাঙ্গা (Brussels Riot)। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে হিংসা ছড়িয়ে পড়ে।  ফুটবলপ্রেমীরা নিজেদের মধ্যেই বচসা, সংঘর্ষে জড়িয়ে পড়ে। জানা গিয়েছে, মরক্কোর বেশ কিছু সমর্থক জয়ের পরই দেশের পতাকা গায়ে পরে, উদযাপনের জন্য রাস্তায় নামেন। এদিকে, বেলজিয়ামের সমর্থকরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন। এরপরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিক্ষোভকারীদের থামাতে পুলিশ সেই মুহূর্তে উপস্থিত হয় এবং জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করে। বেলজিয়াম পুলিশের মুখপাত্র ভ্যান দে কেরে জানিয়েছেন, “সংঘর্ষের সময় পাইরোটেকনিক সামগ্রী, প্রজেক্টাইল, লাঠি ব্যবহার করা হয়েছে। দু’পক্ষের মধ্যে ইটবৃষ্টিও হয়। এছাড়াও এই দাঙ্গাতে এক সাংবাদিক আহত হয়েছেন। শেষপর্যন্ত স্থানীয় সময় অনুযায়ী, সন্ধ্যা সাতটা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।”  

LinkedIn
Share