Tag: Ben Stokes

Ben Stokes

  • India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    India vs England: অভিষেকেই দীপ জালালেন বাংলার আকাশ, ‘বাজবল’ ছেড়ে ধরে খেলতে বাধ্য হল ইংল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক: রাঁচীতেই দেশের হয়ে টেস্ট ক্রিকেটে (India vs England) অভিষেক হল বাংলার তরুণ পেসার আকাশ দীপের। প্রথম দিনেই নজর কাড়লেন আকাশ। বুমরার অভাব আপাতত বোঝা গেল না আকাশের জন্য। তিন উইকেট নিলেন তিনি। তাঁর ভেলকিতেই চতুর্থ টেস্টের প্রথম দিনে প্রথম সেশনে দাপট দেখাল ভারত। রাঁচীতে প্রথম ২ ঘণ্টায় ৫ উইকেট হারিয়ে ‘বাজবল’ ভুলে গেলেন বেন স্টোকসেরা। ধাক্কা সামলাতে ব্রেন্ডন ম্যাকালামের দল ফিরল টেস্ট ক্রিকেটের ধ্রুপদী ব্যাটিংয়ে। ইংল্যান্ডকে লাল বলের ক্রিকেটের রুটে (শিকড়) ফেরালেন প্রাক্তন অধিনায়ক জো রুট। তাঁর শতরানের ইনিংসে ভর করে চতুর্থ টেস্টে প্রথম দিনের শেষে ইংল্যান্ডের রান ৭ উইকেটে ৩০২।

    রুটের শতরান

    এদিন টস জিতেও সুবিধা করতে পারলেন না স্টোকসেরা। অভিষেককারী আকাশের দাপটে ৫৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড (India vs England)। বাংলার জোরে বোলারের বলে পর পর ফিরে যান বেন ডাকেট (১১), অলি পোপ (শূন্য), জ্যাক ক্রলিরা (৪২)। দলের হাল ধরলেন রুট। রুট ২২ গজে সঙ্গে পেলেন ভারত সফরে এসে রান না পাওয়া বেয়ারস্টোকে। উইকেটরক্ষক-ব্যাটার খেললেন ৩৮ রানের ইনিংস। যদিও রান পেলেন না স্টোকস (৩)। রুটকে কিছুটা সঙ্গ দিলেন উইকেটরক্ষক-ব্যাটার বেন ফোকস। তাঁর ব্যাট থেকে এল ৪৭ রানের ইনিংস। ভরসা দিতে পারলেন না টম হার্টলি। দিনের শেষে রুটের সঙ্গে অপরাজিত আছেন অলি রবিনসন (৩১)। এদিন টেস্টে নিজের ৩১তম শতরান পেলেন রুট। দিনের শেষে তিনি অপরাজিত ১০৬ রানে।

    আরও পড়ুন: শাহরুখ থেকে সৌরভ চাঁদের হাট, শুরু হচ্ছে উইমেন্স প্রিমিয়ার লিগ

    আকাশের দাপট

    প্রথম দিন ৩ উইকেটে নিয়েছেন আকাশ। তাঁর বোলিংয়ের প্রশংসা করেছেন সবাই। দিনের খেলা শেষে আকাশ বলেন, “খুব ভাল লাগছে। প্রথমের দিকে পিচ থেকে সাহায্য পাচ্ছিলাম। সেটা কাজে লাগাতে পেরেছি।” আকাশ ছাড়াও এদিন মহম্মদ সিরাজ ২ উইকেট নিয়েছেন। ১টি করে উইকেট পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। প্রথম দিন উইকেটহীন থাকতে হয় কুলদীপ যাদবকে। অশ্বিন এদিন ইংল্যান্ডের বিরুদ্ধে ১০০ তম উইকেট নেন। ভারতের অন্য কোনও বোলারের এই কৃতিত্ব নেই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    India vs England: চতুর্থ টেস্টেই সিরিজ জয়ের চিন্তা ভারতের, রাঁচির পিচ নিয়ে ধোঁয়াশায় স্টোকস

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা, শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড (India vs England) চতুর্থ টেস্ট। রাঁচি টেস্ট ম্য়াচ জয়ের জন্য় দুই দলই মরিয়া।  ভারতীয় ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করলে চলতি সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে যাবে। সেই জায়গায় দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচটা নেহাতই সম্মানরক্ষার হয়ে দাঁড়াবে। আর যদি ব্রিটিশ ক্রিকেট দল এই টেস্ট ম্যাচে জয়লাভ করে, তাহলে তারা এই সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারবে। তার ফলে জমে যাবে শেষ ম্যাচ।

    রাঁচিতে কেমন খেলে ভারত

    শুক্রবার থেকে রাঁচিতে (Ranchi Test) শুরু হবে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। রাঁচি স্টেডিয়ামে ২০১৭ সালে প্রথমবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট ম্যাচের আয়োজন করা হয়েছিল। যদিও পাঁচদিন খেলার পরও এই টেস্ট ম্যাচে কোনও ফলাফল হয়নি এবং শেষপর্যন্ত ড্র হয়ে গিয়েছিল। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলার পর ভারতীয় ক্রিকেট দল ২০১৯ সালে এই মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলা হয়। সেই ম্যাচে জয় পায় ভারত। এই মাঠে তৃতীয় টেস্ট ম্যাচ খেলা হবে। রাঁচির পিচ দেখে অবশ্য অবাক বনে গিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। আগে কোনও দিন নাকি এই ধরনের পিচ তিনি দেখেননি।

    রাঁচির পিচ নিয়ে স্টোকস

    রাঁচির পিচ প্রসঙ্গে স্টোকস বলেন, “আমি আগে কোনও দিন এই ধরনের পিচ দেখিনি। এই পিচে কী হবে তার কোনও ধারণা আমার নেই। ভাল করে দেখলে দেখা যাবে, পিচের এক দিকের থেকে অন্য দিকের পরিস্থিতি আলাদা। ভারতে এই ধরনের পিচ আমি দেখিনি।” স্টোকস জানিয়েছেন, তিনি যখন সাজঘর থেকে পিচ দেখছিলেন তখন যে রকম পিচ লাগছিল, কাছে গিয়ে সে রকম লাগেনি। ইংরেজ অধিনায়ক বলেন, “সাজঘর থেকে পিচ সবুজ লাগছিল। কিন্তু যখন কাছে গিয়ে ভাল করে দেখলাম তখন কালো মাটির উইকেট লাগল। কয়েকটা জায়গায় বড় বড় ফাটল দেখলাম।” তবে এখনও পর্যন্ত ভারত-ইংল্যান্ড চলতি টেস্ট সিরিজে দাপট দেখিয়েছেন পেসাররা। সিরিজে এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা। মহম্মদ সিরাজ, মার্ক উড, জেমস অ্যান্ডারসনরাও উইকেট কুড়িয়েছেন। অর্থাৎ একথা বলাই যায় যে, চলতি টেস্টে সিরিজে পিচ থেকে কম-বেশি সাহায্য পেয়েছেন সকলেই। কিন্তু স্টোকসের কথা যথার্থ হলে, রাঁচি টেস্টের একপ্রান্ত দিয়ে পেসাররা এবং অপর প্রান্ত দিয়ে স্পিনাররা সাহায্যে পেতে পারেন। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: একা হাতে দলকে টানলেন যশস্বী, প্রথম দিনের শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রান ৩৩৬

    India vs England: একা হাতে দলকে টানলেন যশস্বী, প্রথম দিনের শেষে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের রান ৩৩৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ইংল্যান্ডের বিপক্ষে (India vs England) বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্য়াটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। অধিনায়কের সিদ্ধান্ত ভুল ছিল না প্রমাণ করলেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রোহিত নিজে রান না পেলেও যশস্বী একাই দলকে টানলেন। ওপেন করতে নেমে প্রথম দিনের শেষে তাঁর রান ১৭৯। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি রয়েছেন পাঁচ রানে। ভারতের সংগ্রহ ৬উইকেট হারিয়ে ৩৩৬ রান। এদিন অভিষেক হয় রজত পাতিদারের।

    যশস্বীর যাদু

    এদিন শুরুতে রোহিত মাত্র ১৪ রানে আউট হয়ে গেলে ফের গুঞ্জন শুরু হয়, এই টেস্টেও কি ব্যর্থতা? রান পাননি শুভমন গিল (৩৪) ও শ্রেয়স আইয়ারও (২৭)। একদিকে উইকেট পড়তে থাকলেও ক্রিজ আঁকড়ে পড়ে থাকেন যশস্বী। প্রথমে পাতিদার (৩২), শ্রীকর ভরত (১৭), অক্ষর প্যাটেলকে (২৭) নিয়ে লড়াই চালিয়ে যান যশস্বী। তিনি একার হাতে দলকে টেনে নিয়ে যান। যশস্বী জয়সওয়ালের দায়িত্বশীল শতরান ছাড়া বিশাখাপত্তনমের প্রথম দিনও রোহিত শর্মাদের প্রাপ্তির ভাঁড়ার কার্যত শূন্য। 

    চেনা পরিবেশ অচেনা

    দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ইংল্যান্ডের স্পিনারদের সামনে ভারতীয় ব্যাটারদের অস্বস্তি প্রকাশ হয়ে গেল। লাল বলের ক্রিকেটে বিরাট কোহলিহীন ভারতের মিডল অর্ডার উদ্বেগের কারণ হয়ে উঠছে রাহুল দ্রাবিড়ের জন্য। ঘরের মাঠে চেনা পরিবেশেও মানিয়ে নিতে পারছেন না শুভমন গিল, শ্রেয়স আয়ারদের মতো ব্যাটারেরা। শুক্রবার বিশাখাপত্তনমে ভারত যত রান করল তার অর্ধেকের বেশি এল যশস্বীর (অপরাজিত ১৭৯) ব্যাট থেকে। এদিন বল হাতে দুটি করে উইকেট নেন শোয়েব বশির ও রেহান আহমেদ। একটি করে উইকেট নেন জেমস অ্যান্ডারসন ও টম হার্টলি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India vs England: যশস্বীর হাত যশে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে ভারত

    India vs England: যশস্বীর হাত যশে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: যশস্বীর দুরন্ত ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে চালকের আসনে ভারত। ইংল্যান্ডের ২৪৬ রানের ইনিংসকে টপকানোর লক্ষ্যে ভারত প্রথম দিন শেষ করল ১১৯-১ স্কোরে। ভারত পিছিয়ে ১২৭ রানে। হাতে রয়েছে ৯ উইকেট। শুক্রবার প্রথম ইনিংসে বড় রানের লিড নেওয়াই হবে ভারতের লক্ষ্য। কারণ হায়দরাবাদের পিচ দেখে হাসি ফুটবে দুই দলের স্পিনারদের মুখেই। প্রথম দিন থেকে ভালোরকম ঘুরছে বল। ফলে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত।

    ইংল্যান্ডের ইনিংস

    এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ডের ওপেনিং জুটি ৫৫ রানে ভাঙে। দ্রুতই ৬০-৩। এরপর একটা জুটি। চতুর্থ উইকেট পড়ে ১২১ রানে। আবারও অল্প সময়ের ব্যবধানে হয়ে দাঁড়ায় ১৫৫-৭। বেন স্টোকস মরিয়া চেষ্টা করেন একদিক থেকে আগলে রাখতে। ছোট ছোট পার্টনারশিপ গড়েন। কিন্তু ২৪৬ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

    দুরন্ত ভারত

    ভারতের ইনিংসের শুরু থেকেই যশস্বীর আত্মবিশ্বাসী ব্যাটিং ইংল্যান্ডকে চাপে ফেলে। বাউন্ডারিতে ইনিংস শুরু করেন যশস্বী। বাউন্ডারি মেরেই হাফসেঞ্চুরি পার করেন। মাত্র ৪৭ বলে হাফসেঞ্চুরির পরও খেই হারাননি ভারতের তরুণ ওপেনার। বিরাট কোহলিকে বাদ দিয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দিন একেবারেই চাপে পড়তে দেখা যায়নি মেন ইন ব্লুর ব্যাটিং লাইন আপকে। বরং বিপক্ষ বোলারদের পিটিয়ে ছাতু করে দিলেন দুই ওপেনার রোহিত-যশস্বী। তবে ফের মারকুটে ব্যাটিং করতে গিয়েই নিজের উইকেট ছুড়ে দেন ভারত অধিনায়ক। ২৭ বলে ২৪ রান করে জ্যাক লিচের শিকার হন রোহিত। তিনে নামা শুভমন গিল সতর্ক ব্যাটিং করেন। প্রথম দিনের শেষে মাত্র ১ উইকেট হারিয়েই ১১৯ রান তুলে নিয়েছে ভারত। যশস্বী মাত্র ৭০ বলে ৭৬ রানে ক্রিজে রয়েছেন। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share