Tag: bengal panchayat election

bengal panchayat election

  • WB Panchayat Election 2023: সন্ত্রাসের আবহ! রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল এসসি কমিশন

    WB Panchayat Election 2023: সন্ত্রাসের আবহ! রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল এসসি কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পর্বে (Panchayat Elections 2023) অশান্তির ঘটনায় রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাইল জাতীয় তফসিলি কমিশন (NCSC)। আগামী ৭ দিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে রিপোর্ট দিতে বলা হয়েছে। প্রয়োজনে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হাকে দিল্লিতে তলব করা হবে বলে জানালেন এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার।

    তফসিলি জাতির মানুষ আক্রান্ত

    বাংলায় ২২ শতাংশ তফসিলি জাতির মানুষ রয়েছেন, মনোনয়নের সময় তাঁদের বেশিরভাগই আক্রান্ত, দাবি এসসি কমিশনের চেয়ারম্যানের। অরুণ হালদার বলেছেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। ৭ দিনের মধ্যে কোনও জবাব না পেলে রাজ্য নির্বাচন কমিশনারকে দিল্লিতে এসসি কমিশনের দফতরে তলব করা হবে।’’অরুণ আরও বলেন, “রাজ্য নির্বাচন কমিশন সন্ত্রাস বন্ধ না করতে পারলে নির্বাচন স্থগিত রাখা উচিত। তফসিলি সম্প্রদায়ভুক্ত বেশিরভাগ মানুষ আক্রান্ত, আমরা মুখ বন্ধ করে বসে থাকব না। সোনামুখী ও ইন্দাসের বিধায়ক আক্রান্ত, দু’জন বিধায়ক তফসিলি সম্প্রদায়ভুক্ত।”

    আরও পড়ুন: “সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করতে হবে”, নির্দেশ কলকাতা হাইকোর্টের

    রাজ্যে ভয়ের পরিবেশ

    রাজ্যের তফসিলি জাতির মানুষদের আতঙ্কের কথা তুলে ধরে এক বিজ্ঞপ্তিতে এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান উল্লেখ করেছেন, ‘‘গত দেড় মাসে পশ্চিমবঙ্গে তফসিলি জাতির অন্তর্ভুক্ত ৬ জনকে খুন করা হয়েছে। গোটা রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে। ক’দিন বাদে পঞ্চায়েত নির্বাচন। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে। যার ফলে রাজ্যের তফসিলি জাতিভুক্তরা নির্বাচনে অংশ নিতে ভয় পান।’’ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘নতুন রাজ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হওয়ার পর পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই তফসিলি জাতির মানুষদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে।’’ উদাহরণ হিসাবে সোনামুখীর বিধায়কের উপর হামলা, ইন্দাস এবং ক্যানিংয়ে অশান্তির ঘটনা উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • CV Ananda Bose: রাজ্য নির্বাচন কমিশনার কে? নবান্নর কাছে তৃতীয় নাম চাইলেন রাজ্যপাল

    CV Ananda Bose: রাজ্য নির্বাচন কমিশনার কে? নবান্নর কাছে তৃতীয় নাম চাইলেন রাজ্যপাল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্য নির্বাচন কমিশনার পদে সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে রবিবার। তার পর ৪৮-ঘণ্টা কেটে গেলেও সেই জায়গায় কে বসবেন, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত মঙ্গলবারেও। রাজ্যের পাঠানো দুটি নামের সুপারিশই খারিজ করে দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সূত্রের খবর, তৃতীয় নাম চেয়ে পাঠানো হয়েছে রাজভবনের তরফে।

    তৃতীয় নাম চেয়ে পাঠালেন রাজ্যপাল

    সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনারের পদে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব রাজীব সিনহাকে বসানোর পরিকল্পনা করেছিল নবান্ন। এই মর্মে ফাইল পাঠানো হয় রাজভবনে। কিন্তু, রাজ্যপাল (CV Ananda Bose) প্রশ্ন করেন, কেন একজনের নাম পাঠানো হয়েছে? এর পর তড়িঘড়ি আরও একটি নাম পাঠায় রাজ্য সরকার। গত শুক্রবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই পদের জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্বে থাকা অতিরিক্ত মুখ্যসচিব অজিতরঞ্জন বর্ধনের নাম পাঠান রাজভবনে। 

    আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনার নিয়ে নবান্নের সঙ্গে সংঘাত, ফাইল ফেরত পাঠালেন রাজ্যপাল

    তার পরও সম্মতি মেলেনি। সূত্রের খবর, দু’জনের মধ্যে একজনকে বেছে নিতে নারাজ রাজ্যপাল (CV Ananda Bose)। তার ওপর দুটি নাম নিয়েই আপত্তি রয়েছে রাজভবনের। ফলে, রাজভবনের তরফে সোমবার, অর্থাৎ গতকাল তৃতীয় বিকল্প নাম চেয়ে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, রাজ্যপালের এই নির্দেশে মহা ফাঁপড়ে পড়েছে নবান্ন। কারণ, তৃতীয় প্রার্থী হিসেবে কার নাম পাঠানো হবে, তা বাছতেই হিমশিম অবস্থা রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাব্যক্তিদের। 

    পঞ্চায়েত নির্বাচন নিয়ে ধোঁয়াশা

    তার ওপর, রাজভবন সূত্রে খবর, আজ, মঙ্গলবার গোয়া যাওয়ার কথা রাজ্যপালের (CV Ananda Bose)। ২ জুন তাঁর কলকাতায় ফেরার সম্ভাবনা রয়েছে। ফলে, তার আগে যে কিছু হচ্ছে না, তা এক প্রকার প্রায় নিশ্চিত এদিকে, রাজ্য নির্বাচন কমিশনারের পদ খালি থাকায় আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, এই কমিশন হল এক সদস্যের কমিশন। তাই নির্বাচন কমিশনারের পদটি শূন্য থাকলে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়। তাই পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ কবে ঘোষণা হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফলে, রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগকে ঘিরে রাজ্য-রাজ্যপাল সংঘাত আরও বৃদ্ধি পেল বলেই মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share