Tag: bengali movie

bengali movie

  • Bengali Movie 2023: মৃণাল সেনের ‘খারিজ’-এর নস্টালজিয়া নিয়ে আসছে নতুন ছবি ‘পালান’

    Bengali Movie 2023: মৃণাল সেনের ‘খারিজ’-এর নস্টালজিয়া নিয়ে আসছে নতুন ছবি ‘পালান’

    মাধ্যম নিউজ ডেস্ক: হাতে আর মাত্র দু’দিন। তার পরই আসতে চলেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরবর্তী ছবি (Bengali Movie 2023) ‘পালান’। চলতি বছরের মে মাসে বর্ষীয়ান পরিচালক মৃণাল সেনের জন্ম শতবর্ষকে মাথায় রেখে ও তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁরই ছবি ‘খারিজ’-এর নস্টালজিয়া নিয়ে তৈরি ‘পালান’-এর প্রথম লুক প্রকাশ্যে এনেছিলেন পরিচালক। অর্থাৎ মৃণাল সেনের ‘খারিজ’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে এই ছবি।

    কারা অভিনয় করছেন এই সিনেমাতে?

    এই নতুন সিনেমার (Bengali Movie 2023) মূল বিষয় হল, ‘খারিজ’-এ মমতাশংকর এবং অঞ্জন দত্তের চরিত্রগুলির বিবর্তন দেখাতে চলেছেন পরিচালক। তাছাড়াও আছেন ‘খারিজ’-এর শ্রীলা মজুমদারও। এর সঙ্গে তিনি পাওলি দাম, যীশু সেনগুপ্ত, দেবপ্রতিম দাশগুপ্তর মতো অভিনেতাদের এক ফ্রেমে আনতে চলেছেন।

    ১৯৮২ এর ‘খারিজ’-এ বিষয়বস্তু কী ছিল?

    মৃণাল সেন পরিচালিত ১৯৮২ সালে ‘খারিজ’ ছবিটি রমাপদ চৌধুরীর লেখা উপন্যাসকে ভিত্তি করে তৈরি হয়েছিল। বাড়ির পরিচারক পালানের মৃত্যুকে কেন্দ্র করেই ছিল এই গল্প। মধ্যবিত্তদের স্বার্থপর মনোভাবকে এই ছবির মাধ্যমে ফুটিয়ে তুলেছিলেন তিনি। আর এই কালজয়ী ছবির (Bengali Movie 2023) অনুপ্রেরণা নিয়েই গড়ে উঠেছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘পালান’।

    অভিনেত্রী পাওলি দাম কী জানিয়েছেন?

    অভিনেত্রী পাওলি দাম জানিয়েছেন, “এই পালানের হাত ধরেই আমার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে প্রথম ছবি। এটি আমার কাছে খুব সৌভাগ্যের। যাঁরা এর আগে খারিজ সিনেমাটি দেখেছেন তাঁরা পালানের চরিত্রগুলির সাথে অনেকটাই রিলেট করতে পারবেন। এই পালান হল খারিজের পরবর্তী অধ্যায় (Bengali Movie 2023)। আর আমার এই চরিত্রটি সম্পূর্ণ কৌশিক গঙ্গোপাধ্যায়ের ক্রিয়েশন।” 

    কবে মুক্তি?

    চলতি মাসের ২২ তারিখ মুক্তি পাচ্ছে এই নতুন ছবিটি। ছবির (Bengali Movie 2023) পরিচালনা ও স্ক্রিপ্ট রাইটিং-এর কাজ করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। প্রমোদ ফিল্মস এবং দ্য বিগ ডে-র যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে পালান ছবিটি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    Sharmila Tagore: উদ্যোগী ঋতুপর্ণা, দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমায় ফিরছেন শর্মিলা ঠাকুর!

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই যাঁর ক্যারিয়ারের শুরু, সেই বাংলা থেকেই বিগত কয়েক বছর ধরে দূরে সরে গিয়েছেন তিনি। আর এবার সব দূরত্ব কাটিয়ে আবার বাংলা সিনেমাতে দীর্ঘ ১৪ বছর পর ফিরে আসছেন শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। আর শর্মিলা ঠাকুরের বাংলাতে প্রত্যাবর্তনের পিছনে যাঁর উদ্যোগ সবচেয়ে বেশি, তিনি আর কেউ না, ঋতুপর্ণা সেনগুপ্ত। গত শুক্রবার শহরের এক পাঁচতারা হোটেলে এই সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। ছবির নাম ঠিক করা হয়েছে ‘পুরাতন’। ছবিটি পরিচালনা করছেন সুমন ঘোষ। আর ছবিটি প্রযোজনা করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ছবিতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্তকেও।

    শর্মিলা ঠাকুর (Sharmila Tagore) কী জানিয়েছেন এই ছবি সম্পর্কে?

    বাংলা সিনেমায় প্রত্যাবর্তনে খুবই যে খুশি শর্মিলা ঠাকুর, অনুষ্ঠানের দিনই তাঁর বক্তব্যে সেটি প্রকাশ পায়। বাংলাতে তার শেষ ছবি ‘অন্তহীন’, সেখানেও তিনি অসাধারণ অভিনয় করেন। তারপরই হঠাৎ বাংলা সিনেমা থেকে অনেক দূরে সরে যান তিনি। তিনি (Sharmila Tagore) এই প্রত্যাবর্তন নিয়ে বলেন, “আসলে এখন ভালো ছবি করতে চাই,  আর ঋতুপর্ণার সাথে তো আমার অনেকদিনের ভালো পরিচয়, সুমনের ছবিও আমি দেখেছি। আশা করছি একটি ভালো ছবিই উপহার দিতে পারব সবাইকে।”

    শর্মিলার (Sharmila Tagore) এই বাংলা ছবিতে ফিরে আসা নিয়ে কী জানিয়েছেন ঋতুপর্ণা?

    ঋতুপর্ণা জানান, “আসলে সুমনের সঙ্গে আমার শর্মিলা ঠাকুরের বিষয়ে কথা হয়। পরে তিনি এই ছবির চিত্রনাট্য পড়েন এবং আমাদের সম্মতি দেন এই ছবি নিয়ে এগিয়ে যাওয়ার।” 
    অপরদিকে এই ছবির পরিচালক সুমন ‘কাবুলিওয়ালা’ নামক এক ছবির শুটিংয়ের জন্য কাশ্মীরে ছিলেন। তাই শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে পারেননি। খুব তাড়াতাড়ি এই নতুন ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক থেকে প্রযোজক। বাংলাতে শর্মিলার (Sharmila Tagore) আবার ফিরে আসার খবরে খুশি তাঁর ভক্তমহল।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share