Tag: Beyond The Kerala Story

  • Beyond The Kerala Story: এবার প্রেক্ষাগৃহে আসছে ‘বিয়ন্ড দ্য কেরালা স্টোরি’, মুক্তি পাবে ২৭ ফেব্রুয়ারি

    Beyond The Kerala Story: এবার প্রেক্ষাগৃহে আসছে ‘বিয়ন্ড দ্য কেরালা স্টোরি’, মুক্তি পাবে ২৭ ফেব্রুয়ারি

    মাধ্যম নিউজ ডেস্ক: “দ্য কেরালা স্টোরি” (The Kerala Story) সিনেমা লাভ জিহাদের বিরুদ্ধে জমজামট কাহিনি ছিল। দেশজুড়ে দর্শক মহলে বিরাট সাড়া ফেলেছিল। এবার এই ছবির সিকোয়্যেল “বিয়ন্ড দ্য কেরালা স্টোরি” (Beyond The Kerala Story) আগামী ২৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে প্রেক্ষাগৃহে। দর্শক মহলে এখন থেকেই চরম উন্মাদনা।

    কিছু কিছু গল্প থাকে যা শেষ করা যায় না (Beyond The Kerala Story)

    “বিয়ন্ড দ্য কেরালা স্টোরি” (Beyond The Kerala Story) সম্পর্কে প্রযোজক বিপুল অমৃতলাল শাহ এবং সানশাইন পিকচার্স লিমিটেড এই মুক্তির কথা প্রকাশ্যে এনেছেন। একটি অনুষ্ঠানিকতার মাধ্যমে মোশন পোস্টারে মুক্তির তারিখ উন্মোচন করেছেন। এই পোস্টার শেয়ার করে সিনেমার নির্মাতারা জানিয়েছেন, “সিনেমার গল্প একটি শুধু নিছক গল্প। তবে এই গল্পকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, বন্ধ করে দেওয়ার চেষ্টাও হয়েছে। সিনেমার বিষয়কে নানা ভাবে অপমানও করা হয়েছিল। কিন্তু আমরা থেমে থাকিনি। কারণ কিছু কিছু গল্প থাকে যা শেষ করা যায় না। এইবারে আরও নিখুঁত বিশ্লেষণ হয়েছে। কষ্ট এবং নির্মমতাকে আরও শক্তি দিয়ে তুলে ধরা হয়েছে।”

    প্রকৃত ভুক্তভোগীদের কণ্ঠস্বর

    এই সিনেমার (Beyond The Kerala Story) পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা কামাখ্যা নারায়ণ সিং এবং সহ প্রযোজক আশিন এ শাহ। প্রযোজনার পক্ষে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে সিনেমার বিষয় হিসেবে বলা হয়, “প্রকৃত ভুক্তভোগীদের কণ্ঠস্বর, স্পষ্ট দৃষ্টিতে সত্য কথাকে তুলে ধরা হয়েছে। আমাদের চারপাশে যে সব ঘটনা ঘটছে সেই সব বিবরণকেই তুলে ধরা হয়েছে।” ২০২৩ সালে মুক্তি পেয়ছিল সুদীপ্ত সেন পরিচালিত “দ্য কেরালা স্টোরি” (The Kerala Story)। তবে তৎকালীন বাম কেরল সরকার এবং ইন্ডিজোটের শরিকরা সাফ বলেছিলেন, কেরলকে বদনাম করার জন্য নাকি মিথ্যা গল্পের উপর সিনেমা হয়েছে। কিন্তু দীর্ঘ আইনি লড়াইয়ের পর দেশজুড়ে এই সিনেমা মুক্তি পায় এবং কট্টর ইসলাম, মোল্লাবাদ এবং জিহাদের বিকৃত জীবন কেমন করে নারীদের সর্বস্ব লুট করে নেয়, সেই চিত্র এখানে দেখানো হয়েছিল। মমতা বন্দ্যোপাধায়্যের নির্দেশে বাংলায় চলতে দেওয়া হয়নি এই লাভ জিহাদের বাস্তব কাহিনি।

LinkedIn
Share