Tag: Bharat Biotech

Bharat Biotech

  • iNCOVACC: বাজারে চলে এল দেশে তৈরি করোনার প্রথম নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক, দাম কত জানেন?

    iNCOVACC: বাজারে চলে এল দেশে তৈরি করোনার প্রথম নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক, দাম কত জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রজাতন্ত্র দিবসেই বাজারে চলে এল দেশে তৈরি করোনার নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC)। এদিন আনুষ্ঠানিকভাবে ওই ভ্য়াকসিন  বাজারে ছাড়লেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবীয়।  নভেম্বরে ওই ভ্যাকসিনের অনুমতি মেলে বিশেষ ক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের ও বুস্টার ডোজ হিসেবে ব্যবহারের জন্য। 

    ইনকোভ্যাক-এর দাম

    গত ডিসেম্বরেই সংস্থার তরফে ইনকোভ্যাক-এর প্রতিটি ডোজের দাম জানানো হয়েছিল। ভারত বায়োটেকের তথ্য অনুযায়ী,  কোভিড-১৯-এর প্রথম ন্যাজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVACC)-এর প্রতিটি ডোজ সরকারের কাছে ৩২৫ টাকা এবং বেসরকারি টিকা কেন্দ্রে ৮০০ টাকায় বিক্রি করা হবে। তিন পর্যায়ে ট্রায়াল শেষ করা পর এটিকে অনুমোদন দেয় কেন্দ্র। এরপর এটির উৎপাদন শুরু করা হয়। প্রথম ডোজ হিসেবে ভ্য়াকসিনটি কতটা কার্যকারী তা প্রথমে দেখা হয়েছিল। যারা আগেও কোভ্যাকসিন ও কোভিশিল্ড নিয়েছেন তাদের বুস্টার ডোজ হিসেবেও একটি পরীক্ষা করে দেখা হয়েছে। 

    আরও পড়ুন: আজ স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক! দিল্লি গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

    কেন্দ্রের সক্রিয়তা

    কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে ইতিমধ্যেই বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ভারত বায়োটেকের নেজাল ভ্যাকসিন ইনকোভ্যাক (iNCOVAC) -কে শর্তসাপেক্ষে আপৎকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন জানিয়েছে, এখন দেশে ১৮ বছরের ঊর্ধ্বে যে কেউই এই ভ্যাকসিন নিতে পারবেন। জানা যাচ্ছে, যাঁরা করোনার দুটি টিকা নিয়েছেন, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ নেননি, তাঁরা এটাকে বুস্টার ডোজ হিসাবে নিতে পারবেন। প্রসঙ্গত, সারা বিশ্ব যখন করোনায় (Corona) জর্জরিত ছিল, তখন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে কোভিড প্রতিষেধক কোভ্যাক্সিন বাজারে নিয়ে আসে ভারত বায়োটেক। দু-বছরের মধ্যে ফের কোভিড প্রতিষেধক নেজাল ভ্যাকসিন (Nasal Vaccine) বাজারে নিয়ে এল এই ওষুধ প্রস্তুতকারী সংস্থা। তবে শুধু কোভিড ভ্যাকসিন নয়। আরও অন্যান্য রোগেরও ভ্যাকসিন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে ভারত বায়োটেক (Bharat Biotech)।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bharat Biotech: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন

    Bharat Biotech: আজ থেকেই কোউইন অ্যাপে মিলবে ভারত বায়োটেকের তৈরি ন্যাজাল ভ্যাকসিন

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনার আতঙ্ক ফের মাথা চাড়া দিয়েছে প্রতিবেশী দেশ চিনে। ওমিক্রনের নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে দেশে ইতিমধ্যেই। তাই আগে থেকেই সতর্ক থাকতে চাইছে দেশ। এ দেশে করোনার বাড়বাড়ন্ত রুখতে তৎপর কেন্দ্র। ছাড়পত্র দেওয়া হয়েছে ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ন্যাজাল ভ্যাকসিনকে। শুক্রবার থেকেই কেন্দ্র সরকারের কোভিড সংক্রান্ত অ্যাপ কোউইনে পাওয়া যাবে ন্যাজাল ভ্যাকসিন। কোউইন থেকে ভ্যাকসিন বুক করা গেলেও, তা সংগ্রহ করতে হবে বেসরকারি হাসপাতাল থেকে। বিনামূল্যে পাওয়া যাবে এই ভ্যাকসিন। বুস্টার ডোজ ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। জানা গিয়েছে, কোভ্যাকসিন বা কোভিশিল্ডের ভ্যাকসিন যাঁরা আগে নিয়েছেন, তাঁরাই এই ন্যাজাল ভ্যাকসিন নিতে পারবেন। 

    কী জানা গিয়েছে?

    এই ভ্যাকসিনকে যুক্ত করা হয়েছে কোউইন অ্যাপের সঙ্গে।  শুক্রবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। আগেই ভারত বায়োটেকের (Bharat Biotech) ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র দেওয়া হয়েছিল। জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছিল এই ভ্যাকসিনকে। বিশ্বের প্রথম ন্যাজাল ভ্যাকসিন হিসেবে ছাড়পত্র পেয়েছে ভারত বায়োটেকের ‘ইনকোভ্যাক’।

    আজ থেকেই কোইউন অ্যাপের মাধ্যমে এই ভ্যাকসিন (Bharat Biotech) নেওয়ার জন্য আবেদন করতে পারবেন সবাই। আজ, শুক্রবার থেকেই সরকারিভাবে করোনা টিকা হিসেবে মান্যতা দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনকে। আজ সন্ধ্যা থেকে কোউইন অ্যাপে এই অপশন চলে আসবে।  

    আরও পড়ুন: চিনে আগামী এক সপ্তাহে শিখরে পৌঁছবে করোনা সংক্রমণ, দাবি বিশেষজ্ঞদের

    এই টিকায় কোনও রকম সূঁচ ব্যবহার করা হবে না। ভারতে প্রথমবার এই ধরনের টিকা দেওয়া শুরু হচ্ছে। ভারত সরকারের নিয়ম অনুসারে ১৮ বছরের বেশি বয়সীরা এই টিকা নিতে পারবেন। প্রথমে বেসরকারি হাসপাতালে এই টিকা দেওয়া শুরু হলেও পরে সরকারি হাসপাতালেও পাওয়া যাবে এই টিকা। এমনটাই জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। জানা গিয়েছে ভারত বায়োটেক এই নয়া ভ্যাকসিন (Bharat Biotech) তৈরি করেছে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে। এই ভ্যাকসিন নেওয়া সহজ হলেও, অন্যান্যভ্যাকসিনের মতো একই রকম সুরক্ষা মিলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Nasal Vaccine: ডিসিজিআই- এর আপৎকালীন অনুমোদন পেল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন

    Nasal Vaccine: ডিসিজিআই- এর আপৎকালীন অনুমোদন পেল ভারত বায়োটেকের ন্যাজাল ভ্যাকসিন

    মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলবার ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) তরফ থেকে ব্যবহারের আপৎকালীন অনুমতি পেল ভারত বায়োটেকের (Bharat Biotech) তৈরি ইন্ট্রান্যাজাল ভ্যাকসিন (Intranasal Vaccine)। এই টিকা কোভিডের বিরুদ্ধে যুদ্ধে ‘বিগ বুস্ট’ বলে অভিহিত করেন স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Manviya)। এই প্রথম কোনও ন্যাজাল-ভ্যাকসিনের প্রয়োগে ছাড়পত্র মিলল ভারতে। 

    আরও পড়ুন: ভারতে তৈরি প্রথম এমআরএনএ ভ্যাকসিনকে ছাড়পত্র ডিসিজিআইয়ের

    একটি ট্যুইট করে তিনি বলেন, “কোভিড যুদ্ধের বিরুদ্ধে ভারতের বড় সাফল্য। ডিসিজিএ- র অনুমোদনপ্রাপ্ত ভারত বায়োটেকের ইন্ট্রান্যাজাল টিকা ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা রয়েছেন তাঁদের কোভিড ১৯- এর বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। আপৎকালীন পরিস্থিতিতে ব্যবহার করা হবে এই টিকা।” 

    তিনি আরও বলেন, “এর ফলে মহামারীর বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়বে দেশের। নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজ্ঞানে অনেক উন্নতি করেছে ভারত। বিজ্ঞান দিয়েই আমরা মহামারীকে আটকাবো।”

    আরও পড়ুন: শেষ হল নেজাল ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল, শীঘ্রই মিলবে ছাড়পত্র?

    তিনি আরও বলেন, “বিজ্ঞানের সঙ্গে প্রয়োজন দেশের মানুষের সদিচ্ছা। একমাত্র তাহলেই করোনা মহামারিকে হারানো সম্ভব। 

     

    ভারত বায়োটেকের তরফে জানানো হয়েছে যে, কোভিডের প্রধান সংক্রমণের জায়গা নাক, যেহেতু নাক দিয়েই এই ভাইরাস মূলত শরীরে প্রবেশ করে। এই নাকের টিকা নাকে প্রতিরোধ শক্তিকে উদ্দীপ্ত করে এবং কোভিডের সংক্রমণ ঠেকাতে সাহায্য করবে। তারা আরও জানিয়েছে যে, এই টিকা খুব সহজে নিজে থেকেই নাকের মাধ্যমে নেওয়া যেতে পারে। তাই আলাদা করে প্রশিক্ষিত স্বাস্থ্যসেবা কর্মীদের প্রয়োজন হবে না বলেও সংস্থার আধিকারিকরা জানিয়েছেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Nasal Vaccine: শেষ হল নেজাল ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল, শীঘ্রই মিলবে ছাড়পত্র?

    Nasal Vaccine: শেষ হল নেজাল ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল, শীঘ্রই মিলবে ছাড়পত্র?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশে ফের করোনা সংক্রমণের বাড়বাড়ন্ত। কিন্তু এর মধ্যেই এল এক খুশির খবর। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। ভারত বায়োটেকের তৈরি নেজাল কোভিড ভ্যাকসিনের (Nasal Vaccine) তৃতীয় পর্যায়ের ট্রায়াল (Third Trial) শেষ। ভারত বায়োটেকের (Bharat Biotech) চেয়ারম্যান কৃষ্ণা এল্লা (Dr. Krishna Ella) জানান, আগামী মাসেই ট্রায়াল সংক্রান্ত সব তথ্য ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার (DCGI) কাছে জমা দেওয়া হবে। তিনি আরও বলেন, “আমরা ইতিমধ্যেই ক্লিনিকাল ট্রায়াল শেষ করেছি। এখন আরও কিছু পরীক্ষা চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শীঘ্রই এই টিকা ব্যবহারের অনুমতি পাব। আর তাহলে এটাই হবে বিশ্বের করোনার প্রথম ক্লিনিক্যালি টেস্টেড নেজাল ভ্যাকসিন।”  

    ডাঃ এল্লা আরও বলেন, “এই ভ্যাকসিন যদি মান্যতা পায়, তাহলে ভারতের জন্যে অত্যন্ত গর্বের বিষয়। দেশের ৬৫টি স্টার্টআপ এই গবেষণায় এগিয়ে এসেছে। এই সবকটি সংস্থাই সম্ভবনাময়। আমরাও ১৯৯৭ সালে স্টার্টআপই ছিলাম। ভারত বিশ্বের জন্যে কী করতে পারে তা এই কাজ থেকে প্রমাণিত।”

    আরও পড়ুন: করোনার ঊর্ধ্বগতি অব্যাহত, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১৩ হাজার

    এই বছরই জানুয়ারি মাসে ভারত বায়োটেকের এই নেজাল ভ্যাকসিনকে তৃতীয় পর্যায়ের ট্রায়ালের অনুমতি দিয়েছিল ডিসিজিআই। ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ছমাস সময় লেগেছে।    

    অন্যদিকে, কোভিড টিকার বুস্টার ডোজ প্রসঙ্গে এদিন ডাঃ এল্লা জানান, “করোনার বুস্টার ডোজ নেওয়া অবশ্যই উচিত। যারা করোনার দ্বিতীয় ডোজ নিয়েছেন তাঁরা বুস্টার ডোজ নিন এবং নিশ্চিন্ত থাকুন।” 

    আরও পড়ুন: কোভিডের ডেল্টা, ওমিক্রন ভ্যারিয়েন্টের উপর কার্যকর কোভ্যাক্সিন বুস্টার ডোজ!

    দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৯৯। শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্ত চার হাজারের বেশি। এই মুহূর্তে দেশজুড়ে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৭২ হাজার ৪৭৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। করোনা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে টিকাকরণে জোর দিয়েছে সরকার।        

    ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপ অন ইমিউনাইজেশন (NTAGI) প্রস্তাব দিয়েছে, দ্বিতীয় ভ্যাকসিন ও বুস্টার ডোজের মধ্যে সময়ের ব্যবধান কমানোর। দ্বিতীয় ডোজের ছমাস পরে বুস্টার ডোজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এখন দুই ডোজের মধ্যে সময়ের ব্যবধান নমাস। একটি গবেষণার উপর ভিত্তি করে এই প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।  

    দেশে যখন নতুন করে মাথা চাড়া দিয়ে উঠছে করোনা, তখন এই নেজাল ভ্যাকসিন বাজারে এলে অনেকটাই স্বস্তি পাবে দেশবাসী, বলে মনে করছে চিকিৎসকমহল। যদিও কবে এই টিকা বাজারে আসবে, সেবিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।   

     

     

     

  • Covaxin: শিশুদের জন্যে কতটা নিরাপদ কোভ্যাক্সিন? পার্শ্বপ্রতিক্রিয়াই বা কী?

    Covaxin: শিশুদের জন্যে কতটা নিরাপদ কোভ্যাক্সিন? পার্শ্বপ্রতিক্রিয়াই বা কী?

    মাধ্যম নিউজ ডেস্ক: তাদের নির্মিত করোনা টিকা (Covid-19 vaccine) “কোভ্যাক্সিন” শিশুদের জন্যও সম্পূর্ণভাবে নিরাপদ। দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের গবেষণায় এমনটাই প্রমাণিত হয়েছে। শিশুদের ক্ষেত্রে এটি নিরাপদ, সহনীয় এবং রোগকে প্রতিরোধ করে। এই দ্বিতীয় এবং তৃতীয় ট্রায়াল হয়েছিল গত বছরের জুন থেকে সেপ্টেম্বর অবধি। এমনটাই দাবি করল ভারত বায়োটেক (Bharat Biotech)।

    সংস্থার তরফে জানানো হয়েছে, কোভ্যাক্সিনের (Covaxin) দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ২-১৮ বছর বয়সি শিশু ও কিশোর-কিশোরীদের উপর টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল। তাতে টিকার নিরাপত্তা এবং রোগ প্রতিরোধের বিষয়টি প্রমাণিত হয়েছে।

    আরও পড়ুন: শেষ হল নেজাল ভ্যাকসিনের তৃতীয় ট্রায়াল, শীঘ্রই মিলবে ছাড়পত্র?

    ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এল্লা (Dr. Krishna Ella) এবিষয়ে বলেন,”শিশুদের ওপর কোভ্যাক্সিনের ক্লিনিক্যাল ট্রায়াল খুবই ভালোভাবে সফল হয়েছে।” তিনি আরও বলেন, “শিশুদের ওপর কোভ্যাক্সিনের নিরাপত্তা এবং রোগ প্রতিরোধের বিষয়টি প্রমাণিত হয়েছে। আমরা প্রাপ্তবয়স্ক এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও কার্যকরী কোভিড-১৯ ভ্যাকসিন তৈরির লক্ষ্যে পৌঁছতে পেরেছি। দেশের ৫ কোটি শিশুকে এই টিকা দেওয়া হয়েছে।”

    ইতিমধ্যেই ‘ইউনিভার্সাল ভ্যাকসিন’ (Universal Vaccine)- এর তকমা পেয়েছে কোভ্যাক্সিন। প্রাপ্তবয়স্কদের পাশাপাশি শিশুদের শরীরেও সমান কার্যকর এই টিকা। বাচ্চাদের শরীরে ভ্যাকসিনটি নিরাপদ হলেও, এই টিকা নেওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে শিশু এবং কিশোরদের। এমনকি টিকা প্রস্তুতকারী সংস্থাও এরকম কিছু পার্শ্বপ্রতিক্রিয়ার তালিকা প্রকাশ করেছে।

    আরও পড়ুন: করোনায় একদিনে আক্রান্ত ১৩ হাজারেরও বেশি, স্বস্তি দিচ্ছে সুস্থতার হার

    সংস্থার দাবি, এই টিকা নেওয়ার পর মাথা ব্যথা, হালকা জ্বর, ইঞ্জেকশনের জায়গায় ব্যথা, গা ব্যথা, বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দিতে পারে। কিন্তু তাতে ভয়ের কোনও কারণ নেই বলেই দাবি করেছেন বিশেষজ্ঞরা। ভারত বায়োটেক গবেষণায় জানিয়েছে, বিশেষ কোনও পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মেলেনি। মোট ৩৭৪টি কেসে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি রিপোর্ট করা হয়েছিল, কিন্তু বেশিরভাগ ঘটনাই হালকা প্রকৃতির এবং এক দিনের মধ্যে সমস্যার সমাধান করা হয়েছে। ইঞ্জেকশন নেওয়ার জায়গাতে ব্যথার কথাই সবচেয়ে বেশি জানা গিয়েছে। সংস্থাটির দাবি, তাদের কাছে ৫ কোটিরও বেশি ডোজের কোভ্যাক্সিন মজুত রয়েছে।

     

  • Covaxin ৬-১২ বছর বয়সীদের দেওয়া যাবে Covaxin, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DCGI-এর

    Covaxin ৬-১২ বছর বয়সীদের দেওয়া যাবে Covaxin, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DCGI-এর

    মাধ্য়ম নিউজ ডেস্ক: ভারতে ৬-১২ বছর বয়সী শিশুদের জন্য ভারত বায়োটেকের (Bharat biotech) কোভ্যাক্সিন (Covaxin) টিকা ব্যবহার করা যাবে। মঙ্গলবার এই বয়সীদের শরীরে কোভ্যাক্সিনের ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেল (DCGI)। কবে থেকে টিকা (covid-19 vaccine) দেওয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি। তবে খুব শীঘ্রই এই টিকা দেওয়ার কাজ শুরু হতে পারে বলে খবর। 

    পাশাপাশি, ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও সতর্ক কেন্দ্র। সেই কারণে, ভারত বায়োটেককে ডিসিজিআই-এর কঠোর নির্দেশ — প্রথম দুই মাসের জন্য প্রতি ১৫ দিন অন্তর যথাযথ বিশ্লেষণ সহ ভ্যাকসিনের প্রতিকূল ঘটনার পাশাপাশি এর কার্যকারিতার তথ্যও জমা দিতে হবে। এছাড়া, দুই মাস পরে, ভারত বায়োটেককে ৫ মাসের মাসিক তথ্য জমা দিতে বলা হয়েছে।

    এর আগে, গত বছরের ২৪ ডিসেম্বর, ১২-১৮ বছর বয়সীদের জন্য কোভ্যাক্সিন টিকাকে জরুরি ভিত্তিতে অনুমোদন দেওয়া হয়েছিল। পাশাপাশি, ৫-১২ বছর বয়সী শিশুদের জন্য কোরবিভ্যাক্স (Corbevax)-কে জরুরী ব্যবহারের অনুমোদন দিয়েছে কেন্দ্র। কোরবিভ্যাক্স বর্তমানে ১২-১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে। এর পাশাপাশি, ১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে এই বছরের ৩ জানুয়ারি থেকে।

    করোনা সংক্রমণ কিছুটা কমলেও জুন-জুলাই থেকে ফের একবার সংক্রমণের গ্রাফ বাড়ার আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাচ্চাদের টিকাকরণ শুরু করে দিতে চাইছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যে স্কুলও খুলে গেছে। রাজধানী দিল্লি (Delhi) সহ দেশের কয়েকটি প্রান্তে স্কুল খোলামাত্রই খুদেদের মধ্য়ে কোভিড আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। তাই বাচ্চাদের সুরক্ষার কারণেই জরুরি ভিত্তিতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকায় ছাড়পত্র দিল কেন্দ্র।

     

LinkedIn
Share