Tag: Bharat Gaurav train

Bharat Gaurav train

  • Bharat Gaurav Train: এবার এক ট্রেনেই হৃষিকেশ, মথুরা থেকে বৃন্দাবন! এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন

    Bharat Gaurav Train: এবার এক ট্রেনেই হৃষিকেশ, মথুরা থেকে বৃন্দাবন! এনজেপি থেকে ছাড়বে বিশেষ ট্রেন

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার এক ট্রেনে চেপেই নিশ্চিন্তে ভ্রমণ করা যাবে একাধিক জায়গায়। বিশেষ এই ট্রেন (Bharat Gaurav Train) ছাড়বে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে। ভারতীয় রেলওয়ের ক্যাটারিং ও টুরিজম বিভাগ নিয়ে এসেছে এই সুযোগ। সব প্রস্তুতি শেষ। সম্প্রতি ভাড়া থেকে রুট- সব তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এক ভারত, শ্রেষ্ঠ ভারত নামে যে উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, তারই আওতায় এই ভারত গৌরব ট্রেন (Bharat Gaurav Train) যাত্রা শুরু করছে।

    কোন কোন জায়গার ওপর দিয়ে ছুটবে এই ট্রেন?

    জানা গিয়েছে মোট ন দিনের এক ভ্রমণ প্যাকেজ নিয়ে আসা হয়েছে পর্যটকদের জন্য। এই তালিকায় থাকছে জম্মু কাশ্মীরের বৈষ্ণোদেবী, উত্তর প্রদেশের মথুরা, বৃন্দাবন, অযোধ্যা। এ ছাড়াও দেবভূমি উত্তরাখণ্ডের হরিদ্বার ও ঋষিকেশও একই সঙ্গে ঘুরে দেখা যাবে এই স্পেশাল ট্রেনে চেপেই। পর্যটকদের চাহিদা মেটাতে এই ট্রেনের (Bharat Gaurav Train) যাত্রা শুরু হবে নিউ জলপাইগুড়ি স্টেশন (NJP Station) থেকে। এরপর একের পর এক দ্রষ্টব্য জায়গাকে ছুঁয়ে যাবে এই ট্রেন।

    আরও পড়ুন: কুকুরে খুবলে খাচ্ছে মানবখুলি! হাড় হিম করা ঘটনা মালদায়

    কবে থেকে চালু হবে এই ট্রেন? 

    আগামী ২৪ জুন নিউ জলপাইগুড়ি (NJP Station) থেকে প্রথম যাত্রা শুরু করবে এই বিশেষ ট্রেন। রেলের তরফে জানানো হয়েছে, স্লিপার ক্লাসের ভাড়া হবে ১৭০০০ টাকা ও স্ট্যান্ডার্ড ক্লাসের ভাড়া হবে ২৯৫০০ টাকা। রেলের তরফে যে সূচি জানানো হয়েছে, তার থেকে জানা যাচ্ছে,  এনজেপি থেকে যাত্রা শুরু হওয়ার পর ট্রেন (Bharat Gaurav Train) থামবে মালদা টাউন, রামপুরহাটের মতো স্টেশনগুলিতে। এছাড়া দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল, পাটনা স্টেশন থেকে ট্রেনে উঠতে পারবেন যাত্রীরা।
    অতএব এই ট্রেনের মাধ্যমে পর্যটকরা অত্যন্ত সহজে ভারতের বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি ঘুরে দেখতে পারবেন। এক্ষেত্রে ট্রেন (Bharat Gaurav Train) বদল করার দরকার নেই। একই ট্রেনেই দেখা যাবে একাধিক জায়গা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • IRCTC: আপনি কি ‘ভারত গৌরব’ ট্রেনে দক্ষিণ ভারত ভ্রমণে যেতে চান? প্যাকেজ কত জেনে নিন

    IRCTC: আপনি কি ‘ভারত গৌরব’ ট্রেনে দক্ষিণ ভারত ভ্রমণে যেতে চান? প্যাকেজ কত জেনে নিন

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চ জ্যোতির্লিঙ্গ দর্শনে সাফল্য পাওয়ার পর এবার দক্ষিণ ভারত সফরে ভারত গৌরব ট্রেনযাত্রা শুরু করেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড (IRCTC)। শুক্রবার আইআরসিটিসি-র পক্ষ থেকে রামপুরহাটে সাংবাদিক সম্মেলন করে একথা ঘোষণা করা হয়। এই ঘোষণায় পর্যটকদের মধ্যে তীব্র উচ্ছ্বাসের আবহ। জেনে নিন কবে থেকে যাত্রা শুরু।

    যাত্রাপথ কেমন হবে (IRCTC)?

    আইআরসিটিসি (IRCTC) সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ২৫ অক্টোবর ঝাড়খণ্ডের গোড্ডা স্টেশন থেকে দক্ষিণ ভারত যাত্রার ভারত গৌরব ট্রেন ছাড়বে। ট্রেনটি তিরুপতি, মাদুরাই, রামেশ্বরম, কন্যাকুমারী, ত্রিরুবন্তপুরম সফর করবে। ১১ রাত্রি, ১২ দিন সফরের বিশেষ ট্রেনে ৩৩ শতাংশ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। ট্রেনটি তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। স্লিপার ক্লাসে রয়েছে ৫৮০ টি আসন। ৭০ টি আসন রয়েছে স্ট্যান্ডার্ড ৩ এসি এবং ১৪০ টি আসন রয়েছে কমফর্ট ৩ এসি। বিভিন্ন বিভাগের জন্য ২১৩০০, ৩৩৩০০ এবং ৩৬৪০০ টাকার প্যাকেজ রাখা হয়েছে। পর্যটকদের সুবিধার্থে ভাগলপুর, কাহালগাঁও, সাহেবগঞ্জ, বারহারওয়া, পাকুর, রামপুরহাট, বোলপুর-শান্তিনিকেতন, বর্ধমান, কলকাতা, খড়্গপুর, বালেশ্বর, ভদ্রক, কটক, ভুবনেশ্বর থেকে যাত্রীরা ট্রেনে উঠতে পারবেন। ফেরার সময় একই ভাবে ওই সমস্ত স্টেশনে যাত্রীদের নামানো হবে বলে জানা গেছে।

    চিফ সুপারভাইজারের বক্তব্য (IRCTC)

    সাংবাদিক সম্মেলনে আইআরসিটিসির (IRCTC) চিফ সুপারভাইজার কিঙ্কর রায় চৌধুরী রামপুরহাটে বলেন, “এটা প্রধানমন্ত্রীর স্বপ্নের ‘দেখো আপনা দেশ’-এর অন্তর্গত একটি প্রকল্প। প্যাকেজের বাইরে অতিরিক্ত কোনও খরচ নেই। ট্রেনে যাত্রীদের জন্য বিমার ব্যবস্থা থাকছে। থাকছে সুচিকিৎসার ব্যবস্থা”।

    ট্যুরিজম অ্যাসোসিয়েটের বক্তব্য (IRCTC)

    এই সংস্থার (IRCTC) ট্যুরিজম অ্যাসোসিয়েট অমিত মিত্র বলেন, “পর্যটকদের সুবিধার্থে কিস্তিতে টাকা দেওয়া যাবে। বুক করা যাবে অনলাইনে। কলকাতার কয়লাঘাট স্ট্রিটে রেলের দফতরে গিয়েও বুকিং করা যাবে”। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন রামপুরহাটের স্টেশন ম্যানেজার কৃষ্ণা কুমার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share