Tag: Big b

Big b

  • Mithun Chakraborty: গায়ের রং-এর জন্য অপমানিত! বলিউডে এক সময় মিঠুন ছিলেন গরিবের অমিতাভ

    Mithun Chakraborty: গায়ের রং-এর জন্য অপমানিত! বলিউডে এক সময় মিঠুন ছিলেন গরিবের অমিতাভ

    মাধ্যম নিউজ ডেস্ক: কোনও রকম বিশেষ সুবিধা ছাড়াও যে বলিউডে বড় তারকা হওয়া যায় তা প্রমাণ করে দেখিয়েছিলেন বাংলার ছেলে মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। কলকাতা থেকে গিয়ে এক অচেনা অজানা শহরে সহায় সম্বলহীন ভাবে দিনের পর দিন পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়েছিলেন তিনি। বলিউডে পা রাখার পর, প্রথমদিকে নাকি টেম্পো-তে চড়েও যাতায়াত করতে হয়েছিল মিঠুনকে। গায়ের রং কালো বলে শুনতে হয়েছিল কটুক্তিও। আবার সেই বলিউডেই এক সময় অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঙ্গে তুলনা করা হত তাঁর।

    মিঠুনের আগমন

    সালটা ছিল ১৯৭৬, সেবছরই পরিচালক মৃণাল সেনের ‘মৃগয়া’ ছবির হাত ধরে অভিনয় জীবনে পা রেখেছিলেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রথম ছবিতে অভিনয়ের পরই সেরা অভিনেতা হিসাবে জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন মিঠুন। পরবর্তী সময়ে মুম্বইতে গিয়ে তারকা হয়ে ওঠেন মিঠুন চক্রবর্তী। ১৯৭৯ সালে রাজশ্রী প্রোডাকশনের ‘তারনা’ ছবির হাত ধরে বলিউডে পথ চলা শুরু হয়েছিল তাঁর। তারপর ১৯৮২ সালে ‘ডিস্কো ড্যান্সার’ ছবিতে অভিনয়ের পর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি, জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন। 

    গায়ের রং কালো

    মুম্বইয়ে গিয়ে একটা লম্বা সময় ধরে সংগ্রাম করতে হয়েছিল মিঠুনকে (Mithun Chakraborty)। বলিউডে তাঁর কোনও চেনা পরিচিতি ছিল না। এমনকি গায়ের রং কালো বলে পরিচালকরাও অপমান করতেন তাঁকে। তবুও তথাকথিত কোনো গডফাদার ছাড়াই নিজের পরিশ্রম এবং প্রতিভার জোরে নিজের ভবিষ্যৎ নিজে লিখেছেন বাগবাজারের ছেলে। আশির দশকের সুপারস্টারদের মধ্যে একজন ছিলেন ‘ডিস্কো কিং’। বিগ বি-র ঔজ্জ্বল্যের সামনে যখন ফিকে পড়ে যাচ্ছিলেন অন্য অভিনেতারা। তখন ব্যতিক্রম ছিলেন মিঠুন। অমিতাভের সঙ্গে পাল্লা দিয়ে সিনেমায় অভিনয় করছিলেন তিনি। সে সময়েই তিনি তকমা পান ‘গরিবের অমিতাভ বচ্চন’ (Gareebon ka Amitabh)।

    আরও পড়ুন: কল্কি কে? ট্রেলারের ধোঁয়াশা কাটিয়ে জানতে হলে যেতে হবে হলে

    অমিতাভের সঙ্গে সম্পর্ক

    এক সাক্ষাৎকারে অমিতাভকে ‘শতাব্দীর সেরা তারকা’ আখ্যা দিয়ে মিঠুন (Mithun Chakraborty) বলেছিলেন, “সে সময়ে বচ্চন সাব সব বড় ব্যানারের সিনেমা করতেন। আর আমার কাছে কোনও ব্যানারই ছিল না। কিন্তু আমার ছবির ব্যবসাও প্রায় ওঁর কাছাকাছিই যেত। মানুষ বলত, এ-ও অমিতাভ বচ্চন, কিন্তু গরিবের’’। লোকের ঠাট্টায় খুশিই হয়েছিলেন মিঠুন। অভিনেতার কথায়, এটা তাঁর কাছে সবথেকে বড় প্রশংসা ছিল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Amitabh Bachchan: হঠাৎ অসুস্থ! দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হল অমিতাভ বচ্চনের

    Amitabh Bachchan: হঠাৎ অসুস্থ! দ্রুত অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হল অমিতাভ বচ্চনের

    মাধ্যম নিউজ ডেস্ক: অ্যাঞ্জিয়োপ্লাস্টি করানো হল অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan)। গুরুতর অসুস্থ হয়ে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ভর্তি বলিউডের ‘শাহেনশা’। শুক্রবার সকাল ৬টায় ৮১ বছর বয়সি বিগ বি-কে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। সকালেই অমিতাভের অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়েছে বলে খবর। হাসপাতাল সূত্রের খবর, পায়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি হয়েছে অমিতাভের। 

    পায়ে অ্যাঞ্জিয়োপ্লাস্টি অমিতাভের

    অ্যাঞ্জিয়োপ্লাস্টি হল করোনারি হার্ট ডিজিজের একটি বহুল প্রচলিত চিকিৎসা পদ্ধতি। ধমনীর ভিতরের দিকে ‘প্লাক’ জমলে অ্যাঞ্জিয়োপ্লাস্টি পদ্ধতিতে বন্ধ হয়ে যাওয়া ধমনী খুলে দেওয়া হয়। ‘প্লাক’ রক্তে অতিরিক্ত কোলেস্টেরলের ফলে তৈরি হয়। সাধারণত হৃদ্‌যন্ত্রজনিত সমস্যায় অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হয়। তবে পায়ের রক্তবাহগুলিতে কোনও কারণে রক্ত জমাট বাঁধলেও অ্যাঞ্জিয়োপ্লাস্টি করা হতে পারে। অমিতাভের (Amitabh Bachchan) পায়ে রক্ত জমাট বেঁধেছিল। তা পুনরায় সচল করতেই নাকি অ্যাঞ্জিয়োপ্লাস্টি করতে হয়েছে। যদিও বচ্চন পরিবারের তরফে এ বিষয়ে কোনও কিছু নিশ্চিত করে বলা হয়নি। এই  অস্ত্রোপচারের পর সাধারণত রোগীকে ৩ মাস বিশ্রাম নিতে বলা হয়, কঠোর পরিশ্রম করতে বারণ করা হয়।

    গত বছর মার্চ মাসে হায়দরাবাদে ‘প্রজেক্ট কে’ ছবির শ্যুটিং চলাকালীন গুরুতর আহত হন অমিতাভ (Amitabh Bachchan)। অভিনেতার বুকের পাঁজরের তরুণাস্থি ও ডান পাঁজরের পেশি ছিঁড়ে যায়। তার পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কয়েক মাস বিশ্রামে ছিলেন অভিনেতা। চলতি বছরের শুরুতেই অমিতাভের কব্জিতেও অস্ত্রোপচার হয়েছিল। এদিন অস্ত্রোপচারের পর বিগ বি শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ’। অমিতাভ বচ্চনকে এরপর দেখা যাবে ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে। এছাড়াও দীপিকা পাড়ুকোনের ‘ইন্টার্ন’-এ রয়েছেন তিনি। আপাতত বর্ষীয়ান অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করছেন সকলে। 

    আরও পড়ুুন: ‘সরকারি চাকরির মূল্য শুনলে চমকে যাবেন’, নিয়োগ দুর্নীতি মামলায় কী বললেন বিচারপতি সিনহা?

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Amitabh Bachchan Birthday : জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    Amitabh Bachchan Birthday : জন্মদিনে অমিতাভ বচ্চনকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের তিনি ‘মহীরূহ’। তাঁর অভিনয় দক্ষতা এখনও তাক লাগিয়ে দেয় দর্শকমহলে। যুগ যুগ ধরে রুপোলি পর্দায় তাঁর উজ্জ্বল উপস্থিতি অটুট রয়েছে। তাঁর ক্যারিশ্মায় এখনও মেতে রয়েছে আসমুদ্রহিমাচল। তিনি অমিতাভ বচ্চন। মঙ্গলবার আশি বছরে পদার্পণ করলেন ‘বিগ বি’। জন্মদিনে (Amitabh Bachchan Birthday) অগণিত শুভেচ্ছাবার্তা ইতিমধ্যেই পেয়েছেন মেগাস্টার। যার মধ্যে অন্যতম দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছাবার্তা।

    অমিতাভের জন্মদিনে (Amitabh Bachchan Birthday) টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন মোদি। শুভেচ্ছাবার্তায় মোদি লিখেছেন, ‘‘৮০ তম জন্মদিনে অমিতাভ বচ্চনজিকে অনেক শুভেচ্ছা। দেশের অন্যতম অসাধারণ চলচ্চিত্র ব্যক্তিত্ব তিনি। প্রজন্মের পর প্রজন্ম ধরে দর্শকদের মনোরঞ্জন করে মুগ্ধ করেছেন। ওঁর দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করি।’’

    বস্তুত, নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ হিসাবে পরিচিত অমিতাভ। গুজরাত সরকারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবেও দেখা গিয়েছিল বিগ বি-কে।

    আরও পড়ুন: “মা না থাকলে আজ আমি কোথায় থাকতাম জানি না…” অবসাদ নিয়ে ফের মুখ খুললেন দীপিকা পাডুকোন 

    জবাবে অমিতাভ লিখলেন, ‘শ্রদ্ধেয় শ্রী নরেন্দ্র মোদিজি, আপনার শুভেচ্ছার জন্য আমি কৃতজ্ঞ। আপনার আশীর্বাদ, সর্বদা আমার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। প্রণাম।’

    প্রবীণ অভিনেতার মেয়ে শ্বেতা বচ্চনও সোশ্যাল মিডিয়ায় তার “গ্র্যান্ড বুড়ো” কে একটি হৃদয়গ্রাহী বার্তা দিয়েছেন। শ্বেতা তার বাবার সাথে কাটানো শৈশবের স্মৃতি সমন্বিত ছবি শেয়ার করেছেন।

    [insta]

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by S (@shwetabachchan)


    [/insta]

    অন্য দিকে, জন্মদিনের আগের দিনই, সোমবার সমাজমাধ্যমে নিজের নতুন ছবির পোস্টার প্রকাশ্যে এনে চমকে দিয়েছেন বিগ বি। আগামী ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে ‘উঁচাই’। এই ছবিতে অমিতাভের চরিত্রের নাম অমিত শ্রীবাস্তব। পোস্টারের ছবি পোস্ট করে বিগ বি লিখেছেন, ‘‘রাজশ্রী ফিল্মসের বিশেষ ছবি… ১১ নভেম্বর উঁচাইয়ে অমিত শ্রীবাস্তব রূপে আমায় দেখুন। সুরজ বরজাতিয়ার এই ছবি বন্ধুত্ব ও জীবন নিয়ে উদ্‌যাপনের।’’

    প্রসঙ্গত, মিঃ বচ্চন ১৯৬৯ সালে ‘সাত হিন্দুস্তানি’ ফিল্ম দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন এবং ‘আনন্দ’ (১৯৭১), ‘জাঞ্জির’ (১৯৭৩) এবং দিওয়ার (১৯৭৫) এর মতো সিনেমাগুলি দর্শকদের কাছে আজও সমাদৃত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

LinkedIn
Share