Bihar politics: পাটনায় পালাবদল! নীতীশ মুখ্যমন্ত্রী হলেও বেশি ক্ষমতা থাকবে লালু-পুত্রর হাতে?
বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। সরকার গড়তে দরকার ১২২ জন বিধায়কের সমর্থন। বিহার বিধানসভায় RJD-র বিধায়ক সংখ্যা ৭৯
Bihar politics
বিহার বিধানসভায় মোট আসন ২৪৩। সরকার গড়তে দরকার ১২২ জন বিধায়কের সমর্থন। বিহার বিধানসভায় RJD-র বিধায়ক সংখ্যা ৭৯
জুলাই মাসের শুরুতে লালুর শারীরিক অবস্থার অবনতি ঘটে। পাটনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয় তাঁকে। সেই সময়ই তাঁকে দেখতে যান নীতীশ।
বিরোধী শিবিরে নিজের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি বজায় রাখতে সদা সচেষ্ট নীতীশ…
রাজ্যপালের কাছে ইস্তফা দিয়ে আসার পর নীতীশ জানান, এটা তাঁর একার নয় দলগত সিদ্ধান্ত। আরজেডি সূত্রে জানা গিয়েছে, নীতীশ কুমারকে সমর্থন জানাবে তারা। তাঁদের সঙ্গে ১৬০ জনের সমর্থন রয়েছে, দাবি তেজস্বীর।
আমি প্রধানমন্ত্রিত্বের দাবিদার নই…
নতুন করে নির্বাচন হলে নীতীশের দল কোনও আসনই পাবে না…