Tag: Bipasha Basu

Bipasha Basu

  • Bipasha Basu Daughter: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

    Bipasha Basu Daughter: ঘর আলো করে এসেছে কন্যা সন্তান, মেয়ের কী নাম দিলেন বিপাশা?

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউডজুড়ে একের পর এক সুখবর। বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের পর মা হওয়ার খবর দিয়েছেন বঙ্গ তনয়া বিপাশা বসুও (Bipasha Basu)। তাঁদের ঘর আলো করে এসেছেন মা লক্ষ্মী। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বিপাশা। সোশ্যাল মিডিয়ায় আনুষ্ঠানিক ঘোষণা করার সময়, করণ সিং গ্রোভার (Karan Singh Grover) এবং বিপাশা বসু (Bipasha Basu) কন্যার প্রথম ছবি এবং কন্যার নামও শেয়ার করেছেন।

    আরও পড়ুন: শীতকালে ঘরোয়া টোটকায় খুসকি থেকে মুক্তি পান

    বিপাশা বসু এবং করণ সিং গ্রোভার ৩০ এপ্রিল ২০১৬ সালে বিয়ে করেন। এই দিনটির জন্যে তাঁরা অপেক্ষা করেছেন ৬ বছর। গর্ভাবস্থার শুরুতে অনেক শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল বলেও জানিয়েছেন প্রাক্তন ভারত সুন্দরী। কিন্তু সেই কষ্টের শেষে এসেছে মাতৃত্বের স্বাদ। 

    কন্যার কী নাম দিলেন বিপাশা-করণ?

    বিপাশা এবং করণ দুজনেই সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন। দম্পতি জানান, তাঁর বাড়িতে একটি ছোট মেয়ে এসেছে। যার নাম তাঁরা রেখেছেন দেবী বসু সিং গ্রোভার (Devi Basu Singh Grover)। পোস্টে দম্পতি আরও লিখেছেন, মাতা রানি নিজেই তাদের বাড়িতে এসেছেন এবং তাই তাঁরা মেয়ের নাম রাখছেন দেবী। জানা গিয়েছে বিপাশাই তাঁর মেয়ের এই নাম রেখেছেন। দেবী মানে মা। যারা পৌরাণিক কাহিনী পছন্দ করেন তাদের জন্য এই নামের অর্থ ‘ঈশ্বরী’। দেবীর পুজা করা হয়। প্রতিবছর নবরাত্রি উদযাপন করেন বিপাশা। তিনি দেবীর একনিষ্ঠ ভক্ত। মেয়ের জন্মকে তিনি দেবীর আশীর্বাদ হিসেবে দেখেছেন।

    সন্তান জন্মের কয়েক ঘন্টার মধ্যেই মেয়ের নাম জানিয়েছেন তাঁরা। একটি পোস্টে সদ্যোজাতর গোলাপী পায়ের ছবি দিয়ে জানানো হয়েছে মেয়ের নাম রাখছেন দেবী বসু সিংহ গ্রোভার। দিন কয়েক আগেই সাধ অনুষ্ঠানের ছবি ভাগ করে নিয়েছিলেন বিপাশা। ঘরোয়া অনুষ্ঠানে বিশেষ পোশাক বিধিতে সেজে হাজির হয়েছিলেন আমন্ত্রিতরা। সেসব পেরিয়ে অপেক্ষার অবসান ঘটেছে। মা হয়েছেন বিপাশা। শুরু নতুন যাত্রা পথের। শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরা। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Bipasha Basu: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    Bipasha Basu: ‘বেবি বাম্প’-এর নতুন ভিডিও শেয়ার করলেন বিপাশা, তাঁর এই কাজে মুগ্ধ নেটিজেনরা

    মাধ্যম নিউজ ডেস্ক: মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু (Bipasha Basu)। খুব শীঘ্রই বিপাশা বসু এবং তাঁর স্বামী করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে তাঁদের জীবনে আনতে চলেছেন। গতকালই বিপাশা তাঁর ইন্সটাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন যা দেখে বিপাশা ও করণের অনুরাগীরা এই ভিডিওটিকে ‘কিউট’ বলেছেন। এই ভিডিওতে বিপাশাকে তাঁর বেবি বাম্পকে ফ্লন্ট করতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পরেই ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে এই ভিডিওটি।

    [insta]https://www.instagram.com/reel/ChyiPgHAF8_/?utm_source=ig_web_copy_link[/insta]

    ভিডিওতে নিজের বেবি বাম্পের ওপরে হাত বুলিয়ে আদর করতে দেখা যাচ্ছে বিপাশা বসুকে। একটি সবুজ রঙের পোশাক পরে থাকতে দেখা গিয়েছে বিপাশাকে। ভিডিওটি শেয়ার করে বিপাশা একটি হার্ট ইমোজি পোস্ট করেছেন এবং হ্যাশট্যাগ ব্যবহার করেছেন যেমন, “#mamatobe #loveyourself #loveyourbody #grateful #blessed”। বিপাশার এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাঁর অনুরাগীরা। বিভিন্ন কমেন্ট করছেন তাঁরা। এক ইউজার লেখেন, ‘বেশি করে নিজের যত্ন নিন।’ আরও এক ইউজার লেখেন,’আপনার প্রেগন্যান্সি গ্লো দারুণ।’ অন্যদিকে অভিনেত্রী আরতি সিং লেখেন, “Babyyyyyyy coming, Jai Mata di”।

    আরও পড়ুন: স্বচ্ছ টপে ফুটে উঠল আলিয়ার ‘বেবি বাম্প’, ব্রহ্মাস্ত্রের প্রচারে কাপুর দম্পতি

    প্রসঙ্গত, ২০১৫ সালের ‘হরর ফিল্ম’ ‘Alone’ এর সেটে প্রথম দেখা হয়েছিল বিপাশা ও করণ সিং-এর। তারপর ২০১৬ সালের এপ্রিল মাসে বিয়ে করেন করণ-বিপাশা। বিপাশা করণের তৃতীয় স্ত্রী। একেবারে বাঙালি মতেই বিয়ে করেন বিপাশা-করণ। তাঁদের বিয়ের পর থেকেই বিভিন্ন সময় উঠে এসেছে বিপাশার অন্তঃসত্ত্বা হওয়ার খবর। তবে প্রতিবারই এই জল্পনাকে উড়িয়ে দিয়েছেন এই বং বিউটি। তবে ২০২২ সালে এই তারকা জুটির পরিবারে নতুন সদস্য আসার সুখবর জানিয়েছেন করণ-বিপাশা।

    কিছুদিন ধরেই বিপাশার মা হওয়া নিয়ে জল্পনা চলছিল। একটি ফটোশ্যুটের মাধ্যমে নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানান বিপাশা বসু নিজেই। প্রকাশ্যে এনেছেন তাঁর বেবি বাম্প। ১৬ অগাস্ট নিজের প্রেগন্যান্সি ফটোশুটের ছবি দিয়েছেন বিপাশা। সেখানেই দেখা যাচ্ছে সাদা ব্যাগি সাইজ শার্ট পরে রয়েছেন বিপাশা। এই খবর সামনে আসতেই  শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন বলিপাড়ার সেলিব্রিটিরা। মালাইকা আরোরা থেকে সফি চৌধুরী, মাহি ভিজ, ডায়না পেন্টি সকলেই শুভেচ্ছা জানিয়েছেন দম্পতিকে।

    [insta]https://www.instagram.com/p/ChT3SgaNdJF/?utm_source=ig_web_copy_link[/insta]

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

LinkedIn
Share