Tag: birbhum blast

birbhum blast

  • Birbhum: বীরভূম বিস্ফোরণে এবার  গ্রেফতার  তৃণমূল নেতার ভাই

    Birbhum: বীরভূম বিস্ফোরণে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

    মাধ্যম নিউজ ডেস্ক: বীরভূমের (Birbhum) দুবরাজপুরে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণের পর সিআইডির বোম্ব স্কোয়াডের তল্লাশি চলে এলাকায়। একইসঙ্গে তৃণমূলের ওই নেতার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, বোলপুরের যজ্ঞনগর গ্রাম থেকে প্রায় ১৫ টি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ড্রোন ক্যামেরার মাধ্যমে বোমার খোঁজে তল্লাশি চালায় পুলিশ।

    বীরভূমের (Birbhum) বিস্ফোরণে আরও এক গ্রেফতার

    কিছু দিন আগেই এগরা, বজবজ এবং তারপরে বীরভূমে (Birbhum) বাজি বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ধরপাকড় এবং তল্লাশি চলছে রাজ্য জুড়ে। এবার দুবরাজপুরের তৃণমূল কর্মী শেখ সফিকের ভাই মরিলাল শেখকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে দুবরাজপুর আদালতে তোলা হয়। বিস্ফোরণের পর থেকেই পলাতক ছিল এই তৃণমূল কর্মীর ভাই। তাঁর পরিবারের অনেকেই গা ঢাকা দিয়ে আছেন বলে জানা গেছে। এখনও দোষীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দুবরাজপুরের ওই গ্রামে মোতায়েন করা হয়েছে পুলিশ।

    কীভাবে বীরভূমে (Birbhum) বিস্ফোরণ হয়েছিল?

    বিভিন্ন জায়গায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের জেরে তোলপাড় রাজ্য। ঘুম ছুটেছে পুলিশ প্রশাসনের। সেই সময় দুবরাজপুরের (Birbhum) পদুমা গ্রাম পঞ্চায়েতের ঘোড়াপাড়া গ্রামে শেখ সফিকের বাড়িতে বিস্ফোরণ হয়। শতাধিক তাজা বোমা মজুত ছিল চিলেকোঠার সিঁড়ি ঘরে। এই সফিক এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে পড়েছে তাঁর বাড়ির কংক্রিটের দেওয়াল। বিকট শব্দে প্রতিবেশী এক শিশু জ্ঞান হারিয়ে ফেলেছিল। রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল গ্রামবাসীরা।

    বিস্ফোরণের পর পুলিশের ভূমিকা

    বিস্ফোরণের ঘটনায় তদন্তে নামে দুবরাজপুর থানার পুলিশ। আরও বোমা মজুত রয়েছে কিনা, খতিয়ে দেখার জন্য খবর দেওয়া হয় সিআইডি বোম্ব স্কোয়াডকে। বোলপুর (Birbhum) থেকে বোম্ব স্কোয়াডের প্রতিনিধিরা গিয়ে এদিন ঘটনাস্থলে তল্লাশি চালায়৷ কংক্রিটের ভগ্নপ্রায় বাড়ির চারপাশে চলে তল্লাশি অভিযান। যদিও, কোনও তাজা বোমা মেলেনি। সবকটিই বিস্ফোরণ হয়ে গিয়েছে বলে খবর। তবে বিস্ফোরণ স্থল থেকে নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে, বোলপুর থানার যজ্ঞনগর গ্রামে একটি ঝোপ থেকে তাজা বোমা উদ্ধার করে পুলিশ। বোলপুরের এসডিপিও নিখিল আগরওয়াল ও আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে যজ্ঞনগর গ্রামে চলেছিল এই বিশেষ পুলিশি অভিযান। তবে এলাকার মানুষের অভিযোগ, পুলিশ আগে থেকে আরও তৎপর হলে বিস্ফোরণ এড়ানো যেত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    Birbhum Blast: বীরভূমে বোমা বিস্ফোরণে আহত তৃণমূল নেতার ভাই, মৃত ১

    মাধ্যম নিউজ ডেস্ক: গুণ্ডারাজের বীরভূম। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা বিস্ফোরণে (Birbhum Blast) কেঁপে উঠল অনুব্রতর জেলা। বোমা ফেটে গুরুতর জখম হলেন খোদ গ্রাম পঞ্চায়েতের প্রধানের ভাই। মৃত্যু হয়েছে তাঁর এক বন্ধুর। শনিবার রাতে বীরভূমের মাড়গ্রামে ঘটেছে ঘটনাটি। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এটা বোমাবাজির ঘটনা নাকি মজুত থাকা বোমা থেকে বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই মূল অভিযুক্তসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

    কী জানা গেল? 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন রাত ১০টা নাগাদ মাড়গ্রাম হাসপাতাল মোড়ে বোমা বিস্ফোরণের (Birbhum Blast) ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম হয়েছে মাড়গ্রাম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ভুট্টো শেখের ভাই লাল্টু শেখ। মৃত্যু হয়েছে লাল্টু শেখের বন্ধু নিউটন শেখের। ঠিক কী কারণে এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে পুলিশ। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাড়গ্রাম-১ নম্বর গ্রাম পঞ্চায়েতটি তৃণমূল কংগ্রেস পরিচালিত। এই গ্রামে প্রায়ই বোমাবাজি (Birbhum Blast), সংঘর্ষের মতো ঘটনা ঘটে। এদিন রাত ১০টা নাগাদ হাসপাতাল মোড়ে বোমাটি ফাটে। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মাড়গ্রাম-১ গ্রাম পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর বন্ধু নিউটন। দুজনেই গুরুতর জখম হন। খবর পেয়েই মাড়গ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং গুরুতর জখম দুজনকে উদ্ধার করে রামপুরহাট গর্ভণমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করায়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় নিউটনের। সংকটজনক অবস্থায় রয়েছেন লাল্টুও। 

    মৃত নিউটন শেখের ভাইপো ফিরাজুল ইসলাম বলেন, “রাজনেতিক প্রতিহিংসা থেকে আমার কাকাকে খুন করা হয়েছে। যাঁরা বোমা ছুঁড়েছে তাঁরা আগে বিজেপি করত এখন কংগ্রেসে যোগ দিয়েছে। থানায় অভিযোগ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    আরও পড়ুন: মার্কিন সমীক্ষা অনুযায়ী বিশ্বের জনপ্রিয় নেতাদের মধ্যে শীর্ষে নরেন্দ্র মোদি

    স্থানীয়রা দাবি করেছেন, বাইকে করে বোমা (Birbhum Blast) নিয়ে যাওয়ার সময় তা বিস্ফোরণে ঘটেছে দুর্ঘটনা। পাশাপাশি জনবহুল এলাকা হাসপাতাল মোড়ে সন্ধ্যের দিকে ঘটনাটি ঘটলে আরও ভয়াবহ ঘটনা ঘটতে পারত বলেই আশঙ্কা। আর যে ঘটনা সামনে আসার পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।  

    সম্প্রতি বীরভূম সফর গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এই বোমা বিস্ফোরণ! প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

     

LinkedIn
Share