মাধ্যম নিউজ ডেস্ক: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের সাঁইথিয়া (Birbhum News)। এরই জেরে এলাকায় বন্ধ করে দেওয়া হল ইন্টারনেট পরিষেবা। রাজ্য সরকার সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ মার্চ পর্যন্ত এই ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকবে। এই নির্দেশ রাজ্য সরকারের স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের প্রধান সচিবের তরফ থেকে জারি করা হয়েছে। রাজ্যের প্রশাসনিক আধিকারিকরা ইতিমধ্যে জানিয়েছেন, মূলত গুজব ছড়ানো এবং অবৈধ কার্যকলাপকে রুখতেই গতকাল অর্থাৎ ১৪ মার্চ থেকে এই ব্যবস্থা কার্যকর হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী গতকাল দোলের দিন এই অশান্তি শুরু হয়। এখনও পর্যন্ত প্রশাসন এই ঘটনার জেরে ২০ জনকে আটক করেছে বলেছে জানা গিয়েছে।
কী বলা হল সরকারি নির্দেশিকায় (Birbhum News)
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, টেলিযোগাযোগ আইন ২০২৩-এর অধীনে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার এই নির্দেশিকা জারি করা হয়েছে। মূলত দোলের দিন পাথর ছোড়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে বীরভূমের সাঁইথিয়ার (Sainthia) একাধিক এলাকা। দুই গোষ্ঠীর মধ্যে এমন সংঘর্ষের কারণে অশান্তির পরিবেশ তৈরি হয় ওই অঞ্চলগুলিতে। বিভিন্ন এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় প্রচুর পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকাগুলিতে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।
কোন কোন গ্রাম পঞ্চায়েত থাকছে এর আওতায়?
পরিস্থিতি স্বাভাবিক রাখতে, যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং গুজব যাতে না ছড়ায় সেই উদ্দেশে এমন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। নির্দেশিকায় (Birbhum News) স্পষ্ট বলা হয়েছে, ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকলেও ভয়েস কল এবং এসএমএস পরিষেবাগুলি স্বাভাবিক থাকবে। অর্থাৎ সাধারণ ফোন কল বা এসএমএস করতে পারবেন ওই অঞ্চলের মানুষজন। জানা গিয়েছে, সাঁইথিয়ার (Birbhum News) হাটোরা গ্রাম পঞ্চায়েত, মঠ পালসা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, দারিয়াপুর গ্রাম পঞ্চায়েত, এবং ফুলুর গ্রাম পঞ্চায়েতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।