Tag: BIS

BIS

  • BIS:  ২০২৫ এর মধ্যে সারা দেশে চালু  হবে,  ‘এক দেশ এক চার্জার’

    BIS: ২০২৫ এর মধ্যে সারা দেশে চালু হবে, ‘এক দেশ এক চার্জার’

    মাধ্যম নিউজ ডেস্ক: এখন ফোন বা ল্যাপটপ যাই কিনুন না কেন তার সঙ্গে চার্জার কেনা বাধ্যতামূলক। এক একটি ডিভাইস এক একটি চার্জার দিয়ে চার্জ হয়। ফলে সমস্যা তৈরি হয়। তাই এই সমস্যা এড়ানোর জন্য এবার সারা দেশে চালু হতে চলেছে একই ধরনের চার্জার । একে এক দেশ এক চার্জার নীতি বললে ভুল কিছু হবে না। এই নিয়ম চালু হলে নতুন ডিভাইস কেনার সঙ্গে আলাদা করে আর চার্জার কিনতে হবে না। 

     ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এর তরফে একটি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে যেখানে বলা হয়েছে স্মার্টফোন, মোবাইল, ট্যাবলেট থেকে অন্যান্য সমস্ত ইলেকট্রনিক গ্যাজেটস যাতে USB টাইপ সি চার্জার দিয়েই চার্জ দেওয়া যায়। এটি সারা দেশে ২০২৫ এর মার্চের মধ্যে চালু হয়ে যাবে। জানা গিয়েছে সমস্ত মোবাইল প্রস্তুতকারক কোম্পানি এই নির্দেশ মানতে রাজি হয়েছে। তারা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপের জন্য USB টাইপ সি পোর্ট চালু করতে রাজি বলেই জানিয়েছেন রোহিত কুমার সিং, যিনি উপভোক্তা মন্ত্রকের সেক্রেটারি। 

    আরও পড়ুন: নতুন ফিচার আসছে মাইক্রোসফট এক্সেলে, সময় বাঁচবে অনেকটাই

    ইউরোপে ঠিক এমন নীতিই চালু আছে

    এ প্রসঙ্গে বলা দরকার, ইউরোপ ইউনিয়নের মধ্যে থাকা সমস্ত দেশেই এখন USB টাইপ সি পোর্ট বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। ২০২২ সালেই একটি অর্ডার পাশ করে ইউরোপিয়ান ইউনিয়ন, সেখানেই বলা হয়েছে যে ২০২৪ সাল শেষ হওয়ার আগেই অ্যান্ড্রয়েড এবং IOS এর ক্ষেত্রে কনজিউমার ইলেকট্রনিক প্রোডাক্ট আছে সেই সবগুলোতেই USB টাইপ সি পোর্ট ব্যবহার করতেই হবে। একই সঙ্গে সেই অর্ডারে বলা হয়েছে যে আগামী ২০২৬ এর মধ্যে এই নিয়ম ল্যাপটপের জন্য আনা হবে।

    আরও পড়ুন: ৩১ ডিসেম্বর থেকে এই ফোনগুলোতে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ! আপনারটা নেই তো? দেখুন তালিকা

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share