Tag: Bishnoi

  • Bishnoi Gang: ‘এ বার তোর পালা’! সলমনের পরে লরেন্স গ্যাংয়ের নিশানায় ছোটপর্দার অভিনব

    Bishnoi Gang: ‘এ বার তোর পালা’! সলমনের পরে লরেন্স গ্যাংয়ের নিশানায় ছোটপর্দার অভিনব

    মাধ্যম নিউজ ডেস্ক: বলিউড অভিনেতা সলমন খান একের পর এক হুমকি পেয়েছেন লরেন্স বিষ্ণোইয়ের (Bishnoi Gang) থেকে। শুধু তাই নয় বলিউডের এই তারকার বাড়ি ‘গ্যালাক্সি’ লক্ষ্য করে গুলিও ছুড়েছিল বিষ্ণোইয়ের দুষ্কৃতীরা। একইসঙ্গে প্রাতর্ভ্রমণে বেরিয়ে হুমকি পেতে হয়েছিল সলমনের বাবা সেলিম খানকেও। তার পর থেকেই এঁদের নিরাপত্তা আরও জোরদার করা হয়। সলমনের বাড়ি ‘গ্যালাক্সি’র জানলায় বসানো হয় বুলেটপ্রুফ কাচও। এ বার সলমনের মতোই বিষ্ণোই গ্যাংয়ের কাছ থেকে একই রকমের হুমকি পেলেন অভিনেতা অভিনব শুক্লা (Abhinav Shukla)। অভিনেতার দাবি, হুমকিদাতা নিজেই জানিয়েছে সে লরেন্স বিষ্ণোইয়ের দলের লোক।

    তোর বাড়িতেও একে ৪৭ দিয়ে তেমনই গুলি চালাব (Bishnoi Gang)

    ওই হুমকিদাতা জানিয়েছে, সলমন খানের বাড়িতে যেমন গুলি চালানো হয়েছিল, সেই একই কায়দায় অভিনবের বাড়িতেও গুলি চালানো হবে। এমনটাই দাবি করেছেন অভিনব (Abhinav Shukla)। ছোট পর্দার অভিনেতা অভিনব তাঁর সমাজমাধ্যমে পোস্ট করে পুরো ঘটনাটি জানিয়েছেন। অঙ্কুশ গুপ্ত নামে এক ব্যক্তি অভিনবকে ইনস্টাগ্রামে ব্যক্তিগত ভাবে সেই হুমকিবার্তা পাঠিয়েছে বলে জানা গিয়েছে। সেই হুমকি বার্তায় লেখা ছিল, “আমি লরেন্স বিষ্ণোইয়ের লোক। তোর বাড়ির ঠিকানা আমার জানা আছে। আসব নাকি? সলমন খানের বাড়িতে যেমন গুলি করেছিলাম। তোর বাড়িতেও একে ৪৭ দিয়ে তেমনই গুলি চালাব।” শুধু তাই নয়, এই হুমকি বার্তার মধ্যে একাধিক অশালীন শব্দও জুড়ে দিয়েছিল অঙ্কুশ। এমনটাই অভিযোগ অভিনবের।

    অভিনেতার নিরাপত্তারক্ষীদের গুলি করে হত্যা করারও হুমকি দিয়েছে ওই ব্যক্তি

    প্রসঙ্গত, সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তি (Bishnoi Gang) অভিনবের প্রতি দিনের চলাফেরার বিষয়ে ওয়াকিবহাল বলেও জানিয়েছে। অভিনেতার নিরাপত্তারক্ষীদের গুলি করে হত্যা করারও হুমকি দিয়েছে ওই ব্যক্তি । হুমকিবার্তা সমাজমাধ্যমে শেয়ার করে অভিনব লেখেন, “আমার পরিবারকে খুনের হুমকি দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে, এই ব্যক্তি চণ্ডীগড় বা মোহালির বাসিন্দা (Bishnoi Gang)। যাঁরা এই ব্যক্তিকে চিনতে পারছেন, তাঁরা পদক্ষেপ করুন।” তবে এখানেই শেষ নয়। অভিনবের স্ত্রী রুবিনা দিলাইকও এমন হুমকিবার্তা পেয়েছেন বলে জানা যাচ্ছে। তবে সেই হুমকিদাতা আবার নিজেকে ‘বিগ বস্‌’ খ্যাত আসিম রিয়াজের অনুরাগী বলে দাবি করেছে নিজেকে।

LinkedIn
Share