Tag: Biswakarma puja leave

  • Suvendu Adhikari: ‘‘পাকিস্তানে সবে বরাতে ১ দিন ছুটি, আপনি কেন ২ দিন দেন?’’, মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    Suvendu Adhikari: ‘‘পাকিস্তানে সবে বরাতে ১ দিন ছুটি, আপনি কেন ২ দিন দেন?’’, মমতাকে তীব্র আক্রমণ শুভেন্দুর

    মাধ্যম নিউজ ডেস্ক: কলকাতা পুরসভার হিন্দি মাধ্যম স্কুলে বিশ্বকর্মা পুজোর (Biswakarma Puja) ছুটি বাতিল করে ইদের ছুটি বাড়ানোর নির্দেশিকা জারি করা হয়েছিল বুধবারই। এনিয়ে বিভিন্ন মহলে সমালোচনার প্রবল ঝড় ওঠে। মমতা সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতি করার অভিযোগ করে বিজেপি। অন্যদিকে এই নির্দেশিকা সামনে আসতেই তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বুধবার সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘ইসলামিক দেশ পাকিস্তানে সবে বরাতে ১ দিন ছুটি দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ২ দিন ছুটি দেন কেন?’’

    কী বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)?

    এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আরও বলেন, ‘‘আমি বলেছিলাম এই সরকারটা ‘মুসলিম লিগ টু’ এর সরকার। মুখ্যমন্ত্রী তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন। কলকাতা পুরসভার নোটিশ সেটা প্রমাণ করল। ইদে ২ দিন কেন, ৪ দিন ছুটি দিন না। বিশ্বকর্মার ছুটিটাকে বন্ধ করে কেন? হিন্দুদের ওপর আঘাত করে কেন? এতে কী মজা পান আপনারা? ইসলামিক দেশ পাকিস্তান সবে বরাতে ১ দিন ছুটি দেয়। আপনি ২ দিন ছুটি দেন। কেন করেন এগুলো? আপনি হিন্দুদের আক্রমণ করছেন কেন?’’

    আক্রমণ করেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও

    এ প্রসঙ্গে তোপ দেগেছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় নিজের এক্স মাধ্যমে লিখেছেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের হিন্দু বিরোধী মানসিকতাকে প্রকাশ করে এহেন নোটিশ।’’ মুসলিম তোষণের এমন রাজনীতি পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে ধ্বংস করছে বলেও অভিযোগ লকেটের। এমন চললে মানুষ রামকৃষ্ণ, চৈতন্যদেবকে আগামী কয়েক বছরের মধ্যে ভুলে যাবে বলেও মন্তব্য করেন বিজেপি নেত্রী।

    প্রবল চাপে নোটিশ প্রত্যাহার করে পুরসভা

    যদিও প্রবল চাপে গতকাল বুধবার এই সংক্রান্ত নির্দেশিকা পুরসভার তরফে তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। একই সঙ্গে চারিদিকে বিক্ষোভের মুখে ক্ষমাও চেয়ে নেওয়া হয়েছে বলে খবর। এই বিষয়ে পুরসভা অবশ্য সাফাই দিয়ে বলছে, উচ্চ আধিকারিকদের অনুমোদন ছাড়াই এই নির্দেশিকা জারি করা হয়। এখানেই উঠছে প্রশ্ন। আধিকারিকদের অনুমতি ছাড়া এত বড় নির্দেশিকা জারি হল কীভাবে।

LinkedIn
Share