Tag: BJP Abhijit Sarkar Murder Case

BJP Abhijit Sarkar Murder Case

  • CBI Quizzes Paresh Pal: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের

    CBI Quizzes Paresh Pal: বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় সিবিআই দফতরে হাজিরা পরেশ পালের

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি কর্মী অভিজিৎ সরকার (Abhijit Sarkar Murder Case) খুনের মামলায় সিবিআই (CBI) দফতরে হাজিরা দিলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল (MLA Paresh Pal) ৷ ভোট পরবর্তী হিংসা (Post Poll Violence) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পরেশ পালকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে নোটিস পাঠিয়েছিল ৷ প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে ভোটের ফলপ্রকাশের পরই বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে হত্যা করার অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় শাসকদলের বিধায়ক পরেশ পাল যুক্ত বলে অভিযোগ করে বিজেপি ৷ ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে অভিজিতের মৃত্যু নিয়েই তাঁকে এদিন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় ৷

    প্রায় তিন ঘণ্টা জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে যান পরেশ পাল। তিনি জানান, যে কোনও মৃত্যুই দুঃখজনক। সিবিআইয়ের সঙ্গে তিনি সবরকম সহযোগিতা করবেন। এর পাশাপাশি জানান সিবিআই তাঁকে বলেছে যে আর তাঁকে ডাকা হবে না।। অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকার বলেছিলেন, তাঁর কাছে গুরুত্বপূর্ণ নথি এবং ভিডিও রয়েছে, যা তিনি সিবিআইয়ের কাছে জমা দিয়েছেন যেখানে দাবি করা হয়েছে অভিজিৎ সরকার মৃত্যুর পেছনে পরেশ পাল ও তার লোকজন দায়ী। কিন্তু এই দাবিকে নস্যাৎ করেছেন পরেশ পাল। মানুষের তাঁদের ওপর আস্থা রেখেছে, তাই বিপুল ভোট দিয়ে তাঁদের এনেছেন। এই কাজের সঙ্গে তৃণমূল জড়িত নয় বলে দাবি করেন তিনি।

LinkedIn
Share