Tag: bjp Candidate list 2024

bjp Candidate list 2024

  • Debashis Dhar: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন দেবাশিস ধর

    Debashis Dhar: মনোনয়ন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে গেলেন দেবাশিস ধর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট না মেলায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। সরকারের বৈমাতৃসুলভ আচরণের প্রতিবাদে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন প্রাক্তন আইপিএস দেবাশিস ধর (Debashis Dhar)। রাজ্য প্রশাসনের অঙ্গুলিহেলনে পুলিশের দীর্ঘদিন কোনঠাসা ছিলেন। পুলিশের চাকরি ছেড়ে রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি। অভিযোগ ছিল শীতলখুচিকান্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশেই তাঁকে পুলিশে কোণঠাসা করে রাখা হয়।

    একাধিক মামলায় ফাঁসানোর অভিযোগ (Debashis Dhar)

    দেবাশিস (Debashis Dhar) আগেই জানিয়েছেন শীতলখুচি (Sitalkuchi) কান্ডর পর বিভিন্ন মামলায় সাক্ষী করা হলেও আসামীর মত ব্যবহার করা হয় তাঁর সঙ্গে। একাধিক অনিয়মের মামলায় ফাঁসানো হয় তাঁকে। যদিও সাজানো মামলা ঠান্ডা ঘরে চলে গিয়েছে। চাকরি থেকে সাসপেন্ড ছিলেন দীর্ঘকাল। রাজনৈতিক জীবনেও তাঁর পথে কাঁটা বিছিয়ে রেখেছে রাজ্য। লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছেন দিয়েছিলেন দেবাশীষ ধর (Debashis Dhar)। পুলিশের চাকরি ছেড়ে দলে আসা দেবাশিসকে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে টিকিট দিয়েছিল বিজেপি। তাঁর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। ভয় না পেয়ে তিনি কার্যত জোর কদমে লড়াই শুরু করেছিলেন। গত সপ্তাহে তিনি মনোনয়ন জমা দেন। কিন্তু সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট তাঁকে না দেওয়ায় তার মনোনয়ন বাতিল হয়ে যায়। বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে (Debtanu Bhattacharya) এই কেন্দ্র থেকে মনোনয়ন দিয়েছে গেরুয়া শিবির।

    আরও পড়ুনঃ “টানা ৬দিন পানীয় জল নেই,” সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ মহিলাদের

    বিজেপির বক্তব্য

    প্রসঙ্গত বীরভূমের প্রার্থীর (Debashis Dhar) মনোনয়ন বাতিল হওয়ার পর বিজেপির (BJP) রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় (Jagannath Chattopadhyay) সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন রিটার্নিং অফিসারের সিদ্ধান্তকে সুপ্রিম কোর্টের (Supreme Court)) চ্যালেঞ্জ জানানো হবে। এরপরই সোমবার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন দেবাশীষ বাবু। বিজেপি নেতার আইনজীবী জানিয়েছেন, “লোকসভা নির্বাচন যেহেতু আসন্ন। তাই এই মামলার যাতে দ্রুত শুনানি হয় এবং আদালত যাতে মক্কেলকে রাজ্য সরকারকে দ্রুত নো ডিউ সার্টিফিকেট প্রদান করে সেই আবেদন করা হয়েছে।”

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Loksabha Vote: প্রস্তুত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা! দিল্লি উড়ে যাচ্ছেন সুকান্ত

    Loksabha Vote: প্রস্তুত দ্বিতীয় দফার প্রার্থী তালিকা! দিল্লি উড়ে যাচ্ছেন সুকান্ত

    মাধ্যম নিউজ ডেস্ক: শনিবারই ১৯৫ জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। এবার দ্বিতীয় দফায় প্রার্থী তালিকা প্রকাশের প্রস্তুতি চলছে। প্রথম দফায় বাংলাতে ২০টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। অর্থাৎ এখনও বাকি ২২টি। বাকি প্রার্থীদের বিষয়ে আলোচনার জন্য সোমবার দুপুরেই দিল্লি উড়ে যাচ্ছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জেপি নাড্ডা সমেত কেন্দ্রীয় নেতাদের সঙ্গে এদিন রাজধানীতে বৈঠক হওয়ার কথা রয়েছে সুকান্তর (Loksabha Vote)। সূত্রের খবর, দ্বিতীয় দফার প্রার্থী তালিকা নিয়ে হওয়া বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও হাজির থাকার কথা ছিল। কিন্তু তিনি ওই বৈঠকে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।

    লোকসভা ভোটে প্রচারে ঝড়, মঙ্গলবার ফের বাংলায় আসছেন মোদি

    বিজেপি সূত্রে খবর, রবিবার বালুরঘাট যাওয়ার কথা ছিল সুকান্তর। সেই কর্মসূচি বাতিল করে সোমবার দুপুরে দিল্লি পৌঁছবেন তিনি (প্রতিবেদন লেখা পর্যন্ত)। লোকসভা ভোটের নির্ঘণ্ট (Loksabha Vote) এখনও ঘোষণা হয়নি। তার আগেই নির্বাচনী প্রচারে ঝড় তুলেছে কেন্দ্রের শাসক দল। ইতিমধ্যে বাংলায় দুই জেলায় সভাও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৬ মার্চ বারাসতে রয়েছে প্রধানমন্ত্রীর তৃতীয় সভা। আগামীকাল মঙ্গলবার ফের কলকাতায় আসছেন মোদি। বিজেপি সূত্রের খবর, শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরেও মোদি  জনসভা করবেন। ৯ মার্চ প্রধানমন্ত্রী সভা করতে পারেন শিলিগুড়িতে। উত্তরবঙ্গে রয়েছে মোদি বেশ কিছু সরকারি কর্মসূচী সম্পন্ন করার পরেই জনসভা করবেন বলে জানা গিয়েছে।

    আত্মবিশ্বাসী মোদি

    ‘যান, জিতে আসুন, শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে’, মন্ত্রিসভার বৈঠকে সহকর্মীদের উদ্দেশে এমন বার্তা দিলেন প্রধানমন্ত্রী। ‘তৃতীয়বার-মোদি সরকার’, বিজেপির এই নির্বাচনী স্লোগান যে বাস্তব রূপ নিতে চলেছে, সেই ইঙ্গিতই যেন ধরা দিল মন্ত্রিসভায় নরেন্দ্র মোদির ভাষণে। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছেন তিনি। ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। ভোট ঘোষণার আগেই প্রায় ১৯৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি, তারপর রবিবার প্রধানমন্ত্রীর আত্মবিশ্বাসে ভরা ভাষণ, এতে বেশ ব্যাকফুটে ইন্ডি জোট। মন্ত্রিসভার শেষ বৈঠকে প্রধানমন্ত্রী এদিন প্রায় ১ ঘণ্টা হাইভোল্টেজ ভাষণ দেন।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share