Tag: bjp leader nupur sharma

bjp leader nupur sharma

  • Nupur Sharma: “সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত নয়, নূপুরের পাশে দাঁড়ান”, পরামর্শ ডাচ নেতার

    Nupur Sharma: “সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত নয়, নূপুরের পাশে দাঁড়ান”, পরামর্শ ডাচ নেতার

    মাধ্যম নিউজ ডেস্ক: হজরত মহম্মদকে (prophet) নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মাকে (Nupur Sharma)। বাতিল করা হয়েছে তাঁর প্রাথমিক সদস্যপদও। এমতাবস্থায় তাঁর পাশে দাঁড়ালেন নেদারল্যান্ডের দক্ষিণপন্থী নেতা গির্ট উইলডার্স (Geert Wilders)।তিনি বলেন, সত্যি কথা বলে বিপাকে পড়ছেন নূপুর। তাঁর জন্য গর্বিত হওয়া উচিত ভারতীয়দের।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে হজরত মহম্মদকে নিয়ে নূপুর বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। ঘটনার জেরে তাঁকে সাসপেন্ড করে বিজেপি। নূপুরের সেই বিতর্কিত মন্তব্য সোশ্যাল মিডিয়ায় দেওয়ার দায়ে দল থেকে বহিষ্কার করা হয় বিজেপির প্রাক্তন সাংসদ নবীন কুমার জিন্দালকে (Naveen Jindal)। তার পরেও ক্ষোভ প্রশমিত হয়নি ইসলামিক দেশগুলির (Islamic countries)। ঘটনার জেরে কুয়েতের এক সুপারমার্কেট কর্তৃপক্ষ ভারতীয় পণ্য বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে। ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে কাতার। নূপুরকে গ্রেফতারির দাবিও উঠেছে বিভিন্ন মহলে। এহেন পরিস্থিতিতে নূপুরের পাশে দাঁড়ালেন নেদারল্যান্ডসের ওই নেতা।

    আরও পড়ুন : বিতর্কিত মন্তব্যের জেরে সাসপেন্ড নূপুর শর্মা, নবীন জিন্দালকে বহিষ্কার বিজেপি-র

    উইলডার্স বলেন, নূপুরের বক্তব্যের পর ইসলামিক দেশগুলি ভারতের সঙ্গে যে ব্যবহার করছে, তা হাস্যকর। নূপুরের সমর্থনে একটি ট্যুইটও করেন উইলডার্স। লেখেন, কখনওই আল কায়দার মতো ইসলামিক সন্ত্রাসবাদীদের কাছে নতি স্বীকার করো না। কারণ তারা বর্বরতার প্রতিনিধিত্ব করে থাকে। পুরো ভারতের উচিত নূপুর শর্মার পাশে দাঁড়ানো এবং তাঁকে সমর্থন করা। আল কায়দা এবং তালিবান আমাকে তাদের হিটলিস্টে রেখেছিল কয়েক বছর আগেও। এ থেকে একটাই শিক্ষা, সন্ত্রাসবাদীদের কাছে মাথা নত করো না। কখনওই না!  

    [tw]


    [/tw]

    উইলডার্স বলেন, ভারতীয় বন্ধুরা ইসলামিক দেশগুলিকে ভয় পেও না। স্বাধীনতার পক্ষে দাঁড়াও। রাজনীতিবিদ নূপুর শর্মাকে রক্ষা করার জন্য অটল থাকো। ইসলামিক দেশগুলিকে নিয়ে ক্ষোভ উগরে উইলডার্স বলেন, মুসলিম দেশগুলি ভণ্ড। সেখানে গণতন্ত্র, আইনি শাসন, নাগরিকের স্বাধীনতা নেই। ওই দেশগুলিতে সংখ্যালঘুরা নির্যাতিত হন। এরা যেভাবে মানবাধিকার লঙ্ঘন করে, সেভাবে আর কেউ করে না। উইলডার্স নেদারল্যান্ডসের পার্টি ফর ফ্রিডমের প্রতিষ্ঠাতা। দলটি দেশের তৃতীয় বৃহত্তম দল। ১৯৯৮ সাল থেকে হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের নেতা ছিলেন। ইসলামের সমালোচনার জন্য পরিচিত।

    আরও পড়ুন : কাশী-মথুরা নিয়ে কী ভাবছে বিজেপি? স্পষ্ট করলেন নাড্ডা

    এদিকে, হজরত মহম্মদকে নিয়ে আপত্তিকর ট্যুইট করার অভিযোগ উঠেছিল কানপুরের বিজেপি নেতা হর্ষিত শ্রীবাস্তবের বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। সোশ্যাল মিডিয়া থেকে মুছে ফেলা হয়েছে তাঁর বিতর্কিত ট্যুইট।

     

     

LinkedIn
Share