Tag: BJP Murder

BJP Murder

  • BJP Murder: বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেফতার! আজ ময়নায় শুভেন্দু, তফশিলি কমিশন

    BJP Murder: বিজেপি নেতা খুনের ঘটনায় প্রথম গ্রেফতার! আজ ময়নায় শুভেন্দু, তফশিলি কমিশন

    মাধ্যম নিউজ ডেস্ক: ৭২ ঘণ্টা পর ময়নায় বিজেপি নেতার হত্যাকাণ্ডে (BJP Murder) প্রথম কাউকে গ্রেফতার করা হল। জানা গেছে, ধৃতের নাম মিলন ভৌমিক। তিনি গোড়ামহল এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য ও প্রাক্তন বুথ সভাপতি। নিহত বিজেপি নেতা বিজয়কৃষ্ণের পরিবারের পক্ষ থেকে মোট ৩৪ জনের নামে অভিযোগ দায়ের করা হয়। তারমধ্যে ২৬ নম্বরে নাম রয়েছে ধৃতের। বৃহস্পতিবার ভোররাতে তাঁকে মেয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

    প্রসঙ্গত, ১ মে রাতে পরিবারের সদস্যদের সামনেই তুলে নিয়ে গিয়ে খুন (BJP Murder) করা হয় বাকচা অঞ্চলের বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। পুলিশের বিরুদ্ধে খুনীদের আড়াল করার অভিযোগ তোলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ১২ ঘণ্টা ময়না বন‍্ধের ডাক দেয় বিজেপি। বন‍্‍ধকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে ওঠে ময়না। সকাল থেকেই টায়ার জ্বালিয়ে, পথ অবরোধ করে চলতে থাকে বন‍্ধ। সমগ্র পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বন‍্ধের আঁচ ছড়িয়ে পড়ে। দফায় দফায় খণ্ডযুদ্ধ বাধে পুলিশের সঙ্গে বন‍্‍ধ সমর্থনকারীদের।

    আরও পড়ুুন: মানিক ভট্টাচার্যকে নিয়ে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের, রিপোর্ট পেশ সুপ্রিম কোর্টে

    ময়নাতে আজ পদযাত্রা শুভেন্দুর, আসছে কেন্দ্রীয় কমিশন

    নিহত বিজেপি নেতার দেহ (BJP Murder) আজ ময়নাতদন্ত করা হবে কলকাতার কমান্ড হাসপাতালে। তারপর তা পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। বিজেপি সূত্রে খবর, দেহ ময়নাতে ফিরলে তা নিয়ে মিছিল করবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে আজই ময়নায় খুন হওয়া বিজেপি নেতার পরিবারের সঙ্গে দেখা করতে আসছে জাতীয় তফশিলি কমিশন। ইতিমধ্যেই বিজেপির তরফে কমিশনে অভিযোগ জানানো হয়েছে। 

    প্রসঙ্গত, বিগত ৮ দিনে রাজ্যের ৩ বিজেপি নেতা খুনের (BJP Murder) ঘটনায় ইতিমধ্যে প্রশ্ন উঠেছে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে। বিধানসভা ভোটের পর রাজ্যজুড়ে যে রাজনৈতিক হিংসা দেখা গেছিল, পঞ্চায়েত ভোটের আগে তারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে। বিজেপি নেতৃত্বের মতে, ক্রমশ গ্রাম বাংলায় পায়ের তলায় জমি হারাচ্ছে শাসক দল, তাই সন্ত্রাসের আশ্রয় নিয়ে জনমতকে প্রভাবিত করতে চাইছে তারা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • BJP Murder: গত ৭ দিনে খুন ৩ বিজেপি নেতা-কর্মী! রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নের মুখে

    BJP Murder: গত ৭ দিনে খুন ৩ বিজেপি নেতা-কর্মী! রাজ্যের আইন-শৃঙ্খলা প্রশ্নের মুখে

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যে ৭ দিনে খুন (BJP Murder) ৩ বিজেপি নেতা। পশ্চিমবঙ্গে যে আইনের শাসন একেবারেই নেই তা নিয়ে বহুবার সরব হয়েছে বিজেপি সমেত বিরোধী দলগুলি। রাজ্যের বর্তমান হিংসার চিত্র প্রমাণ করছে, বিরোধী দলের দাবি মিথ্যা নয়। এমনটাই বলছে কোনও কোনও মহল। একদিকে, রাজ্যে ভোট-পরবর্তী হিংসার ২ বছর পূর্তি পালন করছে বিজেপি। প্রসঙ্গত, ২০২১ সালের ২ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল বের হওয়ার সঙ্গে সঙ্গে বিরোধীদের উপর নামে লাগামছাড়া সন্ত্রাস। প্রায় ১ লক্ষের ওপর বিজেপি কর্মী ঘর ছাড়া হয়। ২৫ হাজারের বেশি রাজনৈতিক হিংসার ঘটনা ঘটে। পরিসংখ্যান বলছে ভোট পরবর্তী হিংসায় ৬১ জনের প্রাণহানি ঘটে (BJP Murder)। লুট, সন্ত্রাস, মহিলাদের ওপর নির্যাতন কোনও কিছুই বাদ যায়নি। বিজেপি ইতিমধ্যে তাই ২ মে’ কালা দিবস হিসেবে পালন করেছে। দলের শীর্ষ নেতৃত্ব শহিদদের উদ্দেশে তর্পণও করেছেন। কিন্তু পরিস্থিতির বদল হয়নি এতটুকু। ফের একবার শাসক দলের সন্ত্রাসের শিকার হতে হচ্ছে বিজেপিকে। পুলিশ-তৃণমূলের যৌথ সন্ত্রাস।

    ১ মে রাতে ময়নায় খুন (BJP Murder) হন বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়া

    বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে খুন (BJP Murder) করা হয় বিজেপি নেতা বিজয়কৃষ্ণ ভুঁইয়াকে। তিনি ছিলেন বাকচার বুথ সভাপতি। জানা গিয়েছে, ওই বিজেপি নেতা ১ মে রাতে যখন বাড়ি ফিরছিলেন সেই সময় তাঁর স্ত্রীর সামনেই তাঁকে জোর করে প্রথমে মোটরবাইকে চাপিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর কিছুটা দূরে রাতে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপি। আজ ময়না জুড়ে বন‍্‍ধ চলছে ১২ ঘণ্টার । 

    ২৯ এপ্রিল খুন (BJP Murder) হন জামুড়িয়ার বিজেপি নেতা রাজেন্দ্র সাউ

    গত ২৯ এপ্রিল জামুড়িয়ায় শুটআউটে মৃত্যু হয় বিজেপির কনভেনর রাজেন্দ্র কুমার সাউয়ের। গাড়ির মধ্যে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের বলছেন, শনিবার দুপুরে জামুড়িয়ার বোগরা এলাকায়, ২ নম্বর জাতীয় সড়কের ধারে নির্জন জায়গায় দীর্ঘক্ষণ এই সাদা গাড়িটি দাঁড়িয়ে ছিল। সন্দেহ হওয়ার গাড়ির কাছে যান স্থানীয়রা। তখনই দেখা যায়, গাড়ির ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এক ব্যক্তি। 

    ২৭ এপ্রিল খুন (BJP Murder) হন কালিয়াগঞ্জের বিজেপি কর্মী মৃত্যুঞ্জয় বর্মন

    গত ২৭ এপ্রিল নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে উত্তপ্ত কালিয়াগঞ্জে পুলিশের বিরুদ্ধে যুবককে গুলি করে খুনের অভিযোগ ওঠে। সেদিন, গভীর রাতে অভিযান চালানোর সময় গুলি চালায় পুলিশ। নিহত মৃত্যুঞ্জয় বর্মন, বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যের খুড়তুতো ভাই এবং একজন সক্রিয় বিজেপি কর্মী বলে জানা যায়। বারবার পুলিশি সন্ত্রাসের অভিযোগ এনেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। এই ঘটনা বিজেপির আনা অভিযোগকেই সত্য প্রমাণ করল বলে মনে করছেন, ওয়াকিবহাল মহলের একাংশ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share